বেতাগীতে বিলুপ্তির পথে দোয়েল পাখি

বেতাগীর বনাঞ্চলের পরিবেশ দুষণ, নির্বিচারে গাছ কাটা, জমিতে কীটনাশকের অধিক ব্যবহার, পাখির বিচরণ ক্ষেত্র ও খাদ্য সঙ্কট আর জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বিলুপ্তির পথে দোয়েলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি।

দেশের ঐতিহ্য বহনকারী জাতীয় পাখি দোয়েল এখন বিলুপ্তির পথে। এক সময় গাছের ডালে, বনে জঙ্গলে দোয়েলসহ নানা ধরনের পাখি দেখা গেলেও কালের আবর্তে চিরচেনা সেই পাখির তেমন দেখা মিলছে না । বিশেষ করে শীতের এ মৌওসুমে পাখির কলরবে মুখরিত ছিলো গ্রামের পরিবেশ। কিন্তু কালের আবর্তে এখন পাখিশূন্য হতে চলছে।

বেতাগী সরকারি কলেজের শিক্ষক শক্তিপদ বিশাস বলেন, দোয়েল পাখি বসবাসের অনুকুল পরিবেশ না থাকায় ধীরে ধীরে এ প্রজাতির পাখি বিলুপ্তি হচ্ছে।

বেতাগী বিএলবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিপিকা মন্ডল অর্পিতা বলেন,’ কয়েক বছর আগেও মানুষের ঘুম ভাঙ্গতো পাখির ডাকে। ওই সময় বোঝা যেত ভোর হয়েছে। এখন দোয়েল পাখির ডাক হারিয়ে গেছে, এখন গাছ-গাছালিতে পাখির ডাক নেই।

সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু বলেন, দোয়েল পাখির এখন আর দেখা মেলে না। সকাল, দুপুর ও সন্ধ্যায় বাঁশ গাছে, আমের ডালে, সজিনা গাছে, বাড়ির ছাদে যে পাখি সব সময় দেখা যেতো, সেই পাখি এখন আর চোখে পড়ে না। তবে কম সংখ্যক টিয়া, ঘুঘু, কাক, মাছরাঙ্গা, কাঠঠোকরা, পান কৌড়ি, বক, হলদে , বৌ কথা কও ইত্যাদি পাখি শহর, গ্রাম-গঞ্জের বিভিন্ন জায়গায় দেখা গেলেও জাতীয় পাখি দোয়েল তেমন আর মানুষের চোখে পড়ে না।

পাখি প্রিয় অনেক সৌখিন মানুষের বাড়ির খাচায় বন্দি করে পাখি পালন করতে দেখা যায়। বিভিন্ন প্রজাতির কবুতর পাখি পালনকারী বেতাগী বাসস্ট্যান্ডের এরশাদ বলেন, দোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম ওই পাখি দেখতে পান না, তাছাড়া পাখি শিকারীদের কারণে পাখিশূন্য হয়ে পড়েছে বনাঞ্চল।

তাই বাধ্য হয়ে বাড়িতে বসেই বেশ কিছু প্রজাতির পাখি পালন করেছি। কৃষক কৃষ্ণকান্ত ঘরামী বলেন, জমিতে কীটনাশক ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় পাখি মরে যাচ্ছে, আবার খাদ্য সঙ্কট ও আভাসস্থল কমে যাওয়ায় পাখি বংশ বিস্তার করতে পারছে না, এতে কমে যাচ্ছে পাখি।

পরিবেশ রক্ষায় যেসব পাখি বিলুপ্তির পথে এসব পাখি সংরক্ষনে জরুরি বলে মনে করছেন অনেকে। বেশি মুনাফার আশায় বনে শিকারীরা বিভিন্ন ফাঁদ পেতে পাখি শিকার করে বাজারে বিক্রি করে দিচ্ছেন। এতে শিকারের হাত থেকে বাঁচাতে জীবন রক্ষার্থে পাখি অন্যত্র চলে যাচ্ছে। অনেক সময় তাদের হাতে মারাও যাচ্ছে পাখি। অথচ প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই বলে অনেকের অভিযোগ।

এ বিষয়ে বেতাগী উপজেলা বন কর্মকর্তা সুভাষ চন্দ্র রায় বলেন, শীত মৌওসুমে পাখি শিকারের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এ ছাড়া অন্য সময় তেমন শিকার হয় না। তিনি আরো বলেন, বন্য প্রাণী ও পাখির আভাসস্থলে সামান্য খাদ্যের সঙ্কট থাকলেও উপকূলের বন রক্ষায় বন বিভাগ তৎপর রয়েছে। বন রক্ষা হলে পশু-পাখি, বন্যপ্রাণীও রক্ষা হবে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ বলেন,’ জমিতে মাত্রারিক্ত কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং শীত মৌওসুমে শিকারীদের পাখি নিধন বন্ধ করতে হবে।

উপকূলের বন ও পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে জাতীয় পাখি দোয়েলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখির দেখা মিলবে না বলে মনে করেছেন সচেতনমহল।

উপকূলীয় সংবাদ কর্মিদের ক্যাস্পেইন

দেশের দক্ষিণা জনপদের সকল পর্যটন কেন্দ্র দেশের এবং বিশ্ব সমাজে জনপ্রিয় ও পরিচিতি করে তুলতে বিষখালী নদীর তীরে প্রকৃতির অপরুপ লীলাভুমি ছৈলারচওে আজ শনিবার (৫ ডিসেম্বর) ক্যাস্পেইন অনুষ্ঠিত হয়।

উপকূলীয় পরিবেশ প্রেমিক সংবাদ কর্মীরা এ ক্যাস্পেইনের আয়োজনে করে। এ সময় বেতাগী সংলগ্ন ছৈলারচরসহ দক্ষিণের পর্যটন কেন্দ্রগুলোকে পুর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রের দাবিতে মানববন্দন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বিষখালী নদীতে প্রাকৃতিকভাবে জেগে সদর ইউনিয়নের হেতালবুনিয়ায় মৌজায় ৭০ একর জমির ওপর দৃষ্টিনন্দন ছৈলারচর। পাখির কলকাকলি। ঢেউয়ের গর্জন। বাতাসের তালে ঘন ম্যানগ্রোভ ছৈলারচরের ছৈলা পাতার শোঁ শোঁ শব্দ। সকাল বেলায় পূর্বাকাশে নদীর বুক চিরে জেগে ওঠা লাল সূর্যটা।

বেলা শেষে পশ্চিম আকাশে হেলে পড়ার মতো দৃশ্য যে কোন জায়গায় দাড়িয়ে অবলোকন করার মতো অতুলনীয় স্পটের নাম ছৈলারচর। যেখানে রয়েছে লক্ষাধিক ছৈলা গাছ।

পাশাপাশি বেতাগী শহর সংলগ্ন নতুনভাবে জেগে ওঠা শোলজালিয়ার ছৈলা চর। গাছের নাম থেকেই জেগে ওঠা এ চরের নামকরণ করা হয়েছে ‘ছৈলারচর’ প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে এসে প্রাকৃতির অপারদৃশ্য উপভোগ করেন।

ঝালকাঠীর জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী বলেন, প্রশাসনের পক্ষ থেকে ছৈলার চরকে পর্যটন কেন্দ্র হিসেবে তালিকাভূক্তি করতে পর্যটন কর্পোরশনের কাছে চিঠি দিয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তালিকভূক্তি হলেই পর্যটকদের চাহিদানুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

মানববন্দন শেষে শনিবার দুপুরে আলোচনায় অংশ গ্রহন করেন, বেতাগী প্রেস ক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, যুগ্ম আহবায়ক মো. মহসিন খান, সদস্য সচিব লায়ন শামীম সিকদার, বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. ফারুক হোসেন খান, কাঠালিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক মো.আবদুল হালিম,

রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহিম রেজা, মঠবাড়ীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক দেবদাস মজুমদার, দেবব্রত হালদার, বামনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনোতোষ হাওলাদার, সংবাদকমী মো.আতিকুর রহমান, ইসরাত জাহান রুমা, নির্ঝর কান্তি বিশ্বাস ননী, আতিকুর রহমান, সাকিবুজ্জামান সবুর সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর সাথে একাত্মতা প্রকাশ করে।

দক্ষিনে পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও যোগাযোগ ব্যবস্থাসহ রয়েছে নানা সংকট। তবু সেই সংকট উপেক্ষা করেই এখানকার নয়নাভিরাম পর্যটনকেন্দ্র গুলো পর্যটকের মিলন মেলায় পরিনত হচ্ছে। পৃষ্টপোষকতা পেলে দক্ষিণাঞ্চলের এসব পর্যটনকেন্দ্র গুলো অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

প্রথম আলোর বরিশাল বিভাগীয় প্রতিনিধি এম.জসিম বলেন, প্রচুর সম্ভবনাময় দক্ষিণের পর্যটন কেন্দ্রগুলো এখনো উম্মোচিত হয়নি। দেশের মানুষের কাছে অনেকটাই অজানা রয়েছে।

তাই উম্মোচিত জরুরি হয়ে পরেছে। পর্যটন কেন্দ্রগুলোকে জনপ্রিয়, আধূনিকায়ন ও যুগোপোযেগি করতে হবে। এটি একটি ভাল উদ্যোগ। শুধূ সংবাদ কর্মি নয় এ জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসন সবাইকে এগিয়ে আসতে হবে। এর ফলে এ থেকে সরকারের বিপুল পরিমান রাজস্ব আয় হতে পারে।

পর্যটন নিয়ে কাজ করেন এমনই এক সংবাদ কর্মি আরিফুর রহমান জানান, দেশের দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষনে নানা প্রতিকূলতা ডিঙিয়ে পর্যটকরা আসেন কিছুটা প্রশান্তির খোঁজে। এভাবে মানুষকে সচেতন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্যোগী করে তুলতে পারলে এখানে পর্যটন অবকাঠামো গড়ে উঠবে। পর্যটকদের যাতায়াত সহজ হতে পারে।

বরগুনায় তিন ইয়াবা ব্যাবসায়ী গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলার ২নং গৌর চেন্না ইউনিয়নের সোনালী পাড়া এলাকা থেকে রাত ১১:৩০ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা শাখার একটি দল তাদের গ্রেফতার করে। সোনালী পাড়া আলহাজ্ব মনোয়ার হোসেনের বাসা ভাড়া করে দীর্ঘদিন যাবত এই মাদক কারবারিরা ব্যবসা করে আসছিল।

ইয়াবা ব্যবসায়ীরা হলেন মোছাম্মদ কনিকা আক্তার লিপি সমীর সাহা ও গোবিন্দ সরকার এই তিনজনকে ২৮ পিস ইয়াবা ও নগদ ১৭২০০হাজার দুইশত টাকা সহ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে আটক করে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এদের বিরুদ্ধে বরগুনা জেলায় বিভিন্ন থানায় একাধিক মাদক কারবারি মামলাও রয়েছে।

নৌকা বানাচ্ছেন কৃষকলীগ নেতা

ডিসেম্বর মাস। সামনে বিজয় দিবস। এ মাসে লাল-সবুজে পতাকা, পোষাকের গুরুত্ব বেশি। লাল-সবুজের কাপড় দিয়ে মনের মাধুরি দিয়ে নৌকা বানাচ্ছেন বেতাগীর নৌকা প্রেমিক এককর্মী । কেউ কেউ দাড়িয়ে দেখছে। কেউ কেউ মোবাইলে ছবি করছেন।

কয়েকজনে ওই নৌকা নির্মাতাকে চা-পান খাওয়াচ্ছেন। এ গল্পের বাস্তব রহস্যে, প্রথম ধাপের বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর। পৌর শহরের সর্বত্র উৎসব মুখর পরিবেশ।

গতকাল সন্ধ্যার পরে বেতাগী থানার সামনে আওয়ামী লীগের দলীয় শাখা কার্যালয়ে একা একা বসে জাতীয় পতাকার আদলে লাল-সবুজের কাপড়ে নৌকা বানাচ্ছেন উপজেলা কৃষক লীগ সভাপতি ক্যাপ্টেন সেলিম আহমেদ।

একদম নিখুঁতভাবে মনের মাধুরি দিয়ে নৌকা তৈরি করছেন। নৌকা সবুজ কাপড়ে তৈরি করা হয়েছে। আর মাঝখানে দেওয়া হয়েছে লাল বর্ণের বৃত্ত করে কাপড়।

আর তাঁর নৌকা তৈরির দৃশ্য দাড়িয়ে থেকে অনেক উপভোগ করছেন। কেউ কেউ তাঁর প্রশাংসা করেছেন। এ বিষয় নৌকা নির্মাতা সেলিম আহমেদ বলেন, বঙ্গবন্ধু’র নৌকা প্রতীককে ভালোবাসি এবং প্রতিবছর একটি নৌকা নিজ হাতে তৈরি করি। দলের প্রতি কাজ করে আমি সত্যিকার আনন্দ উপভোগ করছি।

আমতলীতে মাস্ক ক্যাম্পেইন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে সচেতনতার লক্ষে আমতলীতে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আমতলী প্রেসক্লাব, আমতলী সাংবাদিক ইউনিয়ন, বে-সরকারী সংস্থা এনএসএস ও যুব রেড-ক্রিসেন্ট সোসাইটির’র যৌথ উদ্যোগে সোমবার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বে-সরকরী সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, একেএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার,সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক এইচ এম কাওসার মাদবর, এনজিও কর্মী মোঃ জহিরুল ইসলাম, আশুতোষ রায়, স্নেহলতা, যুবরেড ক্রিসেন্ট কর্মী মোঃ আল ইমরান ও আবু তাহের প্রমুখ। এ মাস্ক ক্যাম্পেইন পৌর শহরের বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন করেন।

আমতলী উপজেলা পরিষদ কম্পাউন্ডে আগুন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা পরিষদ কম্পাউন্ডে তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিত্যাক্ত ক্লাব ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে আদালত ভবনসহ পরিষদের ৮ টি অফিস ভবন। কম্পাউন্ডের মধ্যে আগুন লাগায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেছেন স্থানীয়রা। ঘটনা ঘটেছে রবিবার রাতে।
জানাগেছে, উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে তৃতীয় শ্রেনীর কর্মচারী ক্লাব ঘর রয়েছে। ওই ক্লাব ঘর গত ১০ বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ঘর পরিত্যাক্ত থাকায় ওই ঘরের মধ্যে স্থানীয় মাদক সেবীদের আড্ডা স্থলের পরিনত হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবদি পর্যন্ত বসে মাদকসেবীদের মিলন মেলা। রবিবার রাত সাড়ে সাতটার দিকে হঠাৎ ওই ঘরে আগুনের লেলিহান শিখা স্থানীয়রা দেখতে পায়। এ সময় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা কম্পাউন্ডের মধ্যে শিশু পার্কের মেলায় আসা শিশু, কিশোর ও নারীদের মধ্যে ছুটাছুটি শুরু হয়। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য রক্ষা পায় উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আইনজীবি সমিতি ভবন, উপজেলা সমাজ সেবা অফিস, পুরাতন মৎস্য ভবন, আনসার ভিডিপি অফিস, মুক্তিযোদ্ধা অফিস, মহিলা বিষয়ক অফিস ও স্কাউট অফিস। দমকল বাহিনীর লোকজন আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা পায়নি পরিত্যাক্ত ক্লাবটি। দমকল বাহিনীর ধারনা পরিত্যাক্ত ভবনে বিদ্যুতের সংযোগ না থাকায় সিগারেট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। স্থানীয়দের অভিযোগ উপজেলা কম্পাউন্ডের মধ্যে পরিত্যাক্ত ভবনে এলাকার বখাটে মাদকসেবীরা সকাল থেকে রাত অবদি পর্যন্ত মাদকের মিলন মেলা বসায়। তাদের সিগারেট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন স্থানীয়রা।
আমতলী উপজেলা দমকল বাহিনীর ষ্টেশন অফিসার মোঃ তামিম হাওলাদার বলেন, পরিত্যাক্ত ভবনে বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগার সম্ভবনা নেই। ধারনা করা হচ্ছে সিগারেট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী হাসপাতালে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী ও স্বজনরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
পাম্প মেশিন পুড়ে যাওয়ায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে রোগী, রোগীর স্বজন ও কোয়াটারে বসবসরত হাসপাতালের ২০ টি পরিবার। অভিযোগ রয়েছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের গাফলতিতে এ পানি সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত নতুন পাম্প মেশিন স্থাপন করে পানি সরবরাহ নিশ্চিতের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৯৮৯ সালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ পাম্প মেশিন স্থাপন করে। গত ৩১ বছর ধরে ওই পাম্প মেশিনে পানি সরবরাহ করে আসছে। পাম্প মেশিন স্থাপনের পাঁচ বছরের মাথায় মেশিনে ত্রুটি দেখা দেয়। অভিযোগ রয়েছে গত ৩১ বছরে অন্তত অর্ধ শতাধিক বার পাম্প মেশিন বিকল হয়ে পানি সরবরাহ বন্ধ থাকে। এতে প্রায়ই দুর্ভোগের স্বীকার হয় হাসপাতালের রোগী ও রোগীর স্বজনদের। হাসপাতালে নিরলস পানি সরবরাহের জন্য নতুন পাম্প মেশিন স্থাপনের দাবী করে আসছে কর্তৃপক্ষ। কিন্তু পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন মেশিন স্থাপন না করে জোরাতালি দিয়ে পুরাতন মেশিন দিয়ে পানি সরবরাহ করে আসছে। গত বৃহস্পতিবার রাতে ওই পাম্প মেশিন পুড়ে যায়। এতে গত পাঁচ দিন ধরে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পরেছে রোগী, রোগীর স্বজন ও হাসপাতালের কোয়াটারে বসবাসরত চিকিৎসক, নার্স ও স্টাফরা। বর্তমানে হাসপাতালের রোগীদের গোসল ও শৌচাগার প্রায় বন্ধ রয়েছে। রোগীর স্বজনদের বাহির থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। দ্রুত পানি সরবরাহ নিশ্চিতের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। হাসপাতালে পানি না থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে। এদিকে পাম্প মেশিন পুড়ে যাওয়ার খবর পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী বিভাগকে জানানো হলেও তারা নুতন পাম্প মেশিন স্থাপনের উদ্যোগ নিচ্ছে না এমন অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতালের রোগীর স্বজন সেলিনা বেগম বলেন, পানির অভাবে নবীর উম্মত ধংস হয়ে যাচ্ছে।
রোগী রানী বেগম, ফরিদা ও পিয়ারা আক্তার বলেন, পাঁচ দিন ধরে হাসপাতালে পানি নেই। পানি না থাকায় গোসল ও শৌচাগারে খুব সমস্যা হচ্ছে। দ্রুত পানি সরবরাহের দাবী জানান তারা।
রোগী কুদ্দুস ও হাসেম গাজী বলেন, পানি না থাকায় মোগো এ্যাকছের সোমেস্যা অইতে আছে।
রোগীর স্বজন হাবিব মিয়া বলেন, হাসপাতালে রোগী নিয়ে এসেছিলাম কিন্তু পানি না থাকার খবর শুনে রোগী হাসপাতালে ভর্তি না করে বাড়ী নিয়ে যাচ্ছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী হাসপাতা রোগী ও হাসপাতালের কোয়াটারে বসবাসরত চিকিৎসক, নার্স ও স্টাফদের সমস্যার কথা স্বীকার করে বলেন, পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে নতুন পাম্প মেশিন স্থাপনের পত্র দেয়া হয়েছে।
পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হক বলেন, নতুন মেশিন ক্রয়ের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। দু’এক দিনের মধ্যে মেশিন স্থাপন করে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

বরগুনায় মাদক সহ আটক ৩

শনিবার রাত এগারটায় পুলিশের অভিযানে বরগুনার সদর রোড পশ্চিম বরগুনা থেকে আটক করা হয়েছে মাদক ব্যবসায়ী নিপু রায়, অভি তালুকদার, মাহবুবকে। আটকের সময় তাদের কাছে রক্ষিত মাদকদ্রব্যগুলো গিলে ফেলেছে বলে জানিয়েছে বরগুনা থানা পুলিশ। তারা ইতিপূর্বেও বহুবার মাদক সহ আটক হয়েছে । হাসপাতালে ডোভ টেষ্টের পরে তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন বরগুনা থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম।

ওসি আরও জানান, অভির বিরুদ্ধে ২১ টি নিপুর বিরুদ্ধে ৩ টি সহ প্রায় ৩০ টি মামলার সন্ধান পাওয়া গেছে। এ ছাড়াও সন্ত্রাস চাদাবাজী সহ অনেক সাধারন ডায়েরী রয়েছে অভি তালকদারের বিরুদ্ধে।

বরগুনায় ৫ গাঁজাসেবী গ্রেফতার

বরগুনা পৌরসভার শিপেরখাল থেকে গাঁজা সেবনকালে ৫ জনকে আটক করেছেন বরগুনার ডিবি পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে বারোটার দিকে এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে জসীম, জলিল খানের ছেলে নাঈম খান, আইয়ুব মোল্লার ছেলে বাবলু মোল্লা, চাঁন মিয়ার ছেলে ইব্রাহিম ও রাজ্জাক হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার। তাদেরকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম দিয়ে গাঁজা খাওয়ার আসর থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

৭০ হাজার ৫’শ শিশুর হাম রুবেলা টিকা অনিশ্চিত, দাবী আদায়ে আমতলীতে হেলথ অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
“ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমতলী উপজেলার হেলথ এ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর এ্যাসোসিয়েশন টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীকে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়। এতে আমতলী-তালতলী উপজেলার ৭০ হাজার পাচ’শ ৪১ জন শিশুর হাম রুবেলা টিকা অনিশ্চিত হয়ে পরেছে।
জানাগেছে, উপজেলার ৬৩ জন হেলথ এ্যাসিসট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর রয়েছে। তারা মানব দেহে টিকা দিয়ে থাকেন কিন্তু তাদের টেকনিক্যাল পদমর্যাদা দেয়া হয়নি। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের আস্বাস দেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারনে গত ২২ বছরে টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধন করা হয়নি। টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কিন্তু তাদের দাবী বাস্তবায়ন হয়নি। টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় গত বুধবার আমতলী উপজেলার ৬৩ জন স্বাস্থ্য সহকারী হাম রুবেলা টিকাদান প্রশিক্ষণে অংশ নেননি। বৃহস্পতিবার তারা হাসপাতাল প্রাঙ্গণে অনিদ্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু করছেন। তাদের দাবী মানা না হলে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত হাম রুবেলা টিকাদান কর্মসূচী বর্জনের ঘোষনা দেন তারা। এতে আমতলী-তালতলী উপজেলার ৭০ হাজার পাচ’শ ৪১ জন শিশুর হাম রুবেলা টিকাদান অনিশ্চিত হয়ে পরেছে।
আমতলৗ উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আল মামুন বলেন. কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী আমরা আন্দোলন শুরু করেছি। দাবী মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৭ জানুয়ারী পর্যন্ত হামরুবেলা টিকা দান কর্মসূচীতে উপজেলার কোন স্বাস্থ্য সহকারী অংশ নিবেন না।