কলাপাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

কলাপাড়ায় পারিবারিক কলহের কারনে এক সন্তানেরজননী গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছে। কলাপাড়ার পৌরশহরের বাদুরতলী মহল্লার মোঃ দুলাল খন্দকারের স্ত্রী মোসাঃ জয়নব বেগম (৩৫) পরিবারিক কলহের কারনে গত মঙ্গলবার রাত তিনটার দিকে নিজ বাসায় কীটনাশক ঔষধ পানে করে অসুস্হ হয়ে পড়লে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জয়নব বেগম মারা যান। পরে কলাপাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে আসে।

এব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেছেন পুলিশ ।

এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, দুলাল খন্দকারের ২ স্ত্রী থাকায় দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে ভুল-বোঝাবুঝি হয়ে আসতে থাকে। ঝগড়া কলহ সহ্য করতে না পারায় দ্বিতীয় স্ত্রী মোসাঃ জয়নব বেগম নিজেই সকলের অগোচরে গভীর রাতে ঘরে থাকা কীটনাশক ঔষধ পানে করে । এতে জয়নব বেগম মারা যান।

গলাচিপায় সাবেক সংসদ সদস্যের জানাজা সম্পন্ন

পটুয়াখালীর গলাচিপায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন মিয়া আর নেই। মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটের সময় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ছিলেন এবং হৃদরোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে গলাচিপা-দশমিনা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি একাধিকবার বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মরহুমের মরদেহ ঢাকা থেকে বুধবার সকালে তার গ্রমের বাড়ি আনার পর বাদ আছর লামনা হাফিজিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

বুধবার বাদ আছর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত নয়নে বর্ষিয়ান ওই নেতা কে শেষ বিদায় দেন। অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা এস.এম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন মহল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুম অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন মিয়া এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গলাচিপায় মাস্ক পরিধানে কঠোর অবস্থানে প্রশাসন

পটুয়াখালীর গলাচিপায় মাস্ক পরিধানে কঠোর অবস্থানে প্রশাসন। উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে ফের কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাত থেকে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার মাইকিং করে জনসাধারণকে সতেচন হওয়ার আহবান জানান। মাইকিং করে ব্যবসায়ীদের জানানো হয় মাস্ক নাই সেবা নাই কার্যক্রম চালু রাখার জন্য নতুবা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলায় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার অব্যাহত থাকবে।

তিনি মসজিদসমূহে ইমাম মুয়াজ্জিন ও মন্দিরগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে মহিলা বিষয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবে।

কুয়াকাটা পৌর নির্বাচন: মেয়র বারেক বিরোধী সমর্থকদের দেখে নেয়ার হুমকি

পটুয়াখালী প্রতিনিধি:
নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ডিসেম্বরের শেষ ও জানুয়ারি মাসে পৌরসভা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গোপসাগর বিধৌত দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পটুয়াখালী জেলার কুয়াকাটায় আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থীর সমর্থকের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনায়ন পেতে মাঠে জোড় প্রচারনা চালাচ্ছেন বর্তমান পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল আলম টিটো, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির উদ্দীন ভুইয়া, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইউসুফ মহুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক অনন্ত মূখার্জী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান কাউন্সিল শাহ আলম হাওলাদার, সাবেক জাপা নেতা আনোয়ার হোসেন হাওলাদার। ২০১২ প্রথম কুয়াকাটা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করছেন আবদুল বারেক মোল্লা। তবে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কাংখিত উন্নয়ন না হওয়া, সৈকত রক্ষায় বাস্তবসম্মত কোন পদক্ষেপ না নেয়া, কমিশন বানিজ্যের মাধ্যমে পৌর বাসটার্মিনাল পৌরসভার বাহিরে আলীপুরে স্হাপন, পৌরভবন নির্মাণ, ড্রেনেজ ও সেনিটেশন সহ পৌরবাসীর জীবন মানের উন্নয়ন না করে কমিশন বানিজ্য, জমি দখল, বালুমহাল দখল সহ বিভিন্ন ভাবে নিজের পরিবারের শত শত কোটি টাকার হওয়ার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমান মেয়রের এসব বিতর্কিত কর্মকান্ড নিয়ে প্রতিদ্বন্দ্বী মনোনায়ন প্রত্যাশীরা সাধারন জনগন ও দলীয় তৃনমূল নেতা কর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। গতকাল সাবেক ছাত্রনেতা মাহমুদুল আলম টিটু পৌর শহরের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে সৈকতের জিরো পয়েন্ট এলাকার দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে নিজ অফিসে চলে আসার পর মহিপুর থানা ছাত্রলীগ সভাপতি মো: শোয়াইব খানের সাথে বারেক মোল্লা বাকবিতন্ডায় জড়িয়ে পরে। পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে গতকাল গভীর রাতে পৌর মেয়র বারেক মোল্লার পুত্র যুবলীগ নেতা মাসুদ মোল্লা মোটর সাইকেল শোডাউন দিয়ে বারেক মোল্লার প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীর সমর্থক দলীয় তৃনমূল কাউন্সিল মোশারেফ আকন, জুলহাস খান, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম শিমুলের বাবা আবদুল হক খান সহ অনেক দলীয় কাউন্সিলর ও ডেলিগেটদের হুমকি দেন । এসময় মাসুদ মোল্লা চিৎকার করে বলেন বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার হুমকি দেন। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান পৌরবাসীর প্রত্যাশা পর্যটন এলাকা কুয়াকাটায় একজন যোগ্য ও উচ্চ শিক্ষিত মেয়র দরকার যিনি কুয়াকাটাকে সারাদেশের মানুষের কাছে তুলে ধরবেন সেক্ষেত্রে প্রার্থীদের মধ্যে একমাত্র মাহমুদুল আলম টিটো উচ্চশিক্ষিত এবং কেন্দ্রীয় রাজনীতি করার কারনে তার একটা আলাদা আমেজ রয়েছে তিনি প্রার্থীতা ঘোষণা দেয়ার নিজের দূর্নীতির সাম্রাজ্য হারানোর ভয়ে মেয়র বারেক মোল্লা হিতাহিত বিবেক হারিয়ে ফেলেছেন তাই তিনি দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। এব্যাপারে কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা ও তার পুত্র পৌর যুবলীগ নেতা মাসুদ মোল্লার ব্যবহৃত ব্যক্তিগত মুঠো ফোনে অনেক বার কল করা হলেও তারা ফোন রিসিভ না করায় বক্তৃব্য জানা সম্ভব হয়নি।

রাঙ্গাবালীতে শিশুর ওজন-উচ্চতা পরিমাপ ও জন্মনিবন্ধন প্রচারণা

শিশুর ওজন-উচ্চতা পরিমাপ ও জন্ম নিবন্ধন নিশ্চিত করণ বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সচেতনতা মূলক প্রচারণা চালানো হচ্ছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা স্লোব বাংলাদেশ এর আয়োজনে ও ম্যাক্স ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী ও চরমোন্তাজ ইউনিয়নে সপ্তাহ ব্যাপী প্রচারণা কার্যক্রম চলবে। রবিবার সকালে ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে মায়েদের নিয়ে সেমিনারের মাধ্যমে এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন স্লোব-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আহম্মদ রফিক, অফিসার মাকসুদুর রহমান, ইসমতআরা, ইলিয়াস মিয়া। এছাড়াও ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ১০ জুয়াড়ি আটক

পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে মহিপুর থানা পুলিশ ‘আল্লার দান’ নামক আবাসিক হোটেলের ১০১ নাম্বার কক্ষ থেকে তাদেরকে আটক করে। এসময় এদের কাছ থেকে ১৪ হাজার ৫২০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটকরা হলেন মো. কবির হোসেন, জাহিদুল তালুকদার, তোফাজ্জেল, মিলন ভূঁইয়া, সান্টু হাওলাদার, অহিদুল হাওলাদার, সরোয়ার, সোহরাব, আমিনুল ইসলাম ও জসিম আকন।

মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এরা দীর্ঘদিন ওই হোটেলে জুয়ার আসর বসাতো। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

বেতাগীতে জাতীয় শ্রমিক লীগের পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

বরগুনার বেতাগীতে জাতীয় শ্রমিক লীগের পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ (৬ নভেম্বর) রাত ৮ টায় বাসস্ট্যান্ডের অনুষ্ঠিত হয়েছে।

বেতাগী উপজেলার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মিজানুর রহমান মন্টু’র সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু,

পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মল্লিক মাস্টার, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নাসির উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।

সম্মেলনে জাতীয় শ্রমিক লীগের পৌর শাখার কমিটি পরে ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগে সভাপতি বিএম আদনান খালিদ মিথুন।

ফ্রান্সে মহানবীর অবমাননার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মানববন্ধন

ফ্রান্সে মহানবীর অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার ছারছীনা খানকা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সড়কের দু’পাশে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ গলাচিপা উপজেলা শাখার ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে পাঁচ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মাও. মো. ইমাম উদ্দিন নূরি, সদস্য মাও. মো. জয়নুল আবেদীন, সদস্য মো. জামাল উদ্দিন, যুব হিজবুল্লাহ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাও. মো. মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা ফ্রান্সের সব ধরনের পণ্য বর্জনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এছাড়া বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতিও দাবি জানান।

কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার হাতের কব্জি কর্তণ, গ্রেপ্তার দুই

৫ অক্টোবর পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার উপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে বাম হাতের কব্জি কর্তণের ঘটনায় দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আমতলী সীমান্তবর্তী উত্তর টিয়াখালী থেকে পালিয়ে যাওয়ার সময় আমতলী থানা পুলিশের সহায়তায় বশির চৌকিদার ও সোহেল হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করে।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে জুয়েলের উপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই দুইজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি ছেনা ও গরু জবাইয়ের একটি ছুড়ি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বুধবার (০৪ নভেম্বর) রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহর থেকে দলীয় কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় সশস্ত্র একদল দূবৃত্ত জুয়েলের উপর হামলা চালায়।

তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পা, দুই হাত জখমের পর বাম হাতের কব্জি কেটে নেয় সশস্ত্র দূবৃত্তরা। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন।

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসেন, গাজী মশিউর রহমান মামুন গাজী, নীলগঞ্জ ইউনিয়ন সভাপতি মুহ: শাহরুল ইসলাম লিটন, টিয়াখালী ইউনিয়ন সভাপতি মো: রিয়াজ আকন, সহসভাপতি মো: আবুল কালাম মৃধা, মিঠাগঞ্জ ইউনিয়ন সাধারন সম্পাদক মো: বাদশা হাওলাদার, লালুয়া ইউনিয়নের সাধারন সম্পাদক শাহাবুদ্দিন গাজী প্রমূখ। বক্তারা শ্রমিক লীগ নেতার উপর হামলা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচন উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ও বিকেলে উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ে এবং উলানিয়া প্রশিকা মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, উত্তর উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ওয়াদুদ হাওলাদার, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাবিবুর রহমান লিটন সহ ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদকবৃন্দ।

এসময় তৃণমূলের মতামতের ভিত্তিতে উত্তর আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নূরুল ইসলাম চৌধুরী মিঠু, ইয়াছিন রাজু ও ওয়াদুদ হাওলাদার। দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাবিবুর রহমান লিটন এর নাম প্রস্তাব করেন।

তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত প্রার্থীদের মনোনয়ন দিলে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। তাই তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ জোর দাবি জানান।