পিরোজপুর প্রাইভেট টিউশন শিক্ষকের লাশ উদ্ধার

পিরোজপুর সদর থানা পুলিশ প্রকাশ সরকার (৩৮) নামের একজন প্রাইভেট পড়ানো শিক্ষক লাশ উদ্ধার করেছে। বুধবার সন্ধ্যার দিকে শহরের পাড়েরহাট সড়কে এমপির মোড় নামক এলাকার একটি বাড়ির দোতালার কক্ষ ভেঙে এ লাশ উদ্ধার করা হয়। এদিকে তার মৃত্যু রহস্য ঘেড়া বলে দাবি করেছেন স্থানীয়রা।

নিহত প্রকাশ সরকার খুলনার দাকোপ থানার হরিনটানা গ্রামের প্রফুল্ল সরকারের পুত্র।

উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করেছেন নিহতের ভাই পিরোজপুর রূপালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিসার বিকাশ সরকার। লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর

পিরোজপুর সদর থানা পুলিশ প্রকাশ সরকার (৩৮) নামের একজন প্রাইভেট পড়ানো শিক্ষক লাশ উদ্ধার করেছে। বুধবার সন্ধ্যার দিকে শহরের পাড়েরহাট সড়কে এমপির মোড় নামক এলাকার একটি বাড়ির দোতালার কক্ষ ভেঙে এ লাশ উদ্ধার করা হয়। এদিকে তার মৃত্যু রহস্য ঘেড়া বলে দাবি করেছেন স্থানীয়রা।

নিহত প্রকাশ সরকার খুলনার দাকোপ থানার হরিনটানা গ্রামের প্রফুল্ল সরকারের পুত্র।

উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করেছেন নিহতের ভাই পিরোজপুর রূপালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিসার বিকাশ সরকার। লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতনন্তে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

থানা সূত্রে জানা যায়, প্রকাশ সরকার শহরের এমপির মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী ফায়েজুর রহমানের বাসার ২য় তলায় একটি কক্ষে একা ব্যচেলর হিসেবে ভাড়াটিয়া থেকে শহরের বিভিন্ন স্থানে প্রাইভেট পড়াতেন। তিনি জেলা ভান্ডারিয়া পূর্ব ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ে চাকরির চেষ্টা করে আসছিলেন। ঘটনার ২/৩দিন আগে প্রকাশ সরকার ভাসমান তরকারি ব্যবসায়ী আবুল বাশারের কাছ থেকে বাকীতে তরকারি কিনেছিলেন। বুধবার বিকালের দিকে তরকারি ব্যবসায়ী পাওনা টাকা নিতে এসে প্রকাশ সরকারের কক্ষের দরজা বন্ধ দেখেন এবং পচাঁ গন্ধ পান। এসময় তিনি বাড়ির মালিককে বিষয়টি অবগত করলে এক পর্যায়ে সদর থানা পুলিশকে খবর দেন। তবে নিহতের শরীরে আগুনে পোড়া দাগ রয়েছে। তবে ঠিক কি কারনে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয় নি।

পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বলেন, আমরা গন্ধ পেয়ে দরজা খুলে একটা লাশ পেয়েছি। শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। লাশ বর্তমানে যে অবস্থায় আছে তাতে বলা মুশকিল যে এটা কি খুন নাকি অন্য কিছু। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতনন্তে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

থানা সূত্রে জানা যায়, প্রকাশ সরকার শহরের এমপির মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী ফায়েজুর রহমানের বাসার ২য় তলায় একটি কক্ষে একা ব্যচেলর হিসেবে ভাড়াটিয়া থেকে শহরের বিভিন্ন স্থানে প্রাইভেট পড়াতেন। তিনি জেলা ভান্ডারিয়া পূর্ব ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ে চাকরির চেষ্টা করে আসছিলেন। ঘটনার ২/৩দিন আগে প্রকাশ সরকার ভাসমান তরকারি ব্যবসায়ী আবুল বাশারের কাছ থেকে বাকীতে তরকারি কিনেছিলেন। বুধবার বিকালের দিকে তরকারি ব্যবসায়ী পাওনা টাকা নিতে এসে প্রকাশ সরকারের কক্ষের দরজা বন্ধ দেখেন এবং পচাঁ গন্ধ পান। এসময় তিনি বাড়ির মালিককে বিষয়টি অবগত করলে এক পর্যায়ে সদর থানা পুলিশকে খবর দেন। তবে নিহতের শরীরে আগুনে পোড়া দাগ রয়েছে। তবে ঠিক কি কারনে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয় নি।

পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বলেন, আমরা গন্ধ পেয়ে দরজা খুলে একটা লাশ পেয়েছি। শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। লাশ বর্তমানে যে অবস্থায় আছে তাতে বলা মুশকিল যে এটা কি খুন নাকি অন্য কিছু। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বরিশাল বোর্ডের ৮ কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইনসহ ৮ কর্মকর্তা-কর্মচারীর সম্পদের বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের বরিশাল সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রণজিত কুমার কর্মকার স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক নোটিশ গত রোববার বরিশাল বোর্ডে পৌঁছেছে। বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নোটিশপ্রাপ্তরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন, সাবেক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ ফারুক (কয়েক মাস আগে স্বেচ্ছায় চাকরি থেকে অবসরগ্রহণকারী), শাখা কর্মকর্তা শহিদুল ইসলাম, উচ্চমান সহকারী সুজাতা স্বর্ণকার, সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহকারী গোবিন্দ চন্দ্র পাল, মনির হোসেন, নিতাই ও শংকর।

নোটিশপ্রাপ্তদের আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের এবং পরিবারের (স্ত্রী-সন্তান) সম্পদের বিবরণী দুদক কার্যালয়ে প্রেরণের জন্য বলা হয়েছে নোটিশে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস বলেন, গত রোববার দুদক থেকে পৃথক দুটি নোটিশ আসে শিক্ষা বোর্ডে। একটি নোটিশ সরাসরি সেকশন অফিসার শহীদুল ইসলামের কাছে দিয়েছে দুদক। অপর নোটিশে ৭ কর্মকর্তা-কর্মচারীর সম্পদের তথ্য চেয়ে তার (চেয়ারম্যান) বরাবর চিঠি দেয়া হয়। তিনি পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ৭ জনকে ওই চিঠির অনুলিপি দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর (২০১৯) এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে উচ্চতর গণিত বিষয়ে ১৮ শিক্ষার্থীর জালিয়াতি ধরা পড়ে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দেয়। তদন্ত কমিটি বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, পরীক্ষক, নিরীক্ষক, প্রধান পরীক্ষক, নিরাপত্তাকর্মীসহ ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ এবং দুটি ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে তদন্ত প্রতিবেদন তৈরি করে।

তদন্তে প্রমাণিত হয়, চক্রটি দীর্ঘ বছর ধরেই জালিয়াতির মাধ্যমে ফেল থেকে পাস এবং জিপিএ-৫ পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জালিয়াতির ঘটনায় অফিস সহকারী গোবিন্দ চন্দ্র পাল, শংকর, নিতাই, মনির হোসেনকে বরখাস্ত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

গত ২৬ আগস্ট শিক্ষাবোর্ডের তৎকালীন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম বাদী হয়ে অফিস সহকারী গোবিন্দ চন্দ্র পাল ও সংশ্লিষ্ট ১৮ পরীক্ষার্থীসহ মোট ১৯ জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পুলিশের অপরাধ গোয়েন্দা বিভাগ (সিআইডিতে) তদন্ত করছে।

বরখাস্তকৃত কর্মচারী গোবিন্দ চন্দ্র পালকে ২০১৯ সালের ৫ নভেম্বর আটকের পর তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ছাড়া পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী উজ্জল কর্মকার নামক আরেক পরীক্ষার্থীকে গ্রেফতার করে সিআইডি।

বরিশালে করোনা কার্যক্রম নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

বরিশাল নগরীর আবাসিক এলাকা ফকিরবাড়ি রোডস্থ মাতৃছায়া শিশু কিন্ডার গার্ডেন স্কুল কমপাউন্ডে জেলা বাসদ) অফিস কক্ষ ছেড়ে দিতে বলায় সাবলেট মালিকদের সাথে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কোতয়ালী মডেল থানার এসি, ওসি থেকে সকল পর্যায়ের পুলিশ কর্মকতারা ঘটনাস্থলে এসে উত্তেজিত কয়েকটি গ্রুপকে শান্ত করেন।

জানা গেছে- আজ বুধবার (২৯ জুলাই) সকালে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বাসদ কার্যালয়ে পথের মুল রাস্তা সংলগ্ন গেট বন্ধ করে দেওয়াসহ পিছনের ভাড়াটিয়া বাসদ কার্য়ালয়ের সাপ্লাই পানির লাইন বন্ধ করে দেয়। এ ঘটনা শুনে নগরের স্বনামধন্য নাগরীক খান বাহাদুর হাসেম আলি খানের নাতি নজরুল ইসলাম খান (৭০) বিষয়টি সুজিত কুমার দেবনাথের কাছে জানতে চাইলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। এ ঘটনায় বরিশাল জেলা বাসদ সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী ও তার সমর্থকদের মাঝে সংবাদ ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে বাসদ শ্রমীক সদস্যসহ বিভিন্ন সমর্থকরা জড়ো হয়ে সুজিতের উপর মারমুখী হয়ে ওঠায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে সুজিত কুমার দেবনাথ তিনিও তার লোকজনকে সংবাদ দিলে তারাও এসে হাজির হলে দু’গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মুখামুখী ও হাতাহাতিসহ ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং মনিষার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন ও শ্লোগান দিয়ে সুজিতের গ্রেফতারের দাবী করেন।

পরবর্তীতে ঘটনাস্থলে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলামের নেতৃত্বে থানার বেশ কিছু অফিসার ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও পুলিশের সামনে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় থানা পুলিশ ধর্যের পরিচয় দিয়ে সবাইকে সড়িয়ে দিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরবর্তীতে ঘটস্থলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গাজী আকতারুজ্জামান হিরু ও সাবেক কাউন্সিলর নিজামুল ইসলাম নিজাম এসে সকলকে সড়িয়ে দেয়।

এসময় হিরু বলেন- ফকিরবাড়ি একটি আবাসিক এলাকা এখানে কোন ধরনের করোনা কর্মকাণ্ড করতে দেয়া হবে না। এখানে করোনার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হওয়ার কারণে এলাকার মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তাই এটা মহৎ উদ্দেশ্যমূলক কাজ হলেও তারা চান না এখানে এ ধরনের কর্মকাণ্ড চলুক।

জানা গেছে- ফকিরবাড়ির ওই বাড়িটি মরহুম বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম চৌধুরীর। তার সন্তানদের কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়ে মাতৃছায়া শিশু কিন্ডার গার্ডেন চালু করেন। পরবর্তীতে বাড়ির ভিতর সুজিত তার নিকটতম এক আত্মীয়কে একটি ‘ল’চেম্বার হিসাবে একটি কক্ষ ভাড়া দেন। অপরদিকে ডাঃ মনিষা চক্রবর্তী বিজ্ঞান আন্দোলন মঞ্চ সংগঠনের নামে সুজিত কুমার কাছ থেকে একটি কক্ষ ভাড়া নিয়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এছাড়া গত মার্চ থেকে বিশ্বব্যাপি প্রাণঘাতী করোনা প্রাদুভার্ব দেখা দিলে করোনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য নগরের সকলস্থানে জেলা বাসদ সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর নেতৃত্বে তার দল বাসদ এগিয়ে আসে। পর্যায়েক্রমে মনীষা একই বাড়ির ভিতরে আরো একটি ঘড় ভাড়া নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন স্থানের করোনাকালীন সময়ে অসহায় মানুষদের খাদ্য, চিকিৎসা, মানবেতর বাজারের মাধ্যমে ফ্রি খাদ্য বিতরণ এবং করোনা আকান্ত রোগীদের সন্ধান করাসহ বাড়ি বাড়ি গিয়ে তাদের ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের হাসপাতালে ভর্তি করার কার্যক্রম এখানে বসে পরিচালনা করা হতো। এতে করে করোনা থেকে সুরক্ষা দিতে বিভিন্ন জিনিস এখানে-সেখানে ফেলে রাখায় অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ মনীষাকে তার বাসা ছেড়ে দেয়ার জন্য বলেন।
মনীষা বাড়ি ছাড়তে রাজি না হলে সুজিত কোতয়ালী মডেল থানা অভিযোগ করেন। পরে স্থানীয়দের চাপে আজ সুজিত গেট ও পানির লাইন বন্ধ করে দেন। এ নিয়েই তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ সদস্যরা ঊভয় পক্ষসহ কাউন্সিলরদের পুলিশ কমিশনারে কাছে নিয়ে যাওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কারো সাথে কথা বলা যায়নি।

এ ব্যাপারে বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী বলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোক্তার হোসেনের কক্ষে এক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা অন্তত মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আগামী মাস পর্যন্ত করোনা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার নির্দেশ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোতয়ালী উপ-সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল, কোতয়ালী অফিসার ইনচার্চ (ওসি) নুরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গাজী আখতারুজ্জামান হিরু, বাসদ জেলা আহবায়ক ইমরান হোসেন রুমন ও সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

বরিশালে অবৈধ দুটি ড্রেজার ধ্বংস করলো এসিল্যান্ড

বরিশালে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বদিউল্লাহ গুচ্ছগ্রাম সংলগ্ন পশ্চিম রাজারচর গ্রামে দুটি অবৈধ ড্রেজার ধংস করেছে সদর উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ। সূত্র জানায়, বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে (আত্মঘাতি) ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে মাঠে নেমেছে সদর উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় আজ ওই ড্রেজার দুটি ধংস করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম। এসময় উপস্থিত ছিলেন, সার্ভেয়ার সিরাজুল ইসলাম, ফোরকান হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা।

জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান।

ববির দুই কর্মকর্তা করোনায় আক্রান্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ছাত্রাবাসের সেকশন অফিসার মো. জসিম উদ্দিন করোনার উপসর্গ নিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে সোমবার রাত ১০টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আজ তার করোনা রিপোর্ট হাতে পাওয়ার কথা আছে। করোনায় আক্রান্ত দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে কর্মরত ইঞ্জিনিয়ার আবুল বাশার এবং অর্থ ও হিসাব শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

করোনা আক্রান্ত এই দুই কর্মকর্তা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় সেখানেই নিচ্ছেন চিকিৎসা।

বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রফিক সেরনিয়াবাত এসব তথ্য নিশ্চিত করে বলেন, শেরে বাংলা ছাত্রাবাসের সেকশন অফিসার মো. জসিম উদ্দিনের করোনা রিপোর্ট এখনো হাতে পাইনি। বাকি দুজন করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত তাদের খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে করোনা আক্রান্ত হন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ৫ জন শিক্ষার্থী। তারা এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

বরিশালে আসামীর হাতে এএসআই আহত

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম রতরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির সিকদার হত্যা মামলা সহ ৮ মামলার আসামীর হাতে গত ২৭ জুলাই দুপুরে কাজীরহাট থানা পুলিশ এ এস আই হুমায়ন কবির (সুমন) আহত হয়েছে বলে খরবর পাওয়া গেছে।

থানা সূএে জানাগেছে, গত সোমবার কাজীরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান ও পলাতক আসামীদের সন্ধানে বিশেষ অভিযান হয়। এই অভিযানে ছিলেন এ এস আই হুমায়ন কবির (সুমন), এ এস আই প্রসীত ভৌমিক, এস এস আই আব্বাস উদ্দিন পশ্চিম রতনপুর গ্রামে অভিযান পরিচালনা কালে সাবেক ইউপি সদস্য ৮ মামলার আসামী হুমায়ন কবির সিকদার পুলিশের সাথে বাক বিতন্ডাতা করে এক পর্যায় এ এস আই হুমায়ন কবির সুমন কে নোছ প্লাস দিয়ে বাম হাতে আঘাত করে।

পূর্নরায় এ এস আই প্রসীত ভৌমিককে ও আঘাতাতের চেষ্টা চালালে পুলিশ তাকে ধরে ফেলে এক পর্যায় দৌড়ে খালে লাফিয়ে পড়ে পালিয়ে যাবার চেষ্টায় ব্যর্থ হয়েছে। অবশেষে এমন সংবাদ কাজীরহাট থানা পুলিশ জানতে পেয়ে ১০/১২ জন পুলিশ গিয়ে নিয়ে আসে কাজীরহাট থানায়।

অপর দিকে আহত এ এস আই হুমায়ন কবির সুমন কে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছেও বলে জানায়। ঘটনায় ঐ দিনেই পুলিশ বাদী হয়ে মামলা করেন মামলা নং ৯ তাং ২৭/৭/২০২০ তাং বাদী এ এস আই হুমায়ন কবির সুমন।

কাজীরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের সাথে আলাপ করলে তিনি ঘটনা সত্যতা স্বিকার করে বলে গত ২৮ জুলাই ৮ মামলার আসামী কে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। এ এস আই প্রসীত ভৌমিক জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে আমাদের পুলিশ সদস্য কে আহত করে।

করোনায় শেবাচিমের প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকালে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন।

ডা. আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ছিলেন।

এফডিএসআরের তথ্যমতে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ চিকিৎসক।

চাকরি হারালেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ১৯ শিক্ষক-কর্মচারী

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আমন্ত্রিত ১৯ জন শিক্ষক-কর্মচারীদের অব্যাহতি দেয়া হয়েছে। ২৭ জুলাই প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে দেয়া হয়েছে। সরকারি মডেল স্কুল এন্ড কলেজটির স্থায়ী শিক্ষক ও কর্মচারীদেরকে আত্তীকরন করা হয়েছে ১৯ জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে। ২৬ জুলাই আত্তীকৃত‌ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যোগদানপত্র জমা দিয়েছে।
২৭ জুলাই প্রতিষ্ঠানটির আমন্ত্রিত ১৯ জন শিক্ষক-কর্মচারী যাদের অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন শিক্ষক – স্বপন কুমার চক্রবর্তী, গৌরী প্রসাদ রায়, সমীর কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, আফিয়া হক, মোঃ আলমগীর হোসেন, অরুন কান্তি শিকদার, হাফিজুর রশীদ, মোস্তফা কামাল (মাসুম), টিটু সাহা, নিপা সাহা, মোঃ আজিম উদ্দিন, মোঃ জাকির হোসেন, মানিক লাল সাহা। কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য মোঃ রাশেদুজ্জামান, মোঃ আসাদুজ্জামান, রিতা রানী ,মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহিন।

নোটিশে বলা হয় – এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল আমন্ত্রিত শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-১৯ এর প্রেক্ষিতে সূত্র ক এর আলোকে তাদের মে-জুন ২০২০ মাসের সম্মানী প্রদান পূর্বক অত্র প্রতিষ্ঠানের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এছাড়া প্রতিষ্ঠানটির আরও এক জন আমন্ত্রিত শিক্ষক মহিবুল্লাহ মুহিব কে চলতি বছরের শুরুর দিকে মৌখিকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছিল। এদিকে ২০ এপ্রিল ২০২০ তারিখে ৮২ পিচ ফেনসিডিলসহ আটক হওয়া শিক্ষক নজরুল ইসলাম কেও অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে জরুরী প্রয়োজনে আমন্ত্রিত নুরুদ্দিন, শাহিন (ড্রাইভার), নয়ন, জিয়াউর রহমান কে অব্যহতি দেয়া হয় নি।

প্রতিষ্ঠানটি থেকে অব্যাহতি পাওয়া শিক্ষক ও কর্মচারীরা কর্ম হারিয়ে হতাশা ব্যক্ত করেছেন। একত্রে এত বেশী আমন্ত্রিত জনবল অব্যাহতি দেয়ার ফলে প্রতিষ্ঠানটি জনবল সংকট দেখা দিবে খোলার পর পরই। কলেজ শাখায় বেশী শিক্ষক থাকলেও মাধ্যমিক শাখায় চরম শিক্ষক সংকট দেখা দিবে। সুত্র জানায়, জনবল পুরনের জন্য প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মন্ত্রনালয়ে লিখিত ভাবে অবহিত করেছেন।

বরিশাল নগরীর ফুটপাত দখল মুক্ত করতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীতে যানজট মুক্ত করতে ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর আমতলার মোড়, বাংলা বাজার ও সদর রোডে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

এসময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, ঈদ উল আযহা উপলক্ষে নগরীকে যানজট মুক্ত করতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ফুটপাত অবৈধ দখল মুক্ত রাখা জরুরী হয়ে পড়েছে। জনসাধারনের সুবিধার্থে হকার ও ভ্রাম্যমান ব্যাবসায়ীদেরকে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে।নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (দক্ষিন) মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার(উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,টি আই আব্দুর রহিম প্রমুখ।

বরিশালে ডাকাত দলের সদস্য আটক

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৮ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার ইছাকাঠী এলাকার বাসিন্দা এস এম আমিনুল হকের বাসায় ডাকাতি হয়। এসময় ডাকাতরা স্বর্নালংকার, মোবাইল সহ মোট ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।

তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে অভিযান চালিয়ে আকিব খান নামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।