করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অভিনেতা অপূর্ব

দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গুরুতর অসুস্থ। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তিনি জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়।

এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয় গতকাল (৩ নভেম্বর)।

চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়ে বলেন, ‌‘আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।

জানা গেছে, গত সপ্তাহে অপূর্ব সর্বশেষ সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন।

পটুয়াখালীতে নিখোঁজ অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

পটুয়াখালীর দুমকি উপজেলায় অটোবাইকসহ নিখোঁজ চালক আনোয়ার হাওলাদারের (৫০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেঁতুলবাড়িয়া সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোচালক আনোয়ার হাওলাদারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার পার-কার্তিকপাশা গ্রামে। তার বাবার নাম মৃত লালু হাওলাদার।

এ ঘটনায় অটোবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো– রবিউল (২১) ও রাজিব (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুন্সির বাজারসংলগ্ন এলাকা থেকে সোমবার বিকালে অটোবাইকসহ চালক আনোয়ার হাওলাদার নিখোঁজ হন।

সম্ভাব্য সব স্ট্যান্ড ও বিভিন্ন রুটে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

এদিকে সোমবার রাতে গলাচিপার হরিদেবপুর ফেরিঘাটে চোরাই আটোবাইকসহ চোরচক্রের দুই সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার দিনভর পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নিখোঁজ আনোয়ার হাওলাদারকে উদ্ধার চেষ্টা চালিয়েও পাওয়া যায়নি।

বুধবার সকালে রাস্তার পাশে ফেলে রাখা গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা ওই মরদেহটি আনোয়ারের বলে শনাক্ত করেন। এর পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শেবাচিমে যৌন বাহিত রোগ প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) যৌনবাহিত ঘাতক জীবাণু চিহ্নিতকরণ এবং প্রতিরোধ বিষয়ে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেবাচিমের একাডেমিক কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বুধবার দুপুরে এ কার্যক্রম সম্পন্ন হয়। কর্মশালায় বক্তারা যৌন বাহিত বিভিন্ন রোগের প্রকোপ নিয়ন্ত্রণে চিকিৎসা সেবা ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সহায়ক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

এসময় বক্তারা জানান, সারাবিশ্বে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ যৌন বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এসব রোগের মধ্যে প্রাণঘাতি জীবাণু এইডসের প্রকোপ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে এ ধরনের রোগকে ট্যাবু হিসেবে বিবেচনা করা হয়। যে কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক রোগী। কিন্তু গতবছর (২০১৯) পর্যন্ত দেশব্যাপী ৭ হাজার ৩৭৪ জন এইডস আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৯শ ১৯ জন।

বক্তারা আরো জানান, যৌন বাহিত রোগগুলো প্রতিরোধে রোগীর দেহে দ্রুত জীবণু চিহ্নিতকরণ প্রক্রিয়া চালানো জরুরী। এক্ষেত্রে তৃণমূল পর্যায়ের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীর জন্য পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে রোগীর গোপনীয়তা রক্ষা, পরীক্ষার সহজলভ্যতা এবং চিকিৎসার যথাযথ প্রাপ্যতা নিশ্চিত করা উচিত।

এসময় উন্নয়ন সংস্থার কর্মীরা জানান, ‘বরিশাল সহ দেশের ৩০ টি জেলায় যৌনবাহিত রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে সরকারের উদ্যোগগুলো বাস্তবায়নে বেসরকারি সহায়তা কাজ করছে। ইউএনএফপিএ’র আর্থিক সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ার কানাডা ও লাইট হাউজের কারিগরি সহায়তায় তৃণমূল পর্যায়ে এইডস সহ অন্যান্য যৌনব্যাধি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে ‘।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনএফপিএ’র উদ্যোগে এবং লাইট হাউসের আয়োজনে সম্পন্ন কর্মশালায় বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা ও ভোলা জেলার সিভিল সার্জন সহ প্রায় ৬০ জন স্বাস্থ্য কর্মকর্তা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন পরিচালক এমবিডিএস এবং লাইন পরিচালক টিবিএল,এএসপি প্রফেসর ডাঃ মোঃ শামিউল ইসলাম।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন শেবাচিম পরিচালক ডাঃ বাকির হোসেন। উক্ত আয়োজনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আমিনুল ইসলাম। এসময় যৌনবাহিত রোগ নিয়ন্ত্রণে চিকিৎসা সেবা ব্যবস্থাপনা শক্তিশালীকরণ সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ চন্দন কুমার রায়।

কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনএফপিএ’র প্রজেক্ট টেকনিক্যাল কর্মকর্তা ডাঃ নূর রাহাত আরা, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ – উপাচার্য প্রফেসর ডাঃ সরফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানটির সমাপনী বক্তব্য প্রদান করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম সারোয়ার।

কলাপাড়ায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বন্ধু পরিচয়দানকারী এক প্রতারক আটক

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বন্ধু পরিচয়ে এক হাজতী আসামীর পরিবারের সাথে প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো: কামরুজ্জামান পলাশ (৪২) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় আদালতের গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ষ্টেনো কাম টাইপিষ্ট মো: কাইউম আকন্দ বাদী হয়ে কলাপাড়া থানায় প্রতারনা, আত্মসাত ও টাউট আইনে একটি মামলা দায়ের করেন।

এজাহারকারীর বিবরনে জানা যায়, আদালতের কর্মচারীরা অফিস শেষে আদালত ভবন থেকে বের হওয়ার সময় লক্ষ্য করেন কামরুজ্জামান পলাশ নামের ওই প্রতারক মাদক মামলায় গ্রেফতারকৃত হাজতী আসামী উজ্জ্বল’র পিতা শাহজাহান কাজীর সাথে বাকবিতন্ডা করছে।

এসময় প্রকাশ হয়ে পড়ে প্রতারক পলাশ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বন্ধু পরিচয়ে জামিন করিয়ে দেয়ার কথা বলে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং আরও ২৫ হাজার টাকার জন্য বাকবিতন্ডা করছে।

বিষয়টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র নজরে এলে তিনি ওই প্রতারককে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালতের ষ্টেনো কাম টাইপিষ্ট মো: কাইউম আকন্দ মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এর আগে কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের জনৈক হারুন গাজী নামের এক দালালকে পুলিশ আটক করে মহিপুর থানায় টাউট আইনে মামলা দায়ের করে।

দীর্ঘ হাজত বাসের পর হারুন জামিনে মুক্তি পেলেও মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার আদালতে কর্মরত আইনজীবী সহকারীদের পরিচয় পত্র ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি আদালতের সামনে নিজের ঔরসজাত শিশু পুত্রকে কোলে নেয়ার অপরাধে এক বিচারপ্রার্থীকে মারধর করার অভিযোগে দায়েরকৃত স্বপ্রনোদিত মামলায় অভিযুক্ত দুই আইনজীবী সহকারীকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করার সময় তিনি এ আদেশ জারী করেন। আগামী ৮নভেম্বর থেকে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে ইমন মোল্লা (১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় কার্ত্তিকপাশা গ্রামের বাড়িতে আনোয়ার মোল্লার ছেলে ইমন নির্মাণাধীন বিল্ডিংয়ের লুজ তারের সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃৃষ্ট হলে স্বজনরা উদ্ধার করে অটোবাইক যোগে তাকে উপজেলা হাসপাতালে নেয়ার পর রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমন মোল্লা দুমকি সরকারি জনতা কলেজের ছাত্র। দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশে বুধবার সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

কলাপাড়ায় প্রবারনা উৎসব পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের প্রবারনা উৎসব পালিত হয়েছে। শনিবার রাতে উপজেলার অন্ততঃ ২০টি রাখাইন অধ্যুষিত পাড়া গুলোতে এ উৎসব পালিত হয়। এ উৎসবের বিশেষ আকর্ষন ছিল বিভিন্ন রংয়ের ফানুস উড়ানো। এতে সকল সম্প্রদায়ের মানুষ উপভোগ করে অনুষ্ঠানটি।

এ ছাড়া উৎসবের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল পঞ্চশীল পূজা,অষ্টশীল পূজা, চীবরদান, প্রদীপ পূজা, পিন্ডদান, ধর্মসভা ও আলোচনা।

বিভিন্ন প্রকারের ফানুসের মধ্যে ছিল লেস ফানুস, প্যারাসুট ফানুস, মালা ফানুস। এ বছর উপজেলার ২৩ টি রাখাইন পাড়ার মধ্যে ২০টি সরকারী অনুদানকৃত পাড়ায় এ উৎসব পালিত হয়। বাকী তিনটি পাড়াতেও আগামী বছর থেকে উৎসব মূখর পরিবেশে এ অনুষ্ঠান পালনের জন্য আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া ধর্মবিজয় বৌদ্ধ বিহারের সভাপতি মংচো তালুকদার জানান, এ বছর করোনা ভাইরাসের প্রকোপের কারনে স্বাস্থ্যবিধি মেনে প্রবারনা এ উৎসব পালন করা হয়। বিশ্ব থেকে এ ভাইরাস দূরীভ‚ত হওয়ার জন্য বিশেষ প্রার্থনা করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

পবিপ্রবিতে কর্মচারীদের আন্দোলন অব্যাহত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী পরিষদ। গত ২১ নভেম্বর এ আন্দোলন শুরু হয়।

রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের জয়বাংলা চত্বরে কর্মচারীরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ-সমাবেশ কর্মসূচী পালন করেন। বিশ^^বিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসের কর্মচারীরাও এতে অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচী চলবে। ১০দফা দাবী না মানলে পরবর্তীতে লাগাতার কর্মসূচী দেয়া হবে বলে ঘোষণা করে কর্মচারী পরিষদ। এদিকে আন্দোলনের মুখে কর্তৃপক্ষ সোমবার পরিষদের নেতৃবৃন্দের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন ।

মহিপুর থানার ওসির প্রত্যাহার চেয়ে স্বতন্ত্র প্রার্থী ফজলু গাজীর সংবাদ সম্মেলন।

কলাপাড়া প্রতিনিধি ঃ পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আলোচিত মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামানকে প্রত্যাহার করে নিতে ইসি’র কাছে লিখিত অভিযোগ করার পরও অদ্যবধি তাকে প্রত্যাহার করা হয়নি। নির্বাচনে তার পক্ষপাতমূলক আচরন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্ত:রায় হয়ে দাড়িয়েছে। এছাড়া আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল মালেক আকন্দ এবং তাঁর সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাতে শুরু করেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন কেন্দ্রে না আসার জন্য হুমকি প্রদান করা হচ্ছে। এতে মহিপুর ইউনিয়নের সাধারণ ভোটার আতঙ্কিত হয়ে পড়েছেন।’

শুক্রবার (১৬অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, বিএনপি নেতা মো. ফজলু গাজী সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।এ সময় তাঁর সাথে ছিলেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা বিএনপি’র অপর যুগ্ম সাধারন সম্পাদক নান্নু মুন্সী, প্রার্থীর বড় ভাই মো. নাজমুল আহসান,
ছোট ভাই মো. মজনু গাজী প্রমূখ।

সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ’মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান আ: মালেক আকন্দ’র ছেলের শশুর বাড়ির আত্মীয়। তাই আমার প্রচার কর্মীদের মারধর এবং হয়রানীর অভিযোগ থানায় জানালেও কোনো প্রতিকার পাইনা।বৃহস্পতিবার (১৫অক্টোবর) মহিপুর বাজার এলাকার হিন্দু অধ্যুষিত এলাকায় আমার মেয়ে নুরে জান্নাত সুমি ভোট চাইতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর ছেলে সোহাগ আকন আমার মেয়েকে জোড় পূর্বক সে এলাকা থেকে বের করে দেয়। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আমার কর্মীদের ওপর হুমকি, ধামকি ও হয়রানীর মাত্রা বহুগুণ বেড়ে গেছে। এ ছাড়া অনিয়ম নিয়ে ওসি ও রিটার্নিং অফিসারের কাছে আরও ৮-১০টি অভিযোগ দেয়া হয়েছে। অদ্যবধি কোনোটিরই প্রতিকার পাইনি। নির্বাচন সুষ্ঠু করতে হলে দ্রুত ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মহিপুর থানার ওসিকে প্রত্যাহার করার জন্য গত ৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে মহিপুর থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ফজলু গাজী বলেন।’

ফজলু গাজী আরও বলেন, ’২০ নভেম্বর অনুষ্ঠিতব্য ভোটকে প্রভাবিত করতে কলাপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দু’মেয়র ইতোমধ্যে
নির্বাচনী এলাকায় নৌকার সমর্থনে ভোট চাইতে গিয়ে ত্রাস সৃষ্টি করেছেন।নৌকা প্রতীকের প্রার্থী বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে এনে ভোট কেন্দ্র দখল করার অপচেষ্টায় লিপ্ত আছেন। এতে আমি শঙ্কিত আদৌ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন হবে কীনা?তারা নয়টি কেন্দ্রের মধ্যে নিজ শিববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোয়াজ্জেমপুর সিনিয়র মাদ্রাসা, নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুধিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নজিবপুর সাইক্লোন শেল্টার কেন্দ্রটি ভোটের দিন দখল করে নিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের জড়ো করেছেন।তাই প্রতিটি ভোট কেন্দ্রেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ আইনশৃংখলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করার দাবি জানান তিনি।’

এসব অভিযোগের বিষয়ে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘এখানে আমার কেউ আত্মীয় নয়, পরও নয়। আমার কাছে স্বতন্ত্র প্রার্থী যতগুলো অভিযোগ দিয়েছে, তার কোনোটিরই সত্যতা পাইনি। তা ছাড়া আমার ব্যাপারে যে অভিযোগ দেয়া হয়েছে, তদন্তে যদি তা সত্য প্রমানিত হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ
অবশ্যই ব্যবস্থা নিবেন।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মালেক আকন্দ বলেন, ‘আমি কোনো বহিরাগত সন্ত্রাসী ভাড়া করিনি। বরং স্বতন্ত্র প্রার্থী তালতলী-বরগুনা থেকে বহিরাগত সন্ত্রাসী এনে জড়ো করেছেন। আমার কর্মী-সমর্থকদের হাত-পা ভেঙে দেয়ার হুমকী দেয়া হচ্ছে। আমিও চাই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক।’

মহিপুর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘আমাদের কাছেও দু’দিন আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একটি অভিযোগ দিয়েছে, তার যথাযথ তদন্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে।তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নিতে পারবো।’

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রকেই আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতকরেছি। সেভাবেই প্রস্ততি নেয়া হচ্ছে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ এবংসুষ্ঠু করার জন্য র‌্যাব, বিজিবি, পুলিশ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামান আদালত দায়িত্ব পালন
করবেন।’

উল্লেখ্য, মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১৪,৭৬৯।তন্মধ্যে নারী ভোটার ৭,১৭৬ এবং পুরুষ ভোটার সংখ্যা ৭,৫৯৩

লেবুখালি ফেরিঘাট সড়কের বেহাল দশা

কয়েক দিনের টানা বৃষ্টিতে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী ফেরিঘাটে এক কিলোমিটার সড়কের বেহাল দশা। হাঁটু কাদায় চরম যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে। এতে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার সরেজমিন লেবুখালী ফেরিঘাট পরিদর্শনে গিয়ে এমন দুর্ভোগের বাস্তব চিত্র দেখা গেছে।
জানা যায়, বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটের লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতুর উভয় তীরে ফেরিঘাট থেকে প্রায় এক কিলোমিটার জুড়ে হাঁটু কাদায় পরিপূর্ণ হয়ে আছে। কাদা পেরিয়ে পায়ে হেঁটে বা যানবাহনে চড়ে যাত্রীদের ঘাটে পৌঁছে ফেরি পারাপার হতে হয়।
কাদা অতিক্রমের উটকো বিড়ম্বনার শিকার হতে হয় যানবাহন ও যাত্রীদের। বিশেষত পায়ে হেঁটে চলা পথচারী বৃদ্ধ ও শিশুদের কষ্ট বেড়েছে কয়েকগুণ।
ফেরিঘাটের ব্যবসায়ী আবদুল করিম জানান, টানা বৃষ্টিতে ঘাটের উভয় দিকের রাস্তায় খানাখন্দ আর কাদাপানিতে একাকার হয়ে গেছে। স্থানে স্থানে ছোট-বড় গর্ত আর কাদাপানির বিড়ম্বনা সহ্য করেই এলাকার ব্যবসায়ী, পথচারী ও দূর-দূরান্তের যাত্রীসাধারণকে ফেরিঘাট অতিক্রম করতে হচ্ছে।
সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার আলমগীর হোসেন জানান, কাদায় সয়লাব থাকা সড়কের স্থানে স্থানে গর্ত থাকায় যানবাহন ও চলাচলে মারাত্মক দুর্ভোগ বেড়েছে। গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
ফেরিঘাটের সুপারভাইজার আবদুল কুদ্দুস বলেন, নির্মাণাধীন পায়রা সেতুর গার্ডার পাইল করতে গিয়ে অ্যাপ্রোচ সড়কের ওপর মাটির স্তূপ থেকে কাদা ছড়িয়ে ঘাটের এমন অবস্থা হয়েছে। ব্রিজের বৃহত্তর স্বার্থে সবাইকে সাময়িক অসুবিধা মেনে নিতেই হচ্ছে। তবে বৃষ্টি কমলে রৌদ্রে শুকিয়ে গেলে আর তেমন কোনো অসুবিধা থাকবে না।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দোয়া ও মিলাদ

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের আয়োজনে হেতালিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় দোয়া , মিলাদ মাহফিল ও খাবার বিতরন করা হয়।
সোমবার বিকালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের আয়োজনে এ দোয়া মিলাদ ও খাবর বিতরন করা হয় এ সময় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা। হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার। বাঙালির আশা-আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্নসারথী। বিশ্বরাজনীতির উজ্জ্বলতম প্রভা, বিশ্ব পরিমণ্ডলে অনগ্রসর জাতি-দেশ-জনগোষ্ঠীর মুখপাত্র, বিশ্বনন্দিত নেতা। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্তমানবী। তিমির হননের অভিযাত্রী, মাদার অব হিউম্যানিটি। আত্মশক্তি-সমৃদ্ধ সত্য-সাধক। প্রগতি-উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির সুনির্মল-মোহনা। এক কথায় বলতে গেলে সমুদ্র সমান অর্জনে সমৃদ্ধ শেখ হাসিনার কর্মময় জীবন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে জননেত্রী শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এই নিভৃত পল্লীতেই ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। মাতার নাম বঙ্গবমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তিনি বাবা-মায়ের প্রথম সন্তান। শৈশব কৈশোর কেটেছে বাইগার নদীর তীরে টুঙ্গীপাড়ায় বাঙালির চিরায়ত গ্রামীণ পরিবেশে, দাদা-দাদির কোলে-পিঠে। পিতা শেখ মুজিবুর রহমান তখন জেলে বন্দি, রাজরোষ আর জেল-জুলুম ছিল তাঁর নিত্য সহচর। রাজনৈতিক আন্দোলন এবং রাজনীতি নিয়েই শেখ মুজিবুর রহমানের দিন-রাত্রি, যাপিত জীবন। বাঙালির মুক্তি আন্দোলনে ব্যস্ত পিতার দেখা পেতেন কদাচিৎ। পাঁচ ভাই-বোনের মধ্যে শেখ হাসিনা ছিলেন জ্যেষ্ঠ সন্তান। তার কনিষ্ঠ ভাই-বোন হলেন- শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেল। শেখ হাসিনা গ্রামবাংলার ধূলোমাটি আর সাধারণ মানুষের সাথেই বেড়ে উঠেছেন। গ্রামের সাথে তাই তাঁর নিবিড় সম্পর্ক।