বরগুনায় গৃহবধূকে হত্যার চেষ্টা

বরগুনার পাথরঘাটায় রেনু বেগম (৬২) নামের এক  গৃহবধূকে গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে হত্যার চেষ্টা ও ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা এলাকায় এ ঘটনা ঘটে। রেনু বেগম একই এলাকার মো. আবুল কালাম মুন্সির স্ত্রী।

আবুল কালাম মুন্সি জানান, ‘আমাদের পার্শ্ববর্তী ছলেমান, হাবিব, শাহিন, আব্দুর রব ও হামেদসহ প্রায় ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র রামদা, জিআই পাইপ ও লোহার রড নিয়ে ঘরের মধ্যে ঢুকে আমার স্ত্রীকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। তারা ঘর ভেঙ্গে দেয় এবং নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। পরে স্থানীয়রা আমার স্ত্রীকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রেনু বেগমকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এছাড়াও হামলাকারীরা বাড়ির সীমানার গাছগুলো কেটে ফেলে।’

অন্যদিকে, অভিযুক্ত ছলেমান মারধরের কথা স্বীকার করে মুঠোফোনে বলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। দু’একদিনের মধ্যে সালিশের মাধ্যমে সমাধান হয়ে যাবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, ‘মারধরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, সত্যতা পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।’

তালতলীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তালতলী সদর রোডে প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিএমএসএফ’র সভাপতি মু. আ. মোতালিব, প্রেসক্লাব সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক জিয়াউল হোসেন জোবায়ের, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক মো. জামাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসলসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বরগুনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৩

বরগুনার বামনা-পাথরঘাটা সড়কে ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোসা. জান্নাত (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা   ফারজানা (২৮) ও সুমা নামের অপর একটি শিশু আহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার সোনাখালী গ্রামের হাসিব ভুইয়ার ছেলে। শুক্রবার (১৪ মে) ঈদের দিন বেলা ১১টায় বামনা-পাথরঘাটা সড়ক ও বামনা সদরের হাসপাতাল রোড এলাকায় পৃথক এ দুর্ঘটনা  ঘটে।

গুরুতর আহতরা হলেন- নিহতের মা ফারজানা বেগম (২৮), ডৌয়াতলা গ্রামের রিপনের মেয়ে জান্নাতি(১০) ও একই গ্রামের সিরাজ এর মেয়ে মোসা. সুমা(১৩)।

নিহত ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, ঈদের নাস্তা খেয়ে সোনাখালী গ্রামের হাসিব মুন্সির মেয়ে জান্নাত তার মা ও স্বজনদের সঙ্গে একটি ব্যাটারি চালিত ভ্যানে রুহিতা গ্রামের মামা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। বাড়ির কাছেই বামনা-পাথরঘাটা মহাসড়কের আলম দরবেশের বাড়ির সামনে ভ্যানটি পৌঁছালে সামনে থেকে একটি ইজিবাইক এসে ধাক্কা দিলে শিশুটি ও তার মা রাস্তায় পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং মা ফরজানা বেগম গুরুতর আহত হস।

পরে দু’জনকেই বামনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. শাকিল আল মামুন শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দূর্ঘটনায় জান্নাতি (১০) নামে অপর এক শিশুর ডান পা সম্পূর্ণরূপে ভেঙে যায় এ ঘটনায় তার সঙ্গে থাকা খালাতো বোন মোসা. সুমা আক্তার আহত হন। গুরুতর আহত ফারজানা ও শিশু জান্নাতিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আমতলীতে গুঁড়িয়ে দেওয়া সেই পাঁচ ইট ভাটা ফের চালু

আমতলী উপজেলার আঠারগাছিয়া, কুকুয়া ও চাওরা ইউনিয়নে অবৈধ ভাবে গড়ে ওঠা ৫ ড্রাম চিমনির ইট ভাটা গুঁড়িয়ে দেওয়ার কয়েক দিন পর ফের চালু করা হয়েছে।

প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এগুলো দেখেও না দেখার ভান করছেন। অবৈধ এ ভাটাগুলোতে করাত কল বসিয়ে দেদারছে পোরানো হচ্ছে কাঠ।

জানা গেছে, আমতলী উপজেলার আঠার গাছিয়া ইউনিয়েনর রায়বালা গ্রামের মাহবুব মৃধা এমএমবি , খাকদান গ্রামের মধু প্যাদা ফাইভ স্টার ব্রীকস,

কৃষ্ণনগর গ্রামের মো. আবুল হোসেন এএমবি, ইব্রাহিমপুর গ্রামে মো. মন্টু এমএসবি ও কাউনিয়া গ্রামে মো. ইসমাইল হোসেন মাস্টার জেবিবি ইট ভাটা কৃষি জমি ব্যবহার করে আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্স ছাড়া ড্রাম চিমনির ইটভাটা চালু করেন।

এসল ভাটায় অবৈধ করাত কল বসিয়ে দেশীয় এবং বনের বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ এনে তা চেরাই করে দেদারছে ইট পোড়ানো হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, গুড়িয়ে দেওয়া ভাটা গুলো চালু করে তাতে ইট পোরানো হচ্ছে। ড্রাম চিমনির এসকল ভাটায় ইট পোরানোর জন্য ভাটার মধ্যেই বসানো হয়েছে অবৈধ করাত কল।

করাত কলে কাঠ চেরাই করে তা দিয়ে পোরানো হচ্ছে ইট। শ্রমিকরা কেউ কেউ মাটি তৈরী করছে ইট বানানোর জন্য, কেউ বা ভাটায় পোরানোর জন্য ইট সাজিয়ে দিচ্ছে।

আবার কয়েকটি ট্রলি দাড়িয়ে রয়েছে ইট পরিবহনের জন্য এভাবেই কাজ চলছে গুঁড়িয়ে দেওয়া পাঁচ ইট ভাটায়।

রায়বালা গ্রামের এমএমবি ব্রিকস এ সাংবাদিকের আগমনের খবর পেয়ে ম্যানেজার জসিম আগেই সটকে পরেন।

দুরে দাড়িয়ে কাজের তদারকি করছিল ভাটার এক অংশিদার আনোয়ার হোসেন মৃধা। সাংবাদিকরা তাকে কথা বলার জন্য ডাকলেও কর্নপাত না করে কাজ ফেলে দ্রুত পালিয়ে যান।

এসকল ভাটা গুলোতে সরকারী সকল নিয়ম নীতি উপেক্ষা করে প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে গ্রামের ফসলি জমি দখল করে ভাটা নির্মান করা হয়েছে।

গ্রামের মধ্যে ফসলি জমি ব্যবহার করে ইট ভাটা নির্মান করায় রায়বালা, খাকদান, কৃষ্ণনগর, ইব্রাহিমপুর এবং কাউনিয়া গ্রামে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়।

এসল গ্রামের ভাটার পাশের জমিতে এখন আর আগের মত ধান এবং রবি ফসল হয়না। ড্রাম চিমনির কারনে গাছ পালা এবং ঘড় বড়িতে ভাটার নির্গত ছাই জমে ফলজ এবং বনজ গাছ বিবর্ন হয়ে গেছে।

নারিকলে, আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছে ফলন ধরেও তা শুকিয়ে যাচ্ছে। । কোন রকম প্রাণ নিয়ে দাড়িয়ে আছে গাছগুলো।

এছাড়া কৃষ্ণনগর গ্রামের এএমবি ব্রিকস এর পাশেই রয়েছে কুকুয়া আধর্শ মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী হাসপাতাল ও কুকুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।

ইব্রাহিমপুর গ্রামে এমএসবি ব্রিকস এর ১৫০মিটার দুরত্বেই রয়েছে ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

কাউনিয়া গ্রামের জেবিবি এর ১০০ মিটার দুরত্বেই রয়েছে কাউনিয়া সরকারী প্রাথমিক এবং কাউনিয়া ইব্রাহিম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়।

রায়বালা গ্রামের আকবর আলী বলেন, ‘ভাই গ্রামের মধ্যে ইট ভাটার লইগ্যা মোরা ধুলা বালি আর ছাই এ মইর‌্যা গেছি।

এহন আর বাড়িতে থাহন জায়না। ঠিকমত ঘুমান জায়না, গাছ পালায় ফল অয় না, জমিতে ধান নাই, ডাইল মরিচ আলুসহ রবি ফসল এহন আর মোরা চোহে দ্যাখতে পাই না।’

ইব্রাহিম পুর গ্রামের চানমিয়া বলেন, ‘ভাটার ছাইতে স্কুল অন্ধকার অইয়া যায়। ভাটার ছাই আর ধুলায় গ্রামের মানুষের হাচি কাঁশি আর শ্বাস কষ্ট দেখা দিয়েছে। ভাটায় মোগো সব শান্তি কাইর‌্যা লইয়া গ্যাছে।’

এসকল অভৈধ ভাটার সন্ধান পেয়ে গত ১০ মার্চ পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভাটা পাঁচটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

একাজে সহায়তা করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার এবং র‌্যাব -৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

অভিযানের কিছু দিন যেতে না যেতেই উল্লেখিত পাঁচ ভাটার মালিকরা প্রশাসনকে ম্যানেজ করে ভাটাগুলো ফের চালু করেছে।

এখন স্থানীয় মানুষজনদের মধ্যে এ নিয়ে প্রশ্ন উঠেছে প্রশান বড় না ইটভাটার মালিকদের ক্ষমতার দাপট বেশী?

রায়বালা গ্রামের এমএম ব্রীকস এর মালিক মাহবুব মৃধা গুঁড়িয়ে দেওয়া ভাটা চালুর কথা স্বীকার করে বলেন, সকলকে ম্যানেজ করেই চালু করেছি।

খাকদান গ্রামের ফাইভস্টার ব্রিকস এর মালিক মধু প্যাদা কাগজপত্র এবং লাইসেন্স ছাড়া কিভাবে ভাটা চালু করেছেন এ প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেননি তিনি ।

এছাড়া গুঁড়িয়ে দেওয়া ভাটা কি ভাবে চালু করলেন এ বিষয়ে তিনি কোন কথা বলতে চাননি।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার বলেন, অবৈধ এ ভাটাগুলোতে ফের অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হবে।

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, অবৈধ এ ভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত পুন:আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বরগুনায় নিজ কার্যালয়ে এলজিইডির প্রকৌশলীকে মারধর

 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) বরগুনা সদর উপজেলার এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধর করা হয়েছে। মারধরের শিকার ওই প্রকৌশলী নাম মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ কার্যালয়ের সামনে স্থানীয় ঠিকাদার ফরহাদ জোমাদ্দার তাকে মারধর করেন। তবে এ ঘটনার এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে মারধরের ঘটনায় অভিযুক্ত ঠিকাদারের দাবি, ঘুষ ছাড়া কোনো কাজই করেন না প্রকৌশলী মিজানুর রহমান। তাই মারধরের পর তার পা ধরে মাফ চেয়েছন তিনি।

অপরদিকে, প্রকৌশলী মিজানুর রহমানের দাবি, ঠিকাদার ফরহাদ জোমাদ্দার তার এলাকার বড় ভাই। কিছু ভুল বোঝাবুঝির কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

এদিকে নিজ কর্যালয়ের সামনে প্রকৌশলীকে মারধরের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ে সামনে মোটরসাইকেলে বসা ছিলেন প্রকৌশলী মিজানুর রহমান। এসময় ঠিকাদার তাকে ঘুষখোর বলে গালাগাল দিতে থাকেন। এর প্রতিবাদ করলে ঠিকাদার ফরহাদ জোমাদ্দার তাকে মোটরসাইকেলসহ ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর প্রকৌশলী মিজানুর রহমান উঠে দাঁড়ালে ঠিকাদার ফরহাদ তাকে কিল ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ঘটনাস্থলে সদর উপজেলা পরিষদের ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মীসহ সদর উপজেলার বেশ কয়েকজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে তারা পরিস্থিতি শান্ত করেন।

 

ট্রলারে হামলা-লুটপাট, পাথরঘাটার ১৬ জেলে আহত

পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি মা-বাবার দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালায় গভীর সমুদ্রে মাছ ধরা এফভি সালমান-৩ নামে একটি ট্রলিং (ফিশিং ভেসেল) এর জেলেরা। এতে ১৬ জেলেকে আহত করে অন্তত ৫ লাখ টাকার জাল, ৫০ হাজার টাকার মাছ লুটে নিয়ে যায়। গভীর সমুদ্র থেকে ফিরে বুধবার (৫ মে) বিকেলে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসে এফবি মা-বাবার ট্রলারের মালিক ও মাঝি মো. ফিরোজ মিয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার (২৫ এপ্রিল) গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যান পাথরঘাটা উপজেলাধীন চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট গ্রামের মো. ফিরোজ মিয়ার মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারসহ ১৬ জেলে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলেন জেলেরা। রাত ৮টার দিকে এফভি সালমান-৩ নামে একটি বড় ট্রলিং জাহাজ (ফিশিং ভেসেল) ৫ লাখ টাকার মূল্যের প্রায় ৫ হাজার হাত জাল কেটে মাছ সহ জাল লুট করে নিয়ে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ১৬ জন জেলে ডাক-চিৎকার দিলে জাহাজে থাকা কামোট (হাঙর) মাছ গায়ে (শরীরে) মেরে আহত করে এবং তাদেরকে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

এফবি মা-বাবার দোয়া ট্রলারের মালিক ও মাঝি মো. ফিরোজ মিয়া বলেন, আমার প্রায় ৫ লাখ টাকার জাল ও ৫০ হাজার টাকার মাছ লুটে নিয়ে যায় জাহাজের জেলেরা। এ সময় আমরা ডাক-চিৎকার দিলে ওই জাহাজে থাকা বড় বড় কামোট (হাঙর) মাছ আমার গায়ে মেরে আহত করে। এছাড়া আমাদের বিভিন্ন রকমের হুমকিও দেয়।এ বিষয় জানতে ফিশিং ভেসেল এফভি সালমান-৩ এর মালিক মো. জাকির হোসেনের ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করা হলেও জাকিরের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘাটে এসে জেলেরা ঘটনা জানিয়েছেন। আমরা ওই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা অব্যাহত রাখছি। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারের ট্রলার মালিক সমিতি ও ফিশিং ভেসেল মালিক সমিতির সাথেও যোগাযোগের চেষ্টা করছি।

আমতলীতে জমে উঠছে ঈদের বাজার, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে তৃতীয় দফা লকডাউন। করোনা ভীতি উপেক্ষা করে ঈদ উদযাপনের লক্ষ্যে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীবাসী। প্রতিটি মার্কেট ও বিপণি বিতানে পছন্দের জিনিসপত্র কিনতে ছুটছেন বিভিন্ন বয়সী মানুষ। প্রতিটি মার্কেট ও বিপণি বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

এক্ষেত্রে তাদের মধ্যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষনই দেখা যাচ্ছে না। তবে প্রথম দিকে মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা কম থাকলেও গত ২/৩ দিনে ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীর লক্ষ করা গেছে। ঈদকে সামনে রেখে শেষ মুহুর্তে কেনাকাটা করতে ক্রেতারা বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে ছুটে চলছেন ।

ক্রেতাদের আগমনে খুশি বিক্রেতারাও। তারা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারের লকডাউন ঘোষনায় প্রায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা কিছুটা আর্থিক সংকটে পড়েছিলেন।

এর সরকার লকডাউন শিথিল করের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সিন্ধান্ত নেয়। ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে সপ্তাহ খানেক আগেও তেমন একটা বেচাকেনা ছিলনা বললেই চলে। তবে গত ২/৩ দিন ধরে হঠাৎ ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় বেচাকেনাও বেড়ে গেছে। করোনা মহামারিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সরকারের কঠোর বিধিনিষেধ জারির পরও জনসাধারণের মধ্যে যেন কোনো ধরনের করোনা ভীতিই নেই।

এই সংকটকালেও নিশ্চিন্তে ক্রেতারা ঈদের কেনাকাটা করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকছে। স্বাস্থ্যবিধি মেনে সকলকে বেচাকেনা করার নির্দেশনায় জানানো হয়। সংক্রমণ থেকে রক্ষায় ঘরের বাইরে বের হলে মুখে মাস্ক পরিধান এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেয়া হয়। কিন্তু বাস্তবে বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোতে আগত ক্রেতাদের অধিকাংশের মুখে নেই কোন মাস্ক।

এমনকি তারা গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ও বসে কেনাকাটা করছেন। আবার অনেক ব্যবসা প্রতিষ্ঠানেরও বিক্রেতা বা সেলসম্যানের মুখে মাস্ক পড়তে দেখা যায়নি।   মঙ্গলবার আমতলী পৌর শহরের বিভিন্ন ছোটবড় মার্কেট ও ফুটপাতের বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, মার্কেট ও বিপনি বিতানগুলোতে বিপুল সংখ্যক ক্রেতারা কেনাকাটা করার জন্য ভীর করছেন। বেশীর ভাগ মার্কেট ও বিপনি বিতানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশী থাকলেও অনেকে আবার পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়েও কেনাকেটা করতে এসেছেন।

আকন বস্ত্র বিতানের মালিক কামাল আকন মানুষের মধ্যে করোনা আতঙ্ক কিছুটা কমেছে বলে মন্তব্য করে তিনি বলেন, গত ২/৩ দিন ধরে দোকানে বেচাকেনা বেশ ভালো। দোকানে ভীরও বেশী। স্বাস্থ্যবিধি মেনেই দোকানে বেচাকেনা করা হচ্ছে। তিনি আরো বলেন, ক্রেতারা আগে ঘুরেফিরে বিভিন্ন দোকান যাচাই ও দামাদামি করে তাদের পছন্দের পন্যটি কিনতেন। কিন্তু এখন মহামারী করোনার কারনে পন্য পছন্দ এবং দামে পোষালে দ্রত কিনে বাসায় চলে যাচ্ছেন।  গৃহবধু কল্পনা বেগম তার দুই শিশু সন্তানকে সাথে নিয়ে সুমাইয়া মার্কেটে এসেছেন বাচ্ছাদের ও নিজের জন্য নতুন পোশাক কিনতে।

তিনি বলেন, করোনার কারনে প্রায় গত ১ মাস ধরে ঘরবন্দি ছিলাম। ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে বের হয়েছি। পৌরসভার কলেজ রোড এলাকায় ফুটপাতে তৈরী পোষাক বিক্রেতা কামাল মৃধা বলেন, গত ১ মাসে নামমাত্র বেচাকেনা হলেও গত ২/৩ ধরে বেশ ভালোই বেচাকেনা হচ্ছে।

সিরাজ উদ্দিন বস্ত্র বিতানের মালিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ উদ্দিন মৃধা বলেন, আমার দোকানে ঈদের কেনাকাটা করতে আসা গ্রাহকদের স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক পড়ে, হ্যান্ড স্যানিজাইটার দিয়ে হাত দৌত করে দোকানের মধ্যে প্রবেশ করতে হচ্ছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ শাহআলম হাওলাদার বলেন, ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের নিরাপত্তার জন্য পৌর শহরের বেশ কয়েকটি স্পটে সাদা পোশাকে গোয়েন্দা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ী পৌছতে পারে সে জন্য পুলিশ গাড়িতে করে শহরের প্রধান সড়কগুলো টহল দিচ্ছে।

আমতলী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতিকে কিশোর গ্যাংদের হাতুড়ি পেটা!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খানকে কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ তোহার নেতৃত্বে ১০-১২ জনের কিশোর গ্যাং হাতুড়ি পেটা করে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মোয়াজ্জেম খানকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের মিঠাবাজার এলাকায় বুধবার রাত পৌনে এগারটার দিকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁন বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কাউন্সিলর রিয়াজ মৃধার কাছে পাওনা ৪১ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিল। পথিমধ্যে মিঠাবাজার এলাকায় তার বাসায় সামনে কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ তোহার নেতৃত্বে মেহেদী, জাকার, তৌকির, হাসান, রাকিব ও রবিউলসহ ১০-১২ জনের ওত পেতে থাকা কিশোর গ্যাংরা তার উপর হামলা চালায় এমন দাবী মোয়াজ্জেম হোসেন খাঁনের। কিশোর গ্যাংরা তাকে হাতুড়ি পেটা করে তার সাথে থাকা ৭৬ হাজার টাকা, স্বর্নের চেইন ও দামী মোবাইল ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে কিশোর গ্যাংরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আমতলী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আহত মোয়াজ্জেম হোসেন খান বলেন, কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ তোহার নেতৃত্বে মেহেদী, জাকার, তৌকির, হাসান, রাকিব ও রবিউলসহ ১০-১২ জনের কিশোর গ্যাং আমাকে হাতুড়ী পেটা করেছে। তিনি আরো বলেন, কিশোর গ্যাংরা আমার কাছে থাকা ৭৬ হাজার টাকা, একটি স্বনের চেইন ও একটি দামী মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। স্থানীয়রা এগিয়ে না আসলে ওরা আমাকে মেরেই ফেলতো। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।
আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ উদ্দিন মৃধা বলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন আমার কাছে পাওনা ৪১ হাজার টাকা নিয়ে রাতে বাসায় ফিরছিল। ওই সময়ে শুনেছি তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, মোয়াজ্জেম খানকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়েই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তিনি আরো বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে বোরো ধানের বাম্পার ফলন: বাজারে ধানের দাম ভালো থাকায় খুশি কৃষকরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও বাজারে ধানের দাম ভালো থাকায় খুশি কৃষকরা। কৃষকরা জানান, বাজারে ধানের দাম ভালো থাকায় বেশ লাভবান হওয়ার আশা করছেন তারা। উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভালো। এতে কৃষকরা অধিক লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ বছর আমতলীতে বোরো চাষের লক্ষমাত্রা ধরা হয়ছিল ২ হাজার ১’শ হেক্টর। কিন্তু ওই লক্ষমাত্রা অর্জিত হয়ে তিন হাজার ৩’শ ১০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। বোরো ধান চাষের উপযুক্ত সময় মধ্য কার্তিক থেকে শুরু করে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত। বীজতলা থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে উচ্চ ফলনশীল বোরো ধানের ফলন আসে। এ বছর অনাবৃষ্টির কারনে সেচ দিয়ে কৃষককের খরচ বেশী হয়েছে। কিন্তু গত ৫ এপ্রিল ভ্যাপসা গরম হাওয়ায় উপজেলার ২৫ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। কিন্তু এতেও উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনে তেমন সমস্যা হয়নি বলে জানান কৃষকরা। উচ্চ ফলনশীল জাতের বিরি-২৮, বিরি-২৯,বিরি-৪৭ ও বিরি-৬৭, বিরি-৭৪, বিরি-৮৮ ও হাইব্রীড এসএল-৮ এবং ইব্রাহানী-২ ধান চাষ করছে কৃষকরা। বর্তমানে কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। এদিকে বাজারে ধানের দাম অনেক ভালো। শুরুতেই বাজারে প্রতিমণ ধান ৯৫০ থেকে ১০০০ টাকা বিক্রি হতো। কিন্তু গত দুই দিন আগে ধানের বাজার মণ প্রতি ১০০ টাকা কমে গেছে। বর্তমান বাজারে চিকন ধান ৮৫০ টাকা এবং মোটা ধান ৭৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে বাজারে ধানের দাম নিয়ে কৃষকরা কিছুটা চিন্তিত থাকলেও সরকারের কৃষি পন্য বাজারজাত করনের পদক্ষেপে সেই চিন্তা কেটে গেছে এমনটাই জানালো কৃষকরা। কৃষকরা জানান, এক হেক্টর জমিতে উৎপাদন খরচ ৬০ হাজার টাকা। ওই জমিতে ধান উৎপাদন হয়েছে গড়ে ৬ মেট্রিক টন। বাজারে প্রতিমণ ধান ৭৫০-৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে ওই জমিতে আয় হবে ১ লক্ষ ২০ হাজার টাকা। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা এ বছর ভালো লাভবান হবে বলে আশা করছেন কৃষকরা।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলার কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বোরো ধান কাটায় ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা।
আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, তিন একর জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলন ভালো হয়েছে। বাজারে প্রতিমণ ধান ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম ভালো থাকায় স্বস্তিতে কৃষকরা। তিনি আরো বলেন, দু’এক দিনের মধ্যে ধান কাটা শুরু করবো।
কাউনিয়া গ্রামে কৃষক আল আমিন বলেন, ফলন ভালো হয়েছে। বাজারে ধানের দামও ভালো। আশা করি ভালো লাভ হবে।
ঘোপখালী গ্রামের আফজাল শরীফ বলেন, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবং বাজারে ধানের দামও ভালো। আশা করি বেশ ভালোই লাভবান হবো।
আমতলী উপজেলা আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, বাজারে মোটা ও চিকন দুই ধরনের ধান রয়েছে। চিকন ৮৫০ এবং মোটা ধান ৭৫০ টাকা মণ ধরে বিক্রি হচ্ছে। করোনা ভাইরাসের প্রভাবের মধ্যেও বাজারে ধানের দাম ভালো। এতে কৃষকরা অনেক লাভবান হবে।

বরগুনায় নদী থেকে ৪৭ হাজার মিটার জাল জব্দ

বরগুনার বুড়ীশ্বর (পায়রা) নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ইলিশ সম্পদ উন্নয়নে সাগর ও নদীতে অবৈধ জাল ফেলে মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুড়ীশ্বর, বিষখালী ও বলেশ্বর নদীতে মাছ শিকার করছে। মঙ্গলবার সকালে নদীর আমতলী, লোচা, পুরাকাটা, বৈঠাকাটা, জাঙ্গালিয়া ও আংগুলকাটা এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার মিটার চরগড়া ও তিনটি বেহন্তি জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই জব্দকৃত জালগুলো নদীর ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসা, হালিমা খাতুন বলেন, অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার অবৈধ জাল ও ৩টি বেহন্তি জাল জব্দ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।