প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কর্মহীন দরিদ্র মানুষের মাঝে আহার্য তুলে দিচ্ছেন বরিশাল জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা:
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। করোনা আক্রান্ত সব দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন বিশ্বজুড়েই চলছে লকডাউন। বিশ্বের সার্বিক পরিস্থিতি এখন টালমাটাল। সেই সঙ্গে করোনার প্রভাব পড়েছে বাংলাদেশেও।

 

দেশের প্রশাসন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণকে রক্ষা করতে এরিমধ্য কার্যকরী ভূমিকা পালন করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবিলায় সকলের সহযোগিতা চেয়েছেন। তারি ধারাবাহিকতায় আজ থেকে দেশের সকল মানুষকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত নিজ নিজ বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছে। নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের জন্য আহার্যের ব্যাবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস আজ বিকাল ৪ টায় বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের আহার্য প্রদান কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

 

এসময় তিনি সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েন পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, একটি মানুষও অনাহারে থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য আহার্যের ব্যাবস্থা করেছে আপনারা বাসায় অবস্থান করেন আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের আহার্য পৌঁছে দেবো। আজ থেকে বরিশাল মহানগরসহ জেলার ১০ টি উপজেলায় একযোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

 

প্রাথমিক ভাবে প্রতিটি উপজেলায় ১৩০ জন কর্মহীন খেটে-খাওয়া পরিবারের মাঝে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি এবং একটি সাবান বিতরণ করবে উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বরিশাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা মোঃ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর মাহবুবুর রহমান মধু, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামানসহ আরো অনেকে।

বরিশালে অতিরিক্ত দামে হ্যান্ড গ্লাভস বিক্রি এবং জনসমাগম করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে করোনা ভাইরাস রোগ প্রতিরোধে অন্যান্য দিনের ন্যায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল নগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বাংলাবাজার, সাগরদী, মেডিক্যাল কলেজ এলাকা, রূপাতলী, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম করা থেকে বিরত থাকার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার/দোকান, মেডিসিনের দোকান ইত্যাদির বাইরে সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা পালনের লক্ষে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান। এসময় নগরীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে হ্যান্ড গ্লোভস ও স্যানিটাইজার বিক্রয় করার অপরাধে রশিদ মেডিকেল হল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা লংঘন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই বাজারে কানাই সু হাউজ খোলা রেখে তার অভ্যন্তরে কমপক্ষে ৫-৭ জন লোকের সমাগম ঘটিয়ে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করায় উক্ত দোকান মালিককে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৭ এর ২৪ ধারা এবং দণ্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারী আদেশ অমান্য করায় সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়।

 

পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, বরিশাল জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাকেরগঞ্জে করোনায় নেই খেয়াল, ৩৮ লক্ষ টাকার টেন্ডার গোপনে আত্মসাৎ করার পরিকল্পনা

ডেক্স রিপোর্ট:
সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিলে বাংলাদেশ সরকার করোনা ভাইরাস প্রতিরোধে আজ বুধবার থেকে সারাদেশ লকডাউন করে দিলেও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর বলছেন করোনা পরিস্থিতি এখনো জটিল হয়নি।

 

সারাদেশে করোনা ভাইরাসে সক্রমন ও মারা গেলেও এনিয়ে তার যেন কোন মাথা ব্যাথাই নেই। তিনি আজ দিনভর ব্যস্ত ছিলেন ৩৮ লক্ষ টাকার এম এস আর ক্রয়ের টেন্ডার হাতিয়ে নিতে। অথচ এ টেন্ডারের বিষয়ে কোন কিছুই জানেন না হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার থেকে সারাদেশ লক ডাউন করার ঘোষণা এবং সামাজিক দূরত্ব তৈরি করতে মাঠে সেনাবাহিনী নামালেও টিএইচও বলছেন করোনা নিয়ে জটিল কোন পরিস্থিতি হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ২০০১৯-২০২০ অর্থ বছরের ৩৮ লক্ষ টাকার এমএসআর মেডিসিন, সার্জিক্যাল সরঞ্জাম, লেলিন সামগ্রী, আসবাবপত্র, কেমিক্যাল রিজেন্ট) ক্রয়ের জন্য সম্প্রতি টেন্ডার বিজ্ঞপ্তি দেয়া হয়।

 

এতে মাত্র সাতজন ঠিকাদার ফরম সংগ্রহ করেন এবং আজকে ফরম জমাদানের দিনে স্বাস্থ্য কর্মকর্তার পছন্দের তিনজন ঠিকাদার ফরম জমা দেয়। আবার আবরার এন্টারপ্রাইজের ঠিকাদার নুরুল আলম ও জেড এ ইন্টারন্যাশনালের ঠিকাদার মোঃ জাহিদুল ইসলাম ফরম জমা দিতে গেলেও তাদের ফরম জমা রাখেননি টিএইচও। তাদের অভিযোগ টিএইচও তার পছন্দের একজনকে টেন্ডার পাইয়ে দিতে তিনটি ফরম জমা নিয়েছেন।

 

একাধিক ঠিকাদার বলেন, সরকার বুধবার সারাদেশ লকডাউন ঘোষণা করে সর্বসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারী করেন। যে কারণে তারা আজ কেউ ঘরের বাহিরে বের হতে না পারায় ফরম জমা দিতে পারেননি। এ কারণে তারা আজ ফরম জমা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট ফরম জমা দিতে সময়ের আবেদন করেন।

 

তাছাড়া তাদের ধারণা ছিল সরকারি নিষেধাজ্ঞা মেনে টিএইচও চরম জমাদান স্থগিত রাখবেন। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর বলেন, আপনি জানেন আমি দৈনিক কীর্তনখোলা পত্রিকার মালিক। আপনি এসেছেন আমার সাক্ষাৎকার নিতে। করোনা ভাইরাসের কারণে সরকার সারাদেশে লকডাউন করে দিলেও তার ভিতরে আপনি কি করে ফরম জমা নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন করোনা পরিস্থিতি এখনো জটিল হয়নি। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন আমি আমার সিদ্ধান্তে সব কিছু করেছি।

 

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের এমএসআর ক্রয়ের টেন্ডার দেয়ার বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করেননি। তাছাড়া সরকার সারা দেশে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন করে দিয়েছেন। এর ভিতর তড়িঘড়ি করে টেন্ডার আহবান করার কি দরকার। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান।

 

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালেহ টিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাঃ রেজওয়ানুর নামে তাদের পত্রিকায় কোন মালিক নেই। তিনি যদি কীর্তনখোলা পত্রিকার ভুয়া মালিক পরিচয় দিয়েছেন। তাছাড়া যেই অনিয়ম করে ৩৮লক্ষ টাকার টেন্ডার গুছ করুক না কেন তার বিরুদ্ধে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করবেই। করোনা ভাইরাস প্রতিরোধে যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক মনিটরিং করবেন স্বাস্থ্য কর্মকর্তা সেখানে তিনি তা না করে ব্যস্ত রয়েছেন টেন্ডার গুছ নিয়ে।

এনিয়ে উপজেলা সুশীল সমাজের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের যেকোনো মুহূর্তে বিক্ষোভে রূপ নিতে পারে।

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল, জরিমানা অব্যহত

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে করোনা ভাইরাস রোগ প্রতিরোধে অন্যান্য দিনের ন্যায় আজও জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল নগরীতে ২ টি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। ২৫ মার্চ বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম করা থেকে বিরত থাকার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার/দোকান, মেডিসিনের দোকান ইত্যাদির বাইরে সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা পালনের লক্ষে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমুল হুদা। এসময় নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে রাজিব শেখ নামের একজন গাড়ি চালককে শুভ বিবাহের স্টিকার লাগিয়ে অধিক যাত্রী পরিবহনের দায়ে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা লংঘন করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পাশাপাশি কাশিপুর বাজারে ২ জন গাড়ি চালককে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারা অমান্য করায় নাসির মোল্লা ও সজল নামের দুই জন ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন বৈদ্যপাড়া মোড়ে মোঃ সাইদ হোসেন (২৭) নামের এক ব্যক্তি পুলিশের সার্জেন্ট এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র এর নাম ভাঙ্গিয়ে মানুষের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করার অপরাধে।

 

স্থানীয় কাউন্সিলর, জনগণ ও গণমাধ্যমের ব্যক্তিরা তাকে ধরিয়ে দিলে কয়েকজন ভুক্তভোগীর কথা শুনে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা অনুসারে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশন এর ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের ছেলে এবং ভাতিজা সাইপ্রাস থেকে ইন্ডিয়া হয়ে দেশে এসেছে এবং হোম কোয়ারেন্টাইন আইন মানছে না এমন অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইন অবস্থায় পাওয়া যায়।

 

 

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সতর্ক করে বনেন পরবর্তীতে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে কোতোয়ালি মডেল থানার এসআই মাহবুব হোসেন ও বিআরটিএ’র সহকারী পরিচালক আতিক, মার্কেটিং অফিসার বরিশাল মোঃ শিবলী সহযোগিতা করেন।

 

 

আইনশৃঙ্খলা রক্ষায়সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, বাজার মনিটরিং ও বিদেশ ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকা যাচাইকল্পে আজ নগরীর সাগরদী, মেডিক্যাল কলেজ এলাকা, রূপাতলী, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

 

এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

 

দোকানের অভ্যন্তরে কমপক্ষে ১৫-২০ জন লোকের সমাগম ঘটিয়ে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করায় ৩ জন দোকান মালিককে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৭ এর ২৪ ধারা এবং দণ্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারী আদেশ অমান্য করায় সতর্কতামূলকভাবে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দয় বলেন, বরিশাল জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী ও কলোনী বাসীদের মাঝে সাবান বিতরণ

বরিশাল নগরী সহ নগরীর বেশ কয়েকটি এলাকার নিম্ন আয়ের ও সাধারন পথচারীদের মাঝে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে সাবান ও লিফলেট বিতরন করেন মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের রণাঙ্গনের মুখপাত্র বরিশালের স্থানীয় দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযুদ্ধা,শহীদ আঃ রবসেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য নুরুল আলম ফরিদ।

আজ মঙ্গলবার (২৪ই) মার্চ সকাল ১১ টায় দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রচারনায় ও বীর মুক্তি যোদ্ধা ক্যাপটেন (অবঃ) ৯ নং সেক্টর সাব কমান্ডার নুরুল হুদার সৌজণ্যে নগরীর সদররোড,আমানতগঞ্জ, কাউনিয়া ব্রাঞ্চরোড,পলাশপুর এলাকায় নিম্ন আয়ের সাধারন মানুষের মাঝে সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

এসময় নুরুল আলম ফরিদ, দৈনিক মতবাদ পত্রিকার সিনিয়র বার্তা সম্পাদক গোপাল সরকার,শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব কার্যকরী পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন,দৈনিক ভোরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান মিরাজ সহ বিভিন্ন সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

ছুটি পেয়ে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ফিরে এসে চরম দূর্ভোগের সাধারন মানুষ

শামীম আহমেদ, ॥

বরিশাল সহ দক্ষিাণাঞ্চলে কোভেল প্রানঘাতী ভাইরাস সংক্রমন কারনে সপ্তাহব্যপি ছুটি কাটাতে কর্মস্থলের স্থান ঢাকা ছেড়ে গ্রামের বাড়ীতে সময় কাটানোর আনন্দ পথে পথেই শেষ।

সিমাহীন দূর্ভোগ যানবাহন,দোকান পাঠ, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ থাকার কারনে দূরদুরান্ত থেকে ছুটি আসা মানুষগুলো বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাত বাস টারমিনাল এলাকায় গাড়ী থেমার পরই তাদের সেসকল যাত্রƒদের দূর্ভোগের ভিতর পড়েন।

আজ বুধবার (২৫ই) মার্চ বেলা ১১টার পর থেকেই বেশ কয়েকটি যাত্রীবাহী বাস মাওয়া থেকে কয়েকশত যাত্রী নিয়ে বরিশালে আসে।

 

যানবাহন নেই সবকিছুই বন্ধ এই অজুহাতে ২৭০ টাকারস্থলে প্রতিটি যাত্রীর কাছ থেকে ৫শত টাকা করে ভাড়া আদায় করে নেয়ার অভিযোগ করেন ছুটিতে আসা যাত্রীরা।

এসময় ঢাকা থেকে আসা ভাওফলগামী যাত্রী আঃ রহিম,মিজানুর রহমান,মোঃ মিঠু সহ বেশ কয়েকজন বিএম পরিবহন তাদের কাছ থেকে ৫শত টাকা ভাড়া আদায় করে নিছে।

 

অপরদিকে নথুল্লাবাদ জিয়া সড়ক মোড় থেকে বেশ কয়েকটি মিনি ট্রাক ভাড়া করে নিজ গন্তব্যতে ছুটে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়।

এছাড়া নগরীর বিভিন্ন স্থানে দু’একটি ছোটখাট হোটেল খোলা থাকার পরও তাদের ছিল না খাবার যারফলে ছোটখাট প্রতিষ্ঠানের দিন মজুর কর্মচারীরা হাতে টাকা থাকার পরও পাচ্ছে না খাবার

অন্যদিকে নগরীর চকবাজার,কাটপট্রি, গ্রিজ্জামহল্লা,কাকলীমোড় সহ বিভিন্ন এলাকার সকল প্রর্যায়ের শপিংমল,বিপণি বিতান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারনে মনে হচ্ছে এটা এটা মনে হয় কোন যুদ্ধবিধ্বস্থ এলাকা।

অপরদিকে বরিশাল বিভিন্ন এলাকার নিম্ন আয়ের অটোচালক,ভ্যানচালক ওরিক্সা চালক সহ সাধারন দির-মজুর শ্রমীক শ্রেনীর মাঝে খাবার সংকট থাকার কারনে তাদের পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ বিরাজ করছে।

শহরের রসুলপুর কলোনী,পলাশপুর,চড়েরবাড়ি এলাকার কয়েকশত সাধারন দিন ভিত্তিক আয় করে থাকে দেখা সেসকল পরিবারের সদস্য এবেলা খেতে পারলে অপরবেলা তাদের খাবার থকিবে কিনা তা নিয়ে রয়েছে সন্দ্রেহ।

পাশাপাশি জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেটের গাড়ী বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে বেশ কয়েকটি সেনাবাহিনীর লড়ি নথুল্লাবাত দিয়ে শহরে প্রবেশ করতে দেখা গেলেও শহরের এখনো তারা টহল শুরু করেনি।

দিনব্যাপি নগরীর বিভিন্নস্থানে তথ্য সংগ্রহের সময়ে বিভিন্নস্থানের ব্যবসায়ীরা বলেন একই ব্যবসা-বানিজ্য বন্ধ করে বাসায় থাকলেতো চলবে না। দোকান পাঠের কি অবস্থা তার খোঁজ নিতেতো বাসা থেকে বেড় হতে হচ্ছে।

 

এদিকে কয়েক পূর্ব থেকে নগরীর কাটপট্রি রোডের আশ্রাব জুয়েলার্সে দিনের বেলায় তালা কেটে শতভড়ি সোনা লুঠ সহ আরো কয়েকটি দোকান চুরি হবার ঘটনা ঘটেছে তারা চাচ্ছেন প্রতিটি এলাকায় পুলিশের টহল জোড়দার করার জন্য আহবান জানান প্রশাসনের প্রতি।

করোনা ভাইরাস : বরিশালে বাসদের এক মুঠো চাল আন্দোলন

শামীম আহমেদ ॥ না খেয়ে একজন মানুষের মৃত্যু মানে আমাদের বিবেকের মৃত্যু’ এ শ্লোগানকে সামনে রেখে আজ থেকে বরিশাল নগরীতে শুরু করেছি এক মুঠো চাল আন্দোলন। এলক্ষে আমরা প্রার্থমিক প্রর্যায়ে এই দূর্যোগের সময়ে চাল সংগ্রহের জন্য ২ হাজার ব্যাগ বিভিন্ন বাসা-বাড়িতে সরবরাহের মাধ্যমে সংগ্রহ করা হবে এক মুঠো চাল। আসুন আমরা এক মুঠো খাবার কম খেয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াই এবং রান্নার পূর্বে অসহায় মানুষের জন্য এক মুঠো চাল ব্যাগে রাখার জন্য নগরবাশীর প্রতি আহবান জানান।

 

অন্যদিকে একই সময়ে বরিশালে শ্রমজীবী নিম্নবিত্ত দরিদ্র মানুষের জন্য অবিলম্বে ফ্রি রেশনিঙ এর মাধ্যমে এই দূর্যোগপূর্ণ সময়ের জন্য চাল,ডাল,তেল,আলু,লবন, সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি সরবরাহ নিশ্চিত করতে হবে। সকল নাগরীকদের জন্য জীবানুনাশক তরল, মাক্স বিনামূল্যে সরবরাহ করতে হবে।

 

সকল এনজিও ও ব্যাংক থেকে ণের কিস্তির টাকা মওকুফ করার ব্যবস্থ গ্রহন করতে হবে।বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করতে হবে।পাশাপশি আইসিইউ চালু করা, ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করা সহ ৬ দফা দাবী পুরন করার আহবান জানিয়ে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি। আজ মঙ্গলবার (২৪ই) মার্চ দুপুর সাড়ে ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দাড়িয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবী জানান বরিশাল বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বাসদ জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন,রিক্সা ভ্যানচালক ইউনিয়ন সভাপতি দুলাল মল্লিক,জাহাঙ্গীর হোসেন দিদার,শহিদুল ইসলাম,মাফিয়া বেগম ও বাসদ সদস্য সুজন আহমেদ। এসময় মনিষা চক্রবর্তী আরো বলেন, এক মুঠো চাল আন্দোলনের খবর সারাদেশে বিবেকবান মানুষের কাছে পৌছে দিয়ে বিভিন্ন এলাকাতেও এধরনের উদ্যোগ নেয়ার প্রত্যাশা কামনা করেন।

 

বাদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সরকারের উদাসিনতার তীব্র সমলোচনা করেন পাশাপশি দে;শে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দূর্যোগে এগিয়ে আসার আহবান জানান। এসময় সকলকে করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করি একই সময়ে একজনও মানুষ যেন এই সময়ে না খেরে মারা যেতে না পারে সেদিকে সকলকে সাধারন অসহায় মানুষের পাশে এসে দাড়াবার প্রত্যশা কামনা করেন।

 

এর পূর্বে সকাল থেকে দলীয় কার্যলয় ফকিরবাড়ি ও নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানুষের মাঝে জীবানুনাশক হ্যান্ডওয়াস এবং করোনা রোধে কার্যকরী জীবানুনাশক ব্লিচ লিকুইড তৈরী করে নগরীর বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে বিতরন করা হয়।

একই সময়ে নগরীর সদর রোড,কাউনিয়া ব্রাঞ্চরোড সহ বিভিন্নস্থানে বরিশালের স্থানীয় মুক্তিযুদ্ধের মুখপাত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সৌজন্যে ও বীর মুক্তিযোদ্ধা ৯নং সেক্টর উপ-কমান্ডার ক্যাপ্টেন (অবঃ) নুরুল হুদা অর্থায়নে সাধারন পথচারী ও কলোনী বািশীদের মাঝে বল সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ সহ বিভিন্ন সংবাদ কর্মীরা।

এছাড়া শহরে মাক্স বিতরন করেন গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু ও সংগঠনের সদস্যরা।

 

করোনা প্রতিরোধে জীবাণুনাশক দিয়ে সড়ক পরিচ্ছন্ন করলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ

করোনাভাইরাসে কাঁপছে বিশ্ব। চারিদিকে শুরু হয়েছে লকডাউন। এ অবস্থায় বাংলাদেশে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সরকার। এরই অংশ হিসেবে এবার মাঠে নামল বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। আজ মঙ্গলবার (২৪ মার্চ) নগরীর বিভিন্ন সড়কে জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে তারা।

এছাড়া নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধিন বিভিন্ন থানার উদ্যোগে মাইকিং করে এলাকাবাসীকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে বাসা থেকে বের না হওয়ার আহবান জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমন রোধে ৪ এপ্রিল পর্যন্ত নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণরোধে আজ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে যাত্রীবাহী নৌচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে লঞ্চ মালিকরাও একমত হয়েছেন। যে যেখানে আছেন সেখানেই থাকবে। করোনাভাইরাস সংক্রামণরোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণরোধের কার্যক্রমে দেশের সব জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনার বিস্তাররোধে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২৬ মার্চ থেকেই সারাদেশের সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছে ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ দুই হাজার ৬৯ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। ইউরোপের এই দেশটিতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যু ছয় হাজার ৭৭। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৭৮৯। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৯২৭। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৪৩২ জন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে চীনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ এবং মারা গেছে তিন হাজার ২৭৭ জন।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন।

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে।

বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব বিপণিবিতান। এছাড়া মুলতবি করা হয়েছে জামিন ও গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়া নিম্ন আদালতের বিচারিক কাজ। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ফর্মুলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি

করোনাভাইরাস আক্রমণের পর থেকেই বাজারে সংকট দেখা দিয়েছে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারের। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা নিজস্ব ফর্মুলায় বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু করেছে।

প্রস্তুতকৃত হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার রবিবার থেকে বিতরণ শুরু হয়েছে। কাঁচামাল সরবরাহে সরকার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে সহায়তা চাওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভিনের নেতৃত্বে চার শিক্ষার্থীর একটি দল এগুলো তৈরি করেন। এতে আর্থিক সহযোগিতা করে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের দলে ছিলেন বিভাগটির ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ তানভীর এবং ২য় বর্ষের ছাত্র শোয়েব সৈকত, রবিউল হাসান ও তাসনীম হোসেন।

স্যানিটাইজার তৈরির এমন উদ্যোগের ব্যাপারে ড. রেহানা পারভিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের হাত পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর হাত পরিষ্কার রাখার ব্যাপারে ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও তাদের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা অতীব জরুরি। এ কথা মাথায় রেখে উপাচার্যের সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে আমরা স্যানিটাইজার তৈরি শুরু করেছি।

তিনি আরও জানান, স্যানিটাইজারের কাঁচামালপ্রাপ্তিতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা প্রশাসন কিংবা অন্য মাধ্যমে কাঁচামালের আরো বেশি সরবরাহ যদি নিশ্চিত করা যায় তবে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস হানা দেবার ফলে আমরা এক মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। এই বিপর্যয় প্রতিরোধে বরিশালের মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রচেষ্টার কলেবর আরো ব্যাপক করা যায় কিনা সে ব্যাপারেও আমরা ভাবছি। তিনি জানান, বিশ্ববিদ্যালয় বর্তমানে বন্ধ আছে। বন্ধ শেষে শিক্ষার্থীদের জন্যও স্যানিটাইজার উৎপাদনের ব্যবস্থা করা হবে।