ভোলায় সংঘর্ষে বরিশাল নগরীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক:

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে ৫জন নিহত হওয়ার ঘটনায় বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল
৫ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার উপদেষ্টা সৈয়দ নাসির আহম্মেদ কাওছার, প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব,
বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ডাঃ সিরাজুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি এস এম ছাব্বির রহমান সহ অন্যান্যরা।

ভোলায় সংঘর্ষের ঘটনায় শেবাচিমে ৬জন ভর্তি

নিউজ ডেস্ক:

ভোলায় পুলিশের সাথে স্থায়ীদের সংর্ঘষে গুলিবিদ্ধ ৬ জন কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদি জনতা’র সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে মহানবী (স.) নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রোববার বেলা ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিতে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক একত্রিত হয়ে ‘নবী অবমাননা’ ও ‘আল্লাহ-কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই’- এমন স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই তা শেষ করতে তাগাদা দেন পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এতে সাংবাদিক-পুলিশসহ আহত হন অর্ধশতাধিক। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তারা হলেন- মিজান (৪০) ও মাফুজ পাটোয়ারি (৪৫)।

পরে ভোলা সদর হাসপাতালে নেয়ার পরে মাহবুব, শাহীন এবং গনি মারা যায়।

ভোলার সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মরদেহ এবং সদর হাসপাতালে নাম না জানা এক ব্যক্তির মরদেহ রাখা হয়েছে।

এ ঘটনার সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে আহত হন স্থানীয় প্রতিনিধি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সারও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুমতি ছাড়াই তারা সমাবেশ করতে চেয়েছিল। আমরা তাদের দ্রুত শেষ করতে বলি। কিন্তু তারা কথা না শুনে উল্টো আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়তে বাধ্য হই আমরা।

স্থানীয় সূত্র জানায়, বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবক শুক্রবার বিকেলে নিজ ফেসবুক আইডি থেকে কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে আল্লাহ ও রাসূল (স.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একপর্যায় কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিন শর্ট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। পরবর্তীতে ফেসবুকজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে আসলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখেন। ওই ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ‘তৌহিদি জনতা’র ব্যানারে স্থানীয়রা।

বোরহানউদ্দিনে পুলিশ জনতা সংঘর্ষ: নিহত ৪, আহত শতাধিক

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে ‘মুসলিম জনতা’র সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হন পুলিশসহ দুই শতাধিক মানুষ। স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে মহানবী (স.) নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১০টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিতে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক একত্রিত হয়ে ‘নবী অবমাননা’ ও ‘আল্লাহ-কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই’- এমন স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই তা শেষ করতে তাগাদা দেন পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। মুসলিম জনতার দাবী করেন, হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেইসবুকে আপত্তিকর কটূক্তি করার প্রতিবাদে তাদের পূর্ণ নির্ধারিত সমাবেশে তারা একত্রিত হলে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশ বাধাঁ দেন ও তাদের উপর ক্ষিপ্ত হয়ে কাদানি গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তাদের ৪ জন নিহত হয়। এছাড়া তাদের ২শতাধিক লোক গুলিবিদ্ধ হয় বলে জানান মুসলিম জনতার নেতারা। আহতরা বোরহানউদ্দিন, ভোলা সদর সহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। নিহতরা হলেন, মাহফুজুর রহমান পাটোয়ারী (২৩), মিজান (৩০), মাহবুর রহমান (৩০) ও শাহিন (২৫)। তাৎক্ষনিক তাদের পুরো পরিচয় জানা যায় নি। অপরদিকে পুলিশ দাবী করেন, তারা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে ঘটনাস্থলে সকল কার্যক্রম পরিচালিত করছেন। হঠাৎ করে কিছু উশৃঙ্খল জনতা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে তাদের ধাওয়া দেয়। তারা মসজিদের ২য় তলায় আশ্রয় নেয়। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করলে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। পুলিশের দাবি, ৩ জন মুসলিম জনতা নিহত হয়েছে। সংঘর্ষের সময় ১২-১৩ জন কে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভ শুক্রবার তার নিজস্ব ফেইসবুকে আল্লাহ ও মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি করে। পুলিশ বিপ্লব চন্দ্র শুভ কে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। এ ঘটনায় বিপ্লবের ফাঁসি দাবী করে পুরো মুসলিম জনতা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করেন। রবিবার তাদের মহা সমাবেশের ডাক দেয়। এব্যাপারে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে বরিশাল বিভাগিয় ডিআইজি, জেলা প্রশাসক সহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

ভোলায় মহানবীকে কটুক্তি

আওলাদ খান, ভোলা প্রতিনিধি:
সৃষ্টিকৃতা আল্লাহ ও প্রিয় মহানবী মোহাম্মদ (স:) কে নিয়ে ফেইস বুকে কটূক্তি করায় বিপ্লব চন্দ্র শুভ’র কঠিন শাস্তি দাবী করে ভোলা বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা। শনিবার সকাল দুপুর ২টায় উপজেলার ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে থেকে পৌর শহরে এসে বিক্ষোভ করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের বৈদ্ধ বাড়ীর বিল্লব চন্দ্র শুভ আইডি থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহপাক ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ফেইস বুকে খুবই খারাপ কটূক্তি করা হয়। এ ঘটনাটি শুক্রবার ফেইসবুকে ভাইড়াল হয়। সন্ধ্যায় ওই ছেলে থানায় এসে বলেন আমার ফেইস বুক আইডি হ্যাক হয়েছে। তাই জিডি করতে এসেছি। এ ঘটনায় সর্বস্তরের মুসলিম তাওহীদ জনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে বিল্পব চন্দ্র শুভ কে শুক্রবার রাত সাড়ে ৮টায় থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনেন পুলিশ। এখনও ওই ছেলে থানা হেফাজতে রয়েছে। ঘটনাটি উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। আইডিটি হ্যাক হয়েছে না ও নিজেই লিখছে তা নিয়ে কাজ করছে পুলিশ। এদিকে ঘটনায় বিপ্লব চন্দ্র শুভ’র শাস্তি দাবী করে শনিবার সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেন উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহীদ জনতা। আছর নামাজ শেষে মসজিদ গুলো থেকে ফাঁসির দাবী করে বিক্ষোভ করেন মুসলিম সমাজ
Chat

ভোলায় ইয়াবাসহ মেম্বার পুত্র আটক

ভোলায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক মেম্বার পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটার সময় সদর উপজেলার পৌর নবীপুর ০৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ তানজিল (২০)। সে উপজেলা আলীনগর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের মেম্বার তরিকুল ইসলাম (তরির) ছেলে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার পৌর নবীপুর এলাকায় অভিযান চালায়। এসময় পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তানজিলকে আটক করা হয়।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লালমোহনে পৌর মেয়র হলেন আওয়ামী লীগের তুহিন

উৎসবমুখর পরিবেশে লালমোহন পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে পৌর পিতার আসনে দ্বিতীয়বারের মতো বসছেন আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন। দীর্ঘ ৯ বছর পর ভোলার লালমোহন পৌর সভায় প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ পদ্ধত্বিতে ভোট দিয়েছেন ভোটাররা।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ সম্পন্ন হয়। ইভিএম ত্রুটির কারণে ১২ ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। রাত ৮টা নাগাদ ওই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

বাকি ১২ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের এমদাদুল ইসলাম তুহিন পেয়েছেন ১১ হাজার ৩৬৯ ভোট। অপরদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট।

নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী মাঠে নেমেছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন অহিদউল্যাহ মাষ্টার, ৪নং ওয়ার্ডে রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে ঈমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ডে জহিরুল ইসলাম মাসুদ, ৭নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডে সাইফুল কবীর, ৯নং ওয়ার্ডে হিরণ হায়দার, ১০ নং ওয়ার্ডে সিরাজ মেম্বার, ১১ নং ওয়ার্ডে এহসানুল হক ফরিদ, ১২ নং ওয়ার্ডে জসিম ফরাজী।

সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জান্নাত বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লুৎফা বেগম।
এদিকে দীর্ঘদিন পরে ভোট হওয়ায় ভোটারদের মধ্যেও বিরাজ করেছে উৎসবের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মোতায়েন করা হয়েছে।

মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১শ জন। যাদের মধ্যে পুরুষ নয় হাজার ৭০৩ জন এবং নারী নয় হাজার ৯৯৭ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দু’জন।

অসুস্থ যুবদল সভাপতি কবিরের ভারতে গমন,দোয়া কামনা

স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাং চিকিৎসার উদ্দেশ্য ভারতে গমন করেছেন। ১ আগষ্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকাল ১০ঃ৩০ মিনিটে ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি ভারতের সিএমআরআই হসপিটালের উদ্দেশ্য যাত্রা করেন। তাঁর পারিবারিক সূত্র জানায়, কবির হাং দীর্ঘ সময় ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তিনি ভারতের সিএমআরআই হাসপাতালে নিয়মিত  চিকিৎসা নিচ্ছেন। এখনো সিআমআরআই হসপিটালেই বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে চেকআপে রয়েছেন। তাঁর আশু রোগমুক্তির জন্য লালমোহন উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বসাধারনের দোয়া চেয়েছেন। ৫ আগষ্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এমপি শাওনের পিতার ইন্তেকাল, লালমোহনে শোকের ছায়া

এম ইউ মাহিম লালমোহন ভোলা প্রতিনিধি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী- ও সমাজসেবক আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী (৯০) ১০ই জুলাই ২০১৯ ইং ভোর ৪:২০ ঘটিকার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন।
দলীয় সূত্রে জানা যায়, ১১ই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ৯ঃ০০ঘটিকার সময় ঢাকা রমনা মধুবাগ মাঠে প্রথম জানাজা,সকাল ১০:৩০ ঘটিকার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টার যোগে নিজ মাতৃভূমি লালমোহন এর উদ্দেশ্য রওয়ানা হবেন। পরবর্তীতে লালমোহনে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন লালমোহন ও তজুমদ্দিন উপজেলার সর্বস্তরের জনগন।

ওরা আমাকে লাশ বানিয়ে পাঠাবে- মৃত্যুর আগে বর্ণালী

স্টাফ রিপোর্টার: মাগো আমাকে আর জোর করে ঢাকায় পাঠিওনা আমার স্বামী প্রতিদিন আমাকে শাররিক ও মানষিক নির্যাতণ করে। একা বাসায় কাঁদতে কাঁদতে চোঁখের জল ও শুকিয়ে গেছে আমার। প্রতিদিন বলে তুই মর। তুই মরলে আমি তোর চেয়ে সুন্দর মেয়ে পাবো। তোর বাবা মা আমার বাবার সম্পদ দেখে তোকে আমার কাছে বিয়ে দিয়েছে। আমি অন্য মেয়ের সাথে সম্পর্ক করলে তাতে তোর কি ? এভাবেই মেয়েকে প্রতিদিনের নির্যাতনের বর্ণনা সংবাদ কর্মীদের সামনে দিয়েছেন নিহত বর্নালী মজুমদার বন্যার মা শিখা রানী সেন।
৫বছর পূর্বে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাবুল মজুমদার এর মেয়ে বর্ণালী মজুমদারের সাথে পৌর ০৬নং ওয়ার্ডের চুনি লাল দের ছেলে মিথুন দে(রাহুলের) সাথে পারিবারিক সম্মতিতেই বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় প্রতিনিয়ত মিথুন ও মিথুনের পরিবার নিহত বর্ণালীকে শাররীক ও মানসিক নির্যাতন করত। নির্যাতন করে কয়েকবার বাসা থেকেও বের করে দেয়। পরে বর্ণালী ঢাকায় স্বামীর বাসা থেকে চলে আসে বোরহানউদ্দিনে। বর্ণালী স্বামীর নির্যাতন সইতে না পেরে বোরহানউদ্দিনে আসলে বর্ণালীর স্বামী, শ্বশুর, শ্বাশুরী বর্ণালীর মা-বাবাকে অনুরোধ করে বর্ণালীকে অনেকটা জোর করেই ঢাকায় বনশ্রীতে স্বামীর বাসায় পাঠায়। পাঠানোর সময় বর্ণালী তার মা-বাবা ও আত্মীয় স্বজনের উদ্দেশ্য করে বলেন, আমি আর ঢাকা যাবো না। আমার স্বামী ও শ্বশুর শ্বাশুরী আমাকে লাশ বানিয়ে তোমাদের কাছে পাঠাবে। শেষ পর্যন্ত বর্ণালীর কথাই সত্য প্রমানিত হলো। লাশ হয়েই বাপের ভিটায় ফিরলেন বর্ণালী মজুমদার বন্যা ! গত ২জুলাই রাতে বনশ্রী এ ব্লকের ২নম্বর সংলগ্ন একটি বাসা থেকে রাত ১১ টার দিকে অচেতন অবস্থায় বর্ণালীর স্বামী মিথুন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে বর্ণালীর মৃতর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বর্নালীর স্বামী মিথুন বর্ণালীর লাশ হাসপাতালে ফেলে রেখে রহস্যময় ভাবে আগেই রমপুরা থানায় গিয়ে আটকের নাটক করে বলে অভিযোগ করেন বর্ণালীর পরিবার। অভিযোগ রয়েছে, স্বামী মিথুনের খালাতো ভাই এস আই দিপক দে ঢাকা কমিশনার অফিসে কর্মরত থাকায় সে নিজেই মিথুনকে রামপুরা থানায় নিয়ে যায়। পরে মৃত বর্ণালীর পরিবার রামপুরা থানায় গেলে দেখেন এস আই দিপক থানায় যাতে মামলা দিতে না পারে তার জন্য তদবির চালাচ্ছেন। বর্তমানে মৃত বর্ণালীর দেড় বছরের কন্যা সন্তান ও কাজের মেয়ে এস আই দিপকের বাসায় আছে বলে  জানায়, এস আই দিপক। এব্যাপারে এস আই দিপককে বর্ণালীর মেয়ে ও কাজের মেয়ে তার বাসায় কেন মুঠোফোনে জিজ্ঞেস করলে সে বলেন, তারা কোথায় থাকবে? আপনার কোন কিছু জানার থাকলে আমার কাছে আসেন। এ ব্যাপারে ওসি আঃ কুদ্দুস ফকিরের কাছে জানতে চাইলে সে বলেন, আমরা কি কারণে বর্ণালীর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনে পর প্রকৃত ঘটনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেব। বর্তমানে বর্ণালী কি কারণে মারা গেছেন তার সঠিক তদন্ত রামপুরা থানায় হবে কিনা তা নিয়ে সংশয়ে অছেন বর্ণালীর মা-বাবা। তারা মামলার সঠিক তদন্তের জন্য প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

চরফ্যাশনের বহিষ্কৃত ছাত্রনেতা প্রিন্স মহাজন ইয়াবাসহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক বহিষ্কৃত সভাপতি প্রিন্স মহাজন ইয়াবা সহ গ্রেফতার হয়েছেন। সূত্র জানায়, প্রিন্স মহাজনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের কারণে ছাত্রদল হতে বহিষ্কার করা হয়। দীর্ঘ দিন যাবৎ তিনি ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত থেকে নিজেও সেবন করে আসছিলেন। চরফ্যাশন থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তাঁর নিজ বাসা হতে তাকে গ্রেফতার করে।বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। চরফ্যাশন থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাকে তিন পিচ ইয়াবাসহ বাসা হতে গ্রেফতার করা হয়েছে।