রাঙ্গাবালীতে গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে ৯০০ গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কোড়ালিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন- বিল্লবাড়ী ৮ নম্বর ওয়ার্ড কাশিপুর গ্রামের বাসিন্দা মো. মিন্টু হাওলাদারের ছেলে ইয়াছিন (২০) ও কোড়ালিয়া গ্রামের বাসিন্দা মৃত আকরাম আলীর ছেলে আজিজ হাওলাদার ওরফে বাবু (২৮)।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ওই দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লকডাউন আর বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার

আগামী সোমবার পর্যন্ত চলমান লকডাউন আর বাড়বে কিনা এ সপ্তাহ দেখে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (০৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা দেখি কী হয়। মানুষকে কো-অপারেট করতে হবে। আপনারা তো বার বার বলছেন। কিন্তু এখনো পুরোপুরি কো-অপারেশন। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না।

তিনি বলেন, দেখি আমরা সাত দিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। মানুষকে তো কো-অপারেট করতে হবে। আপনারা তো বলছেন সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা নয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী সাত দিনের লকডাউন শুরু হয়েছে। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন।

গলাচিপায় লকডাউন কার্যকর করতে প্রশাসন ও পুলিশের যৌথ মহড়া

সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় মানুষের করোনা মুক্ত ও স্বাস্থ্য বিধি পালন করার লক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও গলাচিপা থানা পুলিশ বাহীনির যৌথ অভিযানে সোমবার (৫ই এপ্রিল) দিনভর সরকারের বিধি মোতাবেক লকডাউন কার্যকর করার নানাবিধ কর্মসূচী নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার এর নেতৃত্বে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. কাহিন শাহ এর উপস্থিতিতে শহর ও গ্রামের বিভিন্ন ইউনিটের, মার্কেট, কাঁচা বাজার, মাছ বাজারসহ জনসচেতন তার প্রচার অভিযান এবং লকডাউন কার্যকর করার ব্যাপক পদক্ষেপ গস্খহণ করেন।

অভিযান চলাকালীন সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী,গলাচিপ প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাংবাদিক খালিদ হোসেন মিল্টন ও বিভিন্ন গণ মাধ্যমকর্মীরা সহযোগিতা করেন। উল্লেখ্য এই উপজেলার শতকরা ৯০ ভাগ মানুষ মাস্ক ব্যাবহার কওে এবং সরকারের ঘোষিত লকডাউন ও সকল বিধিনিষেধ পালনকরে।

পটুয়াখালীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

পটুয়াখালীর গলাচিপায় আলোচিত আবদুর রব সিকদার হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইদ্রিস মীর, মো. শাহজাহান মীর, মো. সিদ্দীক মীর, মো. জালাল মীর, মো. বেলাল মীর, মো. নূরুল ইসলাম মীর, মো. ওয়াজেদ মীর, মো. আতহার মীর, মো. হাবিব মীর ও মো. বাবুল মীর।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৪ মে গলাচিপার মুরাদনগরে চাষযোগ্য জমির মধ্যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আবদুর রব সিকদারকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় আবদুর রব সিকদারের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ মামলার রায় দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বাদীপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কমল দত্ত ও আসামিপক্ষে অ্যাডভোকেট আবুল কাসেম মামলাটি পরিচালনা করেন।

গলাচিপায় জনসচেতনতা বৃদ্ধি ও র‍্যালী অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন কতৃক বাস্তবায়িত প্রসপারিটি প্রকল্পের আওতায় সোমবার ২৯ মার্চ ২০২১ তারিখ জনসচেতনতা বৃদ্ধি ও অতি দরিদ্র পরিবার সদস্যদের আই জি এ বাস্তবায়নের লক্ষ্যে গোলখালী ইউনিয়নে মৎস্য বিষয়ক মাঠ দিবস পালিত হয়েছে।

উক্ত মাঠ দিবসে উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া গলাচিপা সদর ইউনিয়নে ডিম এর পুষ্টিগুন ও ডিম খাওয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিম বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে দিনের শেষভাগে রতনদী-তালতলী ইউনিয়নে প্রায় দুইশত সদস্যর উপস্থিতিতে দুধ ও দুগ্ধ বিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া কোঅর্ডিনেটর মো. আসাদুজ্জামান, মো. শরিফুল ইসলাম টেকনিক্যাল অফিসার সি এম প্রসপারিটি প্রকল্প,

ডা. মো. আল ওমরান টেকনিক্যাল অফিসার লাইভলিহুড, আক্তারুজ্জামান ইউনিট ম্যানেজ্যার, মোঃ মনিরুজ্জামান ইউনিট ম্যানেজার,

মিঠুন মল্লিক এটিও লাইভলিহুড, আবুল বাসার এটিও লাইভলিহুড, সামসুদ্দিন মিজু এটিও লাইভলিহুড, নাসরিন নাহার এটিও সি এম ও সাংবাদিক বিনয় কর্মকার, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক নাসির উদ্দিন প্যাদা, সিনিয়র সাংবাদিক মো. মনির হোসেন প্রমুখ।

কলাপাড়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মনষাতলী গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) যৌণ হয়রানীর অভিযোগে ছয় সন্তানের জনক সুলতান হাওলাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয় সুলতানকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, গত সোমবার দুপুরে মায়ের নির্দেশে প্রতিবেশী সুলতান হাওলাদারের বাসায় চাউল মাপার কুড়া আনতে যায় ওই কিশোরী।

এ সময় কিশোরীকে ডাক দিয়ে তার ঘরে ডেকে বিছানায় ধাক্কা মেরে শোয়াইয়া যৌণ হয়রানী করে সে।

কিশোরী ভয়ে ডাকচিৎকার দিয়ে দৌড়ে বাড়ি গিয়ে তার অভিভাবককে এ ঘটনা জানায়। কিশোরীর অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি সুলতানের কাছে জানতে চাইলে সে অস্বীকার করে।

বাধ্য হয়ে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সুলতান হাওলাদার চার মেয়ে ও দুই ছেলের পিতা। তাকে আদালতে প্রেরন করা হবে বলে জানায়।

কলাপাড়ায় মাদক ও চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

কলাপাড়া পৌরসভা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানাকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে নাচনাপাড়া থেকে কলাপাড়া থানা পুলিশ জুয়েলকে গ্রেফতার করেছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুর রহমান জানান, জুয়েলের নামে মাদক চাঁদাবাজি সহ চারটি মামলা রয়েছে।

কলাপাড়ায় দোল উৎসব পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে পৌর শহরের মদন মোহন সেবাশ্রমে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে নগর কীর্তন বের করা হয়।

এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোররা পরস্পর রঙ ও আবির খেলার আনন্দে মেতে ওঠে। এছাড়া পৌর শহরের জগন্নাথ আখরা, চিংগরিয়া, নাচনাপাড়া, পাখিমারাসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পূর্ণিমা বা হোলি উৎসব পালন করা হয়েছে।

হোলিতে অংশ নেওয়া শিশু সৌরভ হাওলাদার বলে, বাজার থেকে ৫০ টাকার আবির ও রঙ কিনে এনেছি। এ রঙ দিয়ে সবাইকে রাঙিয়ে দিয়েছি। অপর শিশু তমা সকাল বলে, সকাল থেকে দুপুর পর্যন্ত রঙ দিয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।

কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস বলেন, প্রতি বছরই এ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে মন্দিরে পূজা ও প্রসাদ বিতরণ করা হয়েছে।

গলাচিপায় তরমুজ চাষে বাম্পার ফলন

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষে এবার বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এই উপজেলার তরমুজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার তরমুজের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তরমুজ বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়ায় তাদের মুখে এবার হাসি ফুটেছে।

বেলে-দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় গলাচিপায় তরমুজ চাষ ভালো হয়। মৌসুমি এই ফল নিয়ে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। প্রকারভেদে জাম্বু জাগুয়ার, বিগ ফ্যামিলি, সুইট ড্রাগন, সুগার বেবি ও ব্লাক ডায়মন্ড নামে ৫ ধরনের তরমুজ পাওয়া যাচ্ছে বাজারে। এর মধ্যে কালচে রংয়ের জাম্বু জাগুয়ার তরমুজ স্বাদে অতুলনীয়। স্থানীয় চাহিদা মিটিয়ে তরমুজ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

আকার ভেদে প্রতিটি তরমুজ ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। চৈত্রের মাঝামাঝি এবং বৈশাখের প্রথম দিকে গলাচিপার বিভিন্ন হাট-বাজারে ওঠে এই মৌসুমি ফল তরমুজ। এ বছর গলাচিপায় ৫০০০ হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়। ফলন ও দাম ভালো হওয়ায় উপকূলের কৃষকদের মধ্যে তরমুজ চাষে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। তরমুজ চাষি মো. চুন্নু মিয়া জানান, ‘তিন মাস আগে তিন একর জমিতে তিনি তরমুজ চাষ করেছেন। যথাসময়ে ক্ষেতে সার প্রয়োগ করেছেন।

এছাড়া আবহাওয়াও ভালো থাকায় সবদিক মিলিয়ে তরমুজের এবার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে এক লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। তিনি এবার লাভবান হতে পারবেন বলে আশা করছেন। আরেক তরমুজ চাষি মারুফ মিয়া জানান, গতবার এক কানিতে তিনি তরমুজ চাষ করেছিলাম। আর এবার করেছেন সাড়ে তিন কানি জমিতে। অতিবৃষ্টি বা শীল না পরায় এবার ফলন ভালো হয়েছে।

বিক্রিও হচ্ছে ভালো দামে। উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, ‘এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজ বাম্পার ফলনে ও ভালো বাজার দর পাওয়ার জন্য গলাচিপা কৃষি বিভাগ যথাযথভাবে এবং সঠিক সময়ে চাষিদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজ চাষিরা এবার প্রচুর লাভবান হবে।

কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে নন্দিনী (৬) ও দেবরাজ (২) নামের দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হল নন্দিনী ও দেবরাজ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে দিলীপ মিস্ত্রির স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যায়। এসময় নন্দিনী ও দেবরাজ বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার সময় দেবরাজ পুকুরে পড়ে গেলে নন্দিনী তাকে উঠাতে গিয়ে সেও পড়ে যায়। পরে পুকুরে দেবরাজের লাশ ভেসে উঠে। এরপর স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।