কেরানীগঞ্জে বহুতল মার্কেটে আগুন

ডেস্ক রিপোর্ট:
কেরানীগঞ্জের কদমতলীতে অবস্থিত লায়ন শপার্স নামে একটু বহুতল মার্কেটের ৭ম তলায় নির্মাণাধীন রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৩ জন। তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মার্কেটের মালিক মির্জা খালেক নিজেই ৭ম তলায় ‘ফুট লাভ’ নামে একটি রেস্টুরেন্ট নির্মাণ করছেন। আগামী ২০ জুন রেস্টুরেন্ট উদ্বোধন করা হতো।

মার্কেটের ব্যবস্থাপক মো. মিন্টু জানান, রেস্টুরেন্টের নির্মাণাধীন চিকেনের গ্যাসলাইন লিক হয়ে সেখানে গ্যাস জমা হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে নির্মাণ কাজের কনট্রাক্টর নান্নু, একজন নির্মাণ শ্রমিক ও সেফ হামিদুর কিচেনে উপস্থিত হয়ে আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই প্রচণ্ড শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে। সেখানকার কাচগুলো ভেঙে যায়।

বিস্ফোরণের কারণে উপস্থিত তিনজনই কমবেশি দগ্ধ হয়েছেন। তাদের বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, এ বিষয়ে কারো কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।

কুসিক নির্বাচনে আ’লীগের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কুর চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়েছেন তিনি।

বুধবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এ ছাড়া অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

গত ২ বারের মেয়র ছিলেন সাক্কু। এবার তিনি বিএনপির সমর্থন পাননি। ২০১২ সালের প্রথম মেয়র নির্বাচনে সাক্কু আওয়ামী লীগের প্রার্থী আফজালকে ৩০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন। আফজলের মেয়ে সীমা ২০১৭ সালে সাক্কুর কাছে প্রায় ১০ হাজার ভোটে পরাজিত হন।

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ছিলেন ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ১০৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

বিএনপির আলালকে ভারতে যেতে বাঁধা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে কোনো কারণ না ছাড়াই আটকে দেয় বলে অভিযোগ করেছেন আলাল নিজেই।

সংবাদমাধ্যমকে বিএনপি নেতা আলাল বলেন, হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপসারণ শেষে গত ডিসেম্বরে দেশে ফেরেন বলে জানান তিনি। বিএনপির এ নেতা বলেন, নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য আজ তার ভারতে যাওয়ার কথা ছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে সোয়া দুই ঘণ্টা তাকে বসিয়ে রাখা হয়। এরপর কোনো কারণ না দেখিয়েই বিমানবন্দর থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হাসপাতালে এখনো নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন

ডেস্ক রিপোর্ট:

শায়রুল কবির বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ আবার বিকেলে পাঁচটার দিকে বৈঠক করবেন। গতকালও তাঁরা বৈঠকে বসেছিলেন।

হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদা জিয়াকে গত শুক্রবার দিনগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফা বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হলো। এর আগে ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল।

আজ শায়রুল কবির বলেন, গতকাল মেডিকেল বোর্ড বসেই খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এটা কতক্ষণ চলবে, তা তারা এখনো জানায়নি। তবে আজ তারা আবার বসবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শনিবার বেলা ২টা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল খালেদা জিয়াকে দেখভাল করছেন।

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ জন আর বাইরের চিকিৎসক আছেন ৯ জন। বোর্ডের নেতৃত্বে আছেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদার।

খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক, জানালেন ব্যক্তিগত চিকিৎসক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক পাওয়া গেছে। তার মধ্যে একটির অবস্থা ৬০ শতাংশ, অপরটির ৪৫ শতাংশ। এ দুটি ব্লক নিয়ে চিন্তিত আছি। আজ রোববার সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শনিবার বেলা দুটা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত উনি শারীরিকভাবে যে অবস্থায় আছেন, ডাক্তারদের বক্তব্য হলো, ৭২ ঘণ্টা না গেলে কোনো কমেন্ট করা ঠিক হবে না। সেজন্য তাঁরা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

সিসিইউতে খালেদা জিয়াকে কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখার কথা জানিয়ে ডা. জাহিদ আরও বলেন, গতকাল ম্যাডামের হার্টে এনজিওগ্রাম করার পর তিনটা ব্লক পাওয়া যায়। একটা ব্লক মেইন গ্রেট ভেসেল, যেটা লেফট সাইডে, সেটায় মোর দ্য ৯৯ শতাংশ ব্লক ছিল। সেটিতে এনজিওগ্রাম করার পর রিং পরানো হয়।

বাকি দুটি ব্লকের মধ্যে একটির অবস্থা ৬০ শতাংশ বেশি অপরটি ৪৫ শতাংশ। এ দুটি ব্লক নিয়েও চিন্তিত আছি। আচরণ কেমন হবে তা এখন বলা মুশকিল। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল খালেদা জিয়াকে দেখভাল করছেন বলেও জানান তিনি।

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। শনিবার সকালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে জরুরিভিত্তিতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়। দুপুরে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট অ্যাটাকের পর বর্তমানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশালে ছাত্রদল ও উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড

শামীম আহমেদ, ॥

বরিশালে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তিতে বিক্ষোভ মিছিল পন্ড। গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল (দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি।

আজ শনিবার (১১ই) জুন সকাল ১১ টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপি ও জেলা ছাত্রদল সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। অপরদিকে বরিশাল উত্তর জেলা বিএনপি টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে।

বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে ও জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আকতার হোসেন মেবুলের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন,এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না, এ্যাড, সাদেকুর রহমান লিঙ্কন, আলহাজ্ব মন্টু খান,মিজানুর রহমান,আব্দুল মান্নান মাস্টারনাসির জমাদ্দার,অহেদুজ্জামান প্রিন্স,নাসির হাওলাদার, জেলা মহিলাদল সভাপতি ফাতেমা রহমান প্রমুখ।

অপর দিকে টাউন হল চত্বরে বরিশাল উত্তর জেলা বিএনপি কেন্দ্রীয় একই কর্মসূচির অংশ হিসেবে উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চলনায় এখানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু,মুলাদী উপজেলা বিএনপি সভাপতি ও উত্তর জেলা বিএনপি সদস্য আঃ ছাত্তার খান,সদস্য গিয়াস উদ্দিন দিপেন,জিয়াউদ্দিন সুজন,মঞ্জুরুল আহসান মিলন,আসাদুজ্জামান মুক্তা,মহিলা দল সভাপতি চৌধুরী শরীফা নাসরিন,যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পূর্বে বরিশাল জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক মিঠুর নেতৃত্বে টাউন হল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল সদররোড সড়কে উঠার পূর্বে একদল তাদের মিছিলের গতিরোধ করার চেষ্ঠা করে এসময় পুলিশের সাথে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি প্রযায়ে ঠেকে পরে ছাত্রদল নেতা কর্মীরা পিছু হলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে চলে যায়।

দেশে এখন গরিব মানুষ, খালি পায়ে মানুষ দেখা যায় না

ডেস্ক রিপোর্ট:

দেশে এখন গরিব মানুষ দেখা যায় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে এখন গরিব মানুষ, খালি পায়ে মানুষ দেখা যায় না। ছেলে-মেয়েরা ভালো কাপড় পরে, ভালো করে চলাফেরা করে। সবার বাড়িতে খাবার আছে। প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা আছে। এসব রাস্তায় গাড়ি ও মোটরসাইকেল চলে।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আমাদের গড় আয়ু ৭৩ বছর; যেটা ৫০ বছরের নিচে ছিল। বর্তমানে আমাদের গড় আয় ২৮০০ ডলার; বিএনপির আমলে যেটা ছিল ৫০০ ডলার।

জাহিদ মালেক বলেন, আজকে ঘরে-ঘরে বিদ্যুৎ জ্বলছে, কোনো ঘরে অন্ধকার নাই। প্রতিটি বাড়ির সামনে পাকা রাস্তা আছে। প্রতিটি স্কুল পাকা ও বিদ্যুৎ আছে। প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা চেষ্টা করেছি দেশকে শান্তিতে রাখার জন্য। আমরা সন্ত্রাসবাদ, অন্যায়, দুর্নীতি ও মা-বোনদের সম্মানহানি বরদাশত করি নাই। এসব আমরা কঠিন হাতে দমন করেছি। আগামীতেও আমাদের অবস্থান একই থাকবে।

গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুশীল কুমার সাহার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

কারও কাছে বা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না – শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ একটি আদর্শ নিয়ে রাজনীতি করে, যা প্রতিটি নেতাকর্মীর মনে রাখতে হবে এবং কোনো লোভের জন্য দেশকে কারও হাতে তাঁরা তুলে দিতে পারে না। আমি পরিবার থেকে, বাবার (জাতির পিতা বঙ্গবন্ধু) কাছ থেকে এটা শিখেছি যে, কারও কাছে বা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির ১৪তম বার্ষিকী উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি দেশের উন্নয়ন ও অর্জনকে কিছু মানুষ মেনে নিতে না পারায় বিস্ময় প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগকে সবসময় উজানে নাও ঠেলেই চলতে হয়েছে। জনগণই হলো আমাদের শক্তি। তাই কারও কাছে কোনদিন মাথা নত করিনি, জীবন ভিক্ষা চাইনি। আমি পরিবার থেকে, বাবার (জাতির পিতা বঙ্গবন্ধু) কাছ থেকে এটা শিখেছি যে, কারও কাছে বা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না।’

‘এক/এগারো’র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাগারে থাকার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যতবার গ্রেপ্তার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে নেতাকর্মীদের নিদের্শনা দিয়েছি, দেশবাসীকে চিঠি দিয়েছি।’

দলের দুঃসময়ে তৃণমূল নেতারা ঠিক থাকে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তাঁদের আন্দোলন ও চাপে আমাকে মুক্তি দিতে বাধ্য হয়। সে সময়ে মাত্র ১৫ দিনে মুক্তির জন্য ২৫ লাখ সই সংগ্রহ করা হয়। এতে সে সময়কার সরকারও অবাক হয়।’

শেখ হাসিনা বলেন, ‘এটাই আওয়ামী লীগ, জনগণই এর শক্তি। আর বিএনপির ক্ষেত্রে তাদের জন্মই হল আজন্ম পাপ। জনগণ বিএনপির শক্তি না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগকে সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। কারণ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আওয়ামী লীগ ও শেখ হাসিনা যাতে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সর্বদাই তৎপর রয়েছে।’

বাংলাদেশের কোনো উন্নয়ন ও অর্জনকে দেশের কিছু মানুষ কেন মেনে নিতে পারছে না, এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন দেখে কেন একদল মানুষ মনে কষ্ট পায়? কেন তারা কোনো অর্জনকে বাংলাদেশের অর্জন বলে মেনে নিতে পারছে না?’ গণভবনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে এত বাধা, তবুও নিজেদের অর্থে পদ্মা সেতু করেছি। তারপরও কিছু মানুষ এটিকে অর্জন হিসেবে নিতে পারে না। কেন তাদের এই দৈন্যতা? কোথায় তাদের সমস্যা?’ সে প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক উন্নত দেশে প্রবৃদ্ধি যখন নেতিবাচক, তখন আওয়ামী লীগের কারণে বাংলাদেশ মহামারির সময় জিডিপি প্রবৃদ্ধি পাঁচ শতাংশের বেশি অর্জিত হয়েছে এবং তাঁর সরকার ২০২২-২৩ অর্থবছরের বাজেটও দিয়েছে।’

দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

আজ শনিবারের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে আজ দুপুর পৌনে ১২টায় কারামুক্তি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। প্রথমে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), তাঁতী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ এবং গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

খালেদা জিয়ার হার্টের একটি রক্তনালী ৯৯ ভাগ ব্লক, বসানো হল রিং

ডেস্ক রিপোর্ট:

আজ শনিবার বিকেল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার শারীরিক আপডেট তুলে ধরেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় বিদেশে চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। অন্যথায় এর দায় সরকারকে বহন করতে হবে।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে থাকা অবস্থায় তাঁর শ্বাস কষ্ট শুরু হয়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা জানায়, রক্তনালীতে ৯৯ ভাগ ব্লক হয়েছে। এজন্য তাকে রিং পরানো হয়। হার্টের সমস্যা সাময়িকভাবে রিলিফ হয়েছে।’

খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি বলেও জানান মির্জা ফখরুল।

এর আগে শনিবার দুপুরে জানান, ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ হওয়ার পর তাঁকে রাত ৩টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ড অতি দ্রুত তাঁর হৃদযন্ত্রে এনজিওগ্রাম করার কথা জানিয়েছিল। একই সঙ্গে ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতে বলেছে মেডিকেল বোর্ড। এখন সরকারের কাছ থেকে অনুমতির পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া হবে। সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার বিকেল ৩টার দিকে ওই সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত জানাবেন বলে জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় আজ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে বৈঠকে বসেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। বৈঠকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, এভারকেয়ার হাসপাতালের ডা. জাফর, ব্যক্তিগত চিকিৎসকদলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এর আগে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর, বিশেষ করে এনজিওগ্রাম করার পর বোঝা যাবে সমস্যা কতটা জটিল। এমনিতেই তো তিনি (খালেদা জিয়া) গুরুতর পেশেন্ট। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘চিকিৎসকেরা এরই মধ্যে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করেছেন, সেগুলো অনুযায়ী আগের দিন বিকেল থেকে তাঁর হার্টে কিছু সমস্যা দেখা গেছে। তিনি তো একটু চাপা স্বভাবের মানুষ, কিছু বলেননি কাউকে। শুক্রবার সন্ধ্যায় যখন ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. এফ এম সিদ্দিক তাঁকে চেকআপ করতে গেছেন, তখনই তাঁর প্রবলেমের বিষয়টি জানা যায়। তখনই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দিবাগত রাত ২টার দিকে ডা. এ জেড এম জাহিদের কাছে খবর পাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থবোধ করছেন, তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে। তিনি এভারকেয়ার হাসপাতালে ম্যাডামের ডাক্তারের সঙ্গে কথা বলেন। এরপর আমি চলে আসি। আসার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা হয়। তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানের সঙ্গেও কথা হয়। এরপর হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।’

ফখরুল বলেন, ‘আমরা আশাবাদী, দোয়া করি আগের মতোই তিনি অসুস্থতা কাটিয়ে উঠবেন এবং সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু প্রমুখ।