বেতাগীতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি

বরগুনার বেতাগীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচী পালন করছে হেলথ এসিসট্যান্ট ও হেলথ ইন্সপেক্টর এ্যাসোসিয়েশন।

২৬ নভেম্বর সকাল ১০ টা থেকে কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মুখে তারা অবস্থান নেয়। এতে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন বেতাগী উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রিপন),

সোহেল আমিন হাওলাদার, রেজাউল করিম চুন্নু ও মনি আক্তার অবস্থান চলাকালীন বক্তব্য রাখেন। বক্তারা ১৯৯৮ সনের প্রধান মন্ত্রীর ঘোষণা,

২০১৮ সালের স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা ও ২০২০ সালের স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতির বাস্তবায়ন দাবি করেন। স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড,সহকারি স্বাস্থ্য পরিদর্শক ১২তম গ্রেড ও স্বাস্থ্য সহকারিদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধির সংশোধনসহ বেতন বৈষম্যের দাবি জানান।

ভ্রমণ কন্যা সংগঠনের কেক কাটল শিশুরা

‘ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের প্রথম নারী ভ্রমণ সংগঠন ‘ ভ্রমণ কন্যা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ (২৬ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগঠনের শিশুরা কেক কেটে ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.রফিকুল আমিন, সংগঠনের বরগুনা জেলা শাখার দলনেতা তাজরিন জাহান নিভা ও সাংবাদিক শফিকুল ইসলাম ইরান ,

সদস্য হাফসাতুন্নেসা মিম,জান্নাত নিপা,আসিফা জাহান রিজা,ফানজিয়া মেহেরিন মহিমা, মো. আসিব গাজী, মো. নাহিদ হাসান মাহিন, শিহাব, মানুন প্রমূখ। এছাড়াও এ সময় গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জলদস্যুকে গ্রেফতার করেছে জেলা পুলিশ

বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এক চিরুণী অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ ৯ জলদস্যুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানা যায়, গভীর সমুদ্রে ডাকাতির অভিযোগে বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গত রবিবার (২২ নভেম্বর) রাতে তাদেরকে আটক করে সোমবার বিকেলে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এব্যাপারে পাথরঘাটা থানায় হালিম বিশ্বাস নামের এক ট্রলার মালিক মামলা দায়ের করেন।
ট্রলার মালিক সাতক্ষীরা জেলার হালিম বিশ্বাস জানান, গত ১০ নভেম্বর বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়ার এলাকায় রাত দুইটার দিকে মাছ শিকারের সময় আমার ট্রলারে পাশে বরগুনার পাথরঘাটায় রিপন দফাদারের মালিকানাধীন সোহেল সুমি ট্রলার নোঙর করে ১৫ মাঝিমাল্লারা আমার ট্রলারের মাছ ধরার সরঞ্জামাদি জাল দড়িসহ ট্রলারে থাকা সৌর ব্যাটারি, সোলার প্যানেল, চাল, তেল, মোবাইল, টর্সলাইট সহ প্রায় চারলাখ টাকার মালামাল নিয়ে যায়। এসময় আমার নৌকায় থাকা মাঝিমাল্লা বাঁধা দিলে পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত জেলেরা হলেন- আহাদ, সাইফুল্লাহ, শাহনুর আলম, গোলাম রসুল ও কামাল হোসেন।
বরগুনা ডিবি (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, আমরা অভিযোগের ভিত্তিতে তথ্য যাচাই করে সোহেল সুমি নামের একটি ট্রলারের ৯ জনকে আটক করেছি।
আটককৃতরা হলেন ট্রলারের মাঝি ইব্রাহিম, রাসেল, মিরাজ, বেলাল, সাহজাহান, আল আমিন, ইয়াসিন, মিরাজ ও মঞ্জু মিয়া। এদের সকলের বাড়ি পাথরঘাটা উপজেলায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাঈদ আহমেদ জানান, অভিযানের সময় লুণ্ঠিত তেলের ড্রাম সহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে এবং এ মামলায় জড়িত থাকা বাকি আসামীদেরকেও গ্রেফতারের জন্যে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।
এবিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মহরম আলী জানান, সাতক্ষীরা জেলার হালিম বিশ্বাসের ডাকাতির ঘটনায় দেয়া এক অভিযোগকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে গত রবিবার রাতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জলদস্যুকে আমরা আটক করেছি । আটককৃতরা এঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন,এব্যাপারে ট্রলারের মালিক সহ অন্যান্য জড়িতদেরকেও আটকের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

আমতলী থানা পুলিশের জব্দকৃত গাছ চুরি, স্ব-মিল থেকে উদ্ধার!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী থানা পুলিশের জব্দকৃত গাছ এলাকার চিহিৃত চোর শহীদ ফকির চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া গাছ মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার পাহলান স্ব-মিল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে ওই গাছ পুলিশের এস আই শহীদুল আলম গাছের মালিক সাংবাদিক পরিতোষ কুমার কর্মকারের জিম্মায় দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, আমতলী পৌর শহরের বাসিন্দা সাংবাদিক পরিতোষ কুমার কর্মকার ২০০২ সালে চাওড়া মৌজায় ৩২২ নং খতিয়াতে ১৬৫১সহ ৫ টি দাগে ৪ শতাংশ জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকে ওই জমিতে তিনি চাম্বল, মেহগনি, আকাশমনি ও রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই গাছ বর্তমানে বৃহৎ গাছে পরিনত হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে ওই জমির ১৪ টি গাছ একাধিক মামলার আসমী এলাকার চিহিৃত চোর শহীদ ফকির ও তার লোকজন কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪ টি গাছ জব্দ করে। পুলিশের ওই জব্দকৃত গাছ শহীদ ফকির সোমবার রাতে চুরি করে ফায়ার সার্ভিস এলাকার পাহলান স্ব-মিলে রেখে আসে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ শহীদুল আলম স্ব-মিল থেকে গাছ উদ্ধার করে। পরে গাছের মালিক পরিতোষ কর্মকারের জিম্মায় উদ্ধার হওয়া গাছ রেখে দেয়।
স্ব-মিলের শ্রমিক মোঃ নুরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক বলেন, এলাকার চিহিৃত চোর চক্রের হোতা শহীদ ফকির ১৪ টি গাছ স্ব-মিলে রেখে গেছে। তারা আরো বলেন, আমরা স্ব-মিলে গাছ রাখতে চাইনি শহীদ জোর করে রেখে গেছে।
স্ব-মিল মালিক মোঃ হাবিবুর রহমান ফকির বলেন, শহীদ ফকির এলাকার একটি চিহিৃত চোর। ওই গাছ চুরি করে আমার স্ব-মিলে রেখে গেছে। তিরি আরো বলেন, আমার শ্রমিকরা গাছ রাখতে চায়নি।
আমতলী থানার এসআই মোঃ শহীদুল আলম বলেন, ওসির নির্দেশে গাছ উদ্ধার করে গাছের মালিক পরিতোষ কুমার কর্মকারের জিম্মায় রাখা হয়েছে।
গাছের মালিক পরিতোষ কুমার কর্মকার বলেন, গাছ উদ্ধার করে পুলিশ আমার জিম্মায় দিয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, জব্দকৃত চুরি হওয়া গাছ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা যুবলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিচার চেয়ে আমতলীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনা জেলা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সরিষামুড়ি
ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন শিপন জোমাদ্দারের উপর
বর্বরচিত নৃশংস হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের বিচার
চেয়ে আমতলী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও
বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার আমতলী উপজেলা
পরিষদের সামনে সদর রোডে এ কর্মসূচী পালন করা হয়।
জানাগেছে, বরগুনা জেলা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক,
বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসের শিপন
জোমাদ্দারকে গত শুক্রবার বিয়ে অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে
প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে
নৃশংসভাবে আহত করে। এ ঘটনায় বরগুনা জেলা ব্যাপী
প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে
আমতলী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও
বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি
প্রভাষক জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পৌর য্বুলীগ সভাপতি
জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফ-উল হাসান
আরিফ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান,
যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম তানজিল, সাংগঠনিক
সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, যুবলীগ নেতা সোহেল
রানা, পপিন, ফারুক হোসেন, বেল্লাল হোসেন ও আমতলী
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন
সবুজ প্রমুখ।

আমতলীতে শিক্ষার্থীদের মানববন্ধন, তোপের মুখে পরীক্ষা স্থগিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী সরকারী কলেজে অ্যাসাইনমেন্টের নামে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে শিক্ষার্থীরা সোমবার কলেজের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শিক্ষার্থীদের প্রতিবাদ ও তোপের মুখে পড়ে কলেজ অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান পরীক্ষা স্থাগিত করেছেন।
জানাগেছে, আমতলী সরকারী কলেজে একাদ্বশ, দ্বাদশ ও স্নাতক শ্রেনীতে দুই হাজার সাত’শ শিক্ষার্থী রয়েছে। করোনা ভ্ইারাসের প্রার্দূভাবের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ হয়নি আমতলী সরকারী কলেজের পরীক্ষার নামে টাকা আদায়। গত ১৫ অক্টোবর অ্যাসাইনমেন্টের নামে কলেজ অধ্যক্ষ পরীক্ষা শুরু করেন। ওই পরীক্ষা গত ২৮ অক্টোবর শেষ হয়। ওই সময় শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার দুই’শ ষাট টাকা আদায় করেন। অভিযোগ রয়েছে ওই সময়ে কলেজের অধিকাংশ শিক্ষার্থী টাকা দিতে অপরগতা প্রকাশ করলেও কলেজ অধ্যক্ষ তাদের অপরগতা আমলে নেয়নি। উল্টো পরীক্ষায় ফি না দিলে পরবর্তি শ্রেনীতে উত্তীর্ণের অনুমতি দিবে না বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের চাহিদা মত টাকা দিয়ে পরীক্ষায় অংশ গ্রহন করেন। ওই পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মাথায় আবারো আগামী ২৯ নভেম্বর অ্যাসাইনমেন্ট পরীক্ষা প্রস্তুতি নেন। এই পরীক্ষায় ফি. বেতনসহ বিভিন্ন ফি বাবদ এক হাজার দুই’শ ষাট টাকা ধার্য্য করেন। ওই টাকা দিতে অপরগতা প্রকাশ করে শিক্ষার্থীরা। এনিয়ে রবিবার কলেজ অধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের বাদানুবাদ হয়। পরে ওইদিনই ওই শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন। সোমবার কলেজের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট পরীক্ষার নামে টাকা আদায় বন্ধের দাবীতে কলেজের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। ঘন্টা ব্যাপী শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভের তোপের মুখে পড়ে অধ্যক্ষ পরীক্ষা স্থাগিত করে তার অফিস কক্ষ ত্যাগ করেন। এদিকে কলেজ অধ্যক্ষের এমন কার্যক্রম সোসাল মিডিয়াল প্রকাশিত হলে আমতলীতে নিন্দার ঝড় উঠে। দ্রুত বিষয়টি বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুহাম্মাদ ইউনুসের নজরে আসে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আস্বাস দেন। অভিযোগ রয়েছে কলেজ অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান সরকারী নিয়মনীতি মানছে না। তিনি সরকারী নিয়মনীতি উপেক্ষা করে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয় অ্যাসাইনমেন্টের নামে টাকা আদায়ের বিষয়ে পরিপত্র জারি করেছে। ওই পরিপত্রে উল্লেখ আছে কোন শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইনমেন্টের নামে অর্থ আদায় করতে পারবে না। অর্থ আদায় করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে। কিন্তু মন্ত্রনালয়ের এ পরিপত্র আমতলী সরকারী কলেজের অধ্যক্ষের কাছে তেমন কিছুই না। তিনি উল্টো ওই পরিপত্রের বিরুদ্ধে ব্যঙ্গবিদ্রুপ করছেন। এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থী রাসেল, জুবায়ের ও মেহেদীর। মানববন্ধন কলেজ শিক্ষার্থী ইমরান হোসেন, কাজী অপসরি, শরীয়াতুল্লাহ, মেহেদী হাসান ও জোহান ইমন বলেন, কলেজ অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান অ্যাসাইনমেন্ট পরীক্ষার নামে আমাদের কাছ থেকে এক হাজার দুই’শ ষাট টাকা আদায় করছে। যে খানে পরীক্ষার ফি মাত্র দুই’শ ৮০ টাকা। তারা আরো বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে সারা বিশ^ টালমাটাল কিন্তু কলেজ অধ্যক্ষের কাছে তা তেমন ব্যপার না। তিনি তার ইচ্ছা মাফিক আইন করে কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ঘটনা তদন্তপূর্বক দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক বলেন, অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ইতিমধ্যে অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষার নামে এক হাজার দুই’শ ষাট টাকা করে কয়েক লক্ষ টাকা উত্তোলন করেছেন।
আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান বলেন, পরীক্ষা আপাদত বন্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, পরীক্ষার ফি ও শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ছাড়া অন্য কোন অর্থ আদায় করা হচ্ছে না। যারা বেতন দেয়নি তাদের কাছ থেকে শুধু মাত্র বেতন নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা সমুদয় টাকা কলেজের ব্যাংক হিসেবে জমা হচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন,তদন্ত প্রতিবেদন পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বেতাগী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিন দুপুরে প্রকাশ্যে যখম করা হয়েছে বরগুনার বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারকে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি এবং পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে আজ শনিবার (২১ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় হামলাকারীদের ন্যায্য বিচারের দাবীতে বরগুনা টাউন হলের সামনে মানববন্ধন করা হয়েছে।

জেলা সড়ক পরিবহন শ্রমিকে আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তৃতা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. কাহাবুদ্দিন সাবু ও বরগুনা জেলা বাস মালিক সমন্বয় পরিষদের সভাপতি গোলাম মোস্তফা কিসলু । এ সময় বক্তরা ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের উপর অর্তকিত হামলার জোড়ালো প্রতিবাদ জানান।

স্থানীয়রা জানান, গত ইউপি নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইফসুফ শরীফের সাথে জেলা যুবলীগ নেতা ইমাম হাসান শিপন জোমাদ্দারের সাথে বিরোধ শুরু হয়। মনোনয়ন নিয়ে জেলা আওয়ামী লীগের এক বৈঠকে শিপন সর্মথকরা ইফসুফ শরীফের উপর হামলা চালায়। দলীয় মনোনয়ন পান শিপন , মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয় ইউসুফ শরীফ। বিষয়টি মেনে নিতে পারেনি ইফসুফ শরীফ। পরবর্তীতে বেতাগী আওয়ামী লীগের এক সভায় আবারো ইফসুফ শরীফকে লাঞ্চিত করেন ইমাম হাসান শিপন। শিপন চেয়ারম্যান হওয়ার পর ইফসুফ শরীফের সর্মথকরা কোনঠাসা হয়ে পড়ে। নাম না প্রকাশের শর্তে স্থানীয় অনেকে বলেন, ইফসুফ শরীফের ওপর বারবার লাঞ্চিত করার প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে হামলা করা হতে পারে।
এ বিষয় মুঠোফোনে বারবার কথা বলতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ইফসুফ শরীফের বন্ধ থাকায় তাঁর সাথে যোগাযোগ করতে পরা যায়নি।

বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাকাওয়াত ওেহাসেন তপু বলেন,‘ এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি । তবে হামলাকারীদের গ্রেফতার করতে থানা পুলিশের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।’

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কালিকাবাড়ি বাজার সংলগ্ন নাপিতবাড়ির সামনে পৌছলে এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ১০/১২ জনের সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা করে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করানো হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মো. তারেক হাসান বলেন,‘ হামলায় এই ইউপি চেয়ারম্যানের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান ও বাম পায়ের হাড় বিছিন্ন হয়ে গেছে এবং তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

আমতলীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার

প্রেমের ফাঁদে ফেলে আমতলীর পঞ্চম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনার মুল হোতা দুই বন্ধু মেহেদী হাসান (২০) ও রাসেলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল পাওয়ার প্লান্টের মুল ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করে। শুক্রবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বারেক মৃধার ছেলে ট্রাক হেলপার বখাটে মেহেদী হাসান আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের পঞ্চম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে গত ছয় মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু বখাটের প্রেমের প্রস্তাবে রাজি হয়নি স্কুল ছাত্রী। গত তিন মাস পূর্বে বখাটে মেহেদী ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। গত ৭ নভেম্বর বিকেলে ওই ছাত্রীর সাথে দেখা করতে মেহেদী হাসান তার বন্ধু রাসেল আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায় সকাল সন্ধ্যা হোটেলে আসে। ওই হোটেল থেকে মেহেদী তার ভাবীকে দেখানোর কথা বলে ওই ছাত্রীকে হোটেলের সামনে সোলায়মানের বাসায় নিয়ে যায়।

ওই সময় সোলায়মান বাসায় ছিল কিন্তু দুই বখাটে ও স্কুল ছাত্রীকে ঘরে তুলে দিয়ে সোলায়মান তালা দিয়ে চলে যায়। ওই বাসায় দুই বন্ধু মিলে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অনেক কান্নাকাটি করেও দুই বখাটের হাত থেকে রক্ষা পায়নি স্কুল ছাত্রী। দুই বখাটে ধর্ষণ শেষে ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ধারন করে। এই ঘটনা কাউকে জানালে এবং পুনরায় তাদের ডাকে সারা না দিলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ায় ভয় দেখায় তারা এমন অভিযোগ ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর। ওইদিন রাতেই বাসায় গিয়ে এ ঘটনা ওই ছাত্রী তার মাকে জানায়। নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ে ওই ছাত্রীর অভিভাবকরা

এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে সাহস পায়নি। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ১০ নভেম্বর মেহেদী হাসানকে প্রধান আসামী করে তিন জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার ৯ দিন পর আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মেহেদী হাসান ও তার বন্ধু রাসেলকে নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল পাওয়ার প্লান্টের মুল ফটকের সামনে থেকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের বরগুনা জেল হাজতে পাঠিনোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, বিশেষ কৌশল অবলম্বন করে দুই আসামীকে নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল পাওয়ার প্লান্টের মুল ফটকের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

বিদ্যুৎস্পৃষ্টে বরগুনায় যুবকের মৃত্যু

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের মৃত আব্দুস সালামের ছেলে মোহাম্মদ ইউসুফ( ৩৯) নামের এক যুবক নিজ বাসবভনে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার নিজ বাসবভনে এঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশীর নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারের সংযোগে জড়িয়ে মোহাম্মদ ইউসুফ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম, তারিকুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েে

আমতলীতে নানা বাড়ী বেড়াতে এসে লাশ হয়ে বাড়ী ফিরল আব্দুল্লাহ

নানা বাড়ী বেড়াতে এসে আমতলী-পটুয়াখালী মহাসড়কের চুনাখালী নামক স্থানে পিকআপের চাকায় পিষ্ঠ হয়ে বৃহস্পতিবার বিকেলে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু আব্দুল্লাহ (৬)।

জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে প্রথম শ্রেনীর শিক্ষার্থী আব্দুল্লাহ গত সোমবার একই উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে নানা গনি মোল্লার বাড়ী বেড়াতে যায়।

বৃহস্পতিবার বিকেলে শিশু আব্দুল্লাহ নানী সকিনা বেগমের সাথে মামা শানু মোল্লার বাড়ী সড়কের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে নানা গনি মোল্লার বাড়ীতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল।

এ সময় পটুয়াখালীগামী ডেকো কোম্পানীর একটি পিকআপ (বরগুনা-১-১১-০০৩১) শিশু আব্দুল্লাহকে চাপা দেয়। চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই শিশু আব্দুল্লাহ নিহত হয় এবং পিকআপটি সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ীটি আটক করেছে।

এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে তার লাশ নেওয়া হয় তার বাড়ীতে।

নিহত শিশুর মামা শানু মোল্লা বলেন, ভাগ্নে আব্দুল্লাহ ও মা আমার বাড়ী থেকে রাস্তা পাড় হয়ে বাবার বাড়ী যাচ্ছিল। এমন সময় একটি পিকআপ এসে আমার ভাগ্নেকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুর মরদেহ উদ্ধার করে থানার আনা হয়েছে।