সাহান আরা আবদুল্লাহর কবর জিয়ারত করলেন যুবলীগ এর চেয়ারম্যান

দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয় আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) এর সহধর্মিনী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট সংস্কৃতজন ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর যিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল সহ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নৌকার বিজয় হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে – তালুকদার মোঃ ইউনুস 

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি  বীরমক্তিযোদ্ধা  অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস বলেছেন, বর্তমান মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে সরকার গঠন করায় দেশে আজ শহরের ন্যায়  প্রত্যন্ত অঞ্চলেও সমানতালে উন্নয়ন করছে ।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হাত কে আরাে শক্তিশালী করে বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ের বিকল্প নেই। আর নৌকা বিজয় হলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ  বাস্তবায়ন হবে।
তাই আগামী ২৬ ডিসেম্বর রোববার   সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে উপস্থিত হয়ে দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনােনীত  প্রার্থী মোঃ হানিফ তালুকদার কে  নৌকা মার্কায় ভােট দিয়ে  বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে  বাকেরগঞ্জের  দূর্গাপাশা  ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  মধ্য জিরাইল (নতুন বাজার) গ্রামে দূর্গাপাশা  ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ হানিফ তালুকদারের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
দূর্গাপাশা  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেশব লাল সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম চুন্নু, সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন শিকদার
ও সকলের কাছে ভোট প্রার্থণা করে বক্তৃতা করেন দূর্গাপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ হানিফ তালুকদার।
এসময়  আরো বক্তব্য রাখেন  উপজেলা -ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাকেরগঞ্জ  উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

কঠোর আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি বিএনপির

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা।

হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি রূপ নেয় সংঘর্ষে। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেট ছোঁড়ার ঘটনায় শতাধিক আহত হয়। এর মধ্যে ২০ জন গুলিবিদ্ধ রয়েছে।

বুধবার শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যলয়ের সামনে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। দুপুর দুইটার আগে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, ছাত্রদল নেতা সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, ‌‌‌বিএনপির জেলা সমাবেশ পণ্ড করতে সকাল থেকে নেতাকর্মীদের শহরে‌‌ আসতে পথে পথে বাধা দিয়ে ধরপাকড় করা হয়। মিছিল নিয়ে শহরে প্রবেশের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আর পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, আমাদের ফোর্সসহ অফিসাররা শান্তভাবে ছিলো। কিন্ত তাদের যখন লিডার আসছে ঢাকা থেকে, তারা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

বিনা উসকানিতে পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, আমাদের বহু নেতাকর্মীকে আহত করে ছত্রভঙ্গ করেছে। যেভাবে তারা টিয়ারগ্যাস ও গুলি ছুঁড়ে আমাদের সমাবেশ বানচাল করেছে এটা অত্যন্ত দুঃখজনক।

এদিকে, টাঙ্গাইলে জেলা বিএনপির সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেমন করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশন দিয়ে কী হবে। সরকারই তো এই দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগ সরকার যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ নির্বাচন কমিশন করে কোনও লাভ হবে না। সংলাপ করে কোনও লাভ নেই, পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন।

তিনি আরও জানান, স্পষ্ট করে বলে দিতে চাই নির্বাচন নির্বাচন করে কোনও লাভ হবে না। সংলাপ সংলাপ করে কোনও লাভ হবে না। এটা প্রমাণ হয়ে গেছে নির্বাচনকালীন যদি কোনও নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কোনও দিন অবাধ ও সুষ্ঠু হতে পারে না। খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার জন্য চিকিৎসকরা বলছেন, আমরা বলছি তবুও এই অমানবিক সরকার ন্যূনতম মানবতা দেখাচ্ছে না।

অন্যদিকে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বগুড়ায়। সমাবেশে জেলার ১২ উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। দেশের জনগণের সঙ্গে আপস করুন, বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চান৷

এদিকে, যশোরে টাউন হল ময়দানে আয়োজিত গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের জন্য ছাগল খুঁজছে। কিন্তু এই সরকারের অধীনে কোনও নির্বাচনে যাবে না বিএনপি। তবে ঘরেও বসে থাকবে না। একতরফা নির্বাচন প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, এ দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা মুক্তি পেয়ে বিদেশে চলে যায়। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনের দোহাই দিয়ে বিদেশে যেতে দিচ্ছে না। এ সরকার চায় খালেদা জিয়াকে আটকে রাখছে। কারণ তারা মনে করে খালেদা জিয়া দেশের বাইরে গেলে এ সরকার টিকে থাকতে পারবে না। তবে তাকে আটকে রেখেও শেষ রক্ষা হবে না। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটাবে।

এছাড়া দিনাজপুরে সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানিয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তা না হলে জনগণের রোষ ও ক্রোধের শিকার হবেন আপনারা।

বুধবার বিকাল ৩টায় শহরের জেল রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে উক্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় সভা শেষ হয়।

সমাবেশের জন্য প্রথমে রেল চত্বরে এবং পরে স্থানীয় লোকভবন প্রাঙ্গণে সমাবেশ করতে চেষ্টা করলে পুলিশের বাধায় তারা নিজ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ-সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং সাবেক প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব জাসদের

নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সাথে চলমান সংলাপে রাষ্ট্রপতিকে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাসদ।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে বুধাবর বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেন। এসময় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনে জাসদ প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং আলোচনায় অংশগ্রহণের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, নির্বাচন কমিশন গঠনে এখনও আইন না থাকায় রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ এ কমিশন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।

সংলাপ শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ ভালো, তবে স্থায়ী সমাধানের জন্য আইন প্রণয়ন প্রয়োজন। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে সরকারকে পরামর্শ দেয়ার অনুরোধ করেন তারা।

তিনি আরও বলেন, অনুসন্ধান কমিটিতে জাসদের পক্ষ থেকে কোনও নাম প্রস্তাব করা হয়নি। তবে সার্চ কমিটিতে নারী ও শিক্ষক রাখার পরামর্শ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির এই সংলাপে অংশ না নিয়েই অসৌজন্যমূলক মন্তব্য করে বিএনপি প্রমাণ করেছে, অতীতে নির্বাচন বানচাল করার মতোই নির্বাচন কমিশন গঠনের উদ্যোগকেও বানচাল করতে চায় দলটি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল হিসেবে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এর আগে, সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে প্রথম অংশ নেয় জাতীয় পার্টি। অল্প সময়ে আইন করা সম্ভব না হলে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনসহ তিন দফা প্রস্তাব দেয় দলটি।

সূচি অনুযায়ী, আগামী ২৬শে ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে সঙলাপে যোগ দেবে।

পরে ২৭শে ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিশ, ২৮শে ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯শে ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে।

প্রসঙ্গত, কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ ১৪ই ফেব্রুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী, এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম এর মৃত্যুতে – এমপি শাওনের শোক প্রকাশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম মঙ্গলবার (২১ ডিসেম্বর ) সকাল ১১ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ভোলা জেলার কিংবদন্তি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সাবেক সভাপতি এবং লালমোহন উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও লালমোহন শাহবাজপুর কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সাবেক সভাপতি অধ‍্যক্ষ এ.কে.এম নজরুল ইসলাম এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ভোলা -৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ।তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।
 এমপি শাওন পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করাই । সেখান থেকে তিনি শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন।

‘পদ পদবী পেয়ে নেতা কর্মীর খোঁজ রাখবেন না, যুবলীগে তেমন নেতার দরকার নাই’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে সামশ পরশ বলেছেন, পদ পদবী পাবেন নেতা কর্মীর খোঁজ খবর রাখবেন না, যুবলীগে এমন নেতার দরকার নাই। প্রতিটি নেতা-কর্মীর খোঁজ রাখতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সম্পাদক হবেন আর অসুস্থ নেতা-কর্মীদের খেয়াল করবেন না, মহিলা সম্পাদক হবেন আর মহিলারা নির্যাতন আর নিপিড়িত হবে তাদের খোঁজ খবর রাখবেন না, অথবা আইন সম্পাদক হবেন আর নেতা-কর্মীদের আইনি সাহায্য সহযোগিতা দিবেন না, এই রকম নেতা আমাদের সংগঠনে দরকার নাই।

সোমবার দুপুর ১টার দিকে পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে পটুয়াখালী জেলা যুবলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন যুবলীগ চেয়ারম্যান পরশ।

 

জেলা যুবলীগের আহবায়ক এড. আরিফুজ্জামান রনি’র সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এড. শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল বলেন, সারা বাংলাদেশে আমি বহু সভা সমাবেশ করেছি, তবে আজকে পটুয়াখালীর সম্মেলন স্থলে যে মানুষের স্রোত দেখেছি, নেতা কর্মীদের স্রোত দেখেছি তাতে এখান থেকেই পটুয়াখালী যুবলীগের শুভ সূচনা হবে। আর জামাত-বিএনপির ষড়যন্ত্র উপড়ে ফেলে দাঁত ভাঙ্গা জবাব দেবে আমার প্রাণের সংগঠন যুবলীগ পটুয়াখালীর নেতা-কর্মীরা।
সম্মেলনে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. মো. শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনসহ কেন্দ্রীয় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) দুপুরে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভীড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের ৩১ জানুয়ারিতে শ্বাসকষ্ট নিয়ে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের।

ওইদিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান ওবায়দুল কাদের। সে সময় শ্বাসকষ্ট অনুভব হওয়ায় ১০ মিনিট পর কার্যালয় থেকে বের হয়ে যান। পরে সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যান তিনি। এর আগে ২০১৯ সালের ৩ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের।

কানাডায় ঢুকতে না পেরে ঢাকার পথে ডা. মুরাদ

কানাডায় প্রবেশ করতে না পেরে সেখান থেকে ঢাকা ফেরার পথে এখন দুবাই বিমানবন্দরে আছেন সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। রবিবার ঢাকা ফেরার জন্য টিকিটি কেটেছেন তিনি।

তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কাল সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছেন। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার অবস্থানের ব্যাপারে কিছু জানা নেই তার।

বিতর্কিত মন্তব্য এবং এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের জের ধরে পদত্যাগের পর আত্মগোপন, অবশেষে বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে যাত্রা। ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে আটকে দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি। ভ্রমণ সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় কানাডায় ঢুকতে দেয়া হয়নি মুরাদ হাসানকে। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। বিপুল কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয়।

এর আগে, অডিও কেলেঙ্কারি-নানান আলোচনা সমালোচনার পর মন্ত্রীত্ব ও দলীয় পদ হারিয়ে গত বৃহস্পতিবার রাত ১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

ডাক্তার মুরাদ ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সেখানে ছাত্রলীগের রাজনীতি করতেন। ছিলেন সে প্রতিষ্ঠানটির ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি। তবে মেডিক্যাল কলেজের শিক্ষা জীবনের শুরুর কিছু দিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

কয়েদি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, কয়েদি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

হানিফ বলেন, সাজাপ্রাপ্ত কয়েদির দণ্ড স্থগিত করে বিদেশে পাঠানোর কোন সুযোগ নেই। তা আমাদের দেশ কিংবা পৃথিবীর  কোন দেশই পারমিট করে না। কারণ অন্যদেশে এদেশের আইন ওই কয়েদির ওপর কার্যকর করা সম্ভব নয়। খালেদা জিয়াও কয়েদি, এজন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ  নেই।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আনোয়ার  হোসেন খাঁন এমপি, লক্ষ্মীপুর  পৌরসভার নবনির্বাচিত মেয়র  মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।-বাসস

স্বামী বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভারত আমাদের এমন প্রতিবেশী, যেখানে আমাদের একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে ভারত। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মুক্তিযুদ্ধের সময়ে ভারত নানাভাবে আমাদের পাশে ছিল। সহযোগিতা করেছে। শিশুকে লালন-পালনের মতো করে নতুন রাষ্ট্রকে সহযোগিতা দিয়েছিল প্রতিবেশী রাষ্ট্র।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘মৈত্রীর বন্ধনে সুবর্ণ সম্প্রীতি’ আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে যে সহযোগিতা করেছে সেগুলো মনে রাখতে হবে। কিন্তু ১৯৭৫ সালের পরে যারা দেশের ক্ষমতায় এসেছেন তারা নানাভাবে ভারতের সঙ্গে বিরোধে জড়িয়েছেন। ভারতের এত অবদান তারা ভুলে গিয়েছে। তারা কখনো বন্ধু হিসেবে মেনে নেয়নি। যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারাই ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে। অথচ স্বামী বদলাতে পারবেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না।

তিনি বলেন, বিদেশ থেকে মাল আনতে হত, গ্যারান্টি কে দিত? ভারত সরকার গ্যারান্টি দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন এনেছে, কে গ্যারান্টি দিয়েছে? তারা দিয়েছে। কৃতজ্ঞ জাতি হিসাবে ভারতের সেই অবদানকে স্বীকার করতে হবে।

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বক্তব্য দেন।