আমতলীতে ১৪৪ ধারা জারি

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে আমতলী উপজেলা প্রশাসন। ওই ইউনিয়নে গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ের একই মাঠে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপেক্ষিতে এ আদেশ জারি করা হয়। সোমবার (১৫ মার্চ) দুপুরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করেন।

গুলিশাখালী ইউনিয়নের গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠের ২০০ গজের মধ্যে এ ১৪৪ ধারা সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলিশাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল ইসলাম সোমবার বিকেল ৩টায় গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভা আহ্বান করেন। একই স্থানে বিকেল ৩টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনির সমর্থকরা। উভয় পক্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামা, মানুষের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তায় বিপদের আশঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার শঙ্কায় রয়েছে। এজন্য ওই বিদ্যালয় মাঠের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে সব ধরনের অননুমোদিত লোকের প্রবেশ, সমাবেশ ও মাইক/লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘উভয়পক্ষরে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে শান্তি -শৃঙ্খলার অবনতি ঘটনার আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোজখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় অত্র এলাকার মধ্যে অননুমোদিত কোনো ব্যক্তি ও সবধরনের সভা-সমাবেশ কিংবা মাইক ও লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’

করোনায় মৃত্যু ও শনাক্ত আবার বাড়ল

প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ১৫৯ জন রোগী শনাক্ত হয়েছে।

দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেদিন মোট ১ হাজার ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এক দিনে মৃত্যুর এই সংখ্যাও গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৪ জানুয়ারি ২০ জনের মৃত্যুর খবর এসেছিল।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্তের হারও ৪ জানুয়ারির পর প্রথমবারের মত ৭ শতাংশ পেরিয়ে গেছে। গত একদিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩৮৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অবশেষে তালতলীতে করোনার টিকা কার্যক্রম শুরু

বরগুনার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে করোনার টিকা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে । এতে এ উপজেলার অন্তত ৫০ হাজার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

রোববার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে টিকা ক্যাম্পে গিয়ে প্রথম টিকা নিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল –কবির জোমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী, ডা. ফাইজুর রহমান, নুরুল আমিন টিপু, প্রধান সহকারী মো. শহীদুল ইসলাম প্রমুখ।

জানাগেছে, উপজেলায় অন্তত ২ থেকে ৩ লাখ মানুষের বসবাস। ২০০৩ সালে উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে সরকার। কিন্তু এখনো ওই হাসাপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। গত ৭ ফ্রেব্রুয়ারি প্রাণঘাতী করোনার টিকা দেওয়া শুরু করে স্বাস্থ্য বিভাগ। কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি না থাকায় তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা ক্যাম্প স্থাপন করা হয়নি। গত দেড় মাস ধরে তালতলী উপজেলার মানুষকে দীর্ঘ ৩০ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা দিতে হয়েছে। ওই টিকা দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে ওই উপজেলার অন্তত ৫০ হাজার মানুষ। এ নিয়ে গত ১০ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে টনক নড়ে স্বাস্থ্য বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের। তালতলী উপজেলা মানুষের কষ্ট লাঘবে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা ক্যাম্প স্থাপন করে স্বাস্থ্য বিভাগ।

আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা ক্যাম্প স্থাপন করে টিকা কার্যক্রম শুরু করেছি।

তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজবি-উল করিব জোমাদ্দার বলেন, করোনা টিকা নিয়ে তালতলী হাসপাতাল টিকা ক্যাম্পের টিকা কার্যক্রম শুরু করেছি। এখন আর তালতলীর মানুষের কষ্ট করতে হবে না।

পাথরঘাটায় নদীতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় বিশাল কোরাল, দাম ৫৫ হাজার

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ও ২২ কেজি ওজনের দুটি কোরাল মাছ। প্রতি কেজি ১১০০ টাকা করে মাছ দুটি বিক্রি হয়েছে ৫৫ হাজার টাকায়।

শনিবার বিকেলে পাথরঘাটা বাজারে মাছ দুটি বিক্রি করেন ফোরকান নামে এক ব্যবসায়ী। এর আগে, একইদিন সকালে জেলেদের জালে ধরা পড়ে বিলুপ্তপ্রায় প্রজাতির কোরাল মাছ।

ফোরকান জানান, বলেশ্বর নদীতে জেলেদের জালে কোরাল মাছ দুটি ধরা পড়ে। এরপর তিনি রহিতা বাজার থেকে দুটি মাছ কিনে পাথরঘাটা বাজারে নিয়ে যান। সেখানে ১১০০ টাকা কেজি দরে ৫৫ হাজার টাকায় বিক্রি হয় বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ দুটি।

উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জানান, এত বড় মাছ এ এলাকায় অনেক বছর ধরা পড়েনি। বিগত কয়েক বছরে কোরাল মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সম্প্রতি বিশাল দুটি কোরাল মাছ ধরা পড়ায় স্থানীয়দের মাঝে উৎসাহ ছড়িয়ে পড়ে। সবাই মাছ দুটি দেখতে পাথরঘাটা বাজারে ভিড় করে।

আমতলীর গ্রামাঞ্চলে নির্বাচনী উত্তাপে সরগরম

বরগুনার আমতলী উপজেলা শহর থেকে গ্রামাঞ্চল সরগরম ইউপি নির্বাচনী উত্তাপে নির্বাচন কমিশন আগামী ১৮ মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ঘোষনা করেছেন। এরই মধ্যে উপজেলার ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন মাঠ চষে বেড়াচ্ছেন ।

প্রার্থীরা নিজ নিজ এলাকার কর্মীবাহীনিদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ছুটোছুটি ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। একই সাথে নেতাদের সঙ্গে লবিং, তদবীর চালিয়ে আসছেন দলীয় মনোনয়নের আশায় । দলভিত্তিক ইউপি নির্বাচনদলীয় মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতায় গ্রাম-গঞ্জে ভোটের হাওয়ায় গরম হয়ে উঠেছে। উপজেলার ০৬ টি ইউনিয়নে খোজ নিয়ে জানাগেছে সব গুলোতেই শাসক দল আ’লীগের একাধিক প্রার্থী নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।

উভয় দলের সম্ভাব্য বেশ কয়েক জন প্রার্থীর সাথে আলাপ কালে তারা বলেন, দলীয় মনোনয়ন না পেলেও প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। সে জন্যেই দলীয় প্রতীক পেতে এলাকার নেতা-কর্মীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হেভিওয়েট নেতাদের পিছনে দিন-রাত ধর্না দিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে ধনাঢ্য প্রভাবশালী প্রার্থীরা এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন
আওয়ামীলীগ থেকে স¤া¢ব্য প্রার্থীরা হলেন -১ নং গুলিশাখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মো. নুরুল ইসলাম মিয়া , পৌর আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. হারুন অর রশিদ মোল্লা , সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুস সোবহান লিটন, উপজেলা যুবলীগের সদস্য মো. আছাদ মৃধা। স্বতন্ত্র মো. এনায়েত করিম মুরাদ। উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক শাহ মুহাঃ সুমন রশিদ ।

২নং কুকুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য মরহুম নিজাম উদ্দিন তালুকদারের ছোট ভাই মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকু (স্বতন্ত্র) বীর মুক্তিযোদ্ধা গাজী মো. দেলওয়ার হোসেন, কুকুয়া ইউনিয়নে জনপ্রিয়তার দিক দিয়ে একচ্ছত্রভাবে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য মরহুম নিজাম উদ্দিন তালুকদারের ছোট ভাই মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার এগিয়ে রয়েছেন এলাকার ভোটাররা জানান । ৎ

৩ নং আঠারগাছিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. জহিরুল ইসলাম খোকন মৃধা, বর্তমান চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল বারেক তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সোহেল সালাম মোল্লা, সম্পাদক মো. হাবিবুর রহমান।

৪ নং হলদিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগেরযুগ্ম সাধারন সম্পাদক মো. সহিদুল ইসলাম মৃধা, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক , আওয়ামীলীগ নেতা দিলসাদ পারভেজ মাহবুব রিপন তালুকদার , মরহুম ইউপি চেয়ারম্যান সাবেক আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাসের পুত্র মো. জাকির হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড ঃ মো. মনিরুজ্জামান মনি।

৫ নং চাওড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক উপজেলায় সফল চেয়ারম্যান বলে খ্যাত মো. আখতারুজ্জামান বাদল খান।, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. হারুন অর রশিদ , যুবলীগ নেতা নিপু হাওলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মোল্লা ।

এক সময়ের বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মো. মহসিন হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে লড়বেন বলে জানা যায় । চাওড়া ইউনিয়নে জনপ্রিয়তার দিক দিয়ে একচ্ছত্রভাবে বর্তমান চেয়ারম্যান বাদল খান এগিয়ে থাকায় চেয়ারম্যান পদটি আওয়ামীলীগের সুনিশ্চিত বলে সাধারন ভোটাররা মনে করছেন।

৭ নং আরপাঙ্গাশিয়া ইউনিয়নে সাবেক ইউপি ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (স্বতন্ত্র) আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন মরহুম আওয়ামীলীগ নেতা দেওয়ান মজিবুর রহমানের পুত্র উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জাহিদ দেওয়ান, মরহুম সাবেক ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকারের স্ত্রী সোহেলী পারভীন মালা, বরগুনা বারের আইনজীবি অ্যাড: হুমায়ুর কবির বাচ্ছু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. জাফর হোসেন বিশ্বাস, ও মো. হুমায়ুন কবির হাওলাদার, । তুনমুললীগ সভাপতি ইব্রাহিম খলিল সজল মোল্লা,

আমতলীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫ ইটভাটা ধ্বংস !

অনুমতি না নিয়ে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ত্রি-ফসলী জমিতে অবৈধভাবে বরগুনার আমতলীতে গড়ে তোলা ৫টি ইটভাটা ধ্বংস করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তর।

জানাগেছে, এ উপজেলায় বেশ কয়েকটি ড্রাম চিমনি ইটভাটা রয়েছে। এসকল ইটভাটাগুলো ধ্বংস করার জন্য গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৫টি ড্রাম চিমনি ইটভাটা ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার। এসকল ইটভাটা জেলা প্রশাসকের অনুমতি, কৃষি অফিসের প্রত্যায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন ত্রি-ফসলী জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইট তৈরী করে আসছে। গতকাল বুধবার ওই অবৈধ ড্রাম চিমনি ইটভাটার মধ্যে থেকে এমএমবি, এমএসবি, ৫স্টার, জোবায়েদা ও মৃধা ব্রিকসে পরিবেশ অধিদপ্তর (সদর) ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহায়তায় অভিযান চালিয়ে ওই ভাটাগুলোর কোন বৈধ কাগজপত্র না থাকায় স্কেভেটর (ভেকু) দিয়ে কাঁচা ইট, ইটভাটার ড্রাম চিমনি, ক্লিন, জাম স্টাইক, পট ধ্বংস করে দিয়েছে। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ- পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার মুঠোফোনে বলেন, এ উপজেলায় অনুমোদনহীন ও অবৈধভাবে গড়ে উঠা ৫টি ড্রাম চিমনি ইটভাটা ধ্বংস করে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে বাকী সকল ইটভাটাগুলোও ধ্বংস করা হবে। অনুমোদনহীন কোন ইটভাটা চালাতে দেয়া হবে না।

আমতলীতে ভেটেরিনারী সার্জনের বদলির আদেশ প্রত্যাহার দাবীতে মানববন্ধন

আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জনের বদলী আদেশ প্রত্যাহার দাবীতে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে দুই শতাধিক উপকারভোগী খামারীরা।

 

জানাগেছে, আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মো. আতিকুর রহমান ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আমতলীতে যোগদান করেন। গত দুই বছর ছয় মাসে তিনি আমতলী উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন খামারীদের নিবির ভাবে সেবা প্রদান করে আসছেন।

কিন্তু গত ৭ মার্চ আকস্মিক ভাবে তাকে দশমিনা উপজেলার বদলি করেন। বুধবার দুপুরে এ বদলির আদেশ প্রত্যাহার দাবীতে দুই শতাধিক উপকারভোগী খামারী আমতলী উপজেলার পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

আমতলী ডেইরী অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক চাঁন মিয়া মল্লিকের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম, খামারী সাইদুর রহমান, সাকিল গাজী, আব্দুস ছালাম মৃধা, মো. লোকমান মুন্সি ও খোকন গাজী প্রমুখ।

বরগুনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, তার বদলির আদেশ মন্ত্রনালয় থেকে হয়েছে। এখানে আমার কোন হাত নেই।

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বরগুনার সদর উপজেলায় ক্ষেতে গরু আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নওশের খন্দকার নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে ওই কৃষক বাড়ির পাশে ফসলি জমিতে গরুর বাছুর আনতে যান। এ সময় তিনি দেখেন বাছুরটিকে ছটফট করছে। এরপর তিনি বাছুরটির কাছে গেলে বাছুরের সাথে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান।

ইউপি সদস্য টুটুল মিয়া জানান, দীর্ঘ দিন ধরে এলাকায় গাছের সাথে বিদ্যুতের তার ঝুলিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ দিয়ে আসছে। বর্তমানে পল্লী বিদ্যুতের ঠিকাদারের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই কাজ করায় তার মাটিতে পড়ে ছিলো। আর এই তারেই নওশের আলী বিদ্যুতায়িত মারা গেলেন।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি, হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থেকে ফেরত গেল ২০০০ টিকা

বরগুনার আমতলী উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাস টিকা নিতে মানুষের মাঝে অনীহা দেখা দিয়েছে। টিকা না নেয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ দুইশ’ ভায়েলে দুই হাজার টিকা বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে ফেরত পাঠিয়েছে।

জানা গেছে, আমতলী-তালতলী উপজেলায় সাড়ে চার লাখ মানুষের জন্য সাত হাজার ২৮০ ডোজ টিকা দেয় স্বাস্থ্য বিভাগ। ওই টিকা গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে বর্তমানে অব্যাহত রয়েছে। গত এক মাসে আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগ চার হাজার ১১১ জন মানুষকে টিকা দিয়েছেন। কিন্তু মানুষের টিকা নিতে অনীহা থাকায় প্রায় তিন হাজার ডোজ টিকা হাসপাতালে ফ্রিজে রয়ে যায়।

এদিকে বর্তমানে আমতলী হাসপাতালে আসা টিকার মেয়াদ আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ টিকা নিতে মানুষের অনীহা এবং মেয়াদ উত্তীর্ণের কারণে গত ৭ মার্চ দুইশ’ ভায়েল অর্থাৎ দুই হাজার মানুষের টিকার ডোজ বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ফেরত পাঠিয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, মানুষকে সচেতন করা সত্ত্বেও করোনাভাইরাসের টিকা নিতে চাচ্ছেন না। মেয়াদ উত্তীর্ণের কারণে দুইশ’ ভায়েল অর্থাৎ দুই হাজার মানুষের টিকার ডোজ ফেরত দেয়া হয়েছে। তবে হাসপাতালে টিকার কোনো সংকট নেই।

আমতলীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসির ৭ মার্চ পালন করা হয়েছে।

কর্মসূচীর মধ্য ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ, কবিতা আবৃতি, ভাষণ প্রতিযোগীতা, আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে নাটক মঞ্চায়ন।

রবিবার সকালে আমতলী পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে।

পরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এম এ কাদের মিয়া,

সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,

প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক, কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ওসি মো. শাহ আলম হাওলাদার, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান কবির ও অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ সানু প্রমুখ।

সভায় বক্তারা রেসকোর্স ময়দানের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের তাৎপর্য তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে উল্লেখ করেন।