বরিশালে ৭ দফা দাবীতে পথসভা করেছে সিপিবি

বেশি বেশি করোনা পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে,কর্মহীন দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ঘড়ে ঘড়ে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে হবে,খাদ্য চোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে,সকল দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মাঝে ন্যায্য মূল্যে রেশন কার্ড দিয়ে দ্রুত খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে দুনিয়ার মজদুর এক হও এই প্রতিপাদ্য নিয়ে পথসভা ও মানবন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি) বরিশাল জেলা কমিটি।

আজ বৃহস্পতিবার (৭ই মে) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তারা এপথ সভার মাধ্যমে সরকারের কাছে দাবী জানান।

বরিশাল কমিউস্টি পার্টি- সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে পথ সভায় আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,এ্যাড,বিশ্ব নাথ দাস মুন্সি ও মনির হোসেন প্রমুখ।

এসময় তারা বলেন সরাসরি কৃষকের কাছ থেকে ১০৪ টাকা মন দরেধান ক্রয় করার পাশাপাশি ৬লক্ষ মেট্রিক টন নয়,২ কোটি মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে ক্রয় করে খাদ্য মজুদ করার জন্য আহবান জানান।

করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে আরো ১ ব্যক্তির মৃত্যু

পটুয়াখালী শহরের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, মৃত বারেক গাজী ১০/১২ দিন ধরে জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন।

পারিবারিকভাবে তাকে বাড়ীতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল।

অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান। শহরের আদালত পাড়ার বাসিন্দা ছিলেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী পক্ষে ২৮০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পক্ষে বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে কর্মহিন ২৮০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) প্র‌তিমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু‌ষের কা‌ছে ত্রাণ সামগ্রী পৌ‌ছে দেন।

এসময় উপস্থিত ছিলেন ব‌রিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ সহ নেতাকর্মীবৃন্দ।

ঝালকাঠিতে ঢাকা ফেরত একজনের করোনা শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ঢাকা থেকে আসা এক ব্যক্তির (৫১) করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিভিল সার্জন কার্যালয়ে নমুনা সংগ্রহের পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে তাঁর বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে আতঙ্ক বিরাজ করছে।

জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, গত ৩ মে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসে ওই ব্যক্তি। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।