২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো বলেন, কারিগরি কমিটি রবিবার বৈঠক করে লকডাউন আরো ১ সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে।

 

প্রজ্ঞাপন জারির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আজই এ সিদ্ধান্তের সামারি (সারসংক্ষেপ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

গত ১৪ এপ্রিল থেকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন।

পেটে ঢুকে যাওয়া টেঁটা নিয়ে হাসপাতালে শফিক

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার সদর থানার নিশাবদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পেটে টেঁটা ঢুকে যাওয়া শফিক শরিফকে (২৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন, শফিক শরীফ (২৫), সাহেব আলী শরীফ (৬৫), ইয়াকুব আলী শরীফ (৫৫), আইয়ুব আলী শরীফ (৫০), মুক্তার খালাসী (৫০), জাহিদ খালাসি (২৭), শান্ত (২৪), আলাউদ্দিন শরীফ (৩৫), তৈয়াব আলী (৪০) ও পারভেজ (২৪)। রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলিল মোল্লা গ্রুপ প্রতিপক্ষ ইয়াকুব আলী শরীফের গ্রুপের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে ৮ জন ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এবং শফিক শরীফ ও ইয়াকুব আলী শরীফ দুজনে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত ইয়াকুব আলী শরীফ বলেন, গত প্রথম রোজার দিন আমার দলের আবু বক্করকে মারপিট করে জলিল মোল্লা, সোবহান শরীফ ও মজিবর খানের লোকজন। এ নিয়ে থানায় অভিযোগ দিলে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে আজ সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদের অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ ১০ জন আহত হই। তিনি বলেন, হামলায় আমার ভাতিজা শফিক শরীফের পেটে টেঁটা ঢুকে যায়। প্রথমে আমরা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসি। ভাতিজা শফিক শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তার অবস্থা গুরুতর। অপারেশন চলছে। এখনো কিছু বলা যাচ্ছে না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে শফিক শরীফের পেটে টেঁটা ঢুকে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরিভাবে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

বাকি দুই বিয়ের কথা স্বীকার মামুনুলের, প্রমাণের বিষয়ে নিশ্চুপ

সোনারগাঁওয়ে রিসোর্টকাণ্ডের পর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত আরো দুই স্ত্রীর বিষয়টি আলোচনায় আসে। গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই নারীকে বিয়ে করেছেন বলে স্বীকার করেছেন তিনি।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি কার্যালয়ে এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্র জানায়, মামুনুলের নামে বিভিন্ন থানায় দায়েরকৃত জিডি ও মামলার বিষয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১০ তারিখ মোহাম্মদপুর থানায় জান্নাতুল ফেরদৌস ওরফে লিপি নামে এক নারীর সন্ধান চেয়ে জিডি করেন তার ভাই শাহজাহান। জিডিতে লিপি নামে ওই নারীকে মামুনুলের স্ত্রী বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, লিপি নামে ওই নারীকেও তিনি বিয়ে করেছেন। অর্থাৎ লিপি তার তৃতীয় স্ত্রী। কিন্তু জিজ্ঞাসাবাদে ‘বিয়ে করেছেন তো পরিবার ওই নারীর সন্ধান পাবে না কেন? বিয়েতো পাপ নয়’, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এছাড়া, মামুনুলের সঙ্গে সোনারগাঁওয়ের এক রিসোর্টে আটক নারীর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই নারীকেও স্ত্রী বলে দাবি করেছেন তিনি। তাহলে প্রথম স্ত্রীর সঙ্গে ফোনে অন্য কারো স্ত্রী হিসেবে পরিচয় করানোর কারণ জানতে চাইলে কোনো জবাব দেননি মামুনুল।

হযরত মোহাম্মদ (সা:) কিভাবে ঠোঁট নাড়াতেন দেখিয়ে মামুনুল হক নবিজীকে ব্যঙ্গ করেছেন, এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে কি না, জিজ্ঞাসাবাদে এমন প্রশ্নেরও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ডিএমপির তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, তাকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোহাম্মদপুর থানায় দায়েরকৃত নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। রিমান্ডে এনে আরো ব্যপক জিজ্ঞাসাবাদ করলে নানা বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে।

এদিকে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অজস্র মামলা রয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, পর্যায়ক্রমে মামুনুলকে সেসব মামলাতেও শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে মামুনুলকে গ্রেফতারের পর তেজগাঁও ডিসি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে তেজগাঁও থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। সেখানেই ইফতার সারেন মামুনুল। পরে রাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মামুনুলের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রেক্ষিতে তাকে সেখানে রাতে জিজ্ঞাসাবাদ করা হবে। মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি মামলায় সোমবার (১৯ এপ্রিল) সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে।

কালকিনিতে মাদক ব্যাবসায়ি সোহেল র‍্যাবের হাতে গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাদক বিক্রির সময় এক মাদক ব্যাবসায়িকে আটক করে। পরে তাকে কালকিনি থানা হস্তান্তর করা হলে মাদারীপুর বিঞ্জ আদালত তাকে জেল হাজতে পেরন করেন। র‌্যাব-৮ প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামের মোঃ রাকিব সরদার এর রান্না ঘরের পিছনের ফাঁকা জায়গা থেকে আমিন মোঃ হাকিম সরদার এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল সরদার(৩০) কে আটক করে। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৮২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানান আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ কালকিনি থানা হস্তান্তর করা হয়। থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। কালকিনি থানা মাদারীপুর বিঞ্জ আদালত পেরন করলে আদালত তাকে জেল হাজতে পাঠান। কালকিনি থানা অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল জানান, আমাদের কাছে র‌্যাব-৮ গাজা সহ সোহেল নামের মাদক ব্যাবসায়িকে হস্তান্তর করলে আমরা তাকে মাদারীপুর বিঞ্জ আদালত পেরন করলে আদালত তাকে জেল হাজতে পাঠান

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তৃতীয় দিন করোনায় শতাধিক মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার ১০১ জন ও শনিবার ১০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৮৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ ও চিকিৎসকের বাকবিতণ্ডা, ভাইরাল ভিডিও

চলমান সর্বাত্মক লকডাউনের ৫ম দিন এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসক ও পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, এলিফ্যান্ট রোডে পুলিশ চেকপোস্টে এক নারী চিকিৎসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

 

(ভিডিওটি সংগৃহীত)

 

আরও এক সপ্তাহ বাড়তে পারে ‘কঠোর লকডাউন’

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক থাকায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করতে এ বিষয়ে আগামী সোমবার সভা ডাকা হয়েছে। সেখানেই লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ শনিবার প্রথম আলোকে বলেন, করোনার সংক্রমণ এখনো বেশি। তাই লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ১৯ এপ্রিলের সভায়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানায় সরকার। করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছিল। কয়েক দফায় বাড়িয়ে টানা ৬৬ দিন সাধারণ ছুটি ছিল।

একপর্যায়ে করোনার সংক্রমণ কমেও গিয়েছিল। কিন্তু গত মার্চ মাস থেকে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। পরপর দুদিন করোনায় সংক্রমিত হয়ে ১০১ জন করে মারা গেছেন।

এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। বর্তমানে লকডাউনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ-সংক্রান্ত অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। প্রথম ব্যাংক বন্ধের ঘোষণা দিলেও পরে তা আবার খোলার সিদ্ধান্ত হয়। আর শিল্পকারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় চালু আছে।

এখন এই লকডাউন আরও বাড়বে কি না, সেটি নিয়ে মানুষের মধ্যে আলাপ-আলোচনা চলছে। মন্ত্রিপরিষদ বিভাগের পরিকল্পনা হলো, চলমান লকডাউন আরও সাত দিন বাড়িয়ে এরপর আবার শর্তসাপেক্ষে বিভিন্ন বিধিনিষেধ দিয়ে চলা। এভাবে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত চলা। পরে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া। লকডাউন সাত দিন যদি বাড়ে, তাহলে ২৮ এপ্রিল পর্যন্ত হয়। পরের দিন ২৯ এপ্রিল, বৃহস্পতিবার।

এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি। এসব বিষয় মাথায় রেখেই লকডাউনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

করোনা নিয়ন্ত্রণে সরকার গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও সিটি করপোরেশন ও পৌর এলাকায় টানা দুই সপ্তাহের লকডাউন দেওয়ার সুপারিশ করেছে।

জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ প্রথম আলোকে বলেন, লকডাউন বাড়ানোর পরামর্শ আছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ এপ্রিলের সভার পর ওই দিন বা ২০ এপ্রিল কী হবে, তা জানিয়ে দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

ঢাকা মহানগর হেফাজতের সভাপতি জুনায়েদ আল হাবিব গ্রেফতার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে একাধিক মামলা রয়েছে।

jagonews24

সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের পর জুনায়েদ আল হাবিবকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার (১৮ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত কয়েক দিনে ২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬১

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত ৬৫ বছরের একজন ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৬ জন। এ ছাড়া পটুয়াখালীতে ১ জন, ভোলায় ১২ জন, পিরোজপুরে ৮ জন, বরগুনায় ১০ জন এবং ঝালকাঠিতে ৪ জন। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত হলো ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৮ জন।
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৯ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে মোট ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭২ জন। এ সময় একজন করোনা আক্রান্ত হয়ে এবং আইসোলেশনে থাকা ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাঙ্গাবালীতে জাতীয় সংবাদিক সংস্থার কমিটি প্রকাশ : রাশেদ সভাপতি,আল আমিন সম্পাদক

স্টাফ রিপোর্টার:
গনমাধ্যমকর্মীদের অধিকার আদায় নিয়ে কাজ করা জাতীয় সংবাদিক সংস্থার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাবে এ কমিটি হয়। এতে দৈনিক ভোরের পাতার মিজানুর রহমান রাশেদকে সভাপতি এবং খোলা কাগজের আনন্দ টিভি ও আল আমিন হিরণকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আইয়ুব খান (যায়যায়দিন ও এশিয়ান টিভি), ফিরোজ ফরাজী (সকালবেলা), বনি আমিন (স্বদেশ প্রতিদিন), যুগ্মসাধারণ সম্পাদক এম জিয়াদ (বাংলাদেশের আলো), এম এ ইউসূফ আলী (ডেল্টা টাইমস), মাহমুদ হাসান (বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (আমার সংবাদ), অর্থ সম্পাদক মাহমুদুল হাসান (প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক স্বর্ণা হাসান (আমাদের সময়), তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান (ডেসটিনি), সহ-দপ্তর সম্পাদক অনিক মল্লিক (সকালের বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির হোসাইন (দ্যা বিজনেস বাংলাদেশ), সাংস্কৃতিক সম্পাদক তুহিন রাজ (দৈনিক জাগরণ), ক্রীড়া সম্পাদক মোঃ রিফাত হোসেন (দৈনিক কালজয়ী), কার্যকরী সদস্য মোঃ ফয়সাল মৃধা (দৈনিক শাহনামা), ইমাম (বিশ্ব মানচিত্র), ইমরান ( মাতৃজগত), আনোয়ার হোসেন শাহিন ( আকাশ বাংলা) ও এইচ এম মেহেদী (বিডি লাইভ)।