বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তারা মারা যান। হাসপাতালের করোনা ইউনিটের জুনিয়র কনসালটেন্ট ডা. কামরুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নুপুর (২৫) নামে এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসলে তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। কিন্তু রাতেই তার মৃত্যু হয়। অপরদিকে, করোনা ইউনিটে চিকিৎসাধীন আব্দুস ছোবাহান (৬২) নামে একজনের মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলায় মোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন। আর চিকিৎসাধীন আছেন ৮৭ জন।

বাকেরগঞ্জে গ্রাম পুলিশের গোয়াল ঘর থেকে চোরাই গরু উদ্ধার

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ খান ও গ্রামপুলিশের চোর পুলিশ খেলায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গত ১৬ মার্চ বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃতঃ শান্তি রঞ্জন শীল এর পুত্র শ্রী সুবাস চন্দ্র শীল পেশায় গ্রাম পুলিশ তার গোয়াল ঘর থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করে বাকেরগঞ্জ থানার এস আই জহির। উদ্ধারকৃত গরু থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে গ্রাম পুলিশ সুবাস জানান, চেয়ারম্যান এর নির্দেশে আমি কানকির চর থেকে তিনটি গরু এনে আমার বাড়িতে রেখেছি।

চেয়ারম্যান আমাকে ফোন করে জানান গরু তোমার কাছে থাক সময় হলেই আমি জানাবো কখন কি করতে হবে। গ্রাম পুলিশ সুবাস আরো জানান আমার বাবা মারা যাওয়ার পরে আমি চেয়ারম্যানকে ফোন দিয়ে গরু রাখতে অনিচ্ছুক জানালে থানা পুলিশ আমার বাড়ি থেকে গরু নিয়ে যায়। অপরদিকে চেয়ারম্যান আসাদ খান ও গ্রাম পুলিশের নানামুখী বক্তব্য রহস্যের সৃষ্টি হয়েছে। থানা পুলিশকে গোলকধাঁধায় ফেলে ঘটনার সত্যতা আড়াল করা হয়েছে। থানা পুলিশ কে না জানিয়ে মাসের পর মাস গ্রামপুলিশের গোয়াল ঘরে গরু লালন পালন করা বেআইনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান গ্রামপুলিশ সুবাস কিছুদিন যাবত গরু বিক্রি করার পায়তারা চালাচ্ছিল গ্রামবাসীর তোপের মুখে পড়ে চোরাই গরু বিক্রি করতে না পারায় নিজেকে বাঁচাতে কৌশল করে থানা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আসাদ খান জানান, আমার কাছে ফোন আসে কানকির চরে তিনটি গরু কিছুদিন যাবত ঘুরতে দেখতে পায় এলাকাবাসি। কিন্তু ঐ গরুর মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি গ্রাম পুলিশ সুবাসকে ফোন দিয়ে বলি গরু গুলো উদ্ধার করতে। তবে সে যে তিন মাস যাবত গরু নিজ বাড়িতে লালন পালন করেছে থানা পুলিশকে জানায়নি সেটা আমার জানা নেই। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এস আই জহির জানান, আমি ওসি স্যার এর নির্দেশ ভরপাশা ইউপির গ্রাম পুলিশ সুবাস এর বাড়ি থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করি। গ্রাম বাসি অভিযোগ চোরাই গরু ইউনিয়ন পরিষদে থাকবে না হলে থানা পুলিশের হেফাজতে দেয়া হবে। অথচ গ্রাম পুলিশ সুবাস থানা পুলিশকে না জানিয়ে চেয়ারম্যানের কথায় তিন মাস তার গোয়াল ঘরে গরু পালন করেছে মূলত চোরাই গরু তারা আত্নসাত করার জন্য। এর আগেও ভরপাশা ইউনিয়ন এর নুর ইসলাম কে একটি সরকারি ঘর দিয়ে সেখানে চারটি গরু পালন করতে দেখা যায় চেয়ারম্যান আসাদ খান কে সেই দুর্নীতির ঘটনায় একাধিক টিভি চ্যানেলে প্রতিবেদন দেখানো হয়েছে।

অথচ সেই প্রতিবেদনে চেয়ারম্যান আসাদ খানের বক্তব্য ছিল নুর ইসলাম গরীব মানুষ তাই তাকে একটি গরু কিনে দিয়েছি সে যেনো গরুর দুধ বিক্রি করে সংসার চালাতে পারেন অথচ ওই সরকারি ঘরের ভিতরে চারটি গরু দেখা যায়। তাহলে সেই গরু চারটিও চোরাই গরু ছিলো নুর ইসলাম গরীব হলে চারটি গরু পেলো কোথায়। সরকারি ঘরে গরু পালন ও দুর্নীতির ঘটনায় চেয়ারম্যান ও নুর ইসলামের বক্তব্যের কোন মিল ছিল না। গ্রাম বাসির দাবি বিভিন্ন সময়ে ইউনিয়নে গরু চুরি হচ্ছে অথচ চোর ধরা পরছে না। তাহলে এই গরু চোরের মূল হোতা কে। অনেকে এমনটাই মনে করেন প্রকৃত গরু চোর রক্ষা করতে এই তালবাহানা চলছে। গ্রামবাসির একটাই দাবি তাদের ইউনিয়নে গরু চোরের বিশাল সিন্ডিকেট রয়েছে রয়েছে গডফাদার। গ্রামবাসি এই চোরাই গরু উদ্ধারের বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত চোর ধরার দাবি জানায়।

গৌরনদী পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

শামীম আহমেদ ॥ পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে’র মূল্য স্থিতিশীল রাখতে বরিশালের গৌরনদীতে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে গৌরনদী বন্দরে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধণ করেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, আওয়ামীলীগ নেতা আবু সায়েদ নান্টু, মোঃ মামুন মোল্লাসহ অন্যান্যরা।

গৌরনদীতে নতুন বিদ্যালয় ভবন নির্মানের উদ্বোধণ

শামীম আহমেদ ॥
৮৭ লাখ টাকা ব্যয়ে বরিশালের গৌরনদী উপজেলার বাঘার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের উদ্বোধণ করা হয়েছে।
সোমবার সকালে ভবন নির্মানের উদ্বোধণ করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, রাসেদুল ইসলাম সঙ্গীতসহ অন্যান্যরা।

আমতলীতে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ফেরদৌসকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৯ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামে সোমবার দুপুরে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলার পশ্চিম চিলা গ্রামের মজনু মাতুব্বর তার চাচাতো ভাই আবুল মাতুব্বরের নিকট থেকে ১৫ শতাংশ জমি নগদ টাকায় ক্রয় করেন।

ওই জমিতে মজনু এ বছর হাইব্রিড ধান চাষ করেছে। সোমবার দুপুরে ওই জমির ধান কাটতেছিল মজনু। এ সময় সোহরাফ মাতুব্বর ও বশির মাতুব্বর এসে জমির ধান কাটতে বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত সালমা (৩২), হালিমা (৫০), জাকারিয়া (৩০),মজিবুর (৬০), মজনু (৩২), ফেরদৌস (৩৫), সোহরাফ মাতুব্বর (৫৫), বশির মাতুব্বর (৪০), সগির (২৫) ও এলিচকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফেরদৌসকে সঙ্কটজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা বলেন, মজনু মাতুব্বর তার জমির ধান কাটতে গেলে সোহরাফ মাতুব্বর বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আহত মজনু মাতুব্বর বলেন, আমি আবুল মাতুব্বরের কাছ থেকে নগদ টাকায় ১৫ শতাংশ জমি এক বছরের জন্য ক্রয় রেখেছি। ওই জমির ধান করতে গেলে সোহরাফ মাতুব্বর ও তার লোকজন বাঁধা দেয়। পরে তারা আমাকেসহ আমার ৮ জনকে কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আহত সোহরাফ মাতুব্বর বলেন, আমার জমির ধান কেটে নিয়ে যাচ্ছিল মজনু মাতুব্বর। এতে আমি বাঁধা দিলে আমাকে ও আমার ছেলেকে মারধর করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় ডায়রিয়া পরিস্থিতি আরো অবনতি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৩

বরগুনা জেলায় মাসখানেক ধরে ডায়রিয়ার প্রকোপ মহামারি আকার ধারণ করেছে। বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় আক্রান্ত হয়েছে ২০৩ জন। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১১১৪ জন। এ পর্যন্ত আক্রান্ত ৬ হাজার ৪১৬ জন। চিকিৎসাকেন্দ্রে জায়গা, জনবল ও প্রয়োজনীয় স্যালাইন সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদরে ৮৩, আমতলী-তালতলীতে ৩৯, পাথরঘাটায় ১৫, বেতাগীতে ৪২ ও বামনায় ২৪ জন আক্রান্ত হয়েছে। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে বরগুনা সদরে ৪৮৭, আমতলী-তালতলীতে ২১১, পাথরঘাটায় ১১৭, বেতাগীতে ২০৭ ও বামনায় ৯২ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১৬ জন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন জানান, প্রতিদিন গড়ে ৫০/৬০ জন করে রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে মেঝেতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন তারা। ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়েছে সমগ্র জেলায়। প্রয়োজনীয় ওষুধ ও স্থান সংকট রয়েছে।

তিনি আরো জানান, একদিকে যেমন আইভি স্যালাইন সঙ্কট অন্যদিকে স্থানীয়ভাবে রোগীরা মেঝেতে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ার ফলে ব্যাহত হচ্ছে বরগুনা জেনারেল হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম।

ডায়রিয়া আক্রান্ত আ. খালেক বলেন, হাসপাতালের যেই অবস্থা এতে আরও বেশি দুর্বল হওয়া লাগে। চারদিক থেকে আসে দুর্গন্ধ। এছাড়া পরিবেশও নোংরা। দুইটি মাত্র পায়খানা রয়েছে। তা ব্যবহার করার মত নয়। বাইরে থেকে স্যালাইন এনে শরীরে পুশ করতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনা জেনারেল হাসপাতালের নার্স বলেন, ‘ডায়রিয়ার এমন প্রকোপ আগে দেখিনি। হাসপাতালে স্যালাইনের সঙ্কট রয়েছে। স্থান সঙ্কুলানও হচ্ছে না। জনবল সঙ্কটের মধ্যে একদিকে করোনায় আক্রান্তদের সেবা অন্যদিকে সাধারণ রোগীদেরও সেবা দিতে হচ্ছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘দূষিত পানি, খোলা খাবার আর গরমের কারণেই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নিরাপদ পানি ও খাবারের ক্ষেত্রে সচেতনতাবোধই পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়ক হতে পারে।

আমতলীতে বিধবার মাথা গোজার ঠাঁইটুকু আগুন কেড়ে নিল

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বিধবা মনোয়ারারা বেগমের একমাত্র মাথা গোজার ঠাঁইটুকু আগুনের লেলিহান শিখায় কেড়ে নিয়েছে। দু’সন্তান নিয়ে বিপাকে পড়েছে বিধবা। দু’চোখে শুধুই অন্ধকার দেখছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে সোমবার সকালে। এতে তার অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, ২০১০ সালে উপজেলা কালিবাড়ী গ্রামের সুলতার হাওলাদার দুই সন্তান রেখে মারা যান। তার মৃত্যুর পরে এতিম দুই সন্তান নিয়ে বিপাকে পড়ে বিধবা মনোয়ারা বেগম। অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে দু’সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন বিধবা। সোমবার ভোররাতে সেহেরী খেয়ে মনোয়ারা সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল। সকাল ৬ টার দিকে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বিধবার রান্না ঘর ও বসতঘর সম্পূর্ণ এবং নগদ ১৪ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও রক্ষা করতে পারেনি। এতে তার অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা বিধবা মনোয়ারা বেগম।
প্রত্যক্ষদর্শীরা কব্রি হাওলাদার বলেন, বিধবরা মনোয়ারার একমাত্র সম্ভবটুকু আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
ওই গ্রামের দেলোয়ার মাস্টার বলেন, বিধবা মনোয়ারা এলাকায় মানুষের বাড়ীতে ঝিয়ের কাজ করে দিনাতিপাত করছে। বিভিন্ন মানুষের সহযোগীতায় মনোয়ারা গত তিন বছর আগে ঘর তুলেছে। ওই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় ইয়াবাসহ তরুণী গ্রেফতার

বরগুনা থানা পুলিশ আজ সোমবার ভোর ৪টায় সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোলবুনিয়া গ্রাম থেকে লিপি আক্তারের (২৫) বসতঘরে তল্লাশি চালিয়ে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। লিপির বাবার নাম লিটন হাওলাদার।

বরগুনা থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম জানান, ‘লিপি পটুয়াখালীর চৌরাস্তা গোলাঘর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ পটুয়াখালী পুলিশের হাতে আটক হয়ে ঐ মামলায় জামিনে মুক্ত হন। পরে গোপন সূত্রে জানা যায়, লিপি ঢাকায় মাদক পাচারকারি মহিলাদের একটি চক্রের সাথে জড়িত।’
ইতোমধ্যে তাদের বেশ কয়েকজনকে মাদকসহ আটক করা হয়েছে।

বরগুনায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

বরগুনা শহরের মরা খাকদোন নদীতে ডুবে জুনায়েদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বরগুনা পৌর শহরের পূর্ব চরকলোনীতে এ দুর্ঘটনা ঘটে।

শিশু জুনায়েদ সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মো. কামালের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ চরকলোনীতে তার দাদা বাড়ির পেছনে খাকদোন নদীর পাড়ে খেলতে যায়। খেলাধুলা করার কোনো এক সময় সে পানিতে পড়ে যায়।

 

পরে পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বরগুনায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

বরগুনায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত জেলায় ৪ হাজার ৫৯৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা চারজন। এর মধ্যে বেতাগীতেই মারা গেছেন তিনজন।

ডায়রিয়ার তীব্র চাপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্থান সংকটের পাশাপাশি আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে। বরগুনার জেনারেল হাসপাতাল ও বেতাগী, বামনা ও পাথরঘাটা স্বাস্থ্যকেন্দ্রে জরুরিভিত্তিতে ১ হাজার এমএল আইভি স্যালাইন দিয়েছেন সংসদ সদস্য নাদিয়া সুলতানা।

রবিবার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর ১ হাজার এমএল ৩২ হাজার এবং ৫০০ এমএল ২৪ হাজার আইভি স্যালাইনের চাহিদাপত্র পাঠিয়েছেন।

 

সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হঠাৎ করে ডায়রিয়ায় চাপ বৃদ্ধি পাওয়ায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে স্থানীয় নাগরিকরা আমাদের বেশ কিছু আইভি স্যালাইন দিয়েছেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে স্যালাইন দিয়ে সংকটময় অবস্থায় সহযোগিতা করেছেন। তবে চাহিদাপত্রের স্যালাইন আসতে ৩-৪ দিন লাগতে পারে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ডায়রিয়া রোগীদের সেবা দিতে।

এদিকে, বরগুনার বেতাগীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ায় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে জনবল ও স্থান সংকট, আইভি স্যালাইনের মারাত্মক সংকট দেখা দিয়েছে। প্রতিদিন দ্রুত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কম্পাউন্ড, মেঝে ও সিঁড়িতেও স্থান সংকুলান হচ্ছে না।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চিকিৎসাধীন নতুন করে বলইবুনিয়ার আহম্মেদ হাওলাদারসহ (৬৫) তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৪ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। ভর্তি আছেন ৭৫ জন।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ছবি মণ্ডল জানান, গত শুক্রবার থেকে গড়ে প্রতিদিনই ৫০-৬০ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে দিন দিন সংখ্যা বেড়েই চলছে। বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। করোনা আতঙ্ক ও এমনিতেই হাসপতালে জায়গা নেই। তাই অনেকেই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

আয়শা বেগম নামে এক রোগী জানান, এখানে দুর্ভোগের শেষ নেই। চিকিৎসকরা কাকে রেখে কাকে দেখবেন বলাই মুশকিল। ছেলের আশঙ্কাজনক অবস্থা, তাই না থেকে উপায় নেই।

এরই মধ্য আইভি স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাইরের ফার্মেসি থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীর জন্য স্যালাইন কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। তবে বরগুনার মহিলা সংসদ সদস্য নাদিরা সুলতানার পক্ষ থেকে ৩০০ এবং বেতাগী উপজেলা পরিষদের পক্ষ থেকে ৩০০ কলেরা স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এখন চড়া দামেও স্যালাইন মিলছে না। বেতাগী পৌর শহরের পাইকারি ওষুধ বিক্রেতা রনজিৎ চন্দ্র বিশ্বাস জানান, গত মঙ্গলবার থেকে ৪-৫ দিন ধরে আইভি স্যালাইনের তীব্র সংকট চলছে। স্যালাইনের জন্য মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে। উল্লেখযোগ্য কোম্পানির বরিশাল ডিপোতে চাহিদাপত্র দিয়েও স্যালাইন পাওয়া যাচ্ছে না। মানুষ এসে খালি হাতে ফিরে যাচ্ছে। স্যালাইনের সংকট থাকায় যার পাঁচটি দরকার ছিল, তাকে একটি দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে।