১৮ হলে কাঠবিড়ালী

বিনোদন ডেস্ক:
‘আবার বসন্ত’ ও ‘ইতি তোমার ঢাকা’র পর শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তি পেয়েছে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার তৃতীয় সিনেমা ‘কাঠবিড়ালী’। নবাগত পরিচালক নিয়ামুল মুক্তার সিনেমাটি ১৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

২০১৭ সালের মার্চে শুরু হয়ে গত বছর সিনেমাটির কাজ সম্পন্ন হয় ও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর।

মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা নিয়ে ‘কাঠবিড়ালী’ নির্মিত হয়েছে। সিনেমাটির শুটিং হয়েছে পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে। গত ডিসেম্বরে সে গ্রামের একটি মাঠে সিনেমাটির প্রিমিয়ারের আয়োজন করেন নির্মাতা।

সিনেমাটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘কাঠবিড়ালী’র গল্পটা আমার অনেক পছন্দের। আশা করছি দর্শকরাও গল্পের জন্যই এটি দেখবেন। এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চেয়েছি। যেটা সবার মন ছুঁয়ে যাবে।
যেসব প্রেক্ষাগৃহে ‘কাঠবিড়ালী’ মুক্তি পেয়েছে

নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত হয়েছে ‘কাঠবিড়ালী’।

এর গল্প লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। এতে আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে।

***’কাঠবিড়ালী’র ট্রেলার

 

নতুন লুকে আসিফ আকবর

বিনোদন ডেস্ক:

আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ তিনি। ভক্তরা তাকে এই নামেই সম্মানিত করেন। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়ে বাংলা গানের ভুবনে ধূমকেতুর মতো তার আগমন। এরপর থেকে বৈচিত্র্যময় গানে সুরের জাদু দেখিয়ে চলেছেন।

আসিফ যেমন প্রেম-বিরহের গানে অনন্য তেমনি সমাজ, পরিবার, ক্রিকেটে নিয়েও তার গানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। না, এখন আর শুধু গান গানেই সীমাবদ্ধ নন তিনি, গত কয়েক বছর থেকে সমান তালে মিউজিক ভিডিতেও নানা রূপে হাজির হয়েছেন।

২০১৯ সালের শেষের দিকে নিজের অভিনীত প্রথম সিনেমা ‘গহীনের গান’ উপহার দিয়েছেন।

‘লাল টিপ’ নামের প্রকাশের মাধ্যমে শুরু করেছেন নতুন বছর। চুলের নানা স্টাইল আর নানা লুক দিয়ে প্রতি ভিডিওতে চমক দেখিয়ে গেছেন তিনি।

শুক্রবার হঠাৎ করেই নতুন লুকে দেখা দিয়েছেন আসিফ আকবর। হঠাৎ করে তাকে দেখলেই চমকে উঠবেন হয়তো তার ভক্তরা। কারণ এই ছবিতে দেখা যাচ্ছে মাথা ন্যাড়া করে করে ফেলেছেন তিনি। অনেকেই ভাবতে পারেন নতুন কোনো ভিডিওর জন্য নিজেকে বদলাচ্ছেন আসিফ। না, ঘটনা তেমনটিও নয়!

এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘না, কোনো ভিডিওর জন্য নয়, বরং ভিডিও থেকে দূরে থাকতেই এই ব্যাবস্থা। প্রচুর গানের কাজ জমেছে। এই বছর অনেক গান করতে চাই। দেড় শতাধিক হামদ ও নাত গাওয়ার পরিকল্পনা নিয়েছি।

কিন্তু মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়লে এতো গান করা সম্ভব হবে না। কোনো কোনো গানের ভিডিওর জন্য তিন-চার দিন সময়ও দিতে হয়। তাই আপতত ভিডিও নয়, ৩-৪ মাস পুরো সময়টা গান গাওয়ার পেছনেই ব্যায় করতে চাই।’

এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। কেমো শেষ করে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা থাকলেও তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে গেছে।

এন্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যান। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতিমধ্যে ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপির প্রস্তুতি চলছিল। তবে তা শুরু করা যায়নি। এখনো ৭টি কেমো দেওয়া বাকি।

পাঁচ বছর বিরতির পর ফিরছেন ইমন- আসিফ

বিনোদন ডেস্ক:

সংগীত পরিচালক শওকত আলী ইমন ও গায়ক আসিফের মধ্যকার সম্পর্ক গুরু-শিষ্যের। কিন্তু দীর্ঘদিন এ জুটির কোনো কাজ পাওয়া যায়নি। বিরতিটা পাঁচ বছরের। ভালো খবর হলো, বিরতির শেষে কাজে ফিরেছেন গুরু-শিষ্য জুটি।

রোববার (১২ জানুয়ারি) রাতে ‘আকবর’ নামের সিনেমায় ইমনের সুর-সংগীতায়োজনে আসিফ গাইলেন এর টাইটেল গান। এর কথা সুদীপ কুমার দীপের। রণক ইকরামের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। এটি নির্মিত হচ্ছে সিনেহল মাল্টিমিডিয়ার প্রযোজনায়।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন ইমন ও ববি। শিগগিরই আসিফের গাওয়া টাইটেল গান দিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

এ গান প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, এটি একটি রক ঘরানার গান। আসিফকে ভেবেই গানটি তৈরি করি। আসিফের গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। কাজটি বেশ ভালো হয়েছে।

এর আগে গুরু-শিষ্য জুটি সবশেষ একসঙ্গে গান করেছিলেন ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ সিনেমায়’। গানের শিরোনাম ‘তোর হাসি যেন বিশাল ছক্কা, যায় না ধরা ক্যাচ’। এ গানের পর পাঁচ বছরের বিরতি ভাঙলেন আসিফ-ইমন জুটি।

সিনেমার গানে আসিফের যাত্রা হয় ইমনের হাত ধরেই, ‘রাজ পথের রাজা’ সিনেমায় মধ্য দিয়ে। সিনেমাটিতে ইমনের সুর-সংগীতে আসিফ গেয়েছিলেন ‘আমারই ভাগ্যে তোমারই নাম লেখা’ শিরোনামের গানটি।

এবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন মিথিলার বোন মিশৌরী

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ। তার পুরো নাম ইফফাত রশীদ মিশৌরী। প্রায় চার বছর ধরে কাজ করছেন বিজ্ঞাপনে। এবার তিনি নিয়মিত হচ্ছেন অভিনয়ে।
বর্তমানে তিনি গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এ অভিনয় করছেন। ঢাকার নিউ মার্কেটে সোমবার (১৩ জানুয়ারি) এর শুটিং চলছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে তিনি অভিনয় করছেন।

মিশৌরী রশীদ বলেন, ‘আমার শুরুটা পারিবারিকভাবে হলেও এখন নিজের ইচ্ছাতেই আসলে অভিনয় করছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। বছর খানিক আগে সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। সেটাই ছিল প্রথম। এরপর অভিনয়ে কিছুদিন বিরতি দেই। এখন আবার নিয়মিত কাজ শুরু করেছি।’

 মিশৌরী রশিদ

এর আগে নুহাশ হুমায়ুনের ‘পিৎজা ভাই’ নাটকে কাজ করেছেন এই তরুণ অভিনেত্রী। অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী।

এ প্রসঙ্গে তিনি বললেন, ‘ক্যামেরার পেছনেও কাজ করার আমার অনেক ইচ্ছে আছে। সে ইচ্ছা থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। নানা খুঁটিনাটি বিষয়গুলো শিখেছি। সবকিছু ঠিক থাকলে এবং সুযোগ আসলে নির্মাণও শুরু করবো।’

মিশৌরী রশীদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। আর এক সেমিস্টার পরই তার গ্রাজুয়েশন শেষ হচ্ছে।

দেহ ব্যবসায় জড়িয়েছেন যে অভিনেত্রীরা

শোবিজ অঙ্গন মানেই ঝলমলে পোশাক, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, তারকাখ্যাতি ইত্যাদি। কিন্তু এর অন্ধকার দিকও রয়েছে। অনেকেই এই জগতে নাম লিখিয়ে পরবর্তী সময়ে জড়িয়ে পড়েন নানা অপরাধকর্মে।

সম্প্রতি পতিতাচক্রের সঙ্গে যুক্ত থাকায় গ্রেপ্তার হয়েছেন ভারতীয় অভিনেত্রী অমৃতা ধানোয়া ও মডেল রিতা সিং। গত বৃহস্পতিবার তাদের মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে পতিতা চক্রের সঙ্গে অভিনেত্রীদের নাম জড়ানো নতুন নয়। এর আগেও এমন ঘটনা অনেকবার ঘটেছে। পতিতাবৃত্তিতে নাম জড়িয়েছে এমন কয়েকজন অভিনেত্রীকে নিয়ে এই প্রতিবেদন।

শ্বেতা প্রসাদ বসু
দেহ ব্যবসায় জড়িয়েছেন এমন নায়িকাদের তালিকায় প্রথমেই আসেন এই অভিনেত্রীর নাম। মাত্র ১১ বছর বয়সে বিশাল ভরদ্বাজের ‘মকড়ি’ সিনেমায় অভিনয় করে সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন শ্বেতা বসু প্রসাদ। সেই শ্বেতাই পরবর্তী সময়ে গ্রেপ্তার হন দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। ২০১৪ সালে হায়দরাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেলে অভিযান চালিয়ে শ্বেতাকে হাতেনাতে ধরে পুলিশ। পরবর্তী সময়ে বিষয়টি স্বীকার করে শ্বেতা জানিয়েছেন, অভাবের কারণেই এই পেশায় জড়িয়েছিলেন তিনি।

শার্লিন চোপড়া
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের তৃতীয় সিজনের প্রতিযোগী ছিলেন শার্লিন চোপড়া। এমটিভি স্প্লিটভিলা সিজন সিক্স সঞ্চালনা করেছেন তিনি। পাশাপাশি তামিল, তেলেগু, বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। এই অভিনেত্রী জানিয়েছেন, এক সময় পতিতাবৃত্তি করেছেন তিনি। তবে এখন এসবের মধ্যে নেই।

ভূবনেশ্বরী
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ভূবনেশ্বরী। সিনেমার পাশাপাশি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। ২০০৯ সালে দেহ ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে এই অভিনেত্রীকে আটক করে চেন্নাই পুলিশ। জানা যায়, তার আগেও একাধিকবার আটক হয়েছিলেন তিনি। তবে রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক থাকায় বারবারই ছাড়া পেতেন।

সাইরা বানু
ভারতের তেলেগু সিনেমার অভিনেত্রী সাইরা বানু। ২০১০ সালের আগস্টে কুন্দন বাগ এলাকায় অভিযান চালিয়ে এই অভিনেত্রী গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। এই অভিযানে জ্যোতি নামের আরো একজন অভিনেত্রীও গ্রেপ্তার হন।

দিব্য শ্রী
তামিল ও তেলেগু সিনেমাতেই বেশি অভিনয় করেছেন দিব্য শ্রী। ২০১৪ সালের সেপ্টেম্বরে একটি পতিতাচক্রকে ধরার জন্য অভিযান চালায়, এই সময় অন্যদের সঙ্গে এই অভিনেত্রীকেও আটক করে পুলিশ।

আইস আনসারি
তামিল অভিনেত্রী আইস আনসারি। ২০১৩ সালে একটি চক্রকে ধরার জন্য অভিযান চালালে যোধপুরে পুলিশের কাছে আটক হন এই অভিনেত্রী।

কিন্নেরা
তেলেগু সিনেমাতে কাজ করেছেন কিন্নেরা। টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন। পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

তিশা-অপূর্বর ভালোবাসা তুই

বিনোদন ডেস্ক :

রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করছেন অভিনেত্রী তানজিন তিশা। এদিকে সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয়ে যায় আরেক অভিনেতা অপূর্বর। এমনই একটি ঘটনার মধ্য দিয়ে শুরু হয় অপূর্ব-তিশার নতুন নাটক ‘ভালোবাসা তুই’। নাটকটি ৪ জানুয়ারি রাতে উন্মুক্ত হয় ‘সিএমভি ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে। এটি প্রকাশের পর থেকেই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা।

নাটকটি নির্মাণ করেছেন এসআর মজুমদার। ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিএমভি’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

নির্মাতা জানান, গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশুনার পাশাপাশি বেছে নেন সেলস গার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব।

নাটকটি সম্পর্কে তানজিন তিশার ভাষ্য, ‘গল্পটা যতটা প্রেমের, ততোধিক বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হল- নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি। ভালো নাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ।

 

সাংবাদিকদের উপর চটলেন মাহি

বিনোদন ডেস্ক:
দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ে ও বিচ্ছেদ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ায় যারপরনাই বিরক্ত এই ঢালিউড অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এসব ‘উল্টা পাল্টা’ সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঢালিউড অভিনেত্রী লেখেন, ‘আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টা পাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়, প্লিজ স্টপ ইট।’

এই আগে কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, মিডিয়া পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন ‘অগ্নি’খ্যাত এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহির একাধিক ঘনিষ্ঠ সূত্র।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার বনিবনা হচ্ছে না। থাকছেন আলাদাও। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মাহির পোস্ট করা ছবিতে দেখা যায় না অপুকে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি।

ওই সময় মাহি বলেছিলেন, ‘ব্যক্তিগত অভিমানের কারণে আপাতত অপুর সঙ্গে ছবি প্রকাশ করছেন না তিনি।’ তাও গত বছরের শুরুর কথা। এর মধ্যেও তাদের ‘ব্যক্তিগত অভিমান’ ভাঙেনি, এমনটাই বলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এখনও মাহি-অপু কেউই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেনি।

অবশেষে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ব্যাপারটি নিজেই পরিষ্কার করলেন মাহিয়া মাহি। জানালেন, তারা দু’জনে একসঙ্গে আছে এবং ভালোই আছেন।

বিকিনি পরে উষ্ণতা ছড়ালেন সারা

 

বিনোদন ডেস্ক:

কুলি নম্বর ওয়ান-এর শুটিং শেষ করে খ্রিস্টমাসে মেতে ওঠেন সারা আলি খান।

  • খ্রীস্টমাসে বাবা সাইফ আলি খান, ভাই ইব্রাহিম খান এবং কারিনা কাপুরের সঙ্গে মেতে ওঠেন সারা।

    খ্রীস্টমাসে বাবা সাইফ আলি খান, ভাই ইব্রাহিম খান এবং কারিনা কাপুরের সঙ্গে মেতে ওঠেন সারা।

  • কারিনা কাপুরের খ্রিস্টমাস পার্টিতে হাজিরও হন সারা।

    কারিনা কাপুরের খ্রিস্টমাস পার্টিতে হাজিরও হন সারা।

  • খ্রিস্টমাস পার্টি শেষ করে বন্ধুর সঙ্গে বেড়াতে বিদেশে পাড়ি দেন সারা আলি খান।

    খ্রিস্টমাস পার্টি শেষ করে বন্ধুর সঙ্গে বেড়াতে বিদেশে পাড়ি দেন সারা আলি খান।

  • নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন সাইফ-কন্যা।

    নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন সাইফ-কন্যা।

  • তবে বন্ধুর সঙ্গে কোথায় হাজির হয়েছেন সারা আলি খান, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি অভিনেত্রী।

    তবে বন্ধুর সঙ্গে কোথায় হাজির হয়েছেন সারা আলি খান, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি অভিনেত্রী।

 

সালমান খানের ৫৪ তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক:

বেশ জাঁকজমকভাবে নিজের ৫৪ তম জন্মদিন পালন করেছেন সালমান খান। তার জন্মদিনে উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পার্টি দেন ভাই সোহেল খান। সেখানে পরিবারের সদস্য ও বলিউড তারকাদের সঙ্গে জন্মদিন উপযাপন করেন সালমান। পার্টিতে উপস্থিত ছিলেন বাবা সেলিম খান, মা সালমা, ভাই আরবাজ, সোহেল, ভাতিজা আরহান, বোন অর্পিতা ও তার স্বামী আয়ুশ শর্মা, সালমানের কথিত প্রেমিকা লুলিয়া, সহশিল্পী সোনাক্ষী সিনহা, সাই মাঞ্জরেকার, ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালান ও তার স্বামী সিদ্ধার্থ রয় কাপুর, আদিত্য রয় কাপুর, টাবু, ববি দেওল, ডেইজি শাহ, হুমা কোরেশি, কৃতি খরবান্দা, পুলকিত সম্রাট, ইভলিন শর্মা, উর্বশী, স্নেহা উল্লাল, রাভিনা ট্যান্ডনসহ অনেকে। বড় তলোয়ার দিয়ে ভাগ্নে আহিলকে কোলে নিয়ে কেক কাটেন সালমান।

সালমান খানের প্রকৃত নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। ১৯৬৬ সালে ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তার জন্ম। তার বাবা সেলিম খান একজন প্রখ্যাত চিত্রনাট্যকার। আর তার মায়ের নাম সালমা খান। ১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান খানের। কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি।

প্রথম সিনেমার জন্য ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার লাভ করেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এরমধ্যে সাজান, হাম আপকে হ্যায় কৌন, করণ অর্জুন, বিবি নাম্বার ওয়ান, হাম দিল দে চুকে সানাম, তেরে নাম, পার্টনার, বডি গার্ড, দাবাং, রেডি, বজরঙ্গি ভাইজান, সুলতান, ভারত প্রভৃতি।

আগামী বছর ঈদে আসছে সালমানের ছবি ‘রাধে’। সেই ছবির কাজ চলছে এখন। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘দাবাং থ্রি’ও ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে বিস্ফোরক এক তথ্য জানিয়েছেন সালমান। এক পরিচালকের প্রেমিকাকে মুগ্ধ করেই অভিনয়ে প্রথম সুযোগ পেয়েছিলেন বলে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সালমান।