সবাই করোনার ভ্যাকসিন পাবেন : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনার ভ্যাকসিন এসে গেছে। ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন। সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। এ জন্য ভ্যাকসিন নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। করোনা ভাইরাসে যদিও আমরা একটু থমকে দাঁড়িয়েছি কিন্তু করোনার সময় আমার যেটা নির্দেশ ছিল যে যেভাবে পারেন, খাদ্য উৎপাদন করেন। খাদ্যে যেন অভাব না হয় বরং অন্য দেশকে আমরা খাদ্য সহায়তা দিতে পারি। সেইভাবেই আমাদের উৎপাদন অব্যাহত রাখতে হবে।

কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নতুন নতুন কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে নিজেদের বাজার ধরে রাখতে হবে। দেশের চাহিদা পূরণ করে বাইরেও রপ্তানি করতে হবে। এজন্য স্বল্পখরচে বেশি ফলদায়ক পণ্য আবিষ্কার ও চাষাবাদে মনোযোগী হতে হবে। এজন্য গবেষণাটা বেশি গুরুত্বপূর্ণ। গবেষণা বাড়াতে বিজ্ঞানীদের প্রণোদনা দিতে চাই। এজন্য আমি উপায় খুঁজেছি, পাইনি। আপনারা এ বিষয়ে পরামর্শ দেবেন।’

কৃষি ক্ষেত্রে বিশেষ বাজেটে বরাদ্দ রাখার প্রসঙ্গ টেনে দেশনেত্রী বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং জাতির পিতার যে স্বপ্ন; সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই। আমরা ২০২০ সালে মুজিববর্ষ পালন করা শুরু করেছি। ২০২১’ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। কাজেই আমরা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করব। করোনা ভাইরাসের সময় আমাদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই এটা আমরা করব। ভ্যাকসিন এসে গেছে এবং এই ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন, আমাদের বিজ্ঞানীরা পাবেন, প্রত্যেকেই পাবেন, সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের একটা মানুষও গৃহহীন থাকবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে যত মানুষ যারা ভূমিহীন-গৃহহীন তাদের সকলকেই একটা ঘর তৈরি করে দেব, একটা গৃহ দেব। একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। একটি মানুষও গৃহহীন থাকবে না।

আরও পড়ুন : ফের রোহিঙ্গা অনুপ্রবেশ থেকে সীমান্ত সুরক্ষতি : পররাষ্ট্রমন্ত্রী

শতভাগ বিদ্যুৎ প্রদান কর্মসূচি বাস্তবায়নের কথা পুর্নব্যক্ত করে সরকারপ্রধান বলেন, গ্রিড লাইন যতদূর আছে সেখানে কিন্তু আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি ইতোমধ্যেই। কিন্তু কিছু কিছু দীপাঞ্চল বা দূরবর্তী অঞ্চল আছে, সেখানে সোলার প্যানেল দিচ্ছি, সঙ্গে সঙ্গে সাবমেরিন ক্যাবলের মাধ্যমেও তাদের বিদ্যুৎ দিয়ে যাচ্ছি। কাজেই প্রতিটি ঘর আলোকিত হবে। আর প্রতিটি গৃহহীন ভূমিহীন মানুষরা গৃহ পাবে। মুজিববর্ষে অনেক অনুষ্ঠান আমরা করতে চেয়েছিলাম, পারিনি। কিন্তু এটাই আমাদের সবথেকে বড় কর্মসূচী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এছাড়া অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি সচিব মেসবাহুল ইসলাম ও বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় নারী নিহত, আহত ১

বরগুনার আমতলীতে বাসচাপায় পথচারী রেহানা বেগম (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় তার মেয়ে রিয়া মনি (৩) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার শাখারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা উপজেলার চাওড়া এলাকার আফজাল ব্যপারীর স্ত্রী।

পুলিশ জানায়, বরিশাল-কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী মেহেনী পরিবহন (ঢাকা মেট্রো ব ১১-০১০৮) নামের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিল। এমন সময় শাখারিয়া নামক স্থান দিয়ে পথচারী রেহেনা বেগম ও তার মেয়ে সড়ক পার হচ্ছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মা ও মেয়েকে চাপা দেয়। এতে মা রেহেনা বেগম ঘটনাস্থলেই মৃত্যু হয় ও মেয়ে রিয়া মনি গুরুতর আহত হয়েছে। আহত মেয়েকে পটুয়াখালী মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে । পরিবার থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলীতে স্ত্রীকে হত্যা করে ভাইকে লাশ নিয়ে যাওয়ার জন্য ঘাতক স্বামীর ফোন

আমতলীতে দুই সন্তানের জননী রাবেয়াকে (২৪) যৌতুকের জন্য হত্যা করে ভাইকে লাশ নিয়ে যাওয়ার জন্য ঘাতক স্বমী অীলল ফোন।

শিশু কন্যার সামনেই স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ঘাতক স্বামী মো. অলি উল্লাহ হাওলাদার। সোমবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের ১ নং ওয়ার্ডের সিকদার বাড়ী সড়কের নিজ বাড়িতে ।

জানা গেছে, ২০০৮ সালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে মো. অলি উল্লাহ সাথে চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের আব্দুল আজিজ মোল্লার কন্যা রায়েরা আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই রাবেয়াকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে স্বামী অলি উল্লাহ।

এ নিয়ে একাবিকবার মামলাও সালিশ বৈঠক হয় । সন্তানের দিকে তাকিয়ে রাবেয়া সবকিছু সহ্য করে স্বামীর সংসার মেনে নেয় ।

কিন্ত গত কয়েক দিন ধরে স্ত্রীকে ২ লক্ষ টাকা যৌতাক দাবী করতে থাকে । ঘটনার দিন সকালে রাবেয়া যৌতুক প্রদানে অস্বীকৃতি জানালে অলিউল্লাহর মায়ের প্ররোচনায় লোহার রড ও ইট দিয়ে রাবেয়াকে নির্মমভাবে পিটিয়ে হতা করে।

এসময় সন্তানদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘাতক স্বামী অলি উল্লাহকে আটকে রাখে এবং পুলিশকে সংবাদ দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী অীলউল্লাহকে আটক করে। ঘাতক স্বামী নিহত রাবেয়ার ভাইকে হত্যার পর মোবাইল ফোনে তার বোনের লাশ নিে যাওয়ার জন জানায়।

ঘাতক স্বামী অলি উল্লাহ একটি বে-সরকারী সংস্থা কোডেক (কামিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) বরগুনার পুরাকাটা শাখার ম্যানেজার পদে কর্মরত ছিল। তাদের এক কন্যা সানজিদা (১০) ও পুত্র সাজিদ (৫) রয়েছে ।

ঘটনায় নিহতের ভাই মো. বশির উদ্দিন বাদী হয়ে সোমবার দুপুরে ঘাতক স্বামী অলি উল্লাহ ও তার মা রাবেয়া বেগমকে (৫৮) আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, দীর্ঘদিন ধরেই অলি উল্লাহ ও তার মা রাবেয়া বেগম পুত্রবধু রাবেয়াকে নির্যাতন করে আসছে। এ নিয়ে কয়েক দফায় শালিস বৈঠক হয়েছে। তারা আরো বলেন, প্রায়ই স্বামী অলি উল্লাহ স্ত্রীকে মারধর করতো।

নিহতের শিশু কন্যা সানজিদা (১০) জানায়, বাবার অত্যাচারে মা সকালের খাবার খেতে পারেনি। বাবা দাদীর সহযোগিতায় মাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

নিহত রাবেয়া আক্তারের ভাই স্কুল শিক্ষক মো. বশির উদ্দিন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে আমার বোনের স্বামী ঘাতক অলি উল্লাহ আমাকে মুঠোফোনে বলেন, তোর বোনকে আমি পিটিয়ে হত্যা করেছি। তুই এসে তোর বোনের লাশ নিয়ে যা।

আমতলী থানায় এসআই নাসরিন আক্তার বলেন, নিহত রাবেয়া আক্তারের বাম হাত ভাঙ্গা, ডান হাতের আঙ্গুল থেতলানো, বাম চোখ রক্তাক্ত, মাথা থেতলানো, কোমড়সহ শরীরের বিভিন্ন স্থানের আঘাতের চিহৃ রয়েছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘাতক স্বামী অলি উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়। তিনি আরো বলেন, অন্য আসামীকে দ্রুত গ্রেফতার করা হবে।

বরগুনায় জাল ভোট দিতে গিয়ে আটক ৬

বরগুনা পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে আসায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণের শেষ সময়ে বরগুনা সরকারি কলেজে ১ নম্বর কেন্দ্রের ৬, ৭, ৮ নম্বর বুথ থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটককৃতরা হলেন- নাইম(১৮), রেজাউল করিম(১৯), ইয়াসিন আরাফাত(২০), মাসুদ(২১), জাহিদুল ইসলাম রাব্বি (২১) ও জাফর (২৬)।

ভোটকেন্দ্র সূত্র জানায়, জাল ভোট দেয়ার উদ্দেশে ভোট কেন্দ্রে আসেন তারা। জাল ভোট বুথের নির্বাচনী কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে তারা তাদের জালিয়াতি ধরে ফেলেন।

১ নং ওয়ার্ডের কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল নিজামী বলেন, তারা ভোট দিতে এসে তাদের ভোট নাম্বার দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশে করোনায় আরো ১৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আরও ৫১৫ জন রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪০১টি।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫৫ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জনে।

গত এক দিনে আরও ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

পৌর নির্বাচন: বরগুনার পাথরঘাটায় ওসিসহ আহত ২০

বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের ওপর নৌকা সমর্থকদের হামলাকে কেন্দ্র করে পুলিশ-নৌকা সমর্থক ও সোহেলের সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় পাথরঘাটা থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য, ৫ জন সাংবাদিকসহ দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক কর্মী আহত হয়েছেন।
পাথরঘাটা থানা পুলিশ জানান, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে তালতলা এলাকায় নির্বাচনি প্রচারণায় বের হন আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। এসময় সোহেলের ওপর অতর্কিত হামলা চালায় আ.লীগ সমর্থকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে আ.লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ শুরু করে পুলিশ।
এসময় দু’পক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনস

বরগুনায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল বাশার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকার অর্থদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আদালতের আদেশ অনুযায়ী ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুটি বড় হবে আসামির পরিচয়ে।

সোমবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল বাশার (২৫) বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের বধুঠাকুরানী গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২০০৯ সালের ৩ নভেম্বর আদালতে আবুল বাশারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই বছর ২৫ আগস্ট থেকে ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময় আবুল বাশার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। ধর্ষণের ফলে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন। পরে বাশার ভুক্তভোগীকে বিয়ে করতে রাজি না হলে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালতে মামলা চলার সময় ভুক্তভোগী একটি ছেলে সন্তান প্রসব করেন।

আদালত রায়ে উল্লেখ করেন, ধর্ষণের ফলে ১০ বছর আগে ভিকটিমের একটি ছেলে সন্তান জন্ম নেয়। ওই ছেলের নাম সিয়াম। ছেলেটি এখন পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। ছেলেটি বড় হবে বাশারের পরিচয়ে। রায়ে বলা হয়, অর্থদণ্ড দেয়া দুই লাখ টাকা রাষ্ট্র আদায় করে ভিকটিমকে প্রদান করবে। এ ছাড়া শিশুটির লেখাপড়া ও ভরণ-পোষণের দায়িত্ব সরকার বহন করবে।

রায় ঘোষণার সময় ভুক্তভোগী ও তার শিশু সন্তান নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের পিপি আশ্রাফুল আলম বলেন, বাদিপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

মামলার বাদি আদালত প্রাঙ্গনে  বলেন, ‘বাশার আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অসংখ্যবার ধর্ষণ করেছে। অথচ বাশার আমাকে বিয়ে করেনি। আসামির সন্তান এখন পঞ্চম শ্রেণীতে বধুঠাকুরানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করে। আমার ছেলেকে স্কুলে ভর্তির সময় তার বাবার নাম ঠিকই আবুল বাশার দেয়া হয়েছে। আমি এখন পর্যন্ত বিয়ে করিনি।’

রায়ের ব্যাপারে আবুল বাশার আদালতের বারান্দায় বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে আমি হাইকোর্টে আপিল করবো।’

আসামির পক্ষে মামলা পরিচালনা করেন, আইনজীবী মো: নিজাম উদ্দিন।

বরগুনা পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ৩২ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম (২৮)কে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। রাত এগারোটার দিকে উপজেলার ঘুটাবাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক যুবক কালমেঘা ইউনিয়নের সরোয়ার ইসলাম এর ছেলে রাকিবুল ইসলাম।

বিসিজি স্টেশান পাথরঘাটার স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকা হতে রাত ১১ টারদিকে ৩২ পিস ইয়াবা সহ রাকিবুল ইসলামকে আটক করে কোস্টর্গাড।

পরে আসামীকে পাথরঘাটা থানায় হস্তান্তর করলে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাথরঘাটায় ৩শ হাঙরসহ ১৩ জেলে আটক

বরগুনার পাথরঘাটায় প্রায় ৩শ হাঙরের বাচ্চাসহ ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ডে
দক্ষিনজোন পাথরঘাটা স্টেশনের সদস্যরা। পরে তাদেরকে জরিমানা করে ছেরে দেয়া হয়।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করে
ছেরে দেন।

এর আগে সকাল ৯টার দিকে বিষখালী নদীর মোহনা সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে
কোস্টগার্ড।

আটককৃতরা হলো, আব্দুল খালেক মাঝি, মো. ইব্রাহিম, মো. সিদ্দিক, বাচ্চু, আসলাম,
আলমগীর, ইসমাইল, ফোরকান, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন, বশির ও ছালাম।

সাবরিনা সুলতানা জানান, হাঙর মাছ নিধন সম্পূর্ণ বে-আইনী তাই বন্যপ্রাণী
সংরক্ষন আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাঙরগুলো ধ্বংস করার জন্য কেরসিন
দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলীতে মুক্তিযোদ্ধা ভবন হস্তান্তর

বরগুনার আমতলীতে মুক্তিযোদ্ধা ভবন হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত তিন তলা ভবন আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান পল্লী ষ্টোষ।

২০১৭ সালের ৩০ এপ্রিল ২ কোটি ২ লাখ ৪৪ হাজার ৯৮০ টাকা ব্যয়ে এ ভবন নির্মানের কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান পল্লী ষ্টোষ। নির্মানশেষে ১৮ জানুয়ারী ২০২১ তারিখ অনানুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন এসময় উপস্তিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন. ও সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ প্রমূখ।