পাথরঘাটায় আদালত ভবনে ২১টি বিষধর সাপের বাচ্চা

বরগুনার পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ২১টি বিষধর সাপের বাচ্চা মেরে ফেলা হয়েছে সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে কয়েকশ সাপের ডিমের খোসা। এ ঘটনায় আদালত ভবনে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবী, পুলিশসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ভবনের মেঝে খুঁড়ে ডিমের খোসা উদ্ধার করে স্থানীয় সাপুড়ে দুলাল। এর আগে আদালত ভবনে প্রবেশ দ্বারের বিভিন্ন স্থান থেকে ২১টি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। সাপুড়ে দুলাল জানান, এগুলো বিষধর গোখরা সাপের ডিমের খোসা ও বাচ্চা।

পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার কামাল হোসেন জানান, সকালে আদালতের কাজে অফিসে প্রবেশের সময় পায়ের কাছ থেকে একটি সাপ দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর আরো কয়েকটি সাপ আদালত ভবনের মেঝেতে চলাচল করতে দেখা যায়। বিষয়টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মলি¬কে জানালে তিনিও তার কক্ষ থেকে বেরিয়ে এগুলো দেখে আতঙ্কিত হন। পরবর্তীতে দিশেহারা হয়ে স্থানীয়দের সহায়তায় ২১টি সাপ মারা হয়।

কামাল হোসেন আরো জানান, মাস খানেক আগেও আদালত চলাকালীন বিচারকের চৌকির নীচ থেকে দুটি বড় গোখরা সাপ মারা হয়।

আদালতের আইনজীবী মিজানুর রহমান মঞ্জু জানান, পাথরঘাটায় নিজস্ব কোনো আদালত ভবন না থাকায় ২০১৪ সালের মার্চ মাস থেকে পাথরঘাটা সরকারি কেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একটি স্কুল ভবন ভাড়া করে সেখানে আদালতের বিচার কার্যক্রম চলছে। ভাড়া করা ভবনের অবস্থাও নাজুক। ভবনের চারদিকে দেয়াল ও পিলারে বড় রকমের ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত। এর মধ্যে এই ভবনের মেঝে থেকে কয়েক শতাধিক সাপের ফোটানো ডিমের খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে বিচারক, আইনজীবী, পুলিশ, বিচারপ্রার্থী সবাই আতঙ্কিত।

নাম প্রকাশ না করার শর্তে আদালতে নিয়োজিত পুলিশ সদস্যরা বলেন, ভাবতেই ভয় লাগে যে এতোগুলো বিষধর সাপের সঙ্গে আমরা রাত কাটিয়েছি। নিজস্ব কোনো ভবনের ব্যবস্থা না থাকায় ভবনের নীচতলায় গাদাগাদি করে হাজতখানা ও মালখানার গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আমাদের রাত্রিযাপন করতে হয়। এতো কাগজপত্র ও মালামালের স্তুপে কত যে সাপ রয়েছে তার অন্ত নেই। পুলিশ সদস্যরা জানান, বর্তমানে আমরা আতঙ্কিত অবস্থায় আছি। কখন জানি কোনো ধরনের বিপদ হয়ে যায়।

পাথরঘাটা সরকারি কেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম বলেন, যেহেতু কয়েকশ সাপের ডিমের খোসা উদ্ধার করা হয়েছে, সেক্ষেত্রে ভবনের ভেতরে সাপের বাচ্চাসহ বড় গোখরা সাপ রয়েছে। সাপুড়ে দুলালের মাধ্যমে বড় সাপটি ধরার চেষ্টা চলছে।

আমতলীতে খড়ায় পুরছে রবি ফসলের ক্ষেত, শুাকিয়ে যাচ্ছে গাছ

আমতলী উপজেলায় মৌসুমের শুরু থেকে বৃষ্টি না থাকায় প্রচন্ড খড়ায় পুরছে রবি ফসলের ক্ষেত। খড়ায় প্রচন্ড তাপদাহের কারনে ঝলসে গেছে বাদাম, মরিচ, মুগডালসহ শত শত একর রবি ফসলের ক্ষেত।

আমতলী উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে,এ বছর আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে চিনাবাদাম ৪২৫, মরিচ ৪৫০, খেশারী ৫ হাজার, মুগ ১০ হাজার ২৫০, মসুর ২০, ছোলা ২৫ ও ফেলন ৯৬ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

গত তিন মাস ধরে বৃষ্টি নেই। অনাবৃষ্টির কারনে প্রচন্ড তাপদাহে রবি ফসলের ক্ষেত ঝলসে ফসল নষ্ট হয়ে গেছে। এতে রবি ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

শুক্রবার সরেজমিনে আঠারোগাছিয়া, কুকুয়া, চাওড়া ও হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে চিনা বাদাম, মুগডাল, ফেলন, মুসুরী ডাল ও মরিচ ক্ষেতের মাটি ফেটে চৌচির হয়ে গেছে। প্রচন্ড তাপদাহে অনেক ক্ষেতের ফসল ঝলসৈ গেছে।

পানির অভাবে গাছ থেকে ফলন বের হতে পারছে না। কালিপুরা গ্রামের কৃষাণী মোসা. রাবেয়া বেগম বলেন, ১৮ শতাংশ জমিতে মুগডাল চাষ করেছিলাম তা ঝলসে গেছে। তিনি আরো বলেন, পানির অভাবে গাছ থেকে ফলন বের হতে পারছে না।

একই এলাকার রাজ্জাক কবিরাজত ও তোফাজ্জেল হাওলাদার বলেন, প্রচন্ড রোধের তাপে সব ঝলসে গেছে এবং মাটি চৌচির হয়ে গেছে।

আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের রুস্তুম মিয়া বলেন, ৭০ শতাংশ জমিতে বাদাম চাষ করেছিলাম। কিন্তু বৃষ্টি না হওয়ায় খড়ায় তা ঝলসে গেছে।

কাউনিয়া গ্রামের কৃষক রহিম খলিফা বলেন, ৬০ শতাংশ জমিতে মুগডাল চাষ করেছি। গাছ ভালো হয়েছিল কিন্তু বর্তমানে প্রচন্ড রোধে ফলন বের হতে পারছে না। এ বছর লাভতো দুরের কথা আসলই উঠবে না।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের শরিফ হোসেন বলেন, প্রচন্ড তাপে ঝলসে তছনছ হয়ে গেছে। তিনি আরো বলেন, গরমে মাটি ফেটে চৌচির হয়ে গেছে।

হলদিয়া গ্রামের দুলাল মোল্লা বলেন, ৪০ শতাংশ জমিতে চিনা বাদাম চাষ করেছিলাম কিন্তু তাপদাহে গাছ ঝলসে নষ্ট হয়ে গেছে।

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, প্রচন্ড তাপদাহে মাটির নিচে জমানো পানি শুকিয়ে ক্ষেতে লবনাক্ততা দেখা দেওয়ায় গাছ ঝলসে গেছে। তিনি আরো বলেন, অনাবৃষ্টি ও কৃষক সঠিক সময়ে সেচ দিতে না পারায় এ বছর কাঙ্খিত ফলন পাওয়া যাবে না।

বরগুনায় ডেকোরেটর কর্মচারীর লাশ উদ্ধার

বরগুনার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর রাস্তার পাশে চর থেকে মো. জহিরুল (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাস্তার পাশে খেয়াঘাট সংলগ্ন খাকদন নদীর চরে এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্বার করে। এসময় যুবকের প্যান্টের পকেট থেকে মোবাইল, মানিব্যাগ ও একটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়। জন্মনিবন্ধন সনদে যুবকের নাম মো. জহিরুল, বাবা সেলিম হাওলাদার, গ্রাম তুলসীবাড়ীয়া, ইউনিয়ন কেওড়াবুনিয়া উল্লেখ রয়েছে।

জহিরুল পৌরসভার কড়ইতলা কালিকাবাড়ী এলাকায় দুখি নামের একজনের ডেকোরেটর কর্মচারী বলে জানা গেছে।

 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, জন্মনিবন্ধন সনদে পাওয়া পরিচয় সঠিক আছে। অভিভাবক যোগাযোগ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে সম্ভবত আত্মহত্যা করেছে জহিরুল। পরে দড়ি ছিঁড়ে পাশে মৃতদেহ পড়ে যায়। পুলিশ গাছের সাথে থাকা ঝুলন্ত দড়ি উদ্ধার করে। তবে আত্মহত্যার রহস্য জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহ উদ্বার করে বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বরগুনায় বসতবাড়িতে ফল উৎপাদন বিষয়ক কর্মশালা

বরগুনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এবং বরগুনা হর্টিকালচার সেন্টার আজ পৃথক পৃথকভাবে বসতবাড়িতে ফল উৎপাদন ও ফলগাছ ব্যাবসাপনা কৌশল ও উৎপাদন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।  স্বাস্হ্যবিধি মেনে প্রশিক্ষণ কর্মশালা দুটিতে ৬০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. ওয়াদুদ খান।

প্রশিক্ষক হিসেবে উপস্হিত ছিলেন বরিশাল হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার অতিরিক্ত উপ-পরিচালক এসএম বদরুল আলম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহনকারী কৃষক-কৃষানীদের মধ্য বিভিন্ন জাতের ফলের চারা বিতরন করা হয়।

বরগুনায় ১০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা সংরক্ষণ অভিযানে বরগুনার বিষখালী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসন। শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে এসব জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় শামিম মিয়া নামের এক জেলেকে তিন হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় বিষখালী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান ও পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিকের উপস্থিতিতে জালগুলো বরগুনার খাকদোন নদের তীরের জলাভূমিতে পুড়িয়ে দেওয়া হয়।

বরগুনায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা!

বরগুনার তালতলীতে পারিবারিক কলহের জের ধরে আতিকুর রহমান (৩২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যার করেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলঞ্চাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান একই গ্রামের মো. ফারুক মৃধার ছেলে।

জানা যায়, স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধের জেরে আতিকুর রহমান বিষপানে আত্মহত্যা করেন। তবে তার স্ত্রীর দাবি তাদের মধ্যে তেমন কোনো বিরোধ ছিল না।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরগুনাতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক

বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত কামাল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মার্চ) উপজেলার গেন্ডামারা এলাকায় মুগডাল ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল উপজেলার চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে।

যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের সুত্র থেকে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসার  ছাত্রীকে পাশ্ববর্তী  এলাকার মোতালেব মুন্সীর ছেলে কামাল হোসেন বিভিন্ন সময় উত্যক্ত করতো। এরই জের ধরে ৮ মার্চ দুপুরে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় পথিমধ্যে কামাল পিছু নেয়। কিছুদূর গেলে স্কুল ছাত্রীকে মুগডাল ক্ষেতে নিয়ে জোরপূর্বক  ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ ধর্ষককে সন্ধায় গ্রেফতার করে।

 

ছাত্রীর মা জানান, ‘কামাল প্রায়ই আমার মেয়েকে উত্যক্ত করত। ঘটনার দিন আমার মেয়ে আমাকে এগিয়ে নিতে আসলে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘ধর্ষণের বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।’

তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ শ্রমিক করোনায় আক্রান্ত

তালতলীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর প্রথম দিকেই শুক্রবার ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩ জনই তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত।

জানা গেছে, তালতলীর আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত মিরাজুল(২৬), রাব্বি ফকির (২৯) ও গোলাম কবির (৩৫) একসাথে তালতলীর নির্মিতব্য তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করেন। এর মধ্যে মিরাজুল ও রাব্বি ফকিরের বাড়ি পিরোজপুরে। আর গোলাম কবির এর বাড়ি তালতলীর নিশান বাড়িয়ায়। তাদের শরীরে জ্বর, সর্দি কাশি দেখা দিলে ৩১ মার্চ তারা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নমুনা প্রদান কররেন। তাদের নমুনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব (করোনা ল্যাব) পাঠিয়ে দেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোনায়েম সাদ বলেন, স্বাস্থ্য বিধি মেনে না চলায় যুবকরা বেশী করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা ভাইরাস আক্রান্ত থেকে মুক্তি পেতে হলে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান করতে হবে। তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত ৩ জনকে বাড়ীতে আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরিধানে মাইকিং করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হচ্ছে।

আমতলীতে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১২

বরগুনার আমতলী উপজেলায় চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের পাতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আখতারুজ্জামান বাদল খানের মামাতো ভাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহবুব ইসলাম ও হত্যা মামলার আসামি মহিবুল্লাহ কিরনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে পাতাকাটা বাঁধের উপরে অবস্থান নেয়। তারা সেখানে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহসিনের কর্মী ব্যবসায়ী মো. শানু হাওলাদারের ওপর হামলা চালায় এবং তার দোকান ভাঙচুর করে। এরপর সেখানে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর করে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী।

খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন ঘটনাস্থলে আসেন। এসময় উভয়পক্ষের মধ্যে মারধর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১২ কর্মী আহত হয়। পরে আহত শানু হাওলাদার (৫০), শহীদুল মল্লিক (৪৫), জসিম গাজী (৪০), জাকারিয়া (২৬), লোকমান সিকদার (৪৫), নাসির হাওলাদার (৫০) ও আব্দুস সালামকে (৩০) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২টি পোড়ানো এবং ৩টি ভাঙচুর করা মোটরসাইকেল উদ্ধার করে।

আওয়ামী লীগ প্রার্থী মো. আখতারুজ্জামান বাদল খান মুঠোফোনে বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আমার তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং লোকজনকে মারধর করেছে।

স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহসিন হাওলাদার বলেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ প্রার্থীর মামাতো ভাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহবুব ও হত্যা মামলার আসামী মহিউদ্দিন কিরনের নেতৃত্বে আমার লোকজনকে মারধর এবং দোকানপাট ভাঙচুর করা হয়েছে। তিনি আরো বলেন, আমার দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থল থেকে দুইটি পোড়ানো এবং তিনটি ভাঙচুর করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। আমতলী সরকারী কলেজ মাঠে শুক্রবার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, অবসরপ্রাপ্ত অধ্যাপক মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান কবির, মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাষ্টার, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান প্রমুখ।