ফের পিয়াজের ডাবল সেঞ্চুরি

অনলাইন ডেস্ক::কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পিয়াজের বাজার। কাজে আসেনি কোনো পদক্ষেপ। অস্থিরতা চলছেই। ফের পিয়াজের দাম ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে সিরাজগঞ্জের বাজারগুলোতে।

মাত্র দুদিনের ব্যবধানে দেড়গুণ বেড়ে পিয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এতে আবারও বিপাকে পড়েছেন ক্রেতারা।
জানা গেছে, সিরাজগঞ্জ স্টেশন বাজার, বানিয়াপট্টি বাজার ও এসএস রোড এলাকায় বড় বাজার ঘুরে দেখা যায় দেশি পিয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

অপরদিকে আমদানি করা মিশরীয় পিয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১শ টাকায়। কয়েকজন ব্যবসায়ীর কথায়, আড়তে দাম বাড়লে আমাদের কিছু করার থাকে না। শনিবার সকালে আড়তে ভাল দেশি পিয়াজ ১৭০-১৯০ টাকায় কেনা হয়েছে। এ কারণে খুচরা বাজারে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। এলসির মাধ্যমে আসা বিদেশি পিয়াজ আড়ত থেকে ৭৫ টাকায় কিনে খুচরা বাজারে ১শ টাকায় বিক্রি করা হচ্ছে।

কাঁচাবাজার আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, সিরাজগঞ্জের হাট-বাজারে পিয়াজের দাম আবারও বেড়েছে। বেশি দামের কারণে পাইকাররাও পিয়াজ কিনতে সাহস পাচ্ছেন না। ফলে খুচরা বাজারে প্রভাব পড়ছে। জেলা মার্কেটিং অফিসার মো. আইয়ুব আলী বলেন, আবহাওয়া খারাপের কারণে পিয়াজের সরবরাহ কম। এ কারণে কিছুটা দাম বেড়েছে।

এদিকে দেড় সপ্তাহ বিরতির পর আবারও খোলা বাজারে পিয়াজ বিক্রি শুরু করেছেন ওএমএস ডিলার। শহরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ট্রাকে করে প্রতি কেজি ৩৫ টাকায় এসব পিয়াজ বিক্রি করা হচ্ছে। ডিলার গৌতম কুমার দত্ত বলেন, ১০ দিন বিরতির পর খোলা বাজারে পিয়াজ বিক্রি করা হচ্ছে। বাজার মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এক লাফে ডাবল সেঞ্চুরিতে ওঠে পিয়াজের দাম। সেপ্টেম্বরের শেষ থেকে অস্থির হয়ে উঠে পিয়াজের বাজার। ২৯ সেপ্টেম্বর পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত। বাংলাদেশ আমদানির ক্ষেত্রে ভারতের ওপরই নির্ভরশীল। ফলে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে থাকে। পরে নভেম্বরের মাঝামাঝিতে সারাদেশে পিয়াজের কেজি ২০০ টাকা হয়।

নলছিটির নাচনমহলে শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নলছিটির নাচনমহল ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারী) বেলা ১১টায় নলছিটি স্থানীয় নাচনমহল বাজার এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।উদ্বোধক হিসেবে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে নাচনমহল পরিষদের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম সেলিম ও সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত উপস্থিত ছিলেন।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের নাচনমহল ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম নান্নু তালুকদার, সংগঠনের নাচনমহল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক দেবব্রত রায়, আল মামুন সিকদার, মো. ইব্রাহীম তালুকদার, সদস্য সচিব মো. কামরুল ইসলাম মাস্টার, সিনিয়র সদস্য প্রভাষক মো. আমিনুল ইসলাম তালুকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়। গ্রামের অসহায় শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সমাজসেবামূলক এ রকম কাজের জন্য নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।