বানারীপাড়ায় কিশোরীর আত্মহত্যা

বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামে নুরজাহান (১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে ১২ মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ির নিকটে ফুফুর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে।

সে ওই গ্রামের রিকশাচালক নূরুল ইসলামের মেয়ে। সম্প্রতি ওই কিশোরীর সঙ্গে বাড়ি সংলগ্ন ডকইয়ার্ডের মালিক লিটনকে জড়িয়ে নানা মুখরোচক কথা ওঠায় তাকে একই গ্রামে ফুফুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হওয়ায় লোকলজ্জার ভয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। ওই দিন বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

করোনায় মৃতদের দাফনের জন্য এএসআই জাহিদের দানকৃত জায়গায় মাটি ভরাট সম্পন্ন

বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম জাহিদ করোনা ভাইরাসে মৃত্যু হলে দাফনের জন্য ১৭ শতক জমি দান করেছেন। সম্প্রতি ওই স্থানে মাটি ভরাটের কাজ প্রায় সম্পন্ন করেছেন তিনি। তার নিজ বাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি গ্রামের মরহুম ইসমাইল সিকদার কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্য’রা এ জমি দান করেছেন কবরস্থানের জন্য। চলমান নোভেল কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালির জেলার মির্জাগঞ্জ উপজেলার মধ্যে যদি কোন মানুষ মারা যায় তাদের দাফনের জন্য জমি না থাকলে তাদের এই কবরস্থানে দাফন দেওয়া যাবে। এছাড়াও করোনাভাইরাস মহামারি ব্যতীত নদী ভাঙন কবলিত এলাকার মানুষের লাশ এবং বেওয়ারিশ লাশও এই কবরস্থানে দাফন দেওয়া যাবে বলে এ এসআই জাহিদ জানিয়েছেন। জানাগেছে এই ফাউন্ডেশন নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কাজ করে ইতোপূর্বে অনেক সুনাম কুড়িয়েছে।

প্রসঙ্গত, এএসআই জাহিদুল ইসলাম এর আগে বানারীপাড়ায় করোনাভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী এবং শিশুসহ কর্মহীনদের অলস সময় পাড় করতে ধর্মীয় গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ করেন। অপরদিকে গ্রাামের চলাচল অনুপযোগী রাস্তার ঝোপঝাড় পরিস্কার করে চলাচল উপযোগী করে দেন, কখনও সড়ক দূর্ঘটনায় পা হারানো যুবককে হাঁসের খামার করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আবার কখনও শতবর্ষী অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ ও নিজের রেশনের চাল-ডাল-তেল ও চিনি দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এসব কারণে এএসআই জাহিদ এলাকায় একজন ‘মানবতার ফেরিওয়ালা’ পুলিশ কর্মকর্তা হিসেকে ব্যাপক পরিচিতি অর্জণ করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম বলেন ‘মানুষ মানুষের জন্য’ এ ব্রতি নিয়ে কাজ করছি। আমার মৃত্যুর পরে সঙ্গে মানুষের দোয়া আর দাফনের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আমৃত্যু অসহায় মানুষের কল্যাণে কাজ করে সেই দোয়াটুকুই সঙ্গে নিয়ে যেতে চাই।