বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্নসাতের অভিযোগ

বিশেষ প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষন ও অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর মহিলা কলেজের এলএমএসএস আব্দুল হাইয়ের বিরুদ্ধে।ধর্ষিতা নারী ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ধর্ষিতা জান্নাত বেগম জানান ছয় বছর ধরে তিনি ঢাকার লক্ষীবাজারে অবস্থিত ঢাকা মহানগর মহিলা কলেজের হোস্টেলে বাবুর্চি হিসেবে অস্থায়ী ভাবে কাজ করে আসছেন। উক্ত কলেজের এমএলএসস আব্দুল হাই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসানা হাসানের প্রভাব খাটিয়ে তার চাকুরী স্থায়ীকরন ও  বিয়ে করার আশ্বাস দিয়ে তাকে বিভিন্নসময় কুপ্রস্তাব দিতে থাকে। তিনি প্রস্তাবে রাজি না হলে তাকে অধ্যক্ষ আফসানা বেগম কে দিয়ে চাকুরী হতে বরখাস্তের হুমকী দেন।
নিরুপায় হয়ে আমি তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়ে চারবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।প্রতিবারই আব্দুল হাই তাকে ভয়ভীতি দেখিয়ে তার গর্ভের বাচ্চা নস্ট করে ফেলে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসানা হাসানকে বিষয়টি জানালে তিনিও কোন প্রকার ব্যবস্থা নেন নি। আব্দুল হাইয়ের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেই তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বেড়ে যেত।চাকুরী হারানোর ভয়ে তিনি তার শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন। আব্দুল হাই তার চাকুরী স্থায়ীকরনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসানা বেগমকে ১ লক্ষ টাকা দিতে হবে  বললে জান্নাত বেগম বাড়ির গহনা,মালামাল বিক্রি করে তাকে টাকা দেন।তার চাকুরী স্থায়ী না করে টাকা আত্মসাৎ করেন,বিয়ে করার বিষয়েও টালবাহানা শুরু করেন।  কলেজ সুত্রে জানা যায়, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসানা হাসান দুর্নীতির দায়ে একবার  বহিঃস্কৃত হয়েছিলেন,বর্তমানে তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান এলএমএস আব্দুল হাই কর্তৃক জান্নাত  বেগম ধর্ষিত ও গর্ভপাতের বিষয়ে সাবেক সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসানা হাসান কোন ব্যবস্থা নেন নি। আব্দুল হাই
তার পিয়ন ছিলেন। তার প্রশ্রয়েই আব্দুল হাই বেপরোয়া হয়ে উঠেন।এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসানা হাসান কে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, আমি ফোনে কোন বিষয়ে কথা বলতে পারবনা, সরাসরি আমার সাথে এসে কথা বলেন।ধর্ষিতা জান্নাত বেগম আব্দুল হাইয়ের শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার চেয়ে বর্তমান অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পান নি।বর্তমান অধ্যক্ষ ব্রিগেঃ শরীফ  আহম্মেদের নিকট সাংবাদিক পরিচয়ে জানতে  চাইলে তিনি লাইন কেটে দেন,এরপর একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
অভিযুক্ত আব্দুল হাইকে ফোন করে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। ধর্ষিতার অভিবাবকরা জানান তারা শিঘ্রই আইনগত ব্যবস্থা নিবেন।

মহসিন তালুকদারের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

এম ইউ মাহিম, বিশেষ প্রতিনিধি:  আজ ৩রা এপ্রিল লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মহসিন তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী।২০০৩ইং সালের ৩রা এপ্রিল নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।মরহুম মহসিন তালুকদার লালমোহন মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং সরকারী শাহবাজপুর মহাবিদ্যালয় হতে এইচ এসসি ও বিএ ডিগ্রী অর্জন করেন।মরহুম মহসিন তালুকদার বিআরডিবিতে চাকুরী করতেন। চাকুরীর পাশাপাশি সামাজিক  কর্মকান্ডে নিবিড়ভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন।শিক্ষা ক্ষেত্রেও তার ভুমিকা ছিল প্রশংসনীয়। তিনি ঐতিহ্যবাহী লালমোহন মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দীর্ঘ বছর সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। লালমোহন করিমুন্নেসা মহিলা কলেজ ও সাফিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠালগ্নে তিনি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেন।

সদা মিশুক,হাস্যজ্জল,নির্লোভ, পরোপকারী, মানুষ হিসেবে লালমোহনে তার যথেষ্ট পরিচিতি ছিল।সমাজের সর্বস্তরের শ্রেনী পেশার মানুষের সাথেই তিনি সুসম্পর্ক বজায় রেখে চলতেন। নতুন প্রজন্মের লালমোহনের  অনেকেই জানেই না মহসিন তালুকদার কেমন মানুষ ছিলেন। কারণ, তিনি যাঁদের সাথে চলতেন,তাদের অনেকে মৃত্যুবরন করেছেন, অনেকে এখনো জিবীত রয়েছেন। তবে ধর্ম বর্ন নির্বিশেষ সকল  স্তরের  মানুষের কাছে তিনি  শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি ছিলেন বাক সংযমী মানুষ। তিনি চাইতেন কেউ যেন তার কথায় কষ্ট না পায় সেজন্য তিনি সর্বদা ছিলেন অত্যন্ত সচেতন। সেজন্য তার জানাযার দিন সমাজের সাধারন মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলেই উপস্থিত ছিলেন তার জানাযায়। লালমোহন পৌরসভার সাবেক মেয়র বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনায়েত কবীর পাটোয়ারী তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মরহুমের মৃত্যুবার্ষিকীতে তার পরিবার বর্গের পক্ষ হতে তার বড় পুত্র নকীব তালুকদার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

ভোলায় শিশু বিশেষজ্ঞ ডাঃ কসাই কাদের বনাম মোস্তাক শাহিন

ভোলা প্রতিনিধি: ভোলায় শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাদের কে নিয়ে ভোলায় তুমুল আলোচনা সমালোচনার ঝড় বইছে।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভোলার তুখোর জনপ্রিয় আ’লীগ নেতা নন্দিত লেখক, কবি ও সাহিত্যক মোস্তাক শাহিন তার এফবিতে ডাঃ আব্দুল কাদের কে নিয়ে একটি স্টেটাস দেন। মুহুর্তেই তা পুরো জেলায় ছড়িয়ে পড়ে। তার এফবির স্টেটাসটি হুবহু নিম্মে তুলে ধরা হল।
২৩ বছর বয়সী একজন মায়ের কোলে দেড় মাস বয়সী একটি শিশু সন্তান। গতকাল সন্ধ্যার পর বাচ্চাটির আচমকা দেখা দেয়া প্রচন্ড শ্বাস কষ্ট।  নাড়ি ছেঁড়া ধনকে নিয়ে উদভ্রান্ত মা ভোলা শহরের লক্ষী মেডিকেল হলে ফার্মাসিষ্ট রাম কিশোর টিটু দা’র চেম্বারে গেলে তিনি তাৎক্ষনিক হাবিব ক্লিনিকে প্রাইভেট প্রাক্টিসরত শিশু বিশেষজ্ঞ ডাঃ অাব্দুল কাদের এর কাছে যেতে বলেন। পাগলীনী মা বাচ্চাকে বুকে জড়িয়ে ছুটে যান হাবিব ক্লিনিকে। ডাঃ আব্দুল কাদের এর তখন টিনের বাক্স ১২ টাকা অর্থাৎ রোগীদের বিশাল সিরিয়াল। ১০ মিনিট অপেক্ষা করতে গিয়ে যখন শিশুটির অবস্থা অারো নাজুক হয়ে পড়ে তখন উপায়ান্তর না পেয়ে অশ্রুসজল নয়নে বাচ্চাটিকে নিয়ে মা ঢুকে পড়ে ডাঃ কাদের সাহেবের চেম্বারে।
এরপর শুরু হলো ডাঃ আব্দুল কাদের এর চিৎকার চেঁচামেচি। ইংরেজীতে গেট আউট। নাছোড়বান্ধা মা’র কাকুতি স্যার আমার সন্তানটি মারা যাচ্ছে। প্লিজ একটু দেখুন। নাহ। কোন মিনতিতে কাজ হয়নি। সিরিয়ালের বাহিরে তিনি বাচ্চা মারা গেলেও দেখবেন না। দেখেনও নাই। অগত্যা অসহায় মা মুমুর্ষ সন্তানটিকে বুকে জড়িয়ে আবার ছুটলেন দিকবিদিক। শেষাবধি আরেক শিশু বিশেষজ্ঞ ডক্টর অচিন্ত্য কুমার শিশুটির তাৎক্ষনিক অক্সিজেন আনুষাঙ্গিক ট্রিটমেন্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা দিলেন। রাতভর শিশুটি অভজারভেশনে আর তার হতভাগী মা নির্ঘুম রাত কাটিয়ে কিছুক্ষন পুর্বে বাবুটার স্থিতিশীল অবস্থার খবরে কান্না থামালেন।
মন্তব্যঃ-ডাঃ আব্দুল কাদের সাহেবকে দেখলে যে কারো সমীহ করতে হবে। তার শশ্রুমন্ডিত সুন্দর চেহারা, আর ধার্মিক লেবাস দেখলে। ভোলায় তিনি দীর্ঘ দিন। কামাই রোজগার ও বেশ মাশাআল্লাহ। থাকুন খেয়ে দেয়ে ভাল অসুবিধা তো নাই। কিন্তু ফেরেশতার মতো চেহারার মানুষটা স্যার আপনি কাজটা কেমনে আজ্রাইলের মতো করলেন? আপনি তো ডাঃ অাব্দুল কাদের স্যার। মীরপুরের রাজাকার কসাই কাদের তো না। আপনার কর্মেতো মনে হচ্ছে মীরপুরের কাদের মোল্লার ফাঁসিটা না হয়ে আপনার হওয়া উচিত ছিল।
অাপনার সিরিয়াল আগে না শিশুটির জীবন আগে? কোনটা?  বাচ্চাটির অবস্থা সঙ্গীন দেখে অন্য রোগীর গার্ডিয়ানরাই ওই অসহায় মাকে বলেছিলেন আপনি আগে যান। আর আপনি কতোটা মানুষের অাদলে অমানুষ যে বাচ্চাটির মাকে তো বকাঝকা করলেন, বাচ্চাটিকে ছুঁয়েও দেখেননি, অসুস্থ্য বাচ্চার মা কাকুতি মিনতি কেন করছে তার জন্য রীতিমতো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন।
ডাঃ আব্দুল কাদের স্যার, আপনি যে অসহায় মাকে রীতিমতো অর্ধচন্দ্র দিয়ে চেম্বার থেকে বের করে দিলেন সে আমার মায়ের পেটের ছোট বোন। আর আমার বোনটি এতোটাই বোকা যে তাৎক্ষনিক যে একটু জানাবে আমাকে সেটাও করেনি। সারা রাতেও বলেনি। আমি এখন জানলাম তাও তৃতীয় পক্ষের কাছে। বোনকে জিজ্ঞেস করলাম। কান্না জড়িত কন্ঠে শুধু বলছিল থাক ভাইয়া। তুই রাগ হইসনা। মানুষকি আর দেখে চেনা যায়? কিং কর্তব্য বিমুঢ় আমি।
 বিষয়টি মাননীয় সিভিল সার্জন মহোদয়কে জানিয়েছি। দেখি তিনি কি সল্যুশন দেন। ডাঃ কাদের স্যার আপনাদের স্বাচিপ আছে ড্যাব আছে। আমাদের কাছে আছে বাশি। নিজেদের নুনু কেঁটে বাঁশি বানিয়ে বাজাই আর এ শহরে ঘুরি। সিএস স্যার সল্যুশন না দিতে ভোলায় আপনার প্রাইভেট প্রাক্টিশ বন্ধ স্যার। দয়া করে কোন ক্লিনিক চেম্বারে বসবেন না। বসলে পুলিশী প্রটেকশনে বসবেন। ধন্যবাদ। শুভ কামনা।

শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষিকা নির্বাচিত হলেন জাকিয়া সুলতানা

এম ইউ মাহিম লালমোহন, ভোলা: ভোলা জেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা জাকিয়া সুলতানা।২৪শে মার্চ জেলা পর্যায়ে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি। এর পুর্বে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষিকা নির্বাচিত হন।
জাকিয়া সুলতানা লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মহৎ গুনাবলী হৃদয়ে ধারন করে যথেষ্ট সুনামের সহিত শিক্ষার্থীদের মাতৃস্নেহে পাঠদান করে আসছেন।তার সব কর্মকাণ্ডের ওপর বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত করা হয়।তিনি সৎ ও সজ্জন শিক্ষা কর্মকর্তা হিসেবে পরিচিত লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সহধর্মিণী। তার ভবিষৎ সাফল্যর জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

ভোলা বরিশাল ব্রীজের অর্থায়নের জন্য সেতু মন্ত্রণালয় কাজ করছে- তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি:  ভোলা আসনের সংসদ সদস্য ,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এই দেশে জিয়াউর রহমান ক্ষমতায় ছিলো । স্বাধীনতার চেতনা মূল্যবোধকে ধ্বংস করেছিলো। স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনরবাসিত করেছিলো। খালেদা জিয়াও ক্ষমতায় ছিলো। তিনিও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা দিয়ে ছিলো। বিএনপি কোন ভিত্তির উপর জন্ম গ্রহণ করেনি। দিনে দিনে মানুষের কাছে তা পরিচিতি লাভ করেছে। যার কারনে বিগত নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। আর বিএনপি জোট পেয়েছে মাত্র ৮টি আসন। আর আওয়ামী লীগের ৪৯ সালে জন্ম। আজকে ৭০ বছর আওয়ামী লীগ কতো উথœান পতন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে ১৩ বছর কারাগারে বন্ধি করে রেখেছে। কিন্তু তিনি আপোস করেনি। আজ শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দিনের মতবিনিময় সভায় সদর উপজেলা ধনিয়া ও চরসামাইয়া ইউনিয়নের আওয়মী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভোলা-বরিশাল বীজের সম্ভবতা যাচাই হয়েছে। অর্থায়নের জন্য সেতু মন্ত্রনালয় কাজ করে চলেছে। এই ব্রীজটি হলে ভোলা পর্যটন কেন্দ্র হবে। ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ ২ ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ নেতাকর্মী অংশ নেয়। উল্লেখ্য, গত বুধবার থেকে ভোলা আওয়মী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ৫ দিন ব্যাপী মতবিনিময় সভা শুরু হয়।

হাজারো মানুষকে কান্নার সাগরে ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অলিউল্লাহ মাস্টার

এম ইউ মাহিম: হাজারো মানুষকে কান্নার সাগরে ভাসিয়ে প্রকৃতির নিবিড় ছায়াঘেরা পারিবারিক কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন মানুষ গড়ার কারিগর, এলাকার “আলোর ফেরিওয়ালাখ্যাত” সর্বজনশ্রদ্ধেয় অবঃ প্রবীণ স্কুল শিক্ষক মরহুম আলহাজ্ব অলিউল্লাহ মাস্টার।শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় নিজ বাড়ীর প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপুর্ন অবদান রাখা এ প্রবীন শিক্ষকের জানাযায় হাজারো মানুষের ঢল নামে। জানাযার পুর্ব বক্তব্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুমকে একজন ধার্মিক,ন্যায়পরায়ন, ভাল মানুষ হিসেবে স্মৃতিচারন করে নির্লোভ সমাজ সংস্কারক ও এলাকার শিক্ষা বিস্তারে মরহুমের অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরন করেন।

বৃহঃবার তার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।মরহুমের আত্নীয় স্বজন,
গুনগ্রাহী, সাবেক ছাত্র ছাত্রী,দীর্ঘবছরের স্মৃতিবিজড়িত স্কুলের শিক্ষার্থী,
সহকর্মী,এলাকার শত শত নারী পুরুষ সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে ভিড় করে। মানুষের উপচেপড়া ভিড় ও শোকার্ত মানুষের অশ্রুসিক্ত কান্নায় আশে পাশের পরিবেশ ভারি হয়ে উঠে।জানাযায় উপস্থিত হওয়া অসংখ্য মানুষের চোখে জল,নবীন-প্রবীণ শত শত মানুষের অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধায় সর্বজনস্বীকৃত মরহুম অলিউল্লাহ মাস্টার একজন সাদা মনের সমাজ সংস্কারক, ধার্মিক,ন্যায়পরায়ন, প্রকৃত মানুষ গড়ার কারিগর ছিলেন বলে জানান এলাকাবাসী।তিনি বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামে বসবাস করলেও সুদীর্ঘ শিক্ষকতা জীবনে পাশ্ববর্তী দঃচরছকিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়(তরুল্লা সেন্টার)এ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থেকে অবসর নেন। এলাকার “আলোর ফেরিওয়ালা খ্যাত” মানুষ গড়ার কারিগরের জানাজায় অংশগ্রহণ করতে শুধু তার হাতে শিক্ষা পাওয়া সাবেক ছাত্ররাই আসেনি, এসেছে তার দীর্ঘ কর্মময় জীবনের কর্মস্থল স্কুলের শিক্ষক,শিক্ষার্থী, সহকর্মী, অভিবাবক,গভীর ভালোবাসার টানে ছুটে এসেছেন এলাকার সর্বস্তরের জনসাধারনসহ লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দীন আহম্মেদ,ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য, উপজেলা আ’লীগের অঙ্গসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সবার মুখে একই কথা, ‘তার মতো ভালো ধার্মিক মানুষ আর হয় না। চালচলন, কথাবার্তা, আচার-আচরণ ও হাসিমুখের এ মানুষটার বিদায়ে সবাই অঝোঁড় ধারায় কেদেঁছেন। তার সাবেক ছাত্র ছাত্রীরা স্মৃতিচারন করে বলেন” স্যার ছিলেন একজন অসাধারন দায়িত্ববোধ সম্পন্ন প্রকৃত শিক্ষানুরাগী,যিনি আমাদের সন্তানের মতই দায়িত্ব নিয়ে ক্লাসে শিক্ষাদান করেছেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষক নেই।

এলাকাবাসীরা জানান মরহুম অলিউল্লাহ মাস্টার সত্তর দশকে শিক্ষকতা পেশা শুরু করেন।তখন এ এলাকায় শিক্ষিত কোন লোক ছিলনা বললেই চলে। শিক্ষকতার পাশাপাশি এলাকার মানুষের সুখে,দুখে বিপদে আপদে তিনিই ছিলেন সকলের নিকট পরামর্শ প্রদানের নির্ভরযোগ্য ব্যক্তি। নিরক্ষরতা দূরীকরন, বাল্য বিবাহ, ধর্মীয় কুসংস্কার,সামাজিক কর্মকান্ডে সচেতনতা তৈরীতে তিনি একজন সমাজ সংস্কারকের ভুমিকা পালন করেন। শিক্ষা বিস্তারে তার অবদান এলাকাবাসী যুগ যুগ ধরে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরন করবে। তিনি শিক্ষক হয়েও বাড়ি বাড়ি এলাকা ঘুরে খোজঁ নিয়ে ছাত্র/ছাত্রীদের স্কুুুলে এনে ভর্তি করতেন। তিনি নিজের সন্তানের মত প্রতিটি শিক্ষার্থীকে আদর, ভালবাসায় পাঠদান করাতেন।কোন শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে তিনি নিজ দায়িত্বে খোঁজ নিতেন, স্কুলে আনার ব্যবস্থা করতেন। তার পিতৃস্নেহের ভালবাসায় অসংখ্য শিক্ষার্থী শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করেন,যারা দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন।শিক্ষকতা পেশা হতে অবঃ নিয়ে মরহুম আলহাজ্ব অলিউল্লা মাস্টার ধর্মকর্মেই বেশিরভাগ সময় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে এলাকা হতে একজন নির্লোভ সমাজ সংস্কারক,অন্ধকারে শিক্ষার আলো প্রজ্বলনকারী এক মহান শিক্ষানুরাগীর চির বিদায় হয়েছে,যার শুন্যতা কোনদিন পুরন হওয়ার নয় বলে মনে করছেন এলাকাবাসী।উল্লেখ্য বৃহঃবার ১২ঃ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন।

লালমোহনের প্রবীন শিক্ষক অলিউল্লাহ মাস্টারের ইন্তেকাল

এম ইউ মাহিম: লালমোহন উপজেলার দক্ষিন চরছকিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ অলিউল্লাহ মাস্টার(৭৫) বৃহঃবার দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন,ইন্না লিল্লাহে….. ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র,পাচঁ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ্ব অলিউল্লাহ মাস্টার একজন নির্লোভ, ধার্মিক, পরোপকারী,নিঃস্বার্থবান সমাজসেবক হিসেবে যথেষ্ট পরিচিত ছিলেন।সমাজের নিরক্ষরতা দূরীকরন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা,কুসংস্কার রোধ ও শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপুর্ন অবদান রাখেন।শিক্ষকতার মহান পেশা হতে অবসর গ্রহনের পর সমাজসেবায় তিনি পুরোপুরি আত্ননিয়োগ করেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় তাহার নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গনে  অনুষ্ঠিত হবে। জানাযায় সকল ধর্মপ্রান মুসল্লীদের শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

বীরদর্পে ইয়াবা ব্যবসা করছেন ইউপি চেয়ারম্যান ভাতিজা সম্রাট

ভোলা প্রতিনিধি: সম্প্রতি ভোলা জেলার অতি পরিচিত খায়ের হাট বাজারের ইয়াবা ব্যবসায়ীদের নিয়ে একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে, মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে, নড়েচড়ে বসছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।সংবাদ প্রকাশের পর প্রশাসন অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করতে পারেনি।অনুসন্ধানে ইয়াবা ব্যবসায়ী ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
দৌলতখান উপজেলাধীন, দক্ষিন জয়নগর ইউনিয়নে মাদকসেবী ও বিক্রেতাদের প্রভাব সবচেয়ে বেশী বলে উল্লেখ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, দক্ষিন জয়নগর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান- আলমগীর হাওলাদারের এর ভাতিজা সম্রাট, চেয়ারম্যান চাচার প্রভাব খাটিয়ে গত দশ বছর ধরে ইয়াবা বিক্রি করে সম্রাট কোটিপতি বনে গেছে। সম্রাট নিরাপদে মাদক সরবরাহের জন্য প্রেস এর লোগো সম্বলিত পালসার মোটরসাইকেল ব্যবহার করে বলেও তথ্য পাওয়া গেছে।অপর দিকে একই ইউনিয়নের মেম্বার খলিল নিজেই ইয়াবার আরেক সম্রাট হিসেবে ইয়াবা রাজ্যে খ্যাতি অর্জন করেছে।মাদক ব্যবসায়ী সম্রাটদের দৌরাত্মে দিশেহারা এলাকার উঠতি বয়সী ছেলে মেয়েদের বাবা মাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা আক্ষেপ করে বলেন, এভাবে চলতে থাকলে অত্র এলাকা খুব শীগ্রই বসবাসের অযোগ্য হয়ে যাবে। ইয়াবা সম্রাটদের দৌরাত্মে অসহায় এলাকাবাসী আরোও জানান, যারা মাদক নির্মূল করবে বলে ভোটের আগে আমাদেরকে কথা দিয়েছিল, সেই স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের আত্মীয়স্বজন আজ (ইউপি-চেয়ারম্যান/মেম্বার) মাদক ব্যবসার সাথে জড়িত।ধীরে ধীরে মাদকের স্বর্গরাজ্যে পরিনত হচ্ছে ভোলা জেলা। ভোলা জেলার তিনটি থানার সমন্বয়ে ঐতিহ্যবাহী খায়ের হাটের বাজার ও তার আশপাশে বসছে মাদক ক্রেতা/বিক্রেতাদের জমজমাট আসর।মাদকের ভয়াল ছোবলে ধ্বংস হচ্ছে পরিবার, সমাজ তথা দেশ। বাড়ছে নানা মাত্রার অপরাধ। যুবক-যুবতী থেকে শুরু করে কিশোর-কিশোরীরাও মাদকাসক্ত হয়ে ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে। মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধীরা।

লালমোহন পৌর যুবলীগের মিছিল ও সমাবেশ

ভোলা প্রতিনিধি:  ভোলার লালমোহনে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ ও নৌকা প্রতীকের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যায় পৌর যুবলীগ নিজস্ব অফিস কার্যালয়ে বর্ধিত সভা শেষে পৌর যুবলীগের নেতৃত্বে এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের ও পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান নিয়াজ প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরযুবলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান খলিফা, পৌর যুবলীগের সকল সদস্য ও বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকসহ সকল সদস্যবৃন্ধ।

উল্লেখ্য সারা দেশের ন্যায় লালমোহনে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ ২০১৯।

লালমোহনে যুবলীগ নেতা ও চরফ্যাশনে কমিশনারের ভাই ইয়াবাসহ আটক

নাঈম ইসলাম, লালমোহন প্রতিনিধি: লালমোহন গজারিয়া থেকে ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার সহযোগিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উত্তর ফ্যাশন গ্রামের খোকন ওসমানীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুইজন পশ্চিম চরউমেদ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক বাবলু মাল ও চরফ্যাশনের এক কমিশনারের ভাই কামরুল হাসান মুন্না। এসময় তাদের কাছে ৮ পিচ ইয়াবা পাওয়া যায়। লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ বশির আলমের নেতৃত্বে তাদের আটক করা হয়। জানা গেছে, বুধবার দুপুরে গজারিয়া ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিনের উপর হামলাকারী গজারিয়ার রমজান মাতাব্বর ও চরফ্যাশন ওসমানগঞ্জ ইউনিয়নের খোকন ওসমানীর ছেলে আল মাহিয়াল পিয়ালকে ধরতে লালমোহন থানা পুলিশ অভিযানে নামে। বৃহস্পতিবার বিকেলে খোকন ওসমানীর বাড়িতে লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ বশির আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওসি (তদন্ত) মোঃ বশির আলম জানান, অভিযানকালে ওই বাড়িতে ইয়াবার আসর পাওয়া যায়। খোকন ওসমানী ইয়াবা রেখে পালিয়ে গেলেও ওই আসর থেকে বাবলু মাল ও কামরুল হাসান মুন্নাকে ৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে লালমোহন উত্তর বাজার থেকে সুমন নামে এক গাঁজা ব্যবসায়ীকে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।