ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

আরিফুর রহমান আরিফ।।

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(৫ নভেম্বর)উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিব হোসেনকে সভাপতি ও আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন (০৩) বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।

ইউনিয়ন যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,আমরা ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগ আগামী দিনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি মহোদয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এছাড়া তার প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবো।

এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সকলের নিকট দোয়া কামনা করেছেন।

ঝালকাঠির রাজাপুরে বিধবাকে বসত বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে একটি মাদ্রাসা সম্প্রসারনের জন্য এক অসহায় বিধবার বসতবাড়ি দখল করে কাটাতারের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে বিধবার পক্ষ থেকে রাজাপুর থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। গতকাল মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এসব অভিযোগ করেন রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী তাসলিমা বেগম। গত ৩০ অক্টোবর গভীররাতে বসতবাড়ি থেকে উচ্ছেদের ঘটনাটি ঘটে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসলিমা বেগম অভিযোগ করেন, ২০/২২ বছর পূর্বে তার স্বামী মারা যান । স্বামীর ক্রয় করা আঙ্গারিয়া মৌজায় ১২ শতাংশ জমির ওপর তারা পুকুর কেটে বসত বাড়ি তৈরি করে বসবাস করতো । একই জমির ওপর তাদের পারিবারিক কবরস্থান যেখানে স্বামী আবুল কালাম ও ছোট মেয়ের কবর রয়েছে। স্থানীয় আঙাগারিয়া আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফরিদ তালুকদার ও তার দুই ছেলে মাদ্রসার প্রভাষক আমিনুল ইসলাম, নাসির তালুকদার মিলে তাসলিমা বেগম ও তার ছেলে মেয়েদেরকে উক্ত ১২ শতাংশ জমি থেকে উচ্ছেদ করতে নানা ধরনের যড়যন্ত্র শুরু করে । স্বামী আবুল কালাম জীবিত থাকা অবস্থায় আঙ্গারিয়া মাদরাসায় জুনিয়র শিক্ষক হিসেবে চাকুরী করতেন তাসলিমা। স্বামীর মৃত্যুর পর তাসলিমাকে চাকুরীচুত্য করা হয় । ২০১৯ সালে সন্ত্রাসী ভাড়া করে একাধিকবার বাড়ি থেকে উচ্ছেদের জন্য হামলা করা হয় । ফরিদ তালুকদার ও তার ছেলেদের হাত থেকে তাসলিমার একমাত্র ছেলে আব্দুর রহমানকে ঝালকাঠিতে রেখে লেখা পড়া করানো হয় । তাসলিমা বেগম অভিযোগ করেন আমাদের বসত বাড়ির ১২ শতাংশ জমি যে কোনভাবে নিজেদের নামে নিতে ব্যর্থ হয়ে গত ৩০ অক্টোবর রাত একটা দেড়টার দিকে আমিনুল ইসলাম ও নাসির তালুকদারের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা করে ভাংচুর করে এবং আসবাবপত্র ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং আমাকে মারধর করে ও আমার মেয়েদের শ্লীলতাহানীর চেস্টা করে। তাসলিমা কেগম আরও অভিযোগ করে বলেন, আমি হামলা ও ভাংচুর-উচ্ছেদের বিষয়ে ৩১ অক্টৈাবর রাজাপুর থানায় একখানা অভিযোগ দায়ের করলেও পুলিশ আমাদের কোনো সহযোগিতা করেনি । মাথাগোজার ঠাই হারিয়ে তাসলিমা বেগম এখন অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছে । দখলদাররা তাসলিমার বসতবাড়ির সিমানায় তারকাটা দিয়ে বেড়া দিয়ে রেখেছে । সেখানে মাদরাসা সম্প্রসারণ করা হবে। তাসলিমা ও তাঁর পাঁচ সন্তান বসতবাড়ি ফিরে পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে । তাসলিমা বেগমের অভিযোগের বিষয়ে রাজাপুর আঙ্গারিয়া আলীম মাদরাসার আরবীর প্রভাষক মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে মোবাইল ফোনে তিনি বলেন, তাসলিমা বেগমের অভিযোগ সত্য নয় । মাদরাসার কাছে আমাদের ক্রয় করা ৬ শতাংশ জমি রয়েছে, সেটা এতদিন খালি ছিল সেখানে আমরা বেড়া দিয়েছি । আমাদের জমিতে আমরা বেড়া দিয়েছি কারো বাড়িঘর আমরা ভাংচুর করিনি বা দখল করিনি।

ঝালকাঠিতে জেল হত্যা দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে টাউন হলের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার প্রতি ভালবাসার অর্ঘ্য তুলে দেন জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির ও জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম। পরে জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নলছিটিতে জেলেকে ০১বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের দায়ে সোমবার (২৬ অক্টোবর) আরিফ খান (২৮) নামের এক জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত আরিফ খান উপজেলার অনুরাগ গৌরিপাশা এলাকার বাসিন্দা, তার বাবার নাম সেলিম খান । সকালে বেশ কিছু নৌকা নদীতে অবৈধভাবে ইলিশ মাছ শিকারে নামলে প্রশাসনের টীম তাদের ধাওয়া করলে আরিফ তাদের হাতে আটক হন। অভিযানে আরও ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, নলছিটি পুলিশ ফাড়িতে কর্মরত এটিএসআই মো.এনামুল হক,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কম্পিউটার অপারেটর এমএ কাইয়ুম,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত প্রমুখ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু মুছা।

ঝালকাঠি সরকারী কলেজে ব্যবহারের অনুপযোগী ভবনে থাকছেন না অধ্যক্ষ তবুও প্রতিমাসে ভাড়া দিচ্ছেন ২৫ হাজার টাকা

ঝালকাঠি প্রতিনিধি : ব্যবহারের অনুপযোগী ও ঝুকিপূর্ণ হওয়ায় অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় রয়েছে ঝালকাঠি সরকারী কলেজ অধ্যক্ষের বাসভবন। এনিয়ে কলেজ কর্তৃপক্ষ শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরে বারবার চিঠি দিলেও কোন ব্যবস্থা নিচ্ছে না তারা। অথচ বাসভবন বাবদ অধ্যক্ষের বেতন থেকে প্রতিমাসে প্রায় ২৫ হাজার টাকা ভাড়া বাবদ কেটে নেয়া হচ্ছে। অপরদিকে বাসা ভাড়া করে থাকায় দুদিকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় অধ্যক্ষের গলার কাটা হয়ে দাড়িয়েছে বাসভবনটি।

কলেজসূত্রে জানাগেছে, ঝালকাঠি সরকারী কলেজ অধ্যক্ষের জন্য ১৯৯৩ সালে নির্মিত ডরমিটরি ভবনের কক্ষগুলো অত্যন্ত সরু এবং পাশের চলাচলের রাস্তার চেয়ে নিচু হওয়ায় তা শুরু থেকেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এক অধ্যক্ষ (প্রফেসর রুস্তম আলী) ২ বছর ছিলেন তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে সংস্কার করা না হলে বাড়ি ভাড়া কাটতে পারবে না
বলে তিনি চিঠি দিয়েছিলেন। একারণে ওই অধ্যক্ষের কাছ থেকে ডরমিটরিতে বসবাসের জন্য বাড়ি ভাড়া কর্তন করতে পারেনি কর্তৃপক্ষ।

এছাড়া প্রতিষ্ঠার পর থেকেই প্রত্যেক অধ্যক্ষের বেতন থেকে ডরমিটরি ভাড়া বাবদ মোটা অংকের টাকা কেটে নেয়া হয়। অধ্যক্ষের বাসভবন ব্যবহারের এতোটাই অনুপযোগী যে, নির্মাণের পর থেকে সঠিকভাবে কোন অধ্যক্ষই ওই ডরমিটরিতে বসবাস করতে পারেনি। বর্তমানে ওই ডরমিটরি ভবনের ফ্লোর নিচু হওয়ায় একটু বৃষ্টি হলে বা পানি বৃদ্ধি পেলে ফ্লোর তলিয়ে যায়। ভবনের পাশেই পুকুর থাকায় অনেক সময় সাপের উপদ্রবও দেখা যায় ভবনটিতে। সেখানে অনুপযোগী পরিবেশের কারণে কোন কর্মচারীও থাকতে না চাওয়ায় অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায়ই রয়েছে।

কিন্তু কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ আনছার উদ্দিনের মাসিক বেতন থেকে প্রায় ২৫ হাজার টাকা ডরমিটরি ভাড়া বাবাদ কেটে নেয়া হচ্ছে। এব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একাধিক চিঠি দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়নি অধিদপ্তর।

সরকারী কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আঃ ছালাম (সহযোগী অধ্যাপক), যুগ্ম
সম্পাদক আসাদুজ্জামান রুবেল (সহকারী অধ্যাপক)সহ শিক্ষক মন্ডলী জানান, সরকারী কলেজ অধ্যক্ষের জন্য মানসম্মত ডুপ্লেক্স ভবন নির্মাণ করা প্রয়োজন। পুরাতন ভবনটি ব্যবহারে
অত্যন্ত অনুপযোগী হওয়ায় এখানে কেউই বসবাস করছে না। একারণে বর্তমানে ভবনটির
বাইরে বিভিন্ন লতাপাতা জড়িয়ে এবং ভিতরের আস্তর খসে পড়ে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। অধ্যক্ষের বেতন থেকে প্রতিমাসে ২৫হাজার টাকা কেটে নেয়া হচ্ছে অপরদিকে তিনি বাসা ভাড়া করে থাকায় উভয় দিকেই আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আনছার উদ্দিন জানান, বাসের অনুপযুগি হওয়ায় অধ্যক্ষের বাসভবনে আমি থাকছিনা। তবুও আমার বেতন থেকে এ পর্যন্ত সাড়ে সাত লক্ষ টাকা বাড়ি ভাড়া বাবদ কেটে নেয়া হয়েছে। শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরকে একাধিকবার চিঠি দিয়ে অধ্যক্ষ ডরমিটরি ভবন সম্পর্কে অবহিত করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তিনি আরো জানান, অনার্স কোর্স চালু আছে এমন কলেজ অধ্যক্ষের জন্য ২২শ স্কয়ার ফুট মাপে ডুপ্লেক্স দ্বিতল ভবন করার নিয়ম রয়েছে। কিন্তু ঝালকাঠি সরকারী কলেজ অধ্যক্ষের জন্য নির্মিত ডরমিটরি ভবনটি ১১শ স্কয়ার ফুটেরও কম। পারিপার্শিক অবস্থার কারণে ডরমিটরি ভবনটি ব্যবহারের সম্পুর্ণ অনুপযোগী বলেও ক্ষোভ প্রকাশ করেন
তিনি।

অবৈধভাবে মা ইলিশ ধরায় জেলেকে ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

নলছিটির সুগন্ধা নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরায় একজন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ( ২৩ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে দিনভর এ অভিযান পরিচালনা করে একজনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয় ।

সাজা প্রাপ্ত রিপন হাওলাদার (৩০) উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ৫ কেজি মাছ এতিমের মাঝে বিতরন করা হয়। এ সময় উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াস হোসেন, নলছিটি থানার এসআই আবু হানিফ,এএসআই শাহ আলম,উপজেলা নির্বাহী অফিসারের নাজির নাজিম উদ্দিন খান, কম্পিউটার অপারেটর এমএ কাইয়ুম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন জানান,সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১ জনকে আটক করা হয়। পরে ঐ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে অভিযান পরিচালনা করতে আছি। সুগন্ধা নদীতে মা ইলিশ ধরতে দেওয়া যাবে না। বাকী যে কদিন আছে সুগন্ধা নদীতে নৌকা ও জেলে মুক্ত রাখবো।

রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা আমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের নাপিতের হাট সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ডপ্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর গ্রামের মো. রাসেল ফকির (২০), মো. শাকিল ফকির (২৪), মো. মতি হোসেন গাজী (৪৬)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে শাকিল ও রাসেলকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং মতি হোসেন গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নলছিটিতে প্রেমের ঘটনায় প্রেমিক প্রেমিকার শাস্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নলছিটিতে চাঞ্চল্যকর পরকীয়া ঘটনার প্রেমিক প্রেমিকাকে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নলছিটি প্রেসক্লাব সম্মুখে নলছিটি সচেতন নাগরিক সমাজের আয়োজনে বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে তারা বলেন কয়েকদিন আগে মহিদুল ইসলাম হিরনের নামে যে ধর্ষনের মামলাটি করা হয়েছে সেটা সম্পুর্ন যড়যন্ত্রমুলক যদি সে ধর্ষকই হয়ে থাকে তাহলে এলাকার লোকজন দুজনকে কেন বেধে মারধর করবে। এর থেকে বোঝা যায় এখানে দুজনই সমান অপরাধী তাই বিচার হলে দুজনেরই হওয়া উচিত। তাই আমরা দুজনেরই বিচার দাবী করছি।
মানববন্ধনে মহিদুল ইসলাম হিরনের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা অংশগ্রহন করেন।

পোনাবালিয়ার গুচ্ছগ্রামের মাদক বন্ধে পুলিশ ও সাংবাদিকের সহযোগিতা চেয়েছে এলাকাবাসি

ঝালকাঠি প্রতিনিধি: পোনাবালিয়ার গুচ্ছগ্রামের মাদক বেচাকেনা বন্ধে পুলিশের নজরে আনতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসি। সম্প্রতি এই সহযোগিতা চেয়ে স্থানীয় ভুক্তভোগি ও সচেতনমহল যুবকদের বাঁচাতে ফেসবুকে পোষ্ট দিয়ে এরুপ সহযোগিতা চেয়েছেন।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ীর কবলে পড়ে স্কুল-কলেজগামি যুব সমাজও মাদকাসক্ত হয়ে পড়ছে। ইতিমধ্যে ছোটখাটো চুরি ছ্যাচড়ামিও বেড়ে গেছে। এই এলাকার হাসিব মল্লিক নামের এক যুবক আটকের পর জেল থেকে বেরিয়ে তার মাদক সাম্রাজ্য পাকাপোক্ত করতে পুলিশের সাথে গোপন সখ্যতা গড়ে তুলেছে। ইদানিং গ্রেফতার না হওয়ায় এলাকায় নতুন আরেক সাম্রাজ্য গড়ে তুলেছে। পুলিশ ধরবেনা এই বুলি আউড়িয়ে সিন্ডিকেটের সাথে নতুন কিছু মুখ বিক্রি এবং অর্থ যোগানদাতা হিসেবে ব্যবসায়ে সম্পৃক্ত করছে।

জানাগেছে, ঝালকাঠি সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউনয়নের গুচ্ছগ্রামে চলছে মাদকের রমরমা বানিজ্য। বিপদগামী কিছু যুবক হাসিব মল্লিকের নেতৃত্বে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বেচাকেনা করছে।

মাদক ব্যবসায়ীর ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে গোপনে তার বাড়িতে মাদক রেখে ফাঁসিয়ে দেবারও ভয় দেখানো হচ্ছে। বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে দেখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।

নলছিটি সম্মিলিত সাংবাদিক পরিষদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) নলছিটি উপজেলা শাখার সদস্যদের সাথে সোমবার (১৯ অক্টোবর) নলছিটি থানার পুলিশ পরিদর্শক ও চার্জ অফিসার আব্দুল হালিম তালুকদার’র অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এসময় সম্মিলিত সাংবাদিক পরিষদের নলছিটি উপজেলা শাখার সভাপতি সাইদুল কবির রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক জসিম হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক তপন দাস, আইটি সম্পাদক অহিদুল ইসলাম মিথুন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম ও সাংবাদিক আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সবাই আশা করেন সাংবাদিকদের কল্যাণে সম্মিলিত সাংবাদিক পরিষদ কার্যকর ভূমিকা পালন করবে তাই এই সংগঠনের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।