আমির হোসেন আমু ১৪ দলের নতুন মূখপাত্র, নলছিটির উপজেলা ছাত্রলীগের অভিনন্দন

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠি-২ (ঝালকাঠী-নলছিটি) সংসদীয় আসনের মাননীয় সাংসদ, সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ’র উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয়কে আওয়ামী লীগে’র নেতৃত্বাধীন ১৪ দলের মূখপাত্র হিসেবে নিয়োগ/দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব ভার পাওয়ায় নলছিটি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমির হোসেন আমুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিজ্ঞতার আলোয় উদ্ভাসিত বর্ষিয়ান এ নেতাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি আনীক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান।

নলছিটি নাগরিক ফোরামের নতুন কমিটি ঘোষণা প্রবাসী সাঈদ সভাপতি, সাংবাদিক সুমন সাঃ সম্পাদক

নলছিটি নাগরিক ফোরামের ২০২০-২০২১ অর্থ বছরের নতুন কমিটির নাম ঘোষণা হয়েছে। কমিটিতে আমেরিকান প্রবাসী সাইদুর রহমান (সাঈদ) মোল্লা কে সভাপতি ও সাংবাদিক হাসান আলম সুমন কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার নলছিটি নাগরিক ফোরামের এক বিজ্ঞপ্তিতে কমিটির কথা জানানো হয়।
এতে যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আকতার ও বেলায়েত হোসেন নান্নু, সাংগঠনিক সম্পাদক আলআমিন ফকির ও খলিলুর রহমান ইমাম।
১০১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যদের নাম আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে জানায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, ঝালকাঠি’র নলছিটি উপজেলার স্বতন্ত্র ও অ-রাজনৈতিক সংগঠন নলছিটি নাগরিক ফোরাম দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত উপজেলায় সামাজিক ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ঝালকাঠিতে পিসিআর ল্যাবের দাবীতে মানববন্ধন করেছে ১১ টি সংগঠন

ঝালকাঠি প্রতিনিধি॥ কভিড ১৯ সনাক্তকরনের জন্য সদর হাসপাতালে ‘পিসিআর ল্যাব’ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠির ১১টি সংগঠন। বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন), কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, দুরন্ত ফাউন্ডেশন, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, রক্ত কনিকা ফাউন্ডেশন, মানব কল্যাণ সোসাইটি, কালের কণ্ঠ শুভসংঘ এবং প্রথম আলো বন্ধুসভা। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ দাবির সাথে একাত্বতা প্রকাশ করে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধনে অংশ গ্রহণ করেছে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য সচিবের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক মো. আককাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, সুজন সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি, কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক ও দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক, ৭১’র চেতনা সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, রক্ত কনিকার এডমিন মুস্তাফিজুর রহমান প্রীতম তালুকদার, মানব কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা উজ্জল রহমান ও ইয়ুথ এ্যাকশন সোসাইটির সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি প্রমুখ। বক্তারা বলেন, ঝালকাঠিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩’শ। এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের, উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪ জন।
এ জেলার মানুষের নমুনা সংগ্রহের পরে জেলা সদর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিলম্বে রিপোর্ট আসার কারনে ঝুঁঁকিতে রয়েছে ঝালকাঠিবাসী। অনেক রোগী রিপোর্ট পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। তাই অতিদ্রুত এ জেলায় ‘পিসিআর ল্যাব’ স্থাপনের দাবি জানিয়েছেন বক্তারা।

কাউখালীতে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে খালু গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে খালু মো. আল-আমীন হাওলাদর (২১) নামের এক যুবকে গ্রেফতার কার হয়েছে। গ্রেফতারকৃত আল-আমীন উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের কেউন্দিুয়া কুমিয়ান এলাকার মৃত আলতাফ হোসেন হাওলাদারের পুত্র। শনিবার (৪ জুলাই) সকালে এ ঘটনার অভিযোগে মামলা দায়ের হলে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছেন। ওই শিশুটি (৮)স্থাণীয় একটি মাদরাসার শিশু শ্রেণীর ছাত্রী।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক ওই শিশুটির (৮) আপন খালু। শিশুটির খালা অসুস্থ হলে সে তার খালাকে সেবা করতে ওই বাড়িতে যায়। গত ১৮ জুন দুপুর আড়াইটার দিকে ওই শিশুটির খালা(অভিযুক্তের স্ত্রী) ঘরের বাহিরে থাকার সুযোগে কাউখালী থানার কুমিয়ান গ্রামের খালু আল-আমীনের ভাড়া করা ইমাম কসাইর ঘরের খাটের উপর শোয়াইয়া ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই শিশুটির মা এসে দেখতে পেলে আসামী ওই শিশুকে ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি স্থাণীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে তা সম্ভব হয় নি বলে মামলায় উল্লেখ করা হয়।
থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ওই শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ও অভিযোগকারী পরস্পর আপন ভায়রা ভাই। তাই বিষয়টি স্থাণীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে মামলা দায়ের করেছেন।

শিমুল সুলতানা a2I শিক্ষক বাতায়ন এর সেরা নেতৃত্বে

আরিফুর রহমান আরিফ:

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে দেশের শিক্ষাব্যবস্থা। বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।আর এই বন্ধের মধ্যে অনলাইনে ক্লাস নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠি সদরের কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিমুল সুলতানা । তিনি বিভিন্ন অনলাইন স্কুলে নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছেন। তিনি বলেন কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ এই বন্ধে শিক্ষার্থীদের পড়াশোনা থেকে দূরে ঠেলে দিতে পারে। তাই অনলাইন ক্লাস সঠিক পথে রাখতে সহায়তা করতে পারে। স্কুল কবে খুলবে তার কোনো নিশ্চয়তা না থাকায় অনলাইনে পাঠদান করা হচ্ছে ।এর বাইরে মূলত সংসদ টিভিতে তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে।তিনি শিক্ষার্থীদের সংসদ টিভিতে প্রচারিত ক্লাসগুলো দেখার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন।তার অনলাইন ক্লাসগুলো ইতিমধ্যে ২০০০০ এর অধিক ভিউয়ারস হয়েছে।
সম্প্রতি তিনি বাংলাদেশের ৪.৫ লক্ষ শিক্ষক এর a2I প্লাটফর্ম শিক্ষক বাতায়ন এর সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠিতে রুপচাঁদার নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর পিরানহা!

ঝালকাঠির নলছিটি উপজেলার মানপাশা বাজারে প্রকাশ্যে রুপচাঁদার নামে বিক্রয় হচ্ছে ক্ষতিকারক ও নিষিদ্ধ পিরানহা মাছ। এ মাছগুলো রাক্ষুসে স্বভাবের। দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্য জন্যও এগুলো হুমকি স্বরূপ। এ কারণে সরকার ও মৎস্য অধিদপ্তর আফ্রিকান মাগুর ও পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, বংশ বৃদ্ধিকরণ, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।

নলছিটিতে এ মাছের ক্ষতিকর দিক ও নিষিদ্ধ থাকার প্রচারণা না থাকায় মানুষ প্রতিদিনই এসব মাছ খাচ্ছে। এ কারণেই রূপচাঁদা বলে পিরানহা মাছ বেচা কেনা হলেও মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন রয়েছে নীরব।

এ ব্যাপারে বাজার করতে আসা স্থানীয় যুবক জসিম উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, এই এলাকায় অনেক দিন যাবত প্রায়ই পিরানহা মাছ বিক্রিয় করা হচ্ছে। দাম কম বলে নিম্ন আয়ের মানুষ এসব মাছ কিনেছেন। পিরানহা মাছ খেলে বা বিক্রয় করলে কি হয় তা তাদের জানা নেই।

কয়েকজন মাছ বিক্রেতা জানান, এই মাছ বিক্রয়ে যে নিষেধ, তা তারা জানেন না।

এবিষয় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা শিকদার বলেন, ‘বিষয়টি আমি দেখছি’।

মানবতার কাজে এগিয়ে আসলেন অ্যাডভোকেট রিজভী

নিজস্ব প্রতিবেদক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।
প্রাণঘাতী করোনা ভাইরাসকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। সুস্থ হয়ে ফিরে তিনি এবার করোনা ভাইরাসে আক্রান্ত নুরুল আমীন (৬৪) এক বৃদ্ধকে নিজের প্লাজমা দিলেন।
বুধবার (১ জুলাই ) বাংলাদেশ থ্যালসোমিয়া সমিতি হাসপাতালে ওই বৃদ্ধের জন্য প্লাজমা দেন তিনি। আক্রান্ত বৃদ্ধ আনোয়ার খান মর্ডান মেডিকেলে ভর্তি রয়েছেন।
ওই বৃদ্ধের ছেলে দিলদার হোসন জানান, তাদের বাড়ি ঢাকার নিউ ডিএইচ.এস । আমার বাবা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার (O+) গ্রুপের রক্তের প্লাজমা প্রয়োজন।সেজন্য টিম খোরশেদ প্লাজমা ডোনারের ব্যবস্থা করে দেয় রুহুল আমীন রিজভী ভাইকে । এরপর তার সঙ্গে যোগাযোগ করলে তিনি চলে আসেন প্লাজমা দিতে। তার কাছ থেকে ২০০ মিলি প্লাজমা নেয়া হয়েছে।

উল্লেখ্য অ্যাডভোকেট এস.এম.রুহুল আমীন রিজভী গত( ২৭ মে) করোনা ভাইরাসে আক্রান্ত হন, ভেঙে না পড়ে, মনোবল ধরে রেখে, সাহসীকতার সাথে লড়ে আল্লাহর রহমতে গত( ১৫ জুন) তিনি করোনা জয় করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে ঝালকাঠি রাজাপুরের ইসলামিক মিশন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক ফাউণ্ডেশন এর আওতায় পরিচালিত ঝালকাঠি জেলার রাজাপুর ইসলামিক মিশন হাসপাতাল মানব সেবা ও চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। এটাকে বলা হয় গরিরের হাসপাতাল। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও ইসলামিক মিশন হাসপাতালে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন।

রবিবার (২৮জুন ) ইসলামিক মিশন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ খালিদ আল-আজম জানান, মানব সেবার লক্ষ্য নিয়ে সকল ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। মাত্র ৫ টাকার টিকেটের বিনিময়ে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা সেবা পেয়ে থাকেন। করোনা ভাইরাস পরিস্থিতিতেও ৩শ থেকে ৪শ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। এখানে মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, সার্জারি বিভাগ, শিশু বিভাগ, ডেন্টাল বিভাগসহ বিভিন্ন বিভাগে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, বিনা মূল্যে ভালো চিকিৎসা সেবা কেন্দ্র ইসলামিক মিশন হাসপাতাল। এখানে সকল ধরনের সেবা অতি সহজে পাওয়া যায়।এখানের ডাক্তাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

ঝালকাঠিতে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে প্রতিদিন করোনায় আক্রান্ত বেড়েই চলছে তবুও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মাসুষ। ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় আরো ২১ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

এর ফলে জেলায় মোট ১৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় সর্বমোট মৃত্যুর সংখ্যা ৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ১০ জন।এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭০ জন। শুক্রবার সকালের রিপোর্টে এ তথ্য জানায় ঝালকাঠি সিভিজ সার্জন অফিস সুত্র।

এদিকে প্রতিদিন করোনায় আক্রান্ত বেড়েই চলেছে তার পর স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। পুলিশ প্রশাসন ব্যাপক তৎপর থাকলেও কাজে আসছে না তা।

শুদ্ধাচার পুরষ্কার অর্জন করলেন ঝালকাঠির এনডিসি আহম্মেদ হাছান

নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ হাছান তার কর্ম দক্ষতায় অর্জন করলেন রাষ্ট্রীয় সম্মাননা ‘শুদ্বাচার পুরস্কার ২০২০’। জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে সারম্বরে অনুষ্ঠিত হয় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ঝালকাঠি জেলায় উত্তম শুদ্ধাচার চর্চায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পুর্বে জেলা প্রশাসন ঝালকাঠি’র উদ্যোগে ২৪ জুন বুধবার দিনব্যাপী শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. জোহর আলী শুদ্ধাচার চর্চায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা পর্যায়ে ৫-১০ গ্রেড কর্মকর্তাদের মধ্যে আহম্মেদ হাছান এ পুরস্কারে ভূষিত হন। চট্রগ্রাম বিভাগের বাঁশখালী উপজেলার কৃতিসন্তান আহমেদ হাছান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বি.বিএ এবং এম.বিএ ডিগ্রি অর্জন করে ৩৭ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহন করে সফলতার সাথে উর্র্ত্তীণ হয়ে যোগদেন প্রশাসন ক্যাডারে। বর্তমানে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) পদে সুমামের সাথে দায়িত্ব পালন করছেন। করোনা সংক্রমন পরিস্থিতি, ঘুর্নিঝড় পুর্ব ও পরবর্তী কার্য সম্পাদনে সরকারের নির্দেশনা পালনে আহম্মেদ হাছানের ভুমিকা ছিলো চোখে পড়ার মত। তাকে এই পুরস্কারে ভুষিত করায় জেলা প্রশাসক মো. জোহর আলী এবং বাছাই কমিটি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে সুধীজনরা। এছাড়াও ঝালকাঠিতে ১১-২০ গ্রেডের মধ্যে ঝালকাঠি জেলা প্রশান কার্যালয়ের অফিস সহায়ক শাহাদাত হোসেন চৌধুরী এবং উপজেলা পর্যায়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারকে এ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে সরকারের মন্ত্রণালয়, বিভাগ বা রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচিত কর্মকর্তা/কর্মচারীদের পুরস্কার প্রদানের উদ্দেশ্যে ২০১৭ সনে শুদ্ধাচার পুরস্কার নীতিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে এই পুরস্কারের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, ‘প্রতিবছর সরকারের শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তরা পুরস্কার হিসেবে একটি সনদ এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।’ গেজেটে আরো উল্লেখ রয়েছে যে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিতদের ১৮টি গুণাবলি থাকতে হবে। এগুলো হচ্ছে- নিজের পেশাগত জ্ঞান ও দক্ষতা থাকা, কর্মস্থলে সততার নিদর্শন স্থাপন করা, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে শুভ আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে শুভ আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক নিরাপত্তা সচেতনতা, ছুটি গ্রহণের প্রবণতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্র্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে অগ্রহ এবং অভিযোগ প্রতিকারে সহযোগিতা করা।