আমতলীতে ফুটবল মাঠে খেলোয়ারের মৃত্যু!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
ফুটবল খেলার মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খেলোয়ার আমতলী সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র তানভীর তালুকদারের (১৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকার শোকের ছাড়া নেমে এসেছে। পরিবারে চলেছে শোকের মাতন। বৃহস্পতিবার সকালে তানভীরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায় আমতলী উপজেলা চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
জানাগেছে, উপজেলার চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকরা মিলে বুধবার বিকেলে ফুটবল খেলার আয়োজন করে। ওই খেলায় ২২ জন খেলোয়ারের মধ্যে পশ্চিম চিলা গ্রামের সোহাগ তালুকদারের ছেলে তানভীর তালুকদার একজন। খেলার প্রায় শেষ মুহুর্তে খেলোয়ার তানভীর দৌড়ে ফুটবলে স্বজোরে কিক দেয়। ওই সময়ে তার কোন প্রতিপক্ষ খেলোয়ার ছিল না এমন দাবী ওই মাঠের খেলোয়ার ও প্রত্যক্ষদর্শীদের।

খেলোয়াররা আরো দাবী করেন ফুটবলে কিক (ধাক্কা) দেয়ার সাথে সাথেই কাঁপতে কাঁপতে তানভীর মাটিতে লুটিয়ে পরেন। তাৎক্ষনিক মাঠের অন্য খেলোয়াররা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা মোসাঃ ফারজানা আক্তার দিনা তাকে মৃত্যু ঘোষনা করেন। তানভীর চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয় থেকে গত বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। বর্তমানে আমতলী সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের একাদ্বশ শ্রেনীর ছাত্র। মেধাবী ছাত্র তানভীরের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। তানভীরকে হারিয়ে পাগল প্রায় পরিবারের লোকজন। পরিবারের আহাজারিতে আকাশ পাতাল ভারী হয়ে উঠেছে।

বৃহস্পতিবার সকালে তানভীরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
খেলোয়ার মেহেদী হাসান ও শাহীন বলেন, ফুটবলে স্বজোরে কিক দেয়ার সাথে সাথেই তানভীর কাঁপতে কাঁপতে মাঠে লুটিয়ে পরেছে।
স্থানীয় নিজাম বিশ^াস ও সাইদুল বিশ^াস বলেন, তাৎক্ষনিক তানভীরকে আমরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালের চিকিৎসক তারভীরকে মৃত্যু ঘোষণা করেন।
তানভীরের বাবা মোঃ সোহাগ তালুকদার কান্নাজনিত কন্ঠে বলেন, ফুটবল খেলতে গিয়ে মাঠে অসুস্থ হয়ে পড়ে তানভীর। এতেই ও মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, হাসপাতালে আনার পূর্বে তানভীরের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ ঘটনা ঘটেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে তানভীরের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনের বক্তব্য নিতে গেলে তালতলীতে সাংবাদিককে পিটিয়ে আহত!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার তালতলীতে ধর্ষণ ও হত্যার হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এক কিশোরী। তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনের অভিযোগের বিষয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামী আবুল হাসানের বক্তব্য নিতে গেলে শাহিন শাইরাজ নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তাকে পিটিয়ে গুরুতর জখম হয়েছেন। বুধবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সড়কে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক তালতলী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

জানাগেছে,উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের মনসাতলী এলাকার হারুন মিয়ার ছেলে ছাত্র শিবির কর্মী আবুল হাসান একই এলাকার রাসেল মুসুল্লীর কিশোরী ভাগ্নিকে অশালীন মন্তব্য ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। হাসানের কু-প্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী। এতে ক্ষিপ্ত হয়ে হাসান অশ্লীল ছবি ধারন করতে টয়লেটে মোবাইল ক্যামেরা লুকিয়ে রাখে। এ বিষয়টি এলাকার জানাজানি হয়ে যায়। এতো আরো ক্ষিপ্ত হয় হাসান। গত ১১ মার্চ আবুল হাসান ও তার দুই সহযোগী রাসেল মুসুল্লীর বাড়িতে গিয়ে তার ভাগ্নিকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এ ঘটনায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা হয়। গত ৭ এপ্রিল তালতলী থানা পুলিশ আবুল হাসানকে ওই মামলায় গ্রেফতার করে। ওই মামলার এক মাস হাজতবাস শেষে জামিনে বের হয়।

জামিনে বের হয়েই আবুল হাসান ওই কিশোরী ভাগ্নির মামা রাসেল ও স্বজনদের মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে ওই কিশোরীকে ধর্ষণ শেষে হত্যার হুমকি দেয় হাসান। হাসানের জীবন নাশের হুমকিতে ওই কিশোরী পালিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় ওই কিশোরীর মামা রাসেল বুধবার সকালে তালতলী প্রেসক্লাবে এসে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে উপজেলার মুক্তিযোদ্ধা সড়কে শিবির কর্মী আবুল হাসানের সাথে প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শাহিন সাইরাজের দেখা হয়। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চান শাহিন। এতে ক্ষিপ্ত হয়ে আবুল হাসান ও তার সাথে থাকা শাহদাত হোসেনসহ ৭-৮জন সন্ত্রাসী বাহিনী প্রেসক্লাব নিয়ে বাজে মন্তব্য করেন এবং সাংবাদিক শাহিন শাইরাজের ওপর হামলা চালায় া। এতে শাহীনের মাথায় আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

প্রতক্ষদর্শী কয়েকজনের বলেন, সাংবাদিক শাহিন সাইরাজকে শিরিব কর্মী আবুল হাসান ও তার ৫-৬ জন সহযোগী মারধর করেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছে।
এবিষয়ে আহত সাংবাদিক শাহিন সাইরাজ বলেন, শিবির কর্মী আবুল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি এক পরিবার। সেই বিষয়ে তার বক্তব্য নিতে গেলে আবুল হাসান ও শাহদাতসহ ৭-৮ জন সন্ত্রাসী প্রেসক্লাব নিয়ে বাজে মন্তব্য শেষে আমাকে মারধর করেন।
এ বিষয়ে শিবির কর্মী ধর্ষণ চেষ্টা মামলার আসামী আবুল হাসান মারধরের কথা অস্বীকার করে বলেন, মিথ্যা ধর্ষণ মামলার একটি বিষয়ে সাংবাদিক শাহিন সাইরাজের সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায় শাহিন আমাকে মারধর করেছে।
প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন দপ্তর সম্পাদক শাহিন শাইরাজের ওপর সন্ত্রাসী হামলায় আহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক শাহিন সাইরাজকে আবুল হাসানসহ কয়েকজনে মারধর করেছে শুনিছি। এতে দু’জন আহত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলীতে সরকারী খাল দখল করে ভবন নির্মাণ!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার সরকারী খাল দখলে বালু ভরাট করেছেন। ওই খালে প্রভাবশালী জসিম উদ্দিন হাওলাদার পাঁকা ভবন নির্মাণ করছেন। উপজেলা ভুমি অফিস জেনেও কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানাগেছে, ১৯২০ সালে তৎকালিন সরকার পানি নিস্কাশনের জন্য আমতলীর সবুজবাগ এলাকার খাল খনন করে। ১৯৬৭ সালে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ করায় প্রবাহমান খালটি বদ্ধ জলাশয়ে পরিনত হয়। ওই বদ্ধ জলাশয়ের পানি খাল পাড়ে বসবসরত মানুষ ব্যবহার করে আসছে।

পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণের পর থেকেই দখল হতে থাকে খালটি। গত ৫৫ বছরে ওই খালের দুই পাড় শতাধিক প্রভাবশালী দখলে নিয়ে পাকা ইমারত নির্মাণ করেছে। খাল দখলের কারনে ময়লা আবর্জনার কারনে ওই জলাশয়ের পানি প্রায় ব্যবহার অনুপোযোগী হয়ে পরেছে। এদিকে ১৯৯০ সালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ স্থানীয় কিছু উদ্যোক্তা উপজেলা ভমি অফিস থেকে মাছ চাষের জন্য ওই খালটি ইজারা নেয়। গত ৩১ বছর ধরে ওই খালে তারা মাছ চাষ করে আসছে। স্থানীয়রা অভিযোগ করেন প্রভাবশালীরা দখল করে নিলেও উপজেলা ভমি অফিস কোন ব্যবস্থা নিচ্ছে না। উল্টো তারা কারনে-অকারনে খাল দখলে সহযোগীতা করছে। গত এপ্রিল মাসে গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মোঃ জসিম উদ্দিন হাওলাদার বাঁশের বেড়া দিয়ে খাল দখলে বালু ভরাট করেছে। ওই খালে বর্তমানে পাকা ভবন নির্মাণ কাজ করছেন তিনি।

বুধবার সরেজমিন গিয়ে দেখাগেছে, জসিম উদ্দিন হাওলাদার নামের এক প্রভাবশালী সবুজবাগ খাল দখলে অর্ধেক পরিমান বাঁশের বেড়া দিয়ে বালু ভরাট করেছে। ওই খালে তিনি পাকা ভবন নির্মাণ করছেন। খালটি দখলে অনেকে বাশের চাটাই দিয়ে বেড়া দিয়ে রেখেছে। খালের পানিতে ময়লা আবর্জনায় ভরে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, এই খালটির পানি ব্যবহার করে শতাধিক পরিবার। প্রশাসনের নাকের ডগায় খাল এভাবে দখল দূষনে অস্তিত্ব হারাতে বসেছে। দখলের এ পরিস্থিতি দেখে আমরা হতাশ।
প্রভাবশালী খাল দখলকারী জসিম উদ্দিন হাওলাদার সরকারী খাল দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রেকর্ডীয় জমিতে ভবন নির্মাণ করছি। খালের মধ্যে আমার আরো ২ ফুট জমি রয়েছে।

সাবেক উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাসসুদ্দিন আহম্মেদ শানু বলেন, খালটি সমিতির মাধ্যমে ইজারা নিয়ে আমরা মাছ চাষ করেছি। প্রায়ই প্রভাবশালীরা খালটি দখল করে নিচ্ছে। এভাবে দখল হয়ে ভবিষ্যতে দখল দুষণে খালের অস্তিত্ব হারাবে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, অভিযোগ পেলে সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
স্বামীর নির্যাতন সইতে না পেরে মোমেলা বেগম নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই গৃহবধুকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামে।
জানাগেছে, ২০১৯ সালে উপজেলার খাকদান গ্রামের মোমেলাকে দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আব্দুল মজিদ ভান্ডারী তৃতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে মোমেলাকে স্বামী মজিদ ভান্ডারী নির্যাতন করে আসছে এমন অভিযোগ মোমেলার। মঙ্গলবার রাতে মেমোরী কার্ড চুরির অভিযোগ এনে মোমেলাকে মারধর করেন মজিদ। তার মারধরে মোমেলার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। একই বিষয় নিয়ে বুধবার সকালে পুনরায় তাকে মারধর করে স্বামী মজিদ। স্বামীর নির্যাতন সইতে না পেরে মোমেলা ওই দিন বেলা ১১ টার দিকে আত্মহত্যার লক্ষে ঘরে থাকা কীটনাশক সেবন করে। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মোমেলাকে বিয়ের পর থেকেই স্বামী মজিদ ভান্ডারী বিভিন্ন মিথ্যা অপবাদ এনে নির্যাতন করছে।
আহত মোমেলা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, স্বামী আমাকে বিভিন্ন সময়ে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে আসছে। মঙ্গলবার রাতে একটি মেমোরি কার্ড চুরির অপবাদ দিয়ে আমাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করেছে। বুধবার সকালে আবারো মারধর করেছে। স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছি। আমি এ ঘটনার বিচার চাই।
স্বামী মজিদ ভান্ডারী মারধরের কথা স্বীকার করে বলেন, আমার একটি মেমোরি কার্ড মোমেলা চুরি করেছে। ওই মেমোরি কার্ড চেয়েছি কিন্তু দেয়নি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবিএম তানজিরুল ইসলাম বলেন, মোমেলা বিষপান করেছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে।
আমতলী থানা ওসি মোঃ শাহ আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দাম প্রকাশ করায় চীনের টিকা পেতে দেরি হচ্ছে

চীনের টিকার দাম জনসম্মুখে প্রকাশ পাওয়ায় সেই টিকা পেতে দেরি হচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৬ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

সম্প্রতি চীনের সিনোফার্ম উৎপাদিত করোনাভাইরাসের টিকা কেনা ও দেশে টিকা উৎপাদনের জন্য বেইজিংয়ের সঙ্গে নন-ডিজক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর হয়। তবে সেই টিকার দাম জনসম্মুখে আসায় বাংলাদেশের প্রতি চীন নারাজ হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, চীনের টিকার দামটি যখন জনসম্মুখে চলে আসলো, সে কারণে চীনের আমাদের প্রতি ক্ষোভ রয়েছে। যেহেতু আমরা নন-ডিসক্লোজারে সই করেছিলাম। নন-ডিসক্লোজার হলো রাষ্ট্রীয় কমিটমেন্ট, আরেক রাষ্ট্রের কাছে। আমরা গোপন রাখবো—এ চুক্তি আমরা করেছি। সেই চুক্তি যদি ভঙ্গ করি তাহলে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে চুক্তি ভঙ্গ করা হয়।

জাহিদ মালেক বলেন, এর ফলে কী হয়েছে? এখন আমাদের টিকা পেতে দেরি হচ্ছে। তাদের অনেক মানাতে হচ্ছে, কথাবার্তা বলতে হচ্ছে। আমরা হয়তো অনেক আগেই পেয়ে যেতাম। কিন্তু এইটুকু কারণে দেরি হয়ে গেল। আর কত দেরি হবে সেটিও বুঝতে পারছি না।

দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার সবশেষ অবস্থা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা একটা খুবই হাই টেকনোলজি। যে কোম্পানিগুলো আছে তাদের আমরা অবশ্যই সহযোগিতা করছি। তবে তাদের টিকার অনুমোদনের যে প্রক্রিয়া বা স্টেপগুলো আছে তা কমপ্লিট করে আমাদের কাছে আসতে হবে। সেই কমপ্লিট তারা করেনি। যে প্রটোকলগুলো এখনো কমপ্লিট হয়নি, যে প্রটোকলগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেগুলো কমপ্লিট না করে আসলে আপনি কখনোই টিকা দিতে পারবেন না। আমরা আমাদের মানুষকে তো ঝুঁকিতে ফেলতে পারবো না।

তিনি আরও বলেন, কাজগুলো যদি কমপ্লিট করে আসে এবং সেগুলো যদি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সঠিকভাবে একসেপ্টেড হয় তখন ট্রায়ালের অনুমোদন পাবে।

আমতলী পৌর শহরের ১৪৪ ধারা জারি!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
১৬ জুন (বুধবার) আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একাধিক রাজনৈতিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজনের সম্ভবনায় আইন শৃখংলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার সকাল ৯ থেকে রাত ১২ টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার এ আদেশ জারি করেন।
জানাগেছে, আমতলীর যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে হত্যা চেষ্টার ঘটনায় গত শনিবার আওয়ামীলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের ১৫ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। আহত আজাদের বর্বরোচিত ঘটনার সাথে জড়িতদের বিচার দাবীতে বুধবার (১৬ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। অপর দিকে এ মামলা থেকে অব্যহতি পেতে একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ- সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন। একই স্থানে আওয়ামীলীগের দু’পক্ষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা দেয়ায় আইন শৃখংলা চরম অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আমতলী পৌর শহরের ১৪৪ ধারা জারি করেছেন। বুধবার সকাল ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। মঙ্গলবার বিকেলে ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এ আদেশ জারি করেন।
আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আরিফ-উল-হাসান আরিফ বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আপাদত কর্মসূচী স্থগিত করা হয়েছে। কর্মসুচীর বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ১৪৪ ধারা চলমান থাকা অবস্থায় মানববন্ধনসহ সকল প্রকার অননুমোদিত লোকের প্রবেশ সমাবেশ ও মাইকিং নিষিদ্ধ থাকবে।

 

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর: সংবাদ সম্মেলনে আওয়ামীগ প্রার্থীর অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ও নির্বাচনী কার্যালয় ভাংচুর, প্রচারনায় বাঁধা ও কর্মী সমর্থকদের মারধরসহ প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে বরগুনা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ নিার্বচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমাকে মনোনয়ন দেয়ায় ইউনিয়নের সর্ব স্তরের মানুষ আনন্দিত এবং তারা আমাকে সমর্থন জানিয়েছেন। কিন্তু আমার প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ আমার জন সমর্থণ দেখে ইর্শান্বিত হয়ে আমার এবং আমার কর্মী সমর্থকদের উপর হামলা ভয়ভীতি ও প্রচারে বাধাসহ বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মী সমর্থকদের মারধর ও অফিস ভাংচুর করেছে। গত ১১ জুন আমি ৪০-৫০ জন কর্মী সমর্থকদের নিয়ে আমি গোজখালী বাজারে উপস্থিত হই। কিছু বুঝে উঠার আগেই প্রতিদ্বন্ধি প্রার্থী আসাদ মৃধা ও তার লোকজন আমার এবং আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এতে আমার ছয়জন কর্মী আহত হয়েছে। তিনি আরো বলেন, গত সোমবার রাতে আমি খেকুয়ানী বাজারে পথসভা করি। ওই পথ সভায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান লিটনসহ উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিল। ওই পথ সভা রাত সাড়ে ১০ টায় শেষ হয়। পথ সভা শেষে আমার কর্মী সমর্থকরা বাড়ী যাচ্ছিল। পথিমধ্যে আসাদ মৃৃধার কর্মী সমর্থকরা আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এতে আমার ছয় কর্মী আহত হয়েছে। শুধু কর্মীদের মারধর করেই তারা খ্যান্ত হয়নি। খেকুয়ানী বাজারে আমার নির্বচনী কার্যালয়, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে। এমন নেক্কারজনক কাজে প্রতিদ্বন্ধি প্রার্থী আসাদ মৃধার প্রতি মানুষ ক্ষুব্ধ। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি আরো বলেন, বর্তমানে আসাদ মৃধা ও তার লোকজনের ভয়ে আমার কর্মী সমর্থকরা প্রচার প্রচারনা চালাতে পারছেন না। প্রচারনা চালাতে গেলেই জীবন নাশের হুমকি দিচ্ছে তারা। এমতবস্থায় আমি পুলিশসহ সর্ব স্তরের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসন আমাকে সহযোগীতা না করলে আমার প্রচারনা চালানো কঠিন হবে এবং বড় ধরনের দূর্ঘটনার আশংঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ আল আমিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান লিটন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কামাল হোসেন মৃধা, সহ-সভাপতি মোঃ লিটন জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মৃধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হারুন অর রশিদসহ অর্ধ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিল।
এ বিষয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী আসাদুর রহমান আসাদ মৃধা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও তার সমর্থকরা উল্টো আমার অফিস,মাইক ভাংচুর, কর্মী সমর্থকদের মারধর ও প্রচারনায় বাঁধা দিচ্ছেন। তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষ ভীত সন্ত্রাস্ত। তিনি আরো বলেন, তারা তাদের অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেঙ্গে আমার লোকজনকে ফাঁসানোর পায়তারা চালাচ্ছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালতলীতে আগুনে পুড়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের ব্রিজ সংলগ্ন ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টার দিকে। খবর পেয়ে ওই রাতেই উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, ইউএনও মোঃ কাওসার হোসেন ও ওসি কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলার কচুপাত্রা বাজারে সোমবার রাত সাড়ে নয়টার দিকে রুহুল আমিন মুন্সির বন্ধ কসমেটিক্স দোকানের বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আমতলী ও কলাপাড়া দমকল বাহিনী ও স্থানীয়রা দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এতে ওই বাজারের আব্দুল হাই মুন্সি, আলমগীর হাওলাদার, পল্লী চিকিৎসক হাসান মিয়া, মধু মুন্সি, শামীম,কামাল ফকির, রুহুল আমিন মুন্সি, আমির হোসেন,জালাল টেইলার্স, বাপ্পি আকন, মিলন ও কুদ্দুস মেকারের দোকান ঘর মালামাল পুড়ে ছাই যায়। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে ওই রাতেই তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, ইউএনও মোঃ কাওসার হোসেন ও ওসি কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী মোঃ মিজানুর রহমান ও জালাল আকন বলেন, রুহুল আমিন মুন্সির বন্ধ কসমেটিক্সের দোকান থেকে আগুন সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। দের ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই বাজারের ১২ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত একে কোটি টাকার ক্ষতি হয়েছে।
পান ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদার বলেন, মোর সব শ্যাষ। হারা জীবনে য্যা কামাই হরছি সব শ্যাষ অইয়্যা গ্যাছে। মোর এ্যাহন পতে বইতে অইবে।

কাপড় ব্যবাসায়ী মধু মন্সি বলেন, আমার সব শেষে হয়ে গেছে। আমার পথে বসা ছাড়া আর উপায় নেই। তিনি আরো বলেন, আমার দোকান ঘরসহ ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার তামিম হাওলাদার বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছি। তিনি আরো বলেন, জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করবেন।

আমতলীতে নির্বাচনী সহিসংতা: আহত-১০

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
দুই ইউপি সদস্য প্রতিদ্বন্ধি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয় জনকে বরিশাল শেবাচিম ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে।
জানাগেছে, কুকুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ জব্বার প্যাদা ও তার সহযোগীরা রবিবার সন্ধ্যায় অপর প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মাদবরের বাবা মজিবর মাদবরকে বাড়ী থেকে ডেকে নেয়। পরে তার ছেলেকে নির্বাচনী প্রচারনা থেকে সরে যেতে বলে এবং জীবন নাশের হুমকি দেয় এমন অভিযোগ জহিরুল ইসলাম মাদবরের। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের দুই প্রার্থীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত শাহারুল মাদবর, মজিবুর মাদবর, জহিরুল মাদবর, রাসায়ান মাদবর, জব্বার প্যাদা ও জালাল প্যাদাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালের চিকিৎসক শাহারুল মাদবরকে বরিশাল শেবাচিম হাসপাতলে প্রেরন করেছে। অপর আহত নিজামুল মাদবর ও মাকসুদা বেগমসহ চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত প্রার্থী জহিরুল মাদবর বলেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থী জব্বার প্যাদা আমার বৃদ্ধ বাবাকে বাড়ী থেকে ডেকে নিয়ে আমাকে নির্বাচন থেকে সরে যেতে জীবন নাশের হুমকি দেয়। বাবা এর প্রতিবাদ করলে তাকে বাবাকে মারধর করেছে। বাবাকে উদ্ধার করতে আমরা ঘটনাস্থলে গেলে আমাকে, আমার দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আহত অপর প্রার্থী জব্বার প্যাদা বলেন, নির্বাচনী প্রচারনা কালে প্রার্থী জহিরুল ইসলাম মাদবরের বাড়ীর সামনে গেলে আমাকে এবং আমার সমর্থকদের উপর অহেতুক হামলা চালায়। তারা আমাকে এবং আমার ভাইকে মারধর করেছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোঃ তানভির সিদ্দিকী অনিক বলেন, শাহারুল মাদবরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পাঁচজনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর জখমের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে ফরমালিনযুক্ত ফলে বাজার সয়লাব! দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী সচেতন নাগরিকদের

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় ফরমালিনযুক্ত (ফরমালডিহাইড) ফলে বাজার সয়লাব হয়ে গেছে। এ ফরমালিনযুক্ত ফল খেয়ে মানুষের লিভার ও কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। অভিযোগ রয়েছে বরগুনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ বাজার মনিটরিংয়ে এসে অজ্ঞাত কারনে দেখেও না দেখার ভান করেন। দ্রুত ফরমালিনযুক্ত ফল বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
জানাগেছে, রসালো সুমিষ্ট ও পুষ্টিকর ফল কাঁঠাল এবং স্বাদ ও ভিটামিন সমৃদ্ধ ফল আম। সকল পেশার মানুষ এ ফল দুটি পছন্দনীয়। আমতলীর বাজারে বিভিন্ন প্রজাতির আম রয়েছে। প্রজাতি ভেদে এ আম ২৫ মে থেকে ২৫ জুলাই’র মধ্যে পেকে থাকে। অপর দিকে বাজারে গালা ও খাজা প্রজাতির কাঁঠাল ছাড়াও উচ্চ ফলনশীল কাঁঠাল বারি কাঁঠাল-১ এবং বারি কাঁঠাল-২ রয়েছে। কাঁঠাল মে মাস থেকে শুরু করে আগষ্ট মাসে পেকে থাকে। তবে অধিকাংশ কাঁঠাল পাকার উপযুক্ত সময় মধ্য জুলাই থেকে পুরো আগষ্ট মাস পর্যন্ত। কিন্তু ইতিমধ্যে বাজারে আম ও কাঁঠালে সয়লাব হয়ে গেছে। এতো আগে বাজারে প্রচুর পরিমানে কাঁঠাল আসার কথা না বলে জানান ফল বিক্রেতারা। অসাধু বাগান মালিক ও ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ক কাঁঠাল কেটে রাসায়নিক পদার্থ দিয়ে পাকিয়ে বাজারে তুলেছে বলে জানান সংশ্লিষ্টরা। দেশের রাজশাহী, নওগা, যশোর ও চাপাইনবাবগঞ্জে প্রচার পরিমানে আম ও কাঁঠাল উৎপাদন হয়। আমতলী ফল ব্যবসায়ীরা রাজশাহী, নওগা, যশোর ও চাপাইনবাবগঞ্জের বাগান থেকে আম ও কাঁঠাল এনে থাকেন। বাগান মালিকরা বেশী লাভের আশায় উপযুক্ত সময়ের আগেই গাছে থাকাবস্থায়ই অপরিপক্ক কাঁঠালে ঔষধ প্রয়োগ করে থাকে। আমতলীর ব্যবসায়ীরা ওই এলাকা থেকে কাঁঠাল এনে দ্রুত পাকানোর জন্য পানিতে ফরমালিন মিশিয়ে ওই পানি কাঁঠালে দিয়ে পলিথিন মুড়িয়ে রাখেন। ওই কাঁঠাল ২-৩ দিন পরে পেকে যায়। দুই দফায় কাঁঠালে রাসায়নিক পদার্থ প্রয়োগ করে বলে জানান ফল বিক্রির সাথে জড়িতরা। ওই ফরমালিনযুক্ত কাঁঠাল আমতলী উপজেলার বাজারগুলোতে সয়লাব হয়ে গেছে। ওই ফরমালিনযুক্ত ফল খেলে মানুষের লিভার ও কিডনিতে সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চিকিৎসক ইমদাদুল হক চৌধুরী। দ্রুত বাজারে ফরমালিনযুক্ত ফল বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা। অভিযোগ রয়েছে বরগুনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ বাজার মনিটরিংয়ে এসে অজ্ঞাত কারনে দেখেও না দেখার করেন। ক্রেতাদের অভিযোগ বাজারের ক্রয় করা কাঁঠাল ও আমের বিচি অপরিপক্ক। আম ও কাঁঠাল মুখে নিলে তেমন স্বাদ পাওয়া যায় না। জাতীয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে বাজার মনিটরিং করে আম ও কাঠাল পরিক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান ক্রেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বরগুনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন বাজার মনিটরিংয়ে এসে কোন ব্যবস্থা না নিয়ে চলে যান।
ক্রেতা মোঃ হেলাল উদ্দিন ও রাকিবুল ইসলাম বলেন, আগে কাঁঠালের দোকানে গেলে মাছির যন্ত্রনায় টিকতে পারতাম না। এখন আর আম ও কাঁঠালে মাছি বসতে দেখি না। উপায় না পেয়ে ফরমালিনযুক্ত ফলই কিনে আনতে হচ্ছে। তারা আরো বলেন, কাঁঠাল মুখে দিলে মুখ খেয়ে যাচ্ছে। কাঁঠাল ও আমের বিচি অপরিপক্ক।
ক্রেতা মোঃ সোহেল রানা ও জুয়েল মৃধা বলেন, বাজার ফরমালিনযুক্ত ফলে সয়লাব হয়ে গেছে। বিভিন্ন রোগ থেকে মানুষকে রক্ষায় ফরমালিনযুক্ত ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানাই। তারা আরো বলেন, দুই’শ টাকা দিয়ে বাজার থেকে একটি কাঁঠাল কিনে বাড়ীতে এনেছিলাম। ওই কাঁঠালের কোয়া মুখে দেওয়া মাত্র মুখ তেতোতে ভরে যাচ্ছে। পরে ওই কাঠাল ফেলে দিয়েছি।
কাঁঠাল বিক্রেতা রিয়াজুল বিশ^াস ও সোবাহান হাওলাদার বলেন, আড়ৎ থেকে কাঁঠাল কিনে বিক্রি করছি। এতে ফরমালিন দেয়া আছে কিনা আমরা জানিনা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ফল বিক্রেতা বলেন, আমতলীর কাঁঠাল ব্যবসায়ীরা পানিতে ফরমালিন মিশিয়ে ওই পানি কাঁঠালে দিয়ে পলিথিনে মুড়িয়ে রাখে। ২-৩ দিনে ওই কাঁঠাল পেকে যায়। ওই কাঁঠাল মানুষের কাছে তারা বিক্রি করছেন।
কাঁঠাল ব্যবসায়ী কালাম বয়াতি বলেন, আমরা ফলে ফরমালিন দেইনা। বাগান মালিকরা দ্রুত কাঁঠাল পাকানোর জন্য ঔষধ দিয়ে থাকেন। আমরা ওই বাগান থেকে কাঁঠাল কিনে এলাকায় বিক্রি করি।
সোমবার আমতলী উপজেলা শহরের বাঁধঘাট চৌরাস্তা, একে স্কুল ও গাজীপুর বাজার ঘুরে দেখাগেছে, পসরা সাজিয়ে আম ও কাঁঠাল নিয়ে বলে আছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ওই ফলের উপরে কোন মাছি বসছে না। মানুষ না বুঝে ওই ফল কিনে নিয়ে যাচ্ছেন। বাজারে আমের দাম একটু কম থাকলেও কাঁঠালের দাম অনেক বেশী।
আমতলী বকুলনেছা মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোসাঃ মাকসুদা আক্তার ছ্িব বলেন, ফরমালিন (ফরমালডিহাইড বা মিথান্যাল) একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ। এই বিষাক্ত পদার্থ বিভিন্ন ফলে মিশিয়ে পচন রোধ করে। ওই বিষাক্ত ফরমালিনযুক্ত ফল মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকর।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আব্দুল মোনায়েম সাদ বলেন, ফরমালিনযুক্ত ফল খেলে মানবদেহে লিভার ও কিডনিতে সমস্যা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, বাজার থেকে ফরমালিন যুক্ত ফল তুলে নিয়ে প্রশাসনের এখনই পদক্ষেপ নেয়া জরুরী।
বরগুনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিম অসাধু ব্যবসায়ীদের পক্ষ অবলম্বন করে বলেন, সঠিক তথ্য উপাত্ত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।