কলাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান’র সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড.অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবুলসহ আরো অনেকে।

তিন দিনব্যাপী এই মেলায় কারিতাস বাংলাদেশ প্রয়াস প্রকল্পের স্থানীয় প্রজাতির ২ শতাধিক বীজ নিয়ে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়ে ১৫ টি স্টল মেলায় অংশগ্রহণ করে। উপজেলা কৃষি সস্প্রাসরণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

কলাপাড়া-ভোলা নৌ-রুটে লঞ্চ সার্ভিস চালু

পটুয়াখালীর কলাপাড়া টু ভোলার লালমোহন নৌ-রুটে লঞ্চ সার্ভিস চালু হয়েছে। এ রুটের লঞ্চ সার্ভিস মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এসময় তার সহধর্মিণী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাক্ষ ড. শহিদুল ইসরাম বিশ্বাস, পার্শ্ব র্তী উপজেলা রাঙ্গাবালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুরজ্জামান মামুন, পৌর সভার নব-নির্বাচিত কাউন্সিলর মো.লতিফ খালাসি, আবুল কালাম আজাদ, মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, এমবি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া সহ স্থানীয় অওয়ামী লীগ যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।

প্রতিদিন সকাল ৭ টায় কলাপাড়া লঞ্চ টারমির্নাল ঘাট থেকে এম এল আল সাইফান এবং এমভি মোহাব্বত এক্সপ্রেস নামে দুটি লঞ্চ ভোলার লালমোহনের উদ্দেশে ছেড়ে যাবে। আর একই সময় ভোলার লালমোহনের থেকে কলাপাড়ায় উদ্দেশে আসবে। রাঙ্গাবালীসহ বিভিন্ন পয়েন্টে ঘাট দিবে বলে কলাপাড়া লঞ্চ ঘাট ইজারাদার তানভির মুন্সি জানিয়েছেন।

এদিকে এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় লালমোহন, রাঙ্গাবালী ও কলাপাড়ার ব্যবসায়ী ও জন সাধারণের মাঝে উৎসহ বিরাজ করছে।

বাউফলে শীতকালীন ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবু সায়েম,বাউফল প্রতিনিধি:
বাউফল উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে  তিন মাস যাবত চলমান ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা আজ ৭ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়েছে।
রাত ৯ ঘটিকার সময় উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত  ডিসেম্বরে শুরু হয়ে ব্যাডমিন্টন টুনামেন্টে  উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসনের কর্মকর্তার সহ সর্বমোট ১৭ টি দল অংশগ্রহন করে।
উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল মোতালেব হাওলাদার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা তহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মরিয়ম বেগম নিশু।
উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম মিয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
খেলা শেষে চ্যাম্পিয়ান এবং রানার্স আপ দুই দলকেই পুরষ্কার প্রদান করা হয়।

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো. জাকারিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাকারিয়া ওই গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। বাড়ির সবার অগোচরে সে নিজেদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে পার্শ্ববর্তী এলাকায় অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখীতে জোড়া লাগা জমজ শিশুর জন্ম: চিকিৎসা করাতে পারছেন না পরিবার

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত ২৮শে ফেব্রুয়ারি রোববার দুপুরের দিকে জোড়া লাগা অবস্থায় জমজ শিশুর জন্ম দেন রেখা বেগম (১৮)। কিন্তু বর্তমানে অর্থাভাবে জমজ শিশুর চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র পিতা বশির সিকদার। প্রসূতি বর্তমানে সুস্থ থাকলেও জোড়া লাগা জমজ শিশুদের স্ক্যানুতে রাখা হয়েছে।

 

পটুয়াখালী মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা জানান, কনজয়েন্ট বেবী এবং প্রিম্যাচিওর। মাত্র ৩২ সপ্তাহে এই জমজ বাচ্চা প্রসব করানো হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় অভিভাবক রাজী হননি। এই বাচ্চার উন্নত চিকিৎসা প্রয়োজন যা পটুয়াখালীতে সম্ভব না।

 

দেখা গেছে, যমজ দুই শিশুর পেটের নিচ থেকে জোড়া লাগানো। শিশু দুইটির হাত, পা ও হৃদপি- আলাদা। তবে তাদের প্রসাব ও পায়খানার রাস্তা নেই। জটিল চিকিৎসার ব্যয়ভার আর অস্ত্রপাচারের জটিলতা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঢাকা নিয়ে যাওয়ার কথা বলা হলেও আর্থিক সঙ্গতি না থাকায় রাজী হননি পিতা বশির সিকদার।

 

শিশুর বাবা বশির সিকদার বলেন, “অর্থাভাবে আমার শিশুর উন্নত চিকিৎসা করাতে পারছি না। ডা. বলেছে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার কথা”

 

পটুয়াখালী সিটিজেন হেল্থ কমপ্লেক্সের ডা. মিঠুন চন্দ্র বলেন, দুটি কারনে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয় প্রথম কারণ, জিনগত বা বংশগত কারণে অথবা ঔষধের কারণে। যমজ শিশু জন্ম নেয়ার একটি অন্যতম কারণ হচ্ছে, বংশগত কারণ। তবে এই শিশুর জটিল অস্ত্রোপচার পটুয়াখালীতে হবে না।

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জেলার পটুয়াখালী গলাচিপা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল শিকদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাদুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোরশদ জানান, নিহত রাসেল শিকদার শহরের কাঠপট্টি এলাকার মরহুম নুর মোহাম্মদ শিকদারের ছেলে।
বাদুরা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মোটরসাইকেলের মাহবুব নামে আর এক আরোহী ছিল। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলাপাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কলাপাড়ায় পুকুরে ডুবে আখিনুর (৫) ও লামিয়া (৪) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার শেষ বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়োগান্তক ঘটনাটি ঘটে। জানা গেছে, মৃত দুই শিশু চাচাতো বোন।

দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। সকলের অগোচরে দু’ জনেই পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজার পরে দু’জনকেই ভাসমান অবস্থায় পায়।

দ্রুত সজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

রাত নয়টার দিকে উভয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত আখিনুরের বাবার নাম আল-আমিন, আর লামিয়ার বাবার নাম মিজানুর। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।

কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু ক্ষয় বন্ধ করতে কাজ শুরু

কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় রোধসহ প্রতিরক্ষার কাজ শুরু হয়েছে। সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই দিকে দেড় কিলোমিটার এলাকায় জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে এই প্রতিরক্ষার কাজ চলছে।

ইতোমধ্যে প্রায় ৭০০ মিটার এলাকার কাজ সম্পন্ন হয়েছে। কাজটি সম্পন্ন হলে কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু ক্ষয় বন্ধ হওয়াসহ ঝুঁকিমুক্ত হবে পর্যটনকেন্দ্র কুয়াকাটা।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমান তুহিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান বিজে জিও টেক্সটাইল লিমিটেড অ্যান্ড আবুল কালাম আযাদ যৌথভাবে এ কাজটি করছে। এ কাজের জন্য প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬৪ লাখ টাকা।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম দিকে ৩০০ মিটার এবং পূর্ব দিকে ১২ শ মিটার দীর্ঘ এই প্রতিরোধ দেয়া হবে। দেড় কিমি সৈকত প্রতিরক্ষায় ৩৫ হাজার ২৫০ কেজি জিও ব্যাগ দরকার হবে। ফলে সাগরের উত্তাল ঢেউ থেকে রক্ষা পাবে সৈকতের বেলাভূমি।

পরীক্ষামূলক এই প্রকল্প বাস্তবে টেকসই হলে গোটা সৈকতে পর্যায়ক্রমে এভাবে প্রতিরক্ষা দেয়া হবে। তবে এই টিউব ও জিও ব্যাগের ওপর দিয়ে জেলেরা প্রতিনিয়ত মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা ওঠা-নামানোর কাজ করায় বালু বোঝাই জিও টিউব ও ব্যাগ ছিড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

কুয়াকাটা পৌর মেয়র জানান, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটার জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা ঝুঁকিমুক্ত হবে।

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি সংরক্ষণের জন্য সকল ব্যবস্থা নিব। এটি রক্ষায় সকলের যত্নবান হতে হবে।

কলাপাড়ায় তরমুজের বাম্পার ফলন

আগাম তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে। চড়া দামে বিক্রি করতে পারায় বেশ ফুরফুরা মেজাজে রয়েছেন কৃষকরা। ইতোমধ্যে ক্ষেত থেকে তরমুজ তুলে পাইকারী ও খুচরা বিক্রি শুরু করেছেন তারা। মহিপুর, কলাপাড়া, কুয়াকাটাসহ স্থানীয় বাজারে যাচ্ছে এসব রসালো তরমুজ। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসা শুরু করেছে এলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়ার এলাকায় বিশাল এলাকা জুড়ে তরমুজের ক্ষেত। কেউ তরমুজ কাটছে, কেউ বা আবার ড্রামে করে তরমুজ স্তুপ করে রাখছে। এরপর পাইকাররা দেশের বিভিন্নপ্রান্তে নিয়ে যাচ্ছে এসব তরমুজ।

নয়াপাড়ার চাষি মো. মনির হাওলাদার বলেন, প্রায় ৪ মাস আগে ১৫ একর জমিতে তরমুজ চাষ শুরু করি। কঠোর পরিশ্রম করার পরে ক্ষেতে বাম্পার পলন হয়েছে। তিনি আরও বলেন, নিয়মিত সার দেওয়া, নিড়নী দিয়ে ক্ষেত পরিষ্কার করার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আমার পুরো ক্ষেতের তরমুজ ১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।

তুলাতলী গ্রামের আরেক চাষি মো. রাজ্জাক মুসল্লী বলেন, গত বছর করোনায় আমার অনেক টাকা ক্ষতি হয়েছে। এবারে অগ্রিম তরমুজ বিক্রি করতে পেরে ক্ষতি পুষিয়ে আও ৩ লাখ টাকা লাভ হয়েছে। চাষিরা জানান, প্রতি হেক্টর (২ দশমিক ৫ একর) জমিতে তরমুজ চাষে খরচ পড়ে প্রায় ২ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টর থেকে ১.৫ লাখ টাকা লাভ হয়।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মন্নান বলেন, লতাচাপলি, মহিপুর, নীলগঞ্জ ইউনিয়নসহ এ উপজেলায় ৩ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে। আমরা সার্বক্ষণিক চাষিদের পরামর্শ দিয়ে থাকি। এবারে বাম্পার ফলন তার উদাহরণ।

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শিক্ষাবিদ মোঃ হানিফ স্যারের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ ও বরিশাল সরকারি বি.এম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃহানিফ এর কফিনে শ্রদ্ধা জ্ঞাপন জানান দলীয় নেতাকর্মীরা।