ইতিহাসের রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট শনিবার

রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট আগামীকাল। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। কাল এই নারকীয় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজিরবিহীন গ্রেনেড হামলা। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। পরবর্তী সময়ে গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও সরকারের কর্মকর্তাদের সম্পৃক্ততায় প্রমাণ মিলে ওই সরকারের প্রত্যক্ষ মদতেই হামলাটি পরিচালিত হয়েছিল।

তখন ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। সেদিন ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী’ শান্তি সমাবেশেরে আয়োজন করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি ছিলেন। সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশের আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে স্থাপিত অস্থায়ী ট্রাকমঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা শুরু হয়। বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে একের পর এক গ্রেনেড। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু ১৩টি গ্রেনেড বিস্ফোরণের বীভৎসতায় মুহূর্তেই মানুষের রক্ত-মাংসের স্তুপে পরিণত হয় সমাবেশস্থল। বঙ্গবন্ধু এভিনিউ পরিণত হয় এক মৃত্যুপুরীতে। স্পিন্টারের আঘাতে মানুষের হাত-পাসহ বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

সভামঞ্চ ট্রাকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় রক্তাক্ত নিথর দেহ। লাশ আর রক্তে ভেসে যায় বঙ্গবন্ধু এভিনিউর সামনের পিচঢালা পথ। নিহত-আহতদের জুতা-স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভেসে আসে শত শত মানুষের গগন বিদারী আর্তচিৎকার। বেঁচে থাকার প্রাণপণ চেষ্টারত মুমূর্ষুদের কাতর-আর্তনাদসহ অবর্ণনীয় মর্মান্তিক সেই দৃশ্য।

সেদিন রাজধানীর প্রতিটি হাসপাতালে আহতদের তিল ধারণের জায়গা ছিল না। ভাগ্যগুণে নারকীয় গ্রেনেড হামলায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। ঘাতকদের প্রধান লক্ষ্য শেখ হাসিনা বেঁচে গেছেন দেখে তার গাড়ি লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি করা হয়। তবে টার্গেট করা গুলি ভেদ করতে পারেনি বঙ্গবন্ধুকন্যাকে বহনকারী বুলেটপ্রুফ গাড়ির কাচ। হামলার পরপরই শেখ হাসিনাকে কর্ডন করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তার তৎকালীন বাসভবন ধানমন্ডির সুধাসদনে। ২১ আগস্টের রক্তাক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। পরে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৪ জনে।

রক্তাক্ত-বীভৎস ওই ভয়াল গ্রেনেড হামলায় আইভি রহমান ছাড়াও সেদিন নিহত হন ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, হাসিনা মমতাজ রিনা, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মোশতাক আহমেদ, লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসির উদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগম। গ্রেনেডের স্পিন্টারের সঙ্গে যুদ্ধ করে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফসহ আরও কয়েকজন পরাজিত হন।

হামলায় আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে শরীরে স্পিন্টার নিয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। আহত হয়েছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এখনও অনেক নেতাকর্মী সেদিনের সেই গ্রেনেডের স্পিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেক নেতাকর্মীকে তাৎক্ষণিক দেশে-বিদেশে চিকিৎসা করালেও তারা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

এদিকে গ্রেনেড হামলার পর ভয়, শঙ্কা ও ত্রাস গ্রাস করে ফেলে গোটা রাজধানীকে। এই গণহত্যার উত্তেজনা ও শোক আছড়ে পড়ে দেশ-বিদেশে। হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে যখন ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই পুলিশ বিক্ষোভ মিছিলের ওপর বেধড়ক লাঠি-টিয়ার শেল চার্জ করে। একইসঙ্গে নষ্ট করা হয় সেই রোমহর্ষক ঘটনার যাবতীয় আলামত। পরবর্তীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ মদদে ওই ঘটনা ধামাচাপা দিতে ‘জজ মিয়া’ নাটক সাজায় বিএনপি-জামায়াত জোট সরকার।

বাঙালি জাতি শ্রদ্ধাবন চিত্তে ইতিহাসের জঘন্যতম গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী পালন করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। তবে করোনা সংক্রমণের কারণে কর্মসূচিতে অন্যান্য বছরের তুলনায় কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

এই দিন উপলক্ষে যে কর্মসূচি পালন করা হবে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে।

এছাড়াও সকাল সাড়ে ১০ টায় ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে গ্রেনেড হামলার দিনটি স্মরণে সীমিত পরিসরে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা, ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় দেশবাসীকে সঙ্গে নিয়ে পালন করার জন্য আওয়ামী লীগ এবং তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি বর্ষণ এবং দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উজিরপুর পৌর শহরের টেম্পুস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেনের সভাপিতত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস বেপারী, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিপু এবং পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে একই ঘটনার প্রতিবাদে জেলার বাবুগঞ্জেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাবুগঞ্জ কলেজ গেটের দলীয় কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন মৃধা, সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

দুটি সমাবেশ থেকে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহার এবং গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা।

গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুরি রহমান ও কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক। এ মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বরিশালে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মহিলা আওয়ামী লীগের সমাবেশ

বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত ১৬ নেতাকর্মীর মুক্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামলী সাহা, সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম এবং সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফাসহ অন্যান্যরা।

বক্তারা গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে মেয়র সাদিক আবদুল্লাহর উপর গুলি করার প্রতিবাদ জানান। একই সাথে সাদিক আবদুল্লাহসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েককৃত দুটি মামলার প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। অনতিবিলম্বে মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী দেন তারা।

বরিশালের ঘটনা পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না : তথ্যমন্ত্রী

বরিশালের ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তদন্তে সত্য উদঘাটিত হবার আগে এ নিয়ে অতিমাত্রায় কথা বলা বা কিছু করাও সমীচীন হবে না।

শুক্রবার বিকেলে শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

বরিশাল সদরের উপজেলা নির্বাহী অফিসারের বাসায় বুধবার রাতের হামলার বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান আরও বলেন, বরিশালের ঘটনাটি অনভিপ্রেত ও অত্যন্ত দুঃখজনক। আমাদের দলের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের দলের কথা বলে বা দলেরই কেউ কোনো অপকর্মে লিপ্ত হলে আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময়ই সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছেন।

বরিশালের ঘটনাটি এখনো তদন্তাধীন, দু’টি মামলা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ৬০ জন গুলিবিদ্ধ ও অনেকের আহত হবার কথা বলা হয়েছে, সেটিও দেখা হচ্ছে। তদন্তাধীন বিষয়ে বেশি কথা বলতে চাই না, তদন্তের ভিত্তিতে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসন ক্যাডার ইতোমধ্যেই এনিয়ে বিবৃতি দিয়েছেন এবং সেখানে বরিশালের মেয়র ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে বলা হয়েছে, তদন্তাধীন বিষয়ে এমন বিবৃতি দেয়া যৌক্তিক কিনা, বা তারা এটা করতে পারে কিনা- এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি দেখেছি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে তড়িঘড়ি করে একটি বিবৃতি দেয়া হয়েছে। তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছে। একইসাথে স্থানীয় আওয়ামী লীগের অভিযোগের বিষয়ও তদন্তে বেরিয়ে আসবে। তবে এই ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেয়া হবে না। এবং আমি মনে করি তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবার আগে এনিয়ে কারো অতিমাত্রায় কথা বলা বা কিছু করা সমীচীন হবে না।

এর আগে সভায় ড. হাছান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আগস্ট মাস বাঙালির শোকের মাস। এই আগস্টেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবকে হারিয়েছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও এ মাসেই হারিয়েছি।

ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহা. ফোরকান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ১৫ আগস্টের ওপর আলোকপাত করেন। সভাশেষে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিথিরা।

বরিশালের ঘটনা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে: ওবায়দুল কাদের

বরিশালে ইউএনওর বাসায় হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষে স্মরণসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। পুলিশ জানিয়েছে তারা ১৫ জনকে গ্রেপ্তার করেছে। দোষীদের ধরতে অভিযান চলছে।

‘নেত্রীর নির্দেশে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউকে ছাড় দেয়া হবে না’, বলেন কাদের।

আগস্ট মাস এলেই ষড়যন্ত্রে মেতে উঠে ষড়যন্ত্রকারীরা- এমপি শাওন 

লালমোহন ভোলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ফলেই দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে।
বাংলাদেশকে জঙ্গী-তালেবানী রাষ্ট্রে পরিণত করতে  সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালান  বিএনপি জামায়াত । বিএনপি জামায়াত ইসলামকে পুজি করে এদেশকে তালেবানি রাষ্ট্রে পরিনত করতে ছেয়েছেন  ।  বিএনপি জামায়েত তথা দেশ বিরোধী চক্রের ষড়যন্ত্র কখনোই আলোর মুখ দেখেনি।

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার অবশিষ্ট মামলার বিচার কার্যক্রম শেষ করার দাবিতে মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এসবকথা বলেন,
তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্রকারীদের বিচার সময়ের দাবি।আগস্ট মাস এলেই ষড়যন্ত্রে মেতে উঠে ষড়যন্ত্রকারীরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পুনঃতদন্ত করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মুখোশ উন্মোচণ করতে হবে।

একুশে আগস্ট গ্রেনেড হামলা করে সে দেয়াল আরও উঁচু করে দিয়েছে তারা। বিএনপি বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা। বাংলাদেশে যে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করেছে বিএনপি, ।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, আক্তার চেয়ারম্যান,  সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন আরজু, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকু ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার।

পদ্মা সেতুতে বারবার আঘাত ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখা হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর পিলারে এ নিয়ে পাঁচবার ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে তুচ্ছ কোনো ঘটনা বা নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না, অন্তর্ঘাত আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মাসেতু পরিদর্শনে গিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীকে বলব এ বিষয়ে গভীরভাবে তদারকি করার জন্য দরকার। এখানে সর্ষের মধ্যে ভূত আছে কি না তাও খতিয়ে দেখতে হবে।’

 

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও এর পেছনে অনেক লোক লেগে আছে। দেশে বিদেশ থেকেও লেগে আছে। সর্ষের মধ্যে ভূত আছে কি না তা খতিয়ে দেখতে হবে। বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা। সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। এভাবে কেন বারবার পদ্মাসেতুতে আঘাত লাগছে, এর জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সভা হবে।’

‘পদ্মাসেতু আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ পর্যন্ত মূল সেতুর বাস্তব অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ, আর্থিক অগ্রগতি ৯০ দশমিক ১৮ শতাংশ। সেতুর সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ২৫ শতাংশ। আগামী বছর জুনের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে সেতু।’

বরিশাল-১ আসনে ‘করোনা হেল্প সেল’ উদ্বোধন বিএনপির

বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় মহামারী করোনা মোকাবেলায় ‘করোনা হেল্প সেল’ চালু হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চুয়াল পদ্ধতিতে সোমবার দুপুরে এই হেল্প সেলের উদ্বোধন করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইমারজেন্সি রেসপন্স টিম (ইআরটি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং স্থানীয় সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের তত্ত্বাবধানে এই করোনা হেল্প সেল চালু করা হয়।

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সহসভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ্, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান হুমায়ুন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা শিকদার হাফিজ এবং সরোয়ার হোসেন মিয়া সহ অন্যান্যরা সংযুক্ত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি এই দুর্যোগের সময় জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি গৌরনদী-আগৈলঝাড়ায় করোনা হেল্প সেল গঠনের প্রসংশা করেন। সভায় মহামারী করোনা মোকাবেলায় অসহায়-দুস্থ মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান স্থানীয় সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

সাবেক ডেপুটি স্পিকার মোঃ আলী আশরাফ এর মৃত্যুতে আবুল হাসানাত আবদুল্লাহর শোক

কুমিল্লা-৭ আসরনর সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী),আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ডিজিটালাইজেশনের পথে অনেক দূর এগিয়ে নিয়েছে

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা, তারুণ্যের প্রতীক,
ডিজিটাল বাংলার বরপুত্র সজীব ওয়াজেদ জয় নিজের হাতে দেশকে আইসিটি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ডিজিটালাইজেশনের পথে অনেক দূর এগিয়ে নিয়েছে।
আর এর পেছনে সম্পূর্ণ অবদান প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা
সজীব ওয়াজেদ জয়ের। ডিজিটাল বাংলাদেশ গড়তে   ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন সজীব ওয়াজেদ জয়।
বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা, তারুণ্যের প্রতীক,
ডিজিটাল বাংলার বরপুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন  উপলক্ষে  শুক্রবার সকাল ১১টায় লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্যআলহাজ্ব  নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন,
এসময় এমপি শাওন আরো বলেন, গত একযুগে দেশে তথ্যপ্রযুক্তির যে বিকাশ হয়েছে, তার অন্যতম কারিগর
সজীব ওয়াজেদ জয়। তাই আজ বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ।
এসময় অন্যান্য নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন
 ভোলা-৩ এর জাতীয় সংসদ সদস্য দ্বীপবন্ধু  অালহাজ্ব নুরুন্নবী চৌধুরী  শাওন এমপি মহোদয় ও আমাদের নেতাকর্মীর  বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ফ্যাক অাইডি দিয়ে মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তকর অপ্রপ্রচার সহ দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, মেজর (আব) জসিমসহ
একটি  কুচক্রিমহল মেজর (আব) জসিমের এহেন কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 এমপি শাওনের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে হুশিয়ারী করেন।
মেজর (আব) জসিমসহ একটি  কুচক্রিমহল
এমপি শাওন ও দলীয় নেতাকর্মীদের নিয়ে যে সকল মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমরা তাদের সবাইকে ধিক্কার জানাই।আমরা আশাকরি  আগামী দিনে তারা এ ধরনের অপপ্রচার থেকে বিরত থেকে লালমোহন-তজুমদ্দিনের মাটি ও মানুষের উন্নয়নের স্বার্থে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির আর্দশে উদ্ভুদ্ধ হবে ইনশাআল্লাহ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ- সভাপতি দিদারুল ইসলাম অরুণ,  ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক  মঞ্জু তালুকদার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি, সম্পাদকবৃন্দ ।