কৃষকদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সোনালী ব্যাংক বরিশালের জিএম

“শেখ হাসিনার বাংলাদেশ,কৃষক বাচাঁলে বাচাঁবে দেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কোভিড-১৯ প্রাদুর্ভাবে দেশের আর্থিক খাতের ক্ষয়-ক্ষতি মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন অগ্রগতির লক্ষ্যে কৃষকদের দুঃখ কষ্ট লাঘব ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ৪% রেয়াতি হারে প্রণোদনার ঋণ বিতরণে কৃষকদের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন সোনালী ব্যাংক লিমিটেড, বরিশাল অঞ্চলের জিএম ( ইনচার্জ ) এ. কে. এম সেলিম আহমেদ ।

শনিবার ( ৫ ডিসেম্বর) ঝালকাঠি নলছিটি উপজেলার কুলকাঠী, নাচনমহল, রানাপাশা ও সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় কৃষকদের সাথে ৪% রেয়াতি হারে প্রণোদনার ঋণের সুবিধা তুলে ধরেন এছাড়াও করোনাকালীন সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কৃষকদের উৎসাহিত করেন তিনি । এসময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নাচন মহল হাট শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মুঃ আসাদুজ্জামান মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, ইউপি সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সোনালী ব্যাংক লি: বরিশাল অঞ্চলের জিএম ( ইনচার্জ ) এ.কে.এম সেলিম আহমেদের নেতৃত্বে অঞ্চলের ৭৬ টি শাখার মাধ্যমে সভা – সেমিনার করে প্রণোদনার ঋণ বিতরণ করা হচ্ছে বলে জানা যায় । কৃষকদের উদ্বুদ্ধকরণ সেমিনারে উপজেলা চেয়ারম্যান বলেন – কৃষকদের দ্বারে দ্বারে ঘুরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরণ করে সোনালী ব্যাংক বরিশালের জিএম অনন্য ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করছেন ।

প্রণোদনার ঋণ বিতরণে কৃষকদের মাঝে জিএমকে পেয়ে কৃষকরা অত্যন্ত খুশি এবং শাখার ম্যানেজারের আন্তরিকতার ভূয়সী প্রসংসা করেন এবং ঋণ গ্রহনের মাধ্যমে অনাবাদী জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করবেন বলে জানান ।

নাচনমহল হাট শাখার ম্যানেজার আসাদুজ্জামান মোল্লা জানান জিএম মহোদয়ের নির্দেশনায় প্রণোদনার ঋণ বিতরনে অন্য একটি টিমে কাজ করছেন বরিশাল প্রিন্সিপাল অফিসের ডিজিএম বাসুদেব দাস স্যার, এজিএম মাহবুব আলম স্যার, এজিএম ফজলুল বাসার স্যার, এসপিও শামীম উল নিজাম স্যার, এসপিও দেবাশীষ কুন্ডু স্যার,এসপিও শাহীন আলম বাপ্পি স্যার সহ শাখার সকল কর্মকর্তা । ম্যানেজার আরও জানান জিএম মহোদয়ের প্রত্যক্ষ তত্বাবধানে আমরা সিএমএসএমই, কৃষিতে চলতি মূলধন ও প্রণোদনার কৃষিঋণ বিতরনের টার্গেট শতভাগ পূরণ করবো । জিএম স্যারের নেতৃত্বে বরিশাল অঞ্চলের একমাত্র লস শাখা এ বছর লাভে যাবে ইনশা আল্লাহ । নাচনমহল হাট শাখা লাভে গেলে মুজিব বর্ষের বিজয়ের মাসে হবে আরেক বিজয় ।

ঝালকাঠি বিএমএসএফের সম্মেলন: সভাপতি আজমীর, সম্পাদক বাচ্চু ও সাংগঠনিক ইরান

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মিরাজ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিটি ঘোষণা করেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় কোর্ট রোডস্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি মো: আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কাজি মিরাজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো: সোহেল সরদার।

সম্মেলনে আজমীর হোসেন তালুকদারকে তৃতীয় বার সভাপতি, প্রভাষক রিয়াজুল ইসলামবাচ্চুকে সাধারণ সম্পাদক ও কাজি মারুফ ইরান কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বিএমএসএফ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

আইন উপদেষ্টা হলেন এ্যাড. মো: বদরুল মিল্লাত খোকন, এ্যাড. মো: ফয়সাল খান ও এ্যাড. মোঃ বনি আমিন বাকলাই । কমিটিতে ডা: জহিরুল ইসলাম বাদলকে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা রাখা হয়েছে।

জেলা কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম লিটন, অধ্যাপক আব্দুল হালিম, মো: রুহুল আমিন রুবেল, গোলাম মাওলা শান্ত, সাইদুল কবির রানা, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (প্রধান শিক্ষক) ও কেএম সিদ্দিক, সহ-সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম (নলছিটি), সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম গিয়াস উদ্দিন, মো: রিয়াজ মোর্শেদ, মো: শফিকুল ইসলাম রাসেল শিকদার (কাঠালিয়া), কোষাধ্যক্ষ মো: বাবুল মিনা, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: আতাউর রহমান, প্রচার সম্পাদক মো: ইমাম হোসেন বিমান, উপ-প্রচার সম্পাদক মো: কামরুল হাসান মুরাদ ও মোসাদ্দেক বিল্লাহ, সহ-প্রচার সম্পাদক মো: রফিকুল ইসলাম হাওলাদার, দপ্তর সম্পাদক মো: নুরুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক মো: তারেক উজ্জামান খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রফিকুল ইসলাম স্বপন, আইটি সম্পাদক গাজী আরিফুর রহমান আরিফ, সহ-আইটি সম্পাদক এইচ এম নবীন, সমাজ কল্যাণ সম্পাদক মো: বশির আহাম্মেদ খলিফা, সহ সমাজ কল্যান সম্পাদক মো: সাইদুল ইসলাম (নলছিটি)।

নির্বাহী সদস্যবৃন্দরা হলেন, সত্যবান সেন গুপ্ত, আব্দুল্লাহ আল মামু, রিয়াজ খান অশ্রু, মাসুম বিল্লাহ (কাঠালিয়া), সৈয়দ রুবেল, জাহাঙ্গীর ফরাজি, মো: হাফিজুর রহমান, সৈয়দ মেহেদি হাসান , মো: খাইরুল ইসলাম পলাশ (রাজাপুর), এমরান হোসেন আদনান, মো: মিলন সরদার, মো: ্আরিফুর রহমান আরিফ, সদস্য সুকমল ওঝা দোলন, মো: রাজিব তালুকদার, এসআই টিপু, মোস্তাফিজুর রহমান, আ: মান্নান রাজু, মো: কামাল হোসেন, সাইদুর রহমান সজিব ও ইমরান খান প্রমুখ।

সম্মেলনে উপস্থিত সদস্যবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঝালকাঠিতে নাগরিক অ্যাডভোকেসি ফোরামের কমিটি গঠন হিমু সভাপতি, রিজভী সম্পাদক

ঝালকাঠি প্রতিনিধি।।
সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুকে সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভীকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি নাগরিক অ্যাডভোকেসি ফোরামের (সিএএফ) কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল পদ্ধতিতে ফোরামের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি হাবিবুর রহমান হাবিল, মেহেদী হাসান খান বাপ্পী ও নুরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, ডালিয়া নাসরীন ও উদয় শংকর, কোষাধ্যক্ষ সাংবাদিক কে এম সবুজ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন খসরু, সহসাংগঠনিক সম্পাদক, আতিকুল ইসলাম হৃদয়, এস এম রেজাউল করিম ও সৈয়দ আলী হাসান, দফতর সম্পাদক কে এম জুয়েল প্রচার প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক রাজিব হোসেন, সদস্য মুজিবুল হক আকন্দ, নূরুল আমীন খান সূরুজ, আবদুল আজিজ খলিফা, তরুন কর্মকার, এস আর এম মানিক, আবু সাঈদ খান, ফাতেমা খানম, ইসরাত জাহান সোনালী, আফরোজা আক্তার লাইজু, মানিক রায়, অ্যাডভোকেট, মিজানুর রহমান মুবিন, ফারজানা ইয়াসমীন, মমতাজ বেগম, নাজমুন্নাহার পুতুল, নিগার সুলতানা, মাহিদুল ইসলাম রাব্বি। সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঝালকাঠি পৌরসভার মেয়র, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্্িরর সভাপতি, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি, ও ডেমোক্রেসি ইন্টারন্যালের মাস্টার ট্রেইনার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।
নাগরিক অ্যাডভোকেসি ফোরামের (সিএএফ) সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে বিজয় দিবস পালন ও করোনা পরিস্থিতিতে মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়। সভায় সভাপতি করেন নতুন কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। এতে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যালের বিভাগীয় সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান।

কাউখালীতে গৃহ নির্মান কাজের ভিত্তিপ্রস্তার স্থাপন

ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মাহেন্দ্রা গাড়ি চালক কর্তৃক বাস মালিককে মারধরের প্রতিবাদে বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারী যাত্রীরা।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার মাহিন্দ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও ঝালকাঠিতে সুযোগ পেলেই এ গাড়িগুলো চলাচল করছে।

মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দেয়।

তিনি আরও জানান, এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি সভা হয়।

সভায় প্রশাসনের কাছে আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি বন্ধের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও আমুয়াসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এ রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী।

রানাপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ‘জনতার বন্ধু’ শাহজাহান হাওলাদার

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটি উপজেলার ৪নং রানাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. শাহজাহান হাওলাদার চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। উপজেলা জেলা আওয়ামী লীগের অন্যতম এ নেতা নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে পুরোমাত্রায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন দৌড়েও অন্যান্য প্রার্থীদের তুলনায় অনেকটা এগিয়ে আছেন ক্লীন ইমেজের এ প্রার্থী।

চেয়ারম্যান প্রার্থী শাহজাহান হাওলাদার বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বি.এন.এ) সাবেক সভাপতি। উচ্চ শিক্ষিত এ প্রার্থীর এলাকায় ব্যাপক জনসমর্থন রয়েছে।

সকলের কাছে আস্থাভাজন ও তরুণ সমাজের কাছে জনপ্রিয় এই ব্যক্তি রানাপাশা ইউনিয়নের একজন পরিচিত মুখ। যিনি সামাজিক কল্যাণমূলক কাজে প্রতিনিয়ত সক্রিয় অবদান রেখে চলেছেন। ইতোমধ্যে তিনি জনতার বন্ধু নামে এলাকায় পরিচিতি পেয়েছেন।

বর্তমানে রানাপাশা ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে আলাপ-আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত হয়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন শাহজাহান হাওলাদার। এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সকলের কাছেই আস্থাভাজন প্রিয়জন হয়েছেন।

উপজেলার রানাপাশা ইউনিয়নের বিভিন্ন বাজার, চায়ের দোকান, হোটেলসহ ফুটপাটের লোকজনদের সঙ্গে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় লোকজদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া প্রার্থনা করেন তিনি।

মো. শাহজাহান হাওলাদার বলেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলে আমি মানবকল্যাণে আত্মনিয়োগ করতে চাই। ন্যায়ের পক্ষে চলবো। মানুষের ভালোবাসা নিয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। এ পথচলায় আমি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে রানাপাশা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করবো। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো।এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. শাহজাহান হাওলাদার বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য বর্ষীয়ান জননেতা আমির হোসেন আমুর নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে জনগণকে সকল সুবিধা ও সেবা পৌছে দিয়ে রানাপাশাকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার চেষ্টা করবো।

রাজাপুরে আলোক বর্তিকার মোড়ক উন্মোচন

মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের (১২০৪৮) উদ্যোগে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে “আলোক বর্তিকা” নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারি খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাধারন সম্পাদক ভাইস ও চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মুজিবুল হক কামাল প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজাপুর শাখার প্রথম প্রকাশনা “আলোক বর্তিকা” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন সংগঠনের সদস্য ও অতিথিবৃন্দ।

নলছিটির ভারপ্রাপ্ত ইউএনও করোনায় আক্রান্ত

আরিফুর রহমান আরিফ।।

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃসাখাওয়াত হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)সাখাওয়াত হোসেন জানান, গত ৫ দিন থেকে শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। গত বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এরপর থেকেই তিনি অফিস করেননি, বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ঝালকাঠিতে সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলার আদর্শপাড়া এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পাশের ওই এলাকার জাহাঙ্গীর হোসেন নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ির প্রবেশ পথে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে ওই ব্যক্তির পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্রসহ বেশকিছু কাগজপত্র উদ্ধার করে। তাতে নাম লেখা রয়েছে; মোহাম্মদ আজিজুল হক (৪৫), পিতা-মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাতা-দেলোয়ারা আজাদ এবং ঠিকানা এলিফ্যান্ট রোড, ঢাকা। ঘটনার পর থেকে বাড়ির মালিক জাহাঙ্গীর পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দ পেয়ে নিচে এসে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। হয়তো তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে বা তিনি আত্মহত্যা করেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ওই ব্যক্তি ভবনের ছাদ থেকে তিনি নিচে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তে বেরিয়ে আসবে।

কোন ভাবেই বাল্য বিবাহ পড়ানো যাবেনা-এমপি শাহে আলম

বরিশালের বানারীপাড়া উপজেলার বিবাহ রেজিষ্টারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে বাল্য বিবাহ রোধকল্পে উপজেলা মিলনায়তনে বুধবার ২৫ নভেম্বর বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে এ সময় বিবাহ রেজিষ্টারদের উদ্দেশ্যে বলেন, কোন ভাবেই বাল্য বিবাহ পড়ানো যাবেনা।

আপনাদের ওপরে যদি কোন ব্যক্তি খবরদারী করতে চায় তাহলে সাথে সাথে প্রশাসনকে খবর দিবেন। কোন চাপে পড়ে বাল্য বিবাহকে হ্যা বলবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আ.জলিল ঘরামী, কৃষক লীগের আহবায়ক এম এ ওহাব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল,

বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, সংসদ সদস্যের এপিএস মো. জসিম মোল্লা,বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক,

প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, শিক্ষক হায়দার আলী প্রমূখ।

ঝালকাঠিতে ভবনের ছাদ থেকে নারীর লাশ উদ্ধার

ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ব্যবসায়ী নুর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাদে তাল পড়ার মতো শব্দ আসে। ওই ভবনের নিচে কর্মরত শ্রমিকরাও শব্দটি শুনতে পান।

পরে ছাদে গিয়ে মধ্যবয়সী এক নারীর লাশ দেখতে পান তারা। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামে কাস্টমসে কর্মরত আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদে কিছু পড়ার শব্দ শোনা যায়। পরে ভবনের নিচে কর্মরত শ্রমিকরা ওপরে গিয়ে দেখেন, এক নারীর লাশ পড়ে আছে।

ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে আব্দুল জলিল তালুকদারের ভবনের ছাদে ফেলে দেয়া হয়েছে। পরে মৃতদেহ টেনে ছাদের মধ্যবর্তী স্থানে সরিয়ে রাখা হয়েছে। লাশের উভয় পায়ের গোড়ালি ফাটা এবং তা থেকে রক্তপাত হয়নি।

পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোরকা এবং একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগে রাখা জাতীয় পরিচয়পত্রের নতুন ফটোকপি পাওয়া গেছে।

সেখানে ওই নারীর পরিচয়পত্র কি-না তা নিশ্চিত হতে না পারলেও এক নারীর পচিয়পত্র রয়েছে। যাতে লেখা রয়েছে-সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদের মেয়ে শাহানাজ আক্তার। জন্ম তারিখ ১৯৭৭ সালের ১ ফেব্রুয়ারি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, ঝালকাঠি সদর পুলিশ ফাঁড়ির সামনে থেকে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

নারীর মৃত্যুটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পশ্চিম পাশের ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোরকা এবং একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। পার্সে এক নারীর পরিচয়পত্র রয়েছে। তবে এটা ওই নারীর পরিচয়পত্র কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।