আগৈলঝাড়ায় মায়ের সাথে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশালের আগৈলঝাড়ায় নওরীন হাওলাদার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ী গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

সোমবার (২৭ জুলাই) সকালে ওই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (২৬ জুলাই) রাতে ওই ছাত্রীর বাড়ির পাশে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মায়ের সাথে অভিমান করে রবিবার সন্ধ্যার পরে বাড়ির পাশের আম গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয় স্কুলছাত্রী নওরীন। পরে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে স্থানীয় পয়সা আদর্শ জেনারেল হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক নওরীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বরিশালে চোরচক্রের ৩ সদস্য আটক

বরিশাল চুরি হওয়া ৪টি বাইসাইকেল ও ৪টি মোবাইল সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

আটক কৃতরা হলেন- মোঃ আনিস, মোঃ সোহান, মোয়াজ্জেম হোসেন।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ৫ জুলাই গভীর রাতে পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেনের বাসা থেকে ৩টি মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে কাউনিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করার পর উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে এসআই আহসান উল্লাহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ২৬ জুলাই কাউনিয়া এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া Walton Primo NF4 মোবাইলসহ আরো ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম আরও জানান, কাউনিয়া থানার এসআই জিহাদুল কবির তার নির্দেশে ২৫ জুলাই রাতে পলাশপুর ২ নং গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে মোঃ আনিসকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে এবং তার দেয়া তথ্য অনুসারে পলাশপুর মাঠবাড়িয়া থেকে সোহানকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আনিস ও সোহান বরিশালের বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করে বরিশাল ও বাইরের অন্য জেলায় বিক্রি করত।

গ্রেফতারকৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশালে করোনায় একদিনে শেবাচিমে দুই চিকিৎসকের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে পাশ করা ২ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তাদের মধ্যে একজন হলেন ১২তম ব্যাচের ডা.এনায়েত উল্লাহ ও অন্যজন হলেন ১৯তম ব্যাচের ডা.বদিউজ্জামান হীরা।

রোববার (২৬ জুলাই) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঝালকাঠিতেছাত্র লীগের বৃক্ষ রোপণ

আরিফুর রহমান আরিফ:

বিশ্ববব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষা করতে কেন্দ্রিয় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এস. এম আল-আমীনের নেত্রিত্বে নলছিটিতে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে নলছিটি সরকারী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে একটি ফলজ গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসুচি শুরু করা হয়।

এসময় নলছিটি সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম কবির,নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার,সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হান সহ উপজেলার সকল স্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেণ, এই বৈশ্বিক মহামারী করোনার কারনে আমার প্রানের সংগঠন বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগ নানান কর্মসূচী নিয়ে সফল ভাবে কাজ করেছে। তারই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ ইতিমধ্যে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া শ্রমিক সংকটে অসহায় কৃষকদের ধান কাটা এ ছাড়াও পরিবেশ রক্ষায় আমাদের সবুজের বনায়ন গড়ে এবং বৃক্ষ রেপন কর্মসূচি সফল করতে আমরা রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায়, স্কুল-কলেজ চত্বরসহ আশপাশ এলাকায় বৃক্ষরোপণ করেছি। তবে উপজেলার প্রতিটি ইউনিয়ণেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ নিয়ে নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার বলেণ, ছাত্রলীগ শুধু ছাত্র সংগঠনই নয়, এটা একটি মানবিক সংগঠন। করোনা, বন্যা কিংবা ঝড়, সব সময় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ায় ছাত্রলীগের নেতাকর্মী। আজ বিপন্ন পরিবেশ রক্ষায় আমাদের সবুজের বনায়ন গড়তে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নলছিটিতে বৃক্ষ রোপন করা হয়েছে।

বানারীপাড়ায় আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসের ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরন

নিউজ ডেস্ক: বিশ্ব ব্যাপী নভেল করোনা ভাইরাসের মহামারীর দুর্যোগে ও ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরন শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান (আনিস)। তিনি নিজ অর্থায়নে মরনঘাতি করোনা ভাইরাস(কোভিড-১৯) দুর্যোগে, ঈদুল আযহা উপলক্ষে বানারীপাড়া উপজেলায় কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেছেন।

ধারাবাহিক বিতরনের প্রথম দিনে বানারীপাড়ার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহাজাহান হাওলাদার,সহসভাপতি সাহেব আলী হাওলাদার,খলিল বালী,সবুর মল্লিক,সাধারণ সম্পাদক মো.সুলতান হোসেন মীর,যুবলীগ নেতা জসিম মীরের সহযোগীতায় ২৬ জুলাই সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা পৌর শহরের ফেরিঘাটে অবহেলিত কর্মহীন,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদুল আযহার উপহার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদুল আযহা সামনে রেখে করোনায় বিপর্যস্ত এলাকার অসহায় মানুষের জীবন বাচাঁনোর তাগিদে প্রত্যেককে চাল,ডাল,তেল,আলু,পেয়াজ ও সাবান বিতরন করা হয়।

এবিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান ঈদুল আযহা ও মহামারি নভেল করোনায় বিপর্যস্ত মানুষকে ধারাবাহিক ভাবে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার কর্মহীন ও অসহায় মানুষদের ঈদুল আযহার উপহার সামগ্রী পৌছে দেয়া হবে।

বরিশালে ৬০ হাজার টাকায় ‘ইনটেনসিভ ভেন্টিলেটর’ মেশিন তৈরি করলেন শিক্ষক

মাত্র ৬০ হাজার টাকায় ‘ইনটেনসিভ ভেন্টিলেটর’ মেশিন তৈরির দাবি করেছেন বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিবি) এর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা। বিদেশ থেকে আমদানি করা মেশিনের মতই এই মেশিন শ্বাসকষ্ট সমস্যার রোগীদের জন্য কাজ করবে বলে জানান তিনি। যেটি করোনাকালে দেশে খুবই প্রয়োজন।

রোববার (২৬ জুলাই) বেলা ১২টায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা।

এ সময় তিনি আরও বলেন, দুই মাসের গবেষণায় তিনি এই যন্ত্রটি তৈরি করেছেন। বিদেশি যন্ত্রপাতি ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে এটি বানানো হয়েছে। তবে সরকারি অনুমোদনের জন্য এখনও বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলে (বিএমআরসি) আবেদন করা হয়নি বলে জানান তিনি।

এই মেশিনটি ব্যবহারে বিদেশ থেকে আমদানির খরচ কমবে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, এ ধরনের চায়না থেকে আমদানি করা মেশিনের দাম সাড়ে ৩ লাখ টাকা। ব্রিটেন,আমেরিকা ও জার্মানের মেশিন কোম্পানি ভেদে ৮ থেকে ৩৩ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মো. আফজাল হোসেন, বিওটি চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী ভারপ্রাপ্ত রোজিস্ট্রার মো. লোকমান খান প্রমুখ।

বরিশালে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বরিশালে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। রোববার বিকালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের হেলিপ্যাড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাকেরগঞ্জের বাসিন্দা ইজিবাইক চালক কুদ্দুস মোল্লা (৫০) এবং মোটরসাইকেল চালক পিরোজপুর জেলার বাসিন্দা আরিফুল ইসলাম (২৪)।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য ইজিবাইক চালক কুদ্দুস মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় বলে জানান তিনি।

বরিশালে খানাখন্দে ভরে গেছে মহাসড়ক

বরিশালসহ দক্ষিণাঞ্চলের একমাত্র প্রবেশ পথ বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী বাসষ্ট্যান্ড থেকে ভুরঘাটা বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কের বিভিন্ন এলাকায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের বেশ কিছু এলাকায় টিউমার দেখা দিয়েছে। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। মহাসড়কের বিভিন্ন এলাকার ভূরঘাটা থেকে জয়শ্রী বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কের বিভিন্ন এলাকায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের কয়েক জায়গায় উচু হয়ে টিউমার সৃষ্টি হয়েছে। এতে করে খানাখন্দে পরে প্রতিনিয়ত মোটরসাইকেল চালকরা দূর্ঘটনার স্বীকার হচ্ছেন।

মহাসড়ক দিয়ে চলাচলকারী মালবাহী ও যাত্রীবাহী পরিবহন চালকরা জানান, জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকায় ছোট বড় অসংখ্য গর্ত রয়েছে। চলন্ত গাড়ীর চাকা গর্তের মধ্যে ইঞ্জিন ও টায়ার-টিউবে সমস্যা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। একাধিক মোটরসাইকেল চালকরা জানান, বৃষ্টি নামলেই মহাসড়কের গর্তে পানী জমে থাকে। ফলে গর্ত আর চোখে পরেনা। এমন পরিস্থিতিতে বাইকের গতি কম থাকলেও গর্তে পরে দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে।

এছাড়াও বড় যানগুলো মোটরসাইকেল আরোহীদের গর্তে জমে থাকা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। এতে করে ভোগান্তি বাড়ছে ছোট যানচালকদের। গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে সৃষ্টি হওয়া খানাখন্দের কারনে ইতিমধ্যে কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। বিষয়টি বরিশাল সড়ক জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে।

বরিশাল সড়ক ও জনপথ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, গত তিন বছর পূর্বে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কটি সংস্কার করা হয়েছিলো। ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে সড়ক সংস্কারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ডিপার্টমেন্টাল ভাবে সড়কটি সংস্কার কাজ চলমান আছে বলেও তিনি উল্লে­খ করেন।

বিএমপি পুলিশের উত্তর বিভাগের বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এ কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে পুলিশ সাধারন জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।জনগনের কাছে পুলিশি সেবা পৌঁছে দিয়ে যে সুনাম অর্জন করেছে, এ সুনামকে কাজে লাগাতে হবে। সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি সেবা দিতে হবে। জনগনের পুলিশে পরিনত হতে হবে।

এ সময় তিনি আরও বলেন, দেশকে মাদক মুক্ত করতে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। নিজেরা মাদক মুক্ত হয়ে সমাজ থেকে মাদককে চির বিদায় জানাতে হবে।সকল প্রকার অন্যায় অপরাধ তথা দুর্নীতি থেকে পুলিশকে মুক্ত থাকতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদক, দুর্নীতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতার বিরুদ্ধে কাজ করলে এদেশটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে।

পরে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সাথে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) সম্পন্ন হয়েছে। এ চুক্তির মাধ্যমে বিএমপি উত্তর বিভাগের আগামী ১ বছরের কর্মপরিকল্পনা বিএমপি কমিশনারের হাতে হস্তান্তর করা হয়।

এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন,সরকারি কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য।সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সংহত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ন উদ্দেশ্য এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য পূরন করা এবং সকল স্তরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করন এবং জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি বাস্তবায়ন করা অপরিহার্য।

আরও উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ জুলফিকার আলি হায়দার,উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোক্তার হোসেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খাঁন মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ মনজুর রহমান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান প্রমুখ।

আগ্রহ নেই লঞ্চ যাত্রীদের, বরিশালে বুকিং কাউন্টার ফাঁকা

দেশে করোনাভাইরাস পরিস্থিতি আর সরকারি ছুটি কম থাকায় পবিত্র ঈদুল আযহায় নাড়ীর টানে বাড়ি ফেরা লঞ্চ যাত্রীদের আগ্রহ অনেকটা কমেছে। গত বছর কোরবানির অগ্রিম টিকিট বিক্রিকালে হাহাকার আর বুকিং কাউন্টারগুলোতে পা রাখা জায়গা না থাকলেও এবছর দেখা গেছে এর উল্টোচিত্র। বিগত বছরগুলোতে আগাম টিকিট কোরবানির এক সপ্তাহ আগে বিক্রি শেষ হলেও এবার কাউন্টারগুলো অধিকাংশ সময় থাকছে ফাঁকা।

লঞ্চের টিকিট বুকিং কাউন্টার সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শনিবার (১৮ জুলাই) থেকে শুরু হয়েছে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং কার্যক্রম। বিক্রির শুরুর এক সপ্তাহের বেশি অতিবাহিত হলেও স্বাভাবিক দিনের মতোই কেবিনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। অগ্রিম টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকায় দিনের বেশির ভাগ সময় কাউন্টারগুলো ফাঁকা থাকে।

সরেজমিনে দেখা যায়, এমভি মানামী লঞ্চের টিকিট বুকিং কাউন্টারের দুই কর্মচারী ছাড়া কেউ নেই। এমভি কুয়াকাটা ২ টিকিট কাউন্টার একজন অগ্রিম টিকিট প্রত্যাশী থাকলেও তারা তিন/চার দিনে মাত্র ১৫-১৬টি অগ্রিম টিকিট বিক্রি করে বুকিং দিয়েছেন।

এছাড়াও এমভি সুন্দরবন ও এমভি সুরভী লঞ্চের টিকিট বুকিং কাউন্টারের দেখা গেছে, ঘণ্টায় ১০-১২ জন অগ্রিম টিকিট নিলেও বাকি সময়টায় কাউন্টার থাকে ফাঁকা।

আরও জানা গেছে, ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন অনুযায়ী ২৪-২৫টির মতো বেসরকারি লঞ্চ এবং রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) পাঁচটি জাহাজ ও স্টিমার চলাচল করে।


করোনা পরিস্থিতিতে এখনো ঈদের বিশেষ সেবা নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে শেষের দিকে যাত্রীর চাপের ওপর নির্ভর করবে বিশেষ সেবার ব্যবস্থা।

সুন্দরবন লঞ্চের টিকিট বুকিং কাউন্টারে অগ্রিম টিকিট বুকিং দিতে আসা কামরুল হুদা জানান, প্রতিবছর ঢাকা থেকে তার বড় দুইভাই পরিবারসহ বরিশালের জাগুয়া গ্রামে নিজ বাড়িতে ঈদের ছুটিতে আসেন। তাই লঞ্চে ৬/৭টা কেবিন বুকিং দেন। কিন্তু এবার করোনার কারণে তার ভাইয়ের পরিবার ঢাকায় অবস্থান করায় বড় ভাইয়ের জন্য মাত্র একটি কেবিন বুকিং দেন তিনি।

এমভি সুরভী লঞ্চের টিকিট বুকিং কাউন্টার ইনচার্জ মো. ফারহান ফেরদাউস বলেন, ‘শুধু বৃহস্পতিবার (৩০ জুলাই) একদিনের অগ্রিম টিকিটের কিছু চাপ থাকলেও টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এবার কোরবানির এক সপ্তাহ আগে মাত্র ৩০ ভাগ টিকিট বিক্রি হলেও সামনের দিনগুলোতে বাকি টিকিট বিক্রি নিয়ে আছি দুশ্চিন্তায়। কেননা এবার করোনার কারণে সরকারি ছুটি কম, আবার ঢাকার বিভিন্ন অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের যাতায়াতে নিষেধাজ্ঞা থাকার কথাও শোনা গেছে।’

এমভি কুয়াকাটা ২ লঞ্চ কোম্পানির ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন বলেন, ‘করোনার কারণে চলতি বছরে গেল ঈদুল ফিতরে লঞ্চ চলাচল বন্ধের সেই লোকসান কাটিয়ে কোরবানিতে সমান সমান থাকার আশা করছিলাম। কিন্তু কোরবানিতে অগ্রিম টিকিট বিক্রির কোনো প্রভাব পড়েনি। তিন/চার দিনে মাত্র ১৫/১৬টি অগ্রিম টিকিট বিক্রি করেছি। এতে করে দিনে দিনে লোকসানের পাল্লা বেড়ে যাচ্ছে।

বরিশাল সুন্দরবন নেভিগেশন ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, ‘করোনার কারণে কোরবানি উপলক্ষে বাড়ি ফেরা মানুষের লঞ্চের অগ্রিম টিকিট বুকিংয়ের কোনো প্রভাব পড়েনি। গত বছর এই দিনে অগ্রিম টিকিট বিক্রি করে দিশেহারা হয়ে যেতাম। সবার চাহিদা পূরণ করতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রির আগে স্লিপ দেয়া হলেও ৫টি কেবিনের চাহিদার বিপরীতে ২/৩ দেয়া হত। এবার স্লিপ তো দূরের কথা অগ্রিম টিকিট বিক্রির শুরুর ৮ দিনেও ৩৫ ভাগ টিকিটও বিক্রি হয়নি। যাত্রীদের কোরবানি যাত্রায় আগ্রহ কম থাকায় দিনের বেশিভাগ সময়ই টিকিট বুকিং কাউন্টার ফাঁকা থাকে।’

এমন দশা চলমান থাকলে কোরবানির সময় প্রতিটি লঞ্চযাত্রায় লোকসানের উপরেও লোকসান হবে বলে ধারণা করছেন এই কাউন্টার ব্যবস্থাপক।