অল্পের জন্য প্রাণে বাঁচলেন অঙ্কুশ

বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়ায় একটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ছবি পোস্ট করেছেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা।
অনেকেই মনে করতে পারেন সিনেমার কোনো দৃশ্য এটি।
কিন্তু অঙ্কুশ জানিয়েছেন, এটি তার ব্যবহৃত গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।
কীভাবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সে অভিজ্ঞতাও ভক্তদের জানালেন অঙ্কুশ।

অঙ্কুশের দাবি, চালকটি ৯০ শতাংশ অ্যালকোহল খেয়েছিলেন এবং সে কারণেই এমন ভয়াবহভাবে গাড়ি চালাচ্ছিলেন।

নিজের ঘটনা বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে অঙ্কুশ অভিযোগ করেছেন, ভারতের হাইওয়েতে লরিচালকদের বেশিরভাগই মদ্যপ থাকেন। যে কারও সঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে। এটি শুধু আমার বেলায় ঘটেছে এমন নয়। আজ আমি বেঁচে গেছি। কিন্তু এমনটি চলতে থাকলে অনেকেই মারা যাবেন।

শুধু চালকদের বিরুদ্ধে নয়; হাইওয়ে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন জনপ্রিয় এ অভিনেতা।

ঘটনার পর পুলিশ সেখানে উপস্থিত হলেও ওই মদ্যপ চালকের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেননি।

তিনি বলেন, পুলিশকে ডাকা হলে পুলিশ এসে ড্রাইভারকে শুধু বলেছেন– ‘ই বাবা, একজন সেলিব্রেটির গাড়িতে শেষমেশ ধাক্কা দিলি!’।

এদিকে অঙ্কুশের এ দুর্ঘটনার কথা জানার পর টালিউডের অনেকেই চিন্তিত হয়ে পড়েন। অনেক অভিনেতাই তার খোঁজ নিয়েছেন।

সে জন্য ইনস্টাগ্রামে অঙ্কুশ জানিয়েছেন, এ ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি সুস্থ আছেন।

 

 

 

পথের ফকির থেকে কোটিপতি জাহিদ হাসান

জীবনের একটা সময় অনেক ঝড় ঝাপটার মধ্যে কেটেছে তার। ধার দেনা করে চলতে হতো। পথের ফকিরের মতোই যেন জীবন! এর এই ধার করার কারণে অনেক বিপদেও পড়েছেন তিনি। কিন্তু কথায় আছে না!, খোদায় যাকে দেয় ছাপ্পর ফাইড়া দেয়। হ্যাঁ তার ক্ষেত্রে সেটাই হয়েছে হঠাৎ একদিন সে অনেক টাকার মালিক হয়ে যায়। এমনই গল্পের একটি নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান।

নাটকের নাম ‘ছাপ্পর ফাইরা দিছে’। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। সম্প্রতি রাজধানীর তিনশ ফিট ও গুলশানের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ এই নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান ও ফারিয়া শাহরিন।

নির্মাতা শুভ্র খান বলেন, ‘ছাপ্পর ফাইরা দিছে’ একজন দেনায় জর্জরিত ছেলের গল্প। হঠাৎ একদিন সে অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর সেই ছেলের মধ্যে পরিবর্তন চলে আসে। তার পার্সোনাল সেক্রেটারি থাকে ফারিয়া। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।’

ফারিয়া শাহরিন বলেন, ‘আমি ছোটবেলা থেকে জাহিদ ভাইয়ের ভীষণ ভক্ত। তার সাথে স্ক্রীন শেয়ার করতে পারাটা খুবই আনন্দের। কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আর একটা সুন্দর ও গোছানো টিমের সাথে কাজ করেছি। কাজটাও ভালো হয়েছে বেশ।’

আসছে রোজার ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

ঈদের চাঁদ উঠার আগেই ববিকে দেখবেন দর্শক!

বিনোদন ডেস্ক:
গেল বছরের ঈদে বড় পর্দায় হাজির হয়েছিলেন ইয়ামিন হক ববি। তবে এবার ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না দর্শকদের। ঈদুল ফিতরের চাঁদ উঠার আগেই ববিকে দেখতে পাবেন দর্শকরা।

গাউন ও গহনায় জমকালো সাজে দু’হাত ভরে মেহেদীর আলপনা লাগিয়ে দর্শকদের সামনে হাজির হবেন ‘বিজলী’ খ্যাত এই চিত্রনায়িকা। কেননা, তিনি রুপালী পর্দায় ব্যস্ততার ফাঁকে মেহেদীর বিজ্ঞাপনে হাজির হতে চলেছেন, যা আসছে ঈদকে টার্গেট করে নির্মিত হয়েছে।
এ ব্যাপারে ববি গণমাধ্যমকে জানান, একটি বড় পরিসরের বিজ্ঞাপনের কাজ এটি। কনসেপ্টও চমৎকার। ঢাকার অদূরে একটি রিসোর্টে ২২ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। আসন্ন রমজানে এটা প্রচারে আসবে।

জানা গেছে, ববির সঙ্গে ৬০ জনের মতো ড্যান্সার দেখা যাবে বিজ্ঞাপনটিতে। এতে জিঙ্গেল গেয়েছেন তাসনিম আনিকা, মিউজিক আবরাল সাহিরের। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বি হ্যাপি এন্টারটেনমেন্টের ব্যানারে।

ভাবনা-অনিমেষ গুঞ্জনে বোমা ফাটালেন ভাবনা নিজেই

বিনোদন ডেস্ক:

শোবিজ জগতে অবিবাহিত তারকাদের প্রেম, বিয়ে নিয়ে ভক্তদের থাকে নানারকম কৌতূহল ও আগ্রহ। তারকারা কে কার সঙ্গে প্রেম করছেন, কে কাকে বিয়ে করছেন, কবে কখন বিয়ে করছেন অথবা বিয়েটা আদৌ হবে কিনা- এসব খবর জানতে ভক্তরা থাকেন অপেক্ষায়। তবে একটা কথা ঠিক যে, শোবিজ অঙ্গনে যেটা আজ গুঞ্জন বলে হেসে উড়িয়ে দিচ্ছেন সবাই সেটা প্রায় সময়ই হয় সত্যি! অনেক সময় গোপনে হয়ে যায় তারকাদের বিয়ে।

এই খবর পরে প্রকাশ হয়। অনেক আগেই নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মধ্যকার গভীর সম্পর্কের খবর শোবিজের বাতাসে উড়ে বেড়িয়েছে। তারা তাদের সম্পর্কে ‘জাস্ট ফ্রেন্ড’ বলে অভিহিত করলেও বিভিন্ন সূত্র, ফেসবুকে একটু নজরদারি করলেই তাদের সম্পর্কে ভালোভাবেই আঁচ করা যাবে। তাদের বিয়ে হয়ে গেছে বলেও গুঞ্জন রয়েছে। তবে বরাবরই তারা সেটা অস্বীকার করেছেন। সম্প্রতি এই গুঞ্জনে বাড়তি ঘি ঢেলে দিয়েছেন খোদ ভাবনা নিজেই। গতকাল রাত ৯টা ৪৪ মিনিটে ভাবনার ফেসবুকে ভেসে উঠে ‘ইন এ রিলেশনশিপ উইথ অনিমেষ আইচ’! এতকিছুর পরও এবার তারা কি অস্বীকার করবেন তাদের মধ্যকার সম্পর্কের কথা?

বাবার কষ্ট হতে পারে ভেবে বিয়েই করলেন না রাশেদ!

বিনোদন ডেস্ক:

ঘরে বউ আসলে যদি বদমেজাদি হয় সেক্ষেত্রে বাবার কষ্ট হতে পারে-এমনটা ভেবে বিয়েই করলেন না অভিনেতা রাশেদ সীমান্ত। তবে সেটা বাস্তবে নয়, নাটকের পর্দায়। ‘আমার বাবা’নামের একটি নাটকে তাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

গত ঈদুল আজহায় বৈশাখী টিভিতে প্রচারিত মধ্য রাতের সেবা নাটকের মাধ্যমে ভারইরাল হন রাশেদ সীমান্ত। এ নাটক প্রচারের পরপরই আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। মিডিয়া প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। ২৪ জানুয়ারি বৈশাখী টিভিতে রাত সাড়ে ৮টায় প্রচার হবে সেই রাশেদ সীমান্তের নতুন নাটক ‘আমার বাবা’। সৈয়দ ইকবালের গল্পে সুবাতা রাহিক জারিফার রচনায় এবং আল হাজেনের পরিচালনায় এ নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ।
এখানে রাশেদ সীমান্তকে দেখা যাবে বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে স্ট্রোকে আক্রান্ত বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন। আব্দুল হান্নান এবং আব্দুল মান্নান সম্পর্কে পিতা-পুত্র। তারা বরিশালের প্রত্যন্ত এক অঞ্চলে বসবাস করেন। পুত্র আব্দুল মান্নান তার মাকে হারিয়েছে ছোট বেলায়। কিন্তু বাবা আব্দুল হান্নান ছেলে মান্নানের কথা ভেবে আর দ্বিতীয় বিয়ে করেননি। বাবা আব্দুল হান্নান ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেন। কখনও ছেলেকে মায়ের অভাব বুঝতে দেননি। পিতা-পুত্রের যে ভালোবাসার বন্ধন তাদের গ্রামের অন্য লোকজন আদর্শ হিসেবে মানে। বাবা আব্দুল হান্নান ছেলে আব্দুল মান্নানকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ছেলে আব্দুল মান্নান বাবার সবকিছু মেনে নিলেও বিয়েতে রাজি হয় না। কারণ, সে যদি বিয়ে করে এবং বউ যদি বদমেজাজের হয় তাহলে সে তার বাবার সাথে বেয়াদবি করতে পারে, যা মান্নানের পক্ষে কোন অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব না। এরই মধ্যে একদিন বাবা আব্দুল হান্নান ধান ক্ষেতে কাজ করার সময় স্ট্রোক করেন। ছেলে আব্দুল মান্নান মনে করেন তার বাবার ঘুমের কোন রোগ হয়েছে। সে বাবাকে দ্রুত ঢাকায় হাসপাতালে নিয়ে আসেন। দুই-তিনদিন অতিবাহিত হলে বাবার ঘুম না ভাঙায় ছেলে মান্নান খুব চিন্তায় পড়ে যায়। সে ডাক্তার নার্স সবার দ্বারে দ্বারে ঘুরে এবং বলে তাদের গাছের ফল, পুকুরের মাছ, গরুর দুধ ইত্যাদি উপহার দেবে কিন্তু তার বিনিময়ে ডাক্তার-নার্সরা যেন তার বাবার ঘুম ভাঙার ব্যবস্থা করেন। কিন্তু শেষ পর্যন্ত তার বাবার ঘুম কি আদৌ ভাঙে? এমনই দুঃখ জাগানিয়া কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আমার বাবা’। বাবার চরিত্রে অবিনয় করেছেন অভিনেতা কে. এস ফিরোজ।

ঢাকার শিক্ষার্থীদের আন্দোলনে কলকাতার শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক:

এফডিসিতে ক্যান্টিনের পাশেই শহীদ স্মৃতি কলেজের বিশাল গেইট। তার পাশের মাঠে শহীদ মিনার। সেখানে থেকে হেঁটে কড়ইতলা হয়ে এফডিসির প্রশাসনিক ভবনের সামনে যেতেই চোখে পড়ল শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বসা। অনেকের হাতে প্লেকার্ড। তাতে লেখা ‘জামশেদ হত্যার বিচার চাই’!।

মিনিট পাঁচেক নিরব থাকতে দেখা গেল শিক্ষার্থীদের। হুট করে শ্লোগান দিয়ে উঠল তারা। শ্লোগানে শ্লোগানে ভারি করে তুলল এফডিসি। স্লোগানের ভাষা ‘উই ওয়ান্ট জাস্টিস’!

প্রথম দেখায় মনে হতে পারে বাস চাপায় রাজধানীতে শিক্ষার্থী নিহতের পর যে আন্দোলনটি হয়েছিলো সেটাই আবার শুরু হয়েছে। সড়কে নিরাপদে চলাচল নিশ্চিত করতে আবারও রাস্তায় কোমলমতি ছাত্রছাত্রীরা। এক চুলও মনে হবে না এটা কোনো সিনেমার শুটিং।

শিক্ষার্থীদের পাশেই চোখে পড়ল স্টেশনারি দোকান, অন্যদিকে মূল সড়ক। সেই সড়কে থমকে আছে লোকাল বাস। আন্দোলন-অবরোধে রাস্তায় লেগেছে লম্বা জ্যাম! রিক্সা, মাইক্রো, প্রাইভেটকার সারি সারি দাঁড়িয়ে। হঠাৎ করেই সেখানে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। মাথায় পতাকা বেঁধে, স্কুল ড্রেসে তার সঙ্গে এলেন শান্ত খান।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির শুটিং এটি। নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের ঘটনাকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে ‘বিক্ষোভ’। এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন শান্ত খান ও কলকাতার শ্রাবন্তী।

শুটিংয়ে কথা হলো ছবিটির  প্রধান সহকারী পরিচালক পূজন মজুমদারের সঙ্গে। তিনি তখন শ্রাবন্তী-শান্তকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। দৃশ্যটি এমন- পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পোশাকে কয়েক দুর্বৃত্ত মুখে কালো কাপড় পরে এসে বাস ভাঙচুর শুরু করবে। তখনই দৌড়ে গিয়ে শ্রাবন্তী-শান্ত তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করবেন। পূজনের বলা শেষে দেখাও গেলো এমন দৃশ্য।

বিক্ষোভ সিনেমায় দেখা যাবে এই কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের দৃশ্য।

মুহূর্তের মধ্যে দুর্বৃত্তরা একটি বাসের গ্লাস ভেঙে পালিয়ে গেলো। পরিচালক রনি বললেন, ”আজ খুব গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং করছি। গল্প পুরোটা বলে দেওয়া হলে ছবির টুইস্ট নষ্ট হয়ে যাবে। ছবিতে আরও চমক রয়েছে। চেষ্টা করছি, এ ছবিতে অতিথি চরিত্রে ইলিয়াস কাঞ্চনকে নেওয়ার জন্য। কারণ, উনি যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন সেটাই আমাদের ছবির উপজীব্য, ‘নিরাপদ সড়ক চাই’।”

শ্রাবন্তী পরের দৃশ্যের জন্য চিত্রনাট্য পড়ছিলেন। তখনই কথা হয় তার সঙ্গে। তিনি বললেন, ‘এ ছবির সবচেয়ে বড় শক্তি গল্প। প্রথমবার একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছি। তাছাড়া এই ছবির উদ্দেশ্য জনগুরুত্বপূর্ণ। নিরাপদ সড়কের দাবি নিয়ে এই ছবির গল্প। বাংলাদেশ-ভারত সব জায়গায় সড়ক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনা প্রতিকারে যে আন্দোলন, তা নিয়েই ছবিটি।’

বিক্ষোভ সিনেমায় স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী।

ছবিতে স্কুলশিক্ষিকার নাম আফ্রি। তার জীবনে অনেক কষ্ট এসেছে, কিন্তু থেমে থাকেননি। এগিয়ে গেছেন। লড়তে শিখেছেন।

বিক্ষোভ ছবির শুটিং প্রসঙ্গে সহকারী পরিচালক পূজন বলেন, এবার দ্বিতীয় লটের শুটিং হচ্ছে। অর্ধেকের মতো কাজ শেষ। ২১ জানুয়ারি রাতে শ্রাবন্তী কলকাতা ফিরে যাবেন। আবার আসবেন ২ ফেব্রুয়ারি। তখন টানা এক সপ্তাহ শুটিং করবেন। তারপর পুরো ছবির কাজ শেষ হবে। আগামী রোজার ঈদে ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে।

শান্ত খান ও শ্রাবন্তী ছাড়াও ছবিতে রজতাভ দত্ত, জয়দীপ ব্যানার্জি, সাদেক বাচ্চু, সাবেরি আলম, মারুফ, শ্রভশ্রী কর প্রমুখ অভিনয় করছেন।

ছবির মারপিট অংশের পরিচালক ছিলেন ‘সিংহাম’ খ্যাত রকি রাজেশ। এ ছবির মাধ্যমেই বাংলাদেশি কোনো ছবির গানে প্রথম পারফর্ম করছেন বলিউডের সানী।

নেহা-আদিত্যর বিয়ে নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ

বিনোদন ডেস্ক:

সত্যিই কি বিয়ে করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর ও গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণ? নাকি নিছক প্রচারের আলোয় আসার জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার কথা ছড়ানো হলো? নেহা-আদিত্যর বিয়ের খবরটা সামনে আসতেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা উদিত নারায়ণ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেহা সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ হন প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ। খোলাখুলি বলেই ফেললেন, ‘নেহা খুবই মিষ্টি মেয়ে। ও খুব সুন্দর গান করে। নেহাকে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি। আর শুধু আমিই নই, সব মানুষই ওকে খুবই পছন্দ করে।’

সে সব তো ঠিক আছে। কিন্তু বিয়ে কি করছেন তারা এই ভ্যালেন্টাইন্স ডে তে? এমন প্রশ্নের উত্তরে উদিত বলেন, ‘ওরা দু’জনেই জুটি বাঁধছে। কিন্তু বাকিটা তো ওদের ব্যক্তিগত। এই ফেব্রুয়ারিতে বিয়ে করছে কি না ওরা, তা আমার জানা নেই। কিন্তু যদি ওরা বিয়ে করে তবে আমার কোনও অসুবিধে নেই। ভালই হবে, আমাদের গান-বাজনার পরিবারে একজন গায়িকা যুক্ত হবে।’

অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ছিল নেহা কক্করের। কিন্তু আচমকা সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েন নেহা। পরিস্থিতি যে কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলেন না গায়িকা, তা প্রায় সকলেরই জানা। প্রচণ্ড বিষণ্নতায় ভুগছিলেন তিনি। এমনকি তিনি আত্মহত্যাও করতে গিয়েছিলেন।

এই ধাক্কার পর নেহার জীবনে বসন্তের বাতাসের মতো এসেছেন আদিত্য নারায়ণ। ইন্ডিয়ান আইডলের সেটেই তাদের পারস্পরিক পরিচয়। এখন তাদের রসায়ন যে নেহাতই বন্ধুত্বের ছকে আর বাঁধা নেই, সে কথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন তাদের বাবা-মা।

এদিকে নেহা নতুন সম্পর্কে জড়ানোয় খুশি তার ভক্তরাও। অবশেষে বিচ্ছেদের ট্রমা থেকে বেরোতে পেরেছেন নেহা। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বসন্ত ফিরে এসেছে নেহার জীবনে। তবে এই ভ্যালেনটাইনস ডে’তেই বিয়ের ফুল ফুটবে কি না, তা সময়ই বলে দেবে।

এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিনোদন ডেস্ক:

ক্যান্সারে ভুগছেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশার। সিঙ্গাপুরে চলছে তার চিকিৎসা। এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রবিবার সিঙ্গাপুর দূতাবাসকে শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য  সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে শারীরিক কিছু জটিলতার কারণে গত এক মাস এন্ড্রু কিশোরকে কেমোথেরাপি দেওয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। জরুরি ভিত্তিকে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর জানা গেল শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এন্ড্রু কিশোরের। গতকাল শনিবার থেকে আবারও কেমোথেরাপি দেওয়া শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

তিনি বলেন, চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন দাদা। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নয়ন কেড়েছে নায়না

বিনোদন ডেস্ক:
ভারতীয় অভিনেত্রী নয়না গাঙ্গুলী অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। দেখুন নয়নার নয়নজুড়ানো কিছু ছবি।

বিয়ের পরের রাতেই হাসপাতালে অভিনেতা

বিনোদন ডেস্ক:
দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করেন পশ্চিম বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়।

শুক্রবার বিকেলে শ্বাসকষ্টজনিত কারণে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা দীপঙ্করকে।
জানা যাচ্ছে, শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

দীপঙ্করের স্ত্রী দোলন জানান, “ও দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। আজ বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।”

বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তবে এতদিন যে কোনো কারণেই হোক সাত পাকে বাঁধা পড়েননি তারা। অবশেষে বৃহস্পতিবার তারা তাদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন।

বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি রেস্তোরাঁতে বসেছিল দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়ের আসর। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। লালা বেনারসি, গয়না এবং সিঁথিতে সিঁদুর পরে বেশ ভালোই দেখাচ্ছিল অভিনেত্রীকে। অন্যদিকে এই দিনের জন্য সাদা ধুতি পাঞ্জাবিকে বেছে নিয়েছিলেন দীপঙ্কর দে।