বরিশালের রিফাত হারিয়ে দিল করোনাকে

বরিশালের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই প্রথম করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরল নয় বছরের শিশু রিফাত ফরাজী। সোমবার সকালে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাবার হাত ধরে বাড়িতে ফিরে যায় সে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী জানান, গত ১৩ এপ্রিল পার্শ্ববর্তী উপজেলার মধ্য রাকুদিয়া থেকে সর্দি, জ্বর, গলাব্যাথা, শ্বাসকষ্ট, কাশিতে আক্রান্ত রিফাত ফরাজীকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ এপ্রিল রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর শিশুটিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। গত ২৪ এপ্রিল শিশুটির আবার নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হলে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। দ্বিতীয়বার ২ মে তার নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হলে ৪মে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

তিনি বলেন, এরপর সোমবার সকালে শিশুটিকে ছাড়পত্র দেওয়া হলে উপজেলা প্রশাসন করতালির মাধ্যমে হাসপাতাল থেকে তাকে বিদায় জানায়।

চলতি মাসেই দেশের বাজারে আসছে করোনার চিকিৎসায় কার্যকর রেমডিসিভির

নিজস্ব প্রতিবেদক:

কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় কার্যকর হিসেবে প্রমাণিত ওষুধ রেমডিসিভির উৎপাদনের জন্য প্রাথমিকভাবে দেশের ছয়টি কোম্পানিকে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর মধ্যে দু’টি কোম্পানি চলতি মাসেই ওষুধটি বাজারে আনবে। অনুমতি পাওয়া ছয় কোম্পানি হলো- এসকেএফ, বিকন, বেক্সিমকো, ইনসেপ্টা, হেলথকেয়ার ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

রেমডিসিভির বাংলাদেশে উৎপাদন প্রসঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘এটি আসলে পুরোনো ওষুধ। ইবোলার চিকিৎসায় ব্যবহার হতো। এটা করোনাতেও ব্যবহার হতে পারে বলে ধারণা ছিল। সেজন্য আরও আগে থেকেই ওষুধ প্রশাসন পরিদপ্তর প্রস্তুতি নেয়। বাংলাদেশে যে উৎপাদকরা আছে তাদের সঙ্গেও অধিদপ্তরের আলোচনা হয়েছে।’

ইনজেকশন হিসেবে করোনা রোগীদের শরীরে ব্যবহারের জন্য ওষুধটি মে মাসের মধ্যেই বাজারে আসবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি আরও বলেন, ‘এসকেএফ ও বেক্সিমকো ওষুধটি উৎপাদনে অনেকখানি এগিয়ে গেছে। আশা করা যায়, মে মাসেরই ২০ তারিখের মধ্যে ওরা প্রডাকশনে চলে আসবে। এছাড়া জুনের মধ্যেই অন্য চারটি কোম্পানির বেশিরভাগই বাজারে ওষুধটি নিয়ে আসবে।’

করোনার প্রাদুর্ভাবের পর থেকে এর প্রতিরোধক ভ্যাকসিন ও কার্যকর ওষুধ তৈরির জন্য দেশে দেশে চেষ্টা চলছে। বাজারে বিদ্যমান কয়েকটি ওষুধ করোনা রোগীদের চিকিৎসায় কার্যকর হতে পারে বলে গত দুই মাসে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন। এরপর গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর করোনার জরুরি চিকিৎসার জন্য রেমডিসিভির ব্যবহারের অনুমতি দেয় মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

মার্কিন গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের ওপর ওষুধটি যত দ্রুত ব্যবহার করা যায় তত বেশি এটি কার্যকর। লক্ষ্মণ অনুযায়ী অন্য ওষুধ ব্যবহার করা রোগীদের যেখানে সুস্থ হতে ১৫ দিনের মতো সময় লেগেছে সেখানে রেমডিসিভির প্রয়োগ করা রোগীরা মোটামুটি ১১দিনেই সুস্থ হয়েছেন। আগেভাগে ওষুধটি প্রয়োগ করা হয়েছে এমন শতকরা ৬২ ভাগ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীর শরীরে দেরিতে রেমডিসিভির প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে শতকরা ৪৯ ভাগ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

 

বেসরকারি কলেজের নন এমপিও শিক্ষকদের বেতন পরিশোধের নির্দেশ! শিক্ষকদের প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক:
অধিভুক্ত বেসরকারি কলেজের নন এমপিও শিক্ষকদের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কোন কোন কলেজ শিক্ষকদের বেতন পরিশোধ করছেনা। বিষয়টি অবহিত হওয়ার পর বেসরকারি কলেজগুলোকে নোটিশ দিয়ে হুশিয়ারী করেছে।

বেতন পরিশোধ না করলে বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও নোটিশে জানানো হয়েছে। বেসরকারি কলেজ শিক্ষকদের বেতন পরিশোধের নির্দেশ বেসরকারি কলেজ শিক্ষকদের বেতন পরিশোধের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ ধরনের নোটিশের বিষয়ে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক, শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের সমন্বয়ক মোকলেসুর রাহমান মনি বলেন, এধরনের একটি কাগুজে চিঠি কলেজগুলোতে পাঠানো বিশ্ববিদ্যালয়ের উচিত হয়নি বলে আমরা মনে করি।

কারন হিসেবে এ শিক্ষক নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের বোঝা উচিত ছিল ঢাকা শহরের হাতে গোনা কয়েকটি কলেজ ব্যতিত দেশের কোন কলেজই বেতন দিতে পারবে না, কলেজগুলোতে ফান্ড নেই। এজন্য বিশ্ববিদ্যালয় দায়ী, একটি বিষয়ে অনার্স খুলতে সাতজন শিক্ষক লাগে এর পাঁচজন শিক্ষক এমপিওভুক্তির বাইরে আছে। অথচ বিশ্ববিদ্যালয় সাবজেক্ট খোলার অনুমতি দিয়ে আসন দেয় ২০-৫০ টি এর সামান্য ছাত্র ছাত্রীর বেতন দিয়ে ৫ জন শিক্ষকের বার্ষিক বেতন ১৬ লক্ষ টাকা কিভাবে কলেজ পরিশোধ করবে? নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয় এক প্রকার দায় থেকে মুক্ত হতে চেয়েছে ।

উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা সংশোধন করে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের বেতন অথবা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ শিক্ষকরা জানান, বেসরকারি কলেজ পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ অনার্স ও মাস্টার্স কোর্সের জন্য সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ গুলোতে শিক্ষক নিয়োগ অনুমোদন দিয়ে অনার্স মাস্টার্স কোর্সের পাঠদানের অনুমোতি দেয়।কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই শিক্ষকদের বেতন ভাতার দায়িত্ব গ্রহণ করে না। কলেজ কর্তৃপক্ষ একান্তই মানবিক দিক বিবেচনা করে শিক্ষক কর্মচারীদের কলেজে যাতায়াত খরচ ও পোশাক পরিস্কার পরিচ্ছন্ন করা বাবদ মাসিক নাম মাত্র কিছু টাকা সম্মানী হিসেবে দিয়ে থাকে।যা দিয়ে মাসের এক সপ্তাহের নূন্যতম বাজার খরচ চলে না।

বরিশাল বিভাগের ২৬টি বেসরকারি অনার্স কলেজের ৩৫০ জন শিক্ষক গত ৪ মাস যাবত সেই সামান্য সম্মানীও পাচ্ছে না সারাদেশে একই অবস্হা বিদ্যমান ।ফলে বর্তমানে লকডাউনের কারনে ঘরে বসে শিক্ষকদের অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে। অনেক শিক্ষক চাকরির প্রয়োজনে নিজের এলাকা ছেড়ে বাইরের জেলায় শিক্ষকতা করেন।তাদের ঘরভাড়া দিয়ে থাকতে হয়। এছাড়া বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিলের খরচ তো আছেই।

করোনায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৯২ হাজার কোটি টাকার বিশাল প্রণোদনা প্যাকেজে প্রায় ৫ কোটি পরিবার সহায়তা পাবে।এই প্যাকেজ থেকে বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স কোর্সের সকল নন এমপিও শিক্ষকের তালিকা তৈরি করে মাসিক ভিত্তিক সাহায্য করা প্রয়োজন। এব্যাপারে শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব ও শিক্ষক পরিষদের সসভাপতি মেহরাব আলী বলেন বর্তমান পরিস্থিতিতে এধরনের চিঠি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকের চাকরি হারানোর একটি রাস্তা খুলে দিয়েছে।

কলেজগুলোতে ফান্ড নেই কিভাবে শিক্ষকদের বেতন পরিশোধ করবে? তাছাড়া ফান্ডের জন্য তো ছাত্র ছাত্রী লাগবে সেই ছাত্র ছাত্রী তো কলেজগুলোতে নাই, বিশ্ববিদ্যালয়ের অসম নীতি, আসন বন্টনে সরকারি বেসরকারি কলেজের মধ্যে বৈষম্য এবং প্রয়োজনীয়তা বিবেচনা না করে যত্রতত্র অনার্স খুলে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন।

তিনি কলেজ নয় বিকল্প উপায়ে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে শিক্ষকদের বেতন দেয়ার দাবী জানান। তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয় এই দূর্যোগকালীন সময়ে শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা না করলে ভিসি মহোদ্বয়ের পদত্যাগ দাবীতে আমরা রাজপথে নামবো। শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি নেকবর হোসাইন বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

সারাদেশের ৩১২ কলেজের প্রায় পাচ হাজার শিক্ষক কর্মচারী আজ কেউ ৩ মাস, কেউ ৬ মাস, কেউ এক বছর যাবত বেতন পাচ্ছে না। বিশ্ববিদ্যালয় তাদের এমপিওভুক্ত বা বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে বেতনের ব্যবস্থা না করে কলেজগুলিতে চিঠি পাঠিয়ে দায়িত্ব এড়াতে পারেনা।

কলেজগুলি ২৮ বছর যাবত শিক্ষকদের বেতন দিতে পারেনি বার বার বলার পরও বিশ্ববিদ্যালয় কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেনি। তিনি বলেন কলেজ নয় সরকারি তহবিল থেকে শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করার জন্য শিক্ষা মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনাহারে থাকা শিক্ষকদের পক্ষ থেকে করুনা ভিক্ষা চাই। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর দেশে না খেয়ে মারা যেতে চাইনা।