ভোলায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ, আটক ১

ভোলা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় ফের ধর্ষনের ঘটনা ঘটেছে। ৬ মাস ধরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করে এক যুবক।

৪ঠা নভেম্বর, সোমবার সকাল ১০ টায় থানায় ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেন ওই ধর্ষিতা তরুণী।

পরে দুপুর সাড়ে ১২ টায় সোনারচর বাড়ির পাশ থেকে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় আসামীকে আটক করে আদালতে প্রেরণ করেন। পরে আদালত থেকে ওই যুবককে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এস.আই সন্জিব কুমার পাহলান।

ধর্ষণ মামলার আটককৃত যুবক হলেন, হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাঞ্চন মিয়ার ছেলে মোঃ রাকিব সওদাগর (২৪)।

এদিকে সোমবার দুপুরে লঞ্চযোগে পুলিশ হেফাজতে ধর্ষিতা ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ছয় মাস পূর্বে অভিযুক্ত আসামি যুবক রাকিব সওদাগর মাষ্টার হাট নানার বাড়িতে বেড়াতে গেলে ওই তরুণীর সাথে পরিচয় হয়। পরে সর্ম্পক প্রেমে পরিণত হয়। একপর্যায়ে রাতে রাকিব সওদাগর দেখা করতে গেলে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিয়ের প্রলোভনে এই ঘটনা কাউকে বলতে বারণ করে। একইভাবে রাকিব সওদাগর দীর্ঘদিন ওই তরুণীকে ধর্ষণ করে। ৩ নভেম্বর রোববার রাতে রাকিব সওদাগর একই প্রলোভনে ধর্ষণ করলে তরুনীর ডাক-চিৎকারে রাকিব পালিয়ে যায়।

মনপুরা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি ধর্ষক রাকিব সওদাগরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

চরফ্যাশনের জমজমাট ইলিশের বাজার

চরফ্যাশন প্রতিনিধি ॥ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই চরফ্যাশনে জমে উঠেছে বাজার। প্রধান প্রজনন মৌসুম ৯ অক্টোবর মধ্যরাত থেকে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা ২২ দিন ইলিশ শিকার, আহরণ, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। বুধবার রাত ১২ টার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ফের ব্যস্ত হয়ে উঠেছে জেলে পল্লী।

বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলাসহ বিভিন্ন মাছের ঘাট, আড়ত, পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাক ও দর-কষাকষিতে মুখরিত ইলিশের বাজার।

বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য সময়ের চেয়ে ইলিশের ব্যাপক সরবরাহ। ক্রেতাদের আনাগোনাও প্রচুর। আর দামও আগের চেয়ে অনেক কম। ৩০০ থেকে ৫০০ গ্রামের ওজনের ইলিশ হালি বিক্রি হচ্ছে ১ হাজার টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রামের হালি ১ হাজার ৬০০ টাকা, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা।

চরফ্যাশন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নান্নু মিয়া বলেন, “টানা ২২ দিন বন্ধ থাকার পর জেলেরা নতুন উদ্যমে মাছ ধরায় ব্যস্ত। এ বছর সরকারের ব্যাপক প্রচার-প্রচারণার ফলে জেলেরা আগের চেয়ে অনেক বেশি সচেতন থাকায় ইলিশ শিকার থেকে বিরত ছিলো। রাত থেকে মাছ ধরা শুরু হলে জেলেদের জালে বেশ ইলিশ ধরা পড়ছে। ঘাটগুলোতে শত শত কেজি মাছ আসতে শুরু করেছে। আর অনেক দিন পর ইলিশের বাজার শুরু হওয়ায় পর্যাপ্ত চাহিদা রয়েছে।”

চরফ্যাশনের সামরাজ, চেয়ারম্যানের খাল, নুরাবাদের গাছির খাল, চকিদারের খাল, শশীভশনের বকসি মাছ ঘাট, ঢালচর, কুকরি মুকরি চরকচ্ছপিয়, বেতুয়াসহ বিভিন্ন এলাকায় ইলিশের বাজার জমে উঠেছে। ব্যবসায়ীরা জানান, বড় ইলিশের দেখা বেশি মিলছে না। খুচরা বাজারে ইলিশের দাম না কমায় অনেক ক্রেতাকে পাইকারি বাজার থেকে ইলিশ কিনতে দেখা গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, এ বছর অল্পসংখ্যক জেলে ইলিশ শিকার করতে গেলে তাদের আইনের আওতায় আনা হয়।

চরফ্যাশনে ১০ টি ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিত হলেন যারা

চরফ্যাসন উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পদে যারা নির্বাচিত তারা হলেন আমিনাবাদ ইউনিয়নে সভাপতি মোঃ হোসেন মাতাব্বর সম্পাদক সাইদুর রহমান মিঠু, ওসমানগন্জ ইউনিয়নে সভাপতি আবুল কাশেম মোল্লা সম্পাদক বজলুর রহমান মাস্টার, আবু বকরপুর ইউনিয়নে সভাপতি মোঃ সফি হাওলাদার সম্পাদক প্রভাষক নুর হোসেন।
আবদুল্লাহপুর ইউনিয়নে সভাপতি ইলিয়াছ মাস্টার সম্পাদক ইসমাইল হোসেন রাসেল, আসলামপুর ইউনিয়নে সভাপতি নুরে আলম মাস্টার সম্পাদক সিরাজুল ইসলাম নবাব কাজী, উমরপুর ইউনিয়নে সভাপতি মুক্তিযোদ্ধা এনামুল হক মাস্টার সম্পাদক সিরাজুল ইসলাম রিজন।

হাজারীগন্জ ইউনিয়নে সভাপতি সেলিম হাওলাদার সম্পাদক কামাল হোসেন মুজিব, জাহানপুর ইউনিয়নে সভাপতি আলি আকবর ফরাজি সম্পাদক নাজিম উদ্দিন।

কুকরি মুকরি ইউনিয়নে সভাপতি বিভূতি ভূষণ বাবুল সম্পাদক শাজাহান খোকন ও ঢালচর ইউনিয়নে সভাপতি আবদুস ছালাম হাওলাদার সম্পাদক আবুল কালাম পাটওয়ারী।

আগামী তিন বছরের জন্য ইউনিয়ন আওয়ামীলীগের এই কমিটির মেয়াদ। গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ৫ দিনব্যাপি স্ব-স্ব ইউনিয়নে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ১০ ইউনিয়ন আওয়ামীমীলীগের কমিটি অনুমোদন দেন।

আগামীকাল ৩১ অক্টোবর হতে ৪ নভেম্বর আরো ১১ ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

মনপুরায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ইয়াছিনুল ঈমন, ভোলা:

ভোলার মনপুরায় এক গৃহবধূকে তার শিশু সন্তানের সামনেই গণধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে উপচেলার দক্ষিণ সাকুচিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টায় চরফ্যাশনের দক্ষিণ আইচা বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে স্পিডবোটে ওই গৃহবধূ মনপুরায় শ্বশুর বাড়ি ফিরছিলেন।

পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) কিরণ (২৬) জোরপূর্বক বোটটি পার্শ্ববর্তী নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে আড়াই বছরের শিশু সন্তানের সামনেই তাকে ধর্ষণ করে। পরে বোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম আরেকটি স্পিড বোট নিয়ে চর পিয়াল ঘটনাস্থল গিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর পিয়াল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। পরে রোববার ওই গৃহবধূ বাদী হয়ে মনপুরা থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, গণধর্ষণে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ভোলায় স্পিডবোটের নারী যাত্রীকে গণধর্ষণের অভিযোগ

ভোলার মনপুরা উপজেলায় স্পিডবোটের চার যাত্রী এক নারী যাত্রীকে ধর্ষণ করছেন বলে মালিককে খবর দেন স্পিডবোটের চালক। খবর পেয়ে মালিক এসে ওই চারজনকে মারধর করে ও টাকা ছিনিয়ে নিয়ে নিজেও ধর্ষণ করেন ওই নারীকে। গতকাল শনিবার বেলা একটার দিকে উপজেলার চর পিয়ালে এক বাগানের মধ্যে গণধর্ষণের এ অভিযোগ উঠেছে। পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও একজনের বিরুদ্ধে ধর্ষণের সহায়তা করার অভিযোগে গতকাল রাতে মনপুরা থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।

স্থানীয় পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে ঘটনার তথ্যের সত্যতা জানা গেছে। আজ রোববার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ধর্ষণের অভিযোগে যাঁদের আসামি করে মামলা করা হয়েছে তাঁরা হলেন মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং স্পিডবোটের মালিক নজরুল ইসলাম (৩০), মো. বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাশেদ পালোয়ান (২৫), মো. শাহীন খান (২২) ও মো.কিরন (২৬)। ধর্ষণে সহায়তার অভিযোগে মামলার আসামি হলেন স্পিডবোটের চালক মো. রিয়াজ।

মামলার এজাহারে বাদী গৃহবধূ জানিয়েছেন, তিনি তাঁর আড়াই বছরের শিশুকে নিয়ে মনপুরা যাওয়ার জন্য চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে আসেন। তিনি ঘাটে এসে দেখেন, মনপুরাগামী লঞ্চটি ছেড়ে গেছে। নিরুপায় হয়ে স্পিডবোটে চড়েন। বোটে আরও দুজন পুরুষ যাত্রী ছিলেন। পথে জনতার খালপাড় এলাকা থেকে আরও দুজন পুরুষ যাত্রী ওঠেন। বোটটি মনপুরার উদ্দেশে কিছুক্ষণ চলার একপর্যায়ে পুরুষ চার যাত্রী মিলে জোরপূর্বক স্পিডবোটটি চর পিয়াল এলাকায় থামান। গৃহবধূকে চরে নামিয়ে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি স্পিডবোটের চালক মো. রিয়াজ মালিক নজরুল ইসলামকে জানান। খবর পেয়ে তিনি অন্য একটি স্পিডবোটে করে চর পিয়ালে নামেন। ওই সময় নজরুল ইসলাম ধর্ষণের অভিযোগ ওঠা চার যাত্রীকে মারধর করে তাঁদের কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর নজরুল নিজে ওই গৃহবধূকে আবার চরের ভেতরে ধর্ষণ করেন।

ধর্ষণের এ ঘটনা বাগানের রাখাল ও মহিষ মালিকেরা দেখে ফেলে স্থানীয় চেয়ারম্যান অলিউল্যাহ কাজলকে মুঠোফোনে জানান। পরে চেয়ারম্যান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চর পিয়াল থেকে ওই গৃহবধূকে স্পিডবোটে করে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসার ব্যবস্থা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান অলিউল্যাহ কাজল জানান, নজরুল ইসলাম মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

বাদী এজাহারে আরও জানান, নজরুল ধর্ষণের ঘটনা ভিডিও করেন। বিষয়টি কাউকে না বলার জন্য গৃহবধূকে হুমকি দেন। কাউকে কিছু বললে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ওই গৃহবধূকে আজ দুপুরে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্পিডবোটটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোলার পরিস্থিতি এখন স্বাভাবিক-ডিআইজি শফিকুল ইসলাম

 

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলায় যে একটা থমথমে অবস্থা ছিলো সেটা কাটতে শুরু করেছে জানিয়ে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেছেন, এখন সবকিছু স্বাভাবিক বলেই দেখা যাচ্ছে। যে সব জায়গায় সমস্যা ছিল, সে সব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্কাবস্থানে রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভোলার বোরহানউদ্দিনে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের শনাক্ত করা হচ্ছে। মিডিয়া ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা বেশ কিছু ছবি ও ফুটেজ পেয়েছি, যেগুলোও পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, বোরহানউদ্দিনের পুরো ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আমারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এ মুহূর্তে আমরা নিশ্চিত করে কিছু বলছি না, তবে এটা দলীয় কোনো বিষয় নয়। কিন্তু কোনো একটা গ্রুপ চেয়েছিলো হয়তো, নতুবা শান্তিপূর্ণ সমাবেশে এরকম ঘটনা কেন।

ডিআইজি আরও বলেন, আমরা বলতে চাই ধ্বংসাত্মক কার্যক্রমে যারা জড়িত তাদের শনাক্ত করা হচ্ছে, দ্রুত আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আর পুরো ঘটনা কেন, কীভাবে হয়েছিলো তা অবশ্যই বেরিয়ে আসবে।

এ সময় ভোলার পুলিশ সুপার সরকার কায়সার উপস্থিত ছিলেন।

এরআগে ডিআইজি বোরহানউদ্দিন থানায় কর্মকর্তাদেরর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।

ভোলা জেলা পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

ভোলা:
ভোলায় চলমান উত্তেজনার মধ্যেই ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ভোলায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় জেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এদিকে সোমবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন মুসলিম ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সমাবেশের অনুমতি না পেয়ে বর্তমানে তারা ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলায় চার প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।

প্রসঙ্গত, ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হলে পরে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হয়। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হন। সংঘর্ষে ১০ পুলিশসহ দেড়শতাধিক মানুষ আহত হন।

বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৫ হাজার

অনলাইন ডেস্ক:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন এ মামলা করেন।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে মুসলিম ঐক্য পরিষদের ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সমাবেশ করছেন না।

সংগঠনের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বাধার কারণে প্রতিবাদ সমাবেশ করতে না পারায় তারা ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় মুসলিম ঐক্য পরিষদকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলায় চার প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হলে পরে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হয়। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হন। সংঘর্ষে ১০ পুলিশসহ দেড়শতাধিক মানুষ আহত হন।

ভোলায় সড়ক দূর্ঘটনায় আহত ৩

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকার ইদারার মোড়ে এই ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেল আরোহী ও এ্যাম্বুলেন্স ড্রাইভারসহ ৩ জন আহত হয়েছে। ভোলা সড়ক বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে খ্যাত ইদারায়ে মাদ্রাসা মোড়ে দুপুর দেড়টায় ঘটনা ঘটে। আহতদের ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।