বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে– পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, ‘পুলিশ ও সাধারণ জনগনের মধ্যে সূ-সম্পর্ক স্থাপনে বিট পুলিশিং এর বিকল্প নেই। প্রতিটি বিট এলাকায় পুলিশের নিয়মিত উপস্থিতি ও জনগনের সাথে যোগাযোগ উন্নয়নই পারে অপরাধ মুক্ত এলাকা তৈরি করতে’।

রোববার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর ময়দানের হাট এয়ারপোর্ট থানা পুলিশের আয়োজনে ১৫নং বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, সেবা জনগনের দৌড় গোড়ায় পৌ‍ঁছে দিতে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। বিট পুলিশিং এর মাধ্যমে এলাকায় বসে জনসাধারণ সবধরনের পুলিশি সেবা গ্রহন ও সমস্যার সমাধান অতি সহজেই পেতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে ও ওসি তদন্ত মোঃ ফয়সালের সঞ্চালয়নায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়াটার্স) প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান সালেহ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার উজ-জামান মিলন মৃধা, এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম, মুক্তিাযোদ্ধা দেলোয়ার রাঢ়ী, সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়াসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশালে অ্যাম্বুলেন্স চাপায় যুবকের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় রিপন খান (৪০) নামের এক যুবক মারা গেছেন।

বোয়ালিয়া বাজারে কেনাকাটা শেষে বাসায় ফিরতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে। নিহত রিপন খান ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের মৃত চাঁন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রিপন খান ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোয়ালিয়া বাজারে এসে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। একপর্যায়ে তিনি বোয়ালিয়া ব্রিজের খানিকটা দূরে রাস্তা পার হতে গেলে পটুয়াখালী থেকে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বরিশালে পাহাড়িদের জমি দখলের চক্রান্তকারীদের প্রতিহত করার দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ ॥ বান্দরবনে চিম্বুক পাহাড়ের আধিবাশিদের ভূমি দখল করে সিকদার গ্র“পের হোটেল ও পর্যটন স্থপনা নির্মাণের চক্রান্ত রুখো সহ উন্নয়নের নামে আদিবাসীদের জীবন ধ্বংশ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার (১৫ই) নভেম্বর সকাল সাড়ে ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল শাখা এই কর্মসূচি পালন করে।

বরিশাল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব রাখেন বাসদ বরিশাল সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা আল কাদেরী জয়, বিধান সিকদার, সুজন সিকদার ও সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন আমাদের পাহাড়ী অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা কোনভাবেই তাদের জমি দখল করার মাধ্যমে উৎখাত করা চলবে না।

সেখানের জমি দখলের যে চক্রান্ত সহ জমি গ্রাস করা হয়েছে অবিলম্বে তাদের জমি ফিরিয়ে দিয়ে তাদের স্বাভাবিক জীবন-যাপনের ব্যবস্থা করার দাবী জানান।

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥ ঢাকা (১৮) ও সিরাজগঞ্জের উপ-নির্বাচনে ভোট জালিয়াতী,কারচুপি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা দিয়ে গণ গ্রেফতারের প্রতিবাদে বরিশালে পৃথক দুটি স্পটে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি সহ বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

আজ রবিবার (১৫ই) নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় ও টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় দলীয় কার্যলয়ের সামনে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুকের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,সহ-সভাপতি আনয়ারুল হক তারিন,

সৈয়দ আকবর হোসেন,জাতীয়তবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সদস্য এ্যাড, আলি হায়দার বাবুল,শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল, মহিলাদল নেত্রী তাছলিমা কালাম পলি,মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন,সাবেক যুবদল যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ,

জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু। মহানগর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান সঞ্চলনা করেন যুবদল সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।

অপরদিকে সকাল সাড়ে দশটায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি যৌথভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এক বিক্ষোভ সমাবেশ করে।

জেলা দক্ষিণ বিএনপি সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খাঁন,,জেলা বিএনপি দপ্ত সম্পাদক মন্টু খাঁ,

বানারীপাড়া বিএনপি সম্পাদক রিয়াজ মৃধা,উজিরপুর সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,এ্যাড, নুরুল আলম রাজু,আলহাজ নুরুল আমিন, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আতাউর রহমান আউয়াল প্রমুখ।

এখানে বক্তরা বলেন বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় বেশিদিন কেহ রাস্ট্র পরিচালনা করতে পারে নাই এই রাত্রিকালীন ভোটের সরকার থাকতে পারবে না।

এই সরকার ৫ই জানুয়ারী পুলিশ, সরকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে রাতের আধারে দেশবাশীর ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছে।

বরিশালে বিদ্যালয়ের লাইব্রেরি রুম থেকে নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার

বরিশাল জেলার উজিরপুরের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাসেল মল্লিক (৪৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকালে তার মরদেহ বিদ্যালয়ের লাইব্রেরি রুম থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, রাসেল রাতের বেলা পাহাড়া দেয়ার পাশাপাশি বিদ্যালয়ের লাইব্রেরী রুমেই ঘুমিয়ে থাকে।

তবে আজ সকালে তার কোন সারাশব্দ না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে অবহিত করে।

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাইব্রেরি রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে বলে জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুব রহমান।

তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্বজনরা জানিয়েছেন, ধামুরাতেই মৃত রাসেলের শশুর বাড়ি।

জমি ক্রয়ের জন্য কিছু টাকা রাসেল শশুর বাড়ির লোকজনকে দেয়। যা নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলো রাসেল।

বরিশালে ক্রীড়া অংঙ্গনে রোলার ও ক্রীড়া সামগ্রী হস্তান্তর

বরিশালে ক্রীড়া অংঙ্গনে রোলার ও ক্রীড়া সামগ্রী হস্তান্তর ও বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪নভেম্বর) সকালে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের হাতে চাবী তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব:) জাহিদ ফারুক শামিম এমপি।

পরে প্রতিমন্ত্রী শিশু পরিবারের সোনামনিদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপকরণ বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড.অমিতভ সরকার, পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো: সাউফুল ইসলাম, বিসিবি পরিচালক আলমগীর খান আলো, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, সমাজ সেবার উপপরিচালক মো: আল মামুন, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ৎসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশু বান্ধব বিশ্বের প্রতিটি শিশু বেড়ে উঠুক এক পৃথিবীতে এই প্রত্যাশা আমাদের।

পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে: বরিশাল রেঞ্জ ডিআইজি

বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, আধুনিক পুলিশকে মানুষের আস্থা অর্জন করে কাজ করবে- এর বিকল্প নেই। বিট এলাকায় পুলিশের নিয়মিত উপস্থিতি সমাজকে অপরাধমুক্ত রাখবে, মানুষকে ভালো রাখবে।

আজ (১৪ নভেম্বর) শনিবার বরিশাল পুলিশ লাইন্সে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শফিকুল ইসলাম আরও বলেন, সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ঘোচাতে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডিআইজি বলেন, বিট এলাকায় সিনিয়র অফিসারদের যেতে হবে, বিট রেজিস্টারের তথ্য হালনাগাদ রাখতে হবে। বিট এলাকার সকল গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যসহ সকল তথ্য, খারাপ লোকদের তালিকা, মাদকসেবী-ব্যবসায়ীদের তালিকা ইত্যাদি হালনাগাদ রাখতে হবে। পুলিশ সম্পর্কে মানুষের বদ্ধমূল ধারণাকে বদলে দিতে হবে। তিনি আরো বলেন, স্বচ্ছ পুলিশিং করে, নিজে পরিশুদ্ধ থেকে মানুষের মন থেকে পুলিশভীতি দূর করে দিত হবে। অপরাধ করে কেউই পার পাবে না।
পুলিশের উদ্দেশে বলেন, মানুষের সাথে মিশতে হবে। নিজেকে বদলে দিতে হবে। মানুষের মধ্যে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। তবেই পুলিশ সম্পর্কে মানুষের ধারণা ভালো হবে।

বিট পুলিশিং শক্তিশালী হলে চুরি-ডাকাতি-ছিনতাই হ্রাস পাবে। সর্বপরি, মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে- এভাবেই আধুনিক বিশ্বের মতো আমাদের দেশে বিট পুলিশিং স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

অনুষ্ঠানে বিভাগের জেলাসমূহের পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উজিরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি ::

বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাইমুল হক বলেন পুলিশি সেবা মানুষের দোর গোরায় পৌছে দেওয়ার জন্য “বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে প্রতিটি থানায় পুলিশ ও জনসাধারনের সমন্বয়ে কয়েকটি বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ।

১৪ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় ধামুরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহাবুব রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান।

 

বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আ.ন.ম ডাক্তার আব্দুল হাকিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাক্তার আব্দুল হালিম, ৫ নং বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত অফিসার এস,আই মাহাবুব ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম বালী, কুদ্দুস ফকির, মোর্শেদা পারভীন, ইউপি সদস্য মোঃ সান্টু মোল্লা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি আরো বলেন মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি রোধ কল্পে কমিউনিটি পুলিশিং ফোরাম ও বিট পুলিশিং কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উজিরপুর পৌরসভার কাউন্সিলর প্রার্থী শিপনের গণসংযোগ

উজিরপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। ইতিমধ্যে ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তরুন যুবনেতা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা খান শিপন ওই ওয়ার্ডের পরমানন্দসাহা গ্রামে বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে মানুষের কাছে দোয়া চেয়ে গণসংযোগ শুরু করছেন।

১৪ নভেম্বর বিকাল থেকে শতাধিক লোকজন নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে মানুষের দাড়ে দাড়ে গিয়ে দোয়া চাচ্ছেন।

এ ব্যাপারে জি,এম খান শিপন জানান, সকলের দোয়া ও ভালোবাসা পেলে মানুষের সেবা করার জন্য কাউন্সিলর পদে নির্বাচনে প্রার্থী হবো। ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েেেছ। স্থানীয়রা জানান জি,এম খান শিপন মহামারি করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন সাহায্য সহযোগীতা করেছেন। তার মতো একজন সৎ, আদর্শবান কাউন্সিলর নির্বাচিত হলে এলাকাবাসীর ব্যাপক উন্নয়ন হবে।

এছাড়া বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে তার সাহায্য সহযোগীতার হাত প্রসারিত ছিল।

বরিশালে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা

‘নো-মাস্ক নো-সার্ভিস’ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বরিশাল নগরীতে রাতে ও দিনে দু’দফা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ ব্যক্তির নিকট থেকে ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বাংলাবাজার, জিয়া সড়ক, চৌমাথা, বটতলা এলাকায় অভিযান চালানো হয়। দুই অভিযানেই নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং সংক্রামক রোগ বিস্তারের সম্ভাবনা থাকায় ৪ ব্যক্তির নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

এছাড়া নৌ-পরিবহনে মাস্ক এর ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে শুক্রবার রাতে লঞ্চঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ২১ জনকে ৫ হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়।