নলছিটি ইউপি নির্বাচনে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান সেন্টু’র প্রার্থীতা ঘোষনা

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গোহাইলবাড়ি জে. এম. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজ সেবক অ্যাডভোকেট কে. এম. মাহাবুব হোসেন সেন্টু আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে গোহাইলবাড়ী জে. এম. মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন।

সভায় অ্যাডভোকেট মাহাবুবুর রহমান সেন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।এছাড়াও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউপি চেয়ারম্যান(সাবেক) এনামুল হক আলম, শিক্ষক সমিতির সভাপতি(সাবেক) হারুন অর রশিদ, মোল্লারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদ হোসেন ও শিক্ষক নসু মোল্লা। অন্যদের মধ্যে বিদ্যালয়ের সাবেক ছাত্র, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আলেমসমাজ,আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ মহাবুবুর রহমান সেন্টু জানান, আওয়ামী লীগ নেতা ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব আমীর হোসেন আমু’র নির্দেশনা মোতাবেক তিনি দলের জন্য কাজ করে আসছেন। দল যদি ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে তাকে দলীয় মনোনয়ন দেয়,তাহলে তিনি সকল সুবিধা ও সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিবেন এবং মোল্লারহাট ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবেন ।

নলছিটিতে সিএইচসিপি এসোসিয়েশনের কমিটি গঠন

সভাপতি মশিউর,সাধারন সম্পাদক ফয়সাল। নলছিটি প্রতিনিধি।। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে দুই বছর মেয়াদী এই কমিটিতে মো: মশিউর রহমান সভাপতি ও ফয়সাল খান আমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এছারাও মো: সাইফুজ্জামান সহ সভাপতি, মোসাম্মত নারগিস আক্তার সাংগঠনিক সম্পাদক ও মো:শফিকুল ইসলাম কোশাধ্যক্ষ নির্বাচিত হয়। এসময়ে উপজেলার সকল সিএইচসিপি বৃন্দ উপস্থিত ছিলো।

সভাপতি মশিউর,সাধারন সম্পাদক ফয়সাল

নলছিটি প্রতিনিধি।। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে দুই বছর মেয়াদী এই কমিটিতে মো: মশিউর রহমান সভাপতি ও ফয়সাল খান আমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এছারাও মো: সাইফুজ্জামান সহ সভাপতি, মোসাম্মত নারগিস আক্তার সাংগঠনিক সম্পাদক ও মো:শফিকুল ইসলাম কোশাধ্যক্ষ নির্বাচিত হয়। এসময়ে উপজেলার সকল সিএইচসিপি বৃন্দ উপস্থিত ছিলো।

রাজাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝালকাঠির রাজাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।

ইউএনও মো: মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ,

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, গোলাম বারী খান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, আল আমিন বাকলাই প্রমূখ।

রাজাপুরে মন্দিরের সম্পত্তি রক্ষার্থে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দূর্গা ও বিভিন্ন দেব-দেবির মন্দির এর দেবোত্তর সম্পত্তি জোড় পূর্বক দখল কারী কাওছার হোসেন গংদের দ্রুত বিচার ও মন্দিরের সম্পত্তি রক্ষার দাবিতে তৃতীয় বারের মত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ন চন্দ্র দে (কবিরাজ বাড়ী) মন্দির কমিটি ও সনাতন সম্প্রদায়ের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৈদ্য খিষ্ট্রান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যানন্দ সাহা, পূজা উদযাপন কমিটির সহ সভাপতি রতন দেবনাথ, স্বপন পাটিকর, সম্পাদক গোপাল কর্মকার, শ্রী গুরু সংঘের সম্পাদক অনীল চন্দ্র শীল, মন্দির কমিটির সভাপতি হিমাংশু শেখর দাস,

সম্পাদক নিহার রঞ্জন মিস্ত্রি, সদর ওয়ার্ড আ.লীগের সভাপতি নেপাল কৃষ্ণ দেবনাথ, মিঠুন চক্রবর্তী, আশিক ঘরামী, সঞ্জয় কর্মকার, দেবাশীষ ঘরামী দেবু প্রমূখ।

মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন দেবোত্তর সম্পত্তি দখলদারদের কবল থেকে উদ্ধার ও অবৈধ দখলদার ও হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের আইনি ব্যবস্থা গ্রহন করতে হবে।

অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবেন বলে হুশিয়ারী দেন। বক্তারা অভিযোগ করে বলেন দখলদার খলিলুর রহমান ওরফে জোহর মুন্সি তার বিসিএস ক্যাডার বড় ছেলে কাওসার হোসেন ও মেঝ ছেলে পুলিশ সুপার মিজানুর রহমানের প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটিয়ে চলতি মাসে অত্র মন্দিরের ৪৯৬৮ নং দাগের ভোগ দখলিয় ৭ শতাংশ জমির পূর্ব দিক থেকে সরকারী কলেজের অধ্যাপক কাওসার হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের নিশেধাক্ষা অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় সিমানার বেড়া ভেঙ্গে আংশিক জমি জোড় পূর্বক বালু ফেলে দখল করে।

ঝালকাঠিতে ‘ধিক্কার দিবস’ পালিত

ঝালকাঠি প্রেস ক্লাবে হামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে ‘ধিক্কার দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২০০৩ সালের এই দিনে তৎকালীন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও সাংবাদিকদের মারধর করে। এর পর থেকেই দিনটিকে ঝালকাঠির সাংবাদিকরা ধিক্কার দিবস হিসেবে পালন করছেন। প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহাসহ সদস্যরা বক্তব্য দেন।

প্রসঙ্গত ২০০৩ সালে ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘণিষ্ট এক নেতার বিরুদ্ধে বরিশালের একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ক্যাডাররা সাংবাদিক মো. হুমায়ুন কবিরকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদে ওই বছরের এ দিনে (৮ ডিসেম্বর) সাংবাদিকরা মৌনমিছিল ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি নিলে বিএনপির একটি গ্রুপ পুলিশের উপস্থিতিতে ঝালকাঠি প্রেস ক্লাব এবং বরিশালের সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালায় ও ভাঙচুর করে। এ সময় ঝালকাঠি ও বরিশালের ৭ জন সাংবাদিক আহত হন। ওই গ্রুপটি পরে দৈনিক শতকণ্ঠ অফিস এবং কয়েকজন সাংবাদিকের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায়। তারা রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসায় এবং প্রকাশ্যে অস্ত্র হাতে সাংবাদিকদের খুঁজতে থাকে। শহরে মাইকিং করে কয়েকজন সাংবাদিককে অবাঞ্চিতও ঘোষণা করা হয়। পরে তারা ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিছিলে হামলা করার মিথ্যা অভিযোগ এনে থানায় উল্টো মামলা দায়ের করে। বিএনপি ক্যাডারদের পাশাপাশি পুলিশও সাংবাদিকদের গ্রেপ্তারে মাঠে নামে। উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকরা শহর ছেড়ে পালিয়ে ঢাকা চলে যেতে বাধ্য হন। দেশজুড়ে এ ঘটনায় তোলপাড় শুরু হয়। দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা থেকে এ ঘটনায় নিন্দা আসতে থাকে। জাতীয় ও আঞ্চলিক পত্রিকাগুলোও এ নিয়ে সোচ্ছার হয়। সংশি¬ষ্ট সাংবাদিকরা হাইকোর্ট থেকে জামিন নেন। অবশেষে টনক নড়ে সরকারের। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় বিষয়টি ফয়সালা করার উদ্যোগ নেয়। উপযুক্ত বিচারের আশ্বাসে সাংবাদিকরা ঝালকাঠিতে ফিরে আসলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রেস ক্লাবে হামলার ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটির বিচার কার্যক্রম হাই কোর্টর নির্দেশে স্থগিত রয়েছে।

রাজাপুরে আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাইপাস মোড়ে বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ’র সভাপতিত্বে তিনি ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. বাবু সঞ্জিব কুমার বিশ্বাস,

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন,

সহ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ স্থানীয় নেতৃবর্গ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার ডাকবাংলো মোড় রোডস্থ দলীয় প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।

আমার সংবাদ পত্রিকায় নিয়োগ পেলেন নলছিটির সাংবাদিক আরিফুর রহমান

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক আরিফুর রহমান।

সোমবার(৭ডিসেম্বর)আমার সংবাদ পত্রিকার নবম প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা তাকে এ নিয়োগ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আমার সংবাদ পত্রিকার ঝালকাঠি উপজেলা প্রতিনিধি নাঈম হোসেন, কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ লিয়াকত আলি জোমাদ্দার প্রমুখ।

আরিফুর রহমান আরিফ ঝালকাঠি সরকারি কলেজে বিবিএ অর্নাসে অধ্যয়নরত,ইতিপূর্বেও তিনি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি জানান,আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার পত্রিকার সম্পাদক ও প্রকাশকের প্রতি যেহেতু তিনি আমাকে এ নিয়োগ দিয়েছেন এবং আরো কৃতজ্ঞতা জানাই সাংবাদিক মোঃ রাজু খানের প্রতি কারণ তিনি আমার নিয়োগ পাওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগীতা করেছেন। তিনি আরও জানান আমি সততা ও নিষ্ঠার সাথে দা‌য়িত্ব পাল‌ন করে সমাজ ও দেশের কল্যান করার চেষ্টা করব। এসময় তিনি তার পেশাগত দা‌য়িত্ব পাল‌নে সকলকে সহ‌যোগীতা করার অনু‌রোধ জানান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নলছিটি উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নলছিটি উপজেলা ছাত্রলীগ ।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে শহরের সাথীর মোড় থেকে বিক্ষোভ শুরু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান এর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ঝালকাঠিতে মাস্ক বিতরণ

করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতে ঝালকাঠিতে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজ ও ঝালকাঠি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়। পরে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের মুখে মাস্ক পড়িয়ে দেন। হঠাৎ করেই করোনা ভাইরাসের সংক্রম বেড়ে গেছে ঝালকাঠিতে। মানুষের মাঝে সচেতনতাও কমে গেছে। মাস্ক ছাড়াই ঘরের বাইরে বেড় হচ্ছে মানুষ। তাদের সচেতন করা এবং করোনা ভাইরাসের সংক্রম ঠেকাতে মাস্ক বিতরণ করা হয়।

এ কার্যক্রম চালু থাকবে বলে জানান রোটারি ক্লাব অব বারিধারার সাবেক প্রেসিডেন্ট দীপক কুমার বড়াল। মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ, সহসভাপতি দুলাল সাহা, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, কোষাধ্যক্ষ দিলীপ মন্ডল সদস্য দিবস তালুকদার, মঈনুল হক লিপু, রাজু খান ও বরকত হোসেন মৃধা।