বরিশালে খালেদা জিয়ার সু-চিকিৎসা দাবীতে কোতয়ালী বিএনপির মানববন্ধন সমাবেশ

শামীম আহমেদ ॥

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল সদর উপজেলা বিএনপি।

আজ সোমবার (২২) নভেম্বর সকাল ১০টায় নগরীর আগুরপুর রোডস্থ প্রেস ক্লাবের সড়কে এই কর্মসূচি পালন করেন তারা।

সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খা,কৃষক দল আহবায়ক জাহিদুল ইসলাম আনোয়ার, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মানিক,মাহবুবুর রহমান বাবুল,আবুল হোসেন মাঝি ও সদর উপজেলা যুবদল আহবায়ক কবির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন কোন আইনের নোংরা মারপ্যাচ দেখতে চাই না। আমরা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি সহ সু-চিকিসা দাবী জানাচ্ছি।

বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয় উনারা ডাক্তার: তথ্যমন্ত্রী

খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পান সেই ব্যাবস্থা করা হবে জানিয়ে বিএনপি নেতাদের ডাক্তারি না করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এসময় ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেনসহ অনেক নেতা এখন ডাক্তার হয়ে গেছেন। তারা বলছেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতাল বা বিশেষজ্ঞরা কিছু বলেননি। মাঝে-মধ্যে বিএনপির চিকিৎসকরা যারা রাজনীতি করেন তারা কিছু কিছু কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া আগেও অসুস্থ ছিলেন, আমাদের দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তখনও বিএনপি নেতারা খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ধুয়া তুলেছিলেন। আসলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিটা স্বাস্থ্যগত কারণে নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি। একজন সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে পাঠানোর উদ্দেশ্য যে রাজনৈতিক দাবি সরকার সে দাবি তো মানতে পারে না। কারণ তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা চলছে। অবশ্যই বেগম জিয়া যেন সর্বোচ্চ চিকিৎসাটা পান সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, তারা এ ধরনের দাবি বহুবার উপস্থাপন করেছে। মাঝে-মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টাও তারা চালিয়েছেন। এবার যদি বিশৃঙ্খলা করার অপচেষ্টা করা হয় জনগণ সেটি কঠোর হাতে প্রতিহত করবে এবং সরকার জনগণের সঙ্গে থাকবে।

এসময় শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি বিবেচনা করতে বাস মালিকদের আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নায়ক এবং জাতির পিতাই নন, তিনি ভারতেরও নায়ক

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নায়ক এবং জাতির পিতাই নন, তিনি ভারতেরও নায়ক। কারন ১৯৭১ সালে আমি দেখেছি ভারতে প্রচুর মানুষ বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে সমর্থন করেন, ভালোবাসেন।
শুক্রবার রা‌তে বরিশাল রিপোর্টার্স ইউনিটি পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ ও ভারতে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হয়েছে। তার সাথে পরিবর্তন ঘটেছে অর্থনীতি, সমাজ ও জীবন ব্যবস্থার। কিন্তু বাংলাদেশ ও ভারতের মানুষের মনের অমিল কখনোই ঘটেনি। তারা মিলেমিশে আছে। বাংলাদেশের সংস্কৃতির সাথে ভারতের অনেক রাজ্যের সংস্কৃতির মিল আছে। এদের মাঝে কে বাংলাদেশি কে ভারতীয় বিভক্ত করা কঠিন। আমাদের ভুখন্ড, ধর্ম এসবে অমিল থাকলেও সংস্কৃতিতে অমিল নেই। ১৯৭১ সালে বাংলাদেশ বিশ্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বৃীকৃতি পেয়েছে। বাংলাদেশ ভাষার জন্য যুদ্ধ করেছে। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। ভাষার জন্য বাঙালিরা ছাড়া কোন জাতি পৃথিবীতে যুদ্ধ করেনি। ভাষা এবং সংস্কৃতি একটি জাতির জন্য অনেক গুরুত্বপূর্ন। কারণ এগুলোই আমদের অতীত তুলে ধরে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি শিশু তার সংস্কৃতি ধারন করে বেড়ে ওঠে। আর এই সংস্কৃতির মধ্য দিয়ে একটি দেশ তাদের ফুটিয়ে তোলে। আমি যদি বাংলার দিকে তাকাই আমি দেখি সুন্দরভাবে তারা দুর্গাপূজা উদযাপন করছে। এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বিরা আনন্দের সাথে সহাবস্থানে থেকে যার যার ধর্ম পালন করছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে রাজেশ কুমার রায়না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় একটি কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার। তার এই বক্তব্য প্রমান করে বাংলাদেশ সবার দেশ। আর সেটাই আমরা সবাই অনুসরন করছি। যখন আমরা একে অপরকে ধর্মীয় উৎসব পালনে সহায়তা করবো তখনই এটা একটি মহা উৎসবে পরিণত হবে। এর মাধ্যমেই মনবতা প্রকাশ পাবে; প্রকাশ পাবে মানুষের জন্য মানুষ। এভাবে না হলে স্বর্থানেষী মহল সব সময় আমাদের মাঝে এসে সুবিধা গ্রহন করবে। কারন পৃথিবীতে স্বার্থবাদি মানুষ সব সময় সুযোগ খুঁজে বেড়ায়।
তিনি বাংলাদেশের অতিথীপরায়নতার ভূয়ষি প্রশংসা করে বলেন, অতিথীপরায়নে বাংলাদেশ বিশ্বের অন্যন্যি সকল দেশের চেয়ে সেরা। আমার কূটনৈতিক চাকরির জীবনে আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশ ভ্রমন করেছি। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ ঘুরে দেখেছি। আমার মনে হয়েছে, তারা বাংলাদেশের মতো অতিথীপরায়ন নয়।
রায়না বলেন, এখানে অনেক দেশের চেয়ে বেশি দরিদ্র মানুষ বসবাস করে। কিন্তু সকলে সুখে আছেন। কারন সংস্কৃতি তাদের সুখে রেখেছে। এখানে একসাথে সবাই সকলের উৎসব উদযাপন করে। আমরা যখন দেখি সবাই খুশি তখনই আমরা কেবল নিজেদের সুখি মনে করি। রাজনীতি পরিবর্তনের ফলে আমাদের অর্থনীতির পরিবর্তন ঘটেছে, সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের সংস্কৃতি পরিবর্তন হয়নি বলে আমরা এখনও সুখি।
সহকারী হাই কমিশনার সাংবাদিকদের কর্মক্ষেত্রে সাফল্য কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। যদি আমি আমার নিজের মুখ আয়নাতে দেখতে না পারি তবে আমি কোনদিন নিজেকে পরিবর্তন করতে পারবো না। তিনি রিপোটার্স ইউনিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন। সহকারি হাই কমিশনারের সাথে ছিলেন তার স্ত্রী নন্দিতা রায়না।
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, বাপ্পী মজুমদার, কামাল মাসুদুর রহমান, রবিউল ইসলাম, তন্ময় তপু, রাসেল হোসেন, এন আমিন রাসেল প্রমূখ।

শেষ হলো আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। তৃণমূল থেকে নাম আসা প্রার্থীরা ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় পদে আছেন এমন অনেক নেতা। তবে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে বিশৃঙ্খলা ভাবিয়ে তুলেছে দলটির নেতাদের।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে প্রার্থী ও সমর্থকরা ভিড় করেন। করোনা সতর্কতার কারণে অফিসে প্রবেশের ক্ষেত্রে ছিল কড়াকড়ি।

তৃণমূল থেকে পাঠানো রেজুলেশনে নাম থাকলেও নৌকা প্রতীক পেতে কথিত অনুপ্রবেশকারীদের দৌড়াত্ম্য নিয়ে শঙ্কায় আছেন অনেক মনোনয়ন প্রত্যাশীরা। তারা বলেন,‘প্রতিদ্বন্ধী অনেক ব্যক্তি আছেন, যারা আগে বিএনপির সদস্য ছিলো। তারা এখন নৌকায় নির্বাচন করার জন্য পাঁয়তারা করছে।’

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে নৈরাজ্যের কারণ হিসেবে বিএনপির নির্বাচন থেকে সরে দাঁড়ানোকে দায়ী করছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন,‘বিদ্রোহী প্রার্থীরা ব্যাপক হারে জয়লাভ করেছে। এর পিছনে বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের ষড়যন্ত্র রয়েছে। বিএনপি আমার দলের কলহ বিবাদকে পুঁজি করে ষড়যন্ত্র করছে।’

আগামী ১৯শে ডিসেম্বর গণভবনে বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখানেই চুড়ান্ত হবে চতুর্থ ধাপের প্রার্থী। চতুর্থ ধাপে দেশের ৮৪০ ইউপিতে ভোট হবে ২৩ ডিসেম্বর।

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

শনিবার সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। পরে তাকে হাসপাতালটির ব্লক ‘বি’-এর সাত হাজার ২০৫ নম্বর কেবিনে ভর্তি দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে জানা গেছে।

এর আগে গত ১২ অক্টোবর গুলশানের বাসভবন থেকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

নিরঙ্কুশ নৌকা বিজয়ে বরিশাল জেলা আ’লীগের শুভেচ্ছা ও অভিনন্দন  

খবর বিজ্ঞপ্তি: বরিশাল জেলায় দ্বিতীয়  ধাপে অনুষ্ঠিত  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানিয়েছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী),  বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) শেষ হওয়া বরিশালে জেলায়  দ্বিতীয়  ধাপের ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান  প্রার্থীরা ৯ টি ইউনিয়নে নিরঙ্কুশ বিজয়ী  হয়েছেন।
এরমধ্যে আগৈলঝাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন, বানারীপাড়া উপজেলায় একটি এবং বরিশাল সদর উপজেলায় ৩ টি ইউনিয়ন রয়েছে।
 এ বিজয়ে সম্মানিত ভোটার, সমর্থক, দলীয় নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন নেতৃবৃন্দ।
এছাড়াও নির্বাচিত চেয়ারম্যানগণ জাতির পিতা   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ায় সততা ও  নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
পাশাপাশি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করায় নির্বাচন সম্পৃক্ত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের প্রতি ধন্যবাদ  জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বরিশালে তেল,গ্যাস ও পরিবহন ভাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শামীম আহমেদ ॥

বরিশালে জালানী তেল,গ্যাস, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা (দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

আজ শুক্রবার (১২) নভেম্বর সকাল ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সম্মুখে বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, কোতয়ালী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা কৃষকদল সভাপতি এইচ এম মহসীন আলম, সাবেক জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আঃ মন্নান মাস্টার,বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির হাওলাদার,বানারীপাড়া বিএনপি সাধারন সম্পাদক রিয়াজ মৃধা,বাখেরগঞ্জ পৌর বিএনপি সভাপতি নাসির জম্মাদ্দার,জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না,জেলা জাসাস সভাপতি মীর আদনান তুহিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন আনোয়ার সিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন গৌরনদী বিএনপি নেতা হান্নান শরীফ, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন সহ বাখেরগঞ্জ,উজিরপুর,বানারীপাড়া বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ।

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চন্দ্রমোহন  ইউনিয়নে নৌকা বিজয়ের বিকল্প নেই – তালুকদার মোঃ ইউনুস  

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সরকার গঠন করায় দেশে আজ সমানতালে উন্নয়ন হচ্ছে।  শহরের ন্যায় প্রতান্ত গ্রামাঞ্চলেও জনগণের প্রত্যাশা পূরণে  কাঙ্খিত উন্নয়ন করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা।
তাই বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১১ নভেম্বর চন্দ্রমোহন ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা বিজয়ের কোন বিকল্প নেই।

শনিবার (০৬ নভেম্বর) বিকেলে চন্দ্রমোহন বাজার এলাকায়  আসন্ন ১০ নং চন্দ্রমোহন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এসএম মতিউর রহমানের সমর্থনে উঠান বৈঠকে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার  মোঃ মকবুল আহম্মেদের সভাপতিত্বে উঠান বৈঠকে  বিশেষ অতিথির বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান,বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম রেজা মোফাজ্জল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান  মধু,জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট মিলন ভূঁইয়া, চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন এবং উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থণা করে বক্তব্য রাখেন  আসন্ন   চন্দ্রমোহন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এসএম মতিউর রহমান ।
এছাড়াও উঠান বৈঠকে  বক্তব্য রাখেন সদর উপজেলা ও চন্দ্রমোহন ইউনিয়ন  আওয়ামী লীগ নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জাতীয় শ্রমিক লীগ,আওয়ামী যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় চার নেতাকে খুন করেনি, এরা পূর্বে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে- এমপি শাওন

এনামুল হক রিংকু  লালমোহন প্রতিনিধি:
৩ নভেম্বর যারা জাতীয় চার নেতাকে যাহারা  হত্যা করেছে সেই খুনিদের ফাঁসির রায় কার্যকর দেখতে বাংলার মানুষ অপেক্ষা করছেন। বাংলাদেশের মানুষ
খুনিদের বিচার কার্যকর কড়ার  আশা প্রকাশ করেন।
বুধবার (৩ নভেম্বর) জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে লালমোহন পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন।
তিনি আরো বলেন, ৩ নভেম্বর খুনিরা শুধু জাতীয় চার নেতাকে খুন করেনি, এরা পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু ও চার নেতার খুনিদের ফাঁসির রায় দ্রæত কার্যকর করতে হবে।
এসময় লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান হাওলাদার, এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আ ন ম শাহ জামাল দুলাল, আঃ খালেক সওদাগর, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ইমাম হোসেন, আনোয়ার হোসেন হিরন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্ববায়ক ভিপি রাসেলসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগরসহ ৪ জেলায় বিএনপির নতুন কমিটি

বরিশাল মহানগরসহ চার জেলা ও মহানগরে নতুন কমিটি দিয়েছে বিএনপি। এসব জেলা শাখায় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বুধবার সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল মহানগরে আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান ফারুককে। ১নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী হায়দার বাবুল ও সদস্য সচিব করা হয়েছে মীর জাহিদুল কবির জাহিদকে। বরিশাল মহানগরে দীর্ঘদিন ধরে সভাপতি পদে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।  এদিকে, বরিশাল দক্ষিণ জেলায় আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব করা হয়েছে আকতার হোসেন মেবুলকে।

বরিশাল উত্তরের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব করা হয়েছে মিজানুর রহমান মুকুলকে। চুয়াডাঙ্গা জেলায় আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব করা হয়েছে মো. শরীফুজ্জামানকে।