ভোলায় বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় দুই দল দস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার দিবাগত রাতে মেঘনার বঙ্গেরচর পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজাপির ইউনিয়নের রামদাসপুর এলাকার বাহাদির (৩৮) ও কামাল (৩২)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা সদস্য দেলোয়ার হোসেন জানান, গভীর রাতে মেঘনার বঙ্গেরচর পয়েন্টে দুইদল দস্যু বন্দুকযুদ্ধ করছে- এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড দুই জনকে আটক করে। ঘটনাস্থল থেকে ৯টি রাম দা উদ্ধার করে। কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মুনায়েম অভিযানের নেতৃত্ব দিয়েছন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগননা কার্যক্রম উদ্ধোধন উপলক্ষ্যে আজ শুক্রবার বিকালে
আনন্দ, উল্লাস আর নানা রঙ্গের পোস্টার ও ব্যানার সম্মিলিত একটি আনন্দ রেলি স্থানীয় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়। বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর নেতৃত্বে বর্ণাঢ্য রেলিটি বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
বর্ণাঢ্য আনন্দ রেলির আয়োজন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
এসময় রেলিতে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আহম্মদ উল্লাহ মিয়া, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানার ওসি ম, এনামুল হক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আহমেদ উল্যাহ মিয়া।
বিকাল সাড়ে ৪ টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগননা কার্যক্রম সারা দেশের মতো বোরহানউদ্দিনে ও ভিডিও কনফারেন্সে মাধ্যমে উদ্ধোধন করা হয়।
সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

মাদক পাচারকালে যুবলীগ সম্পাদকসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক:

ভোলা বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল সহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত অনুমান ১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মোকাম্মেল ভুঁইয়ার পরিত্যাক্ত ঘর থেকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে মাদক মামলায় ভোলা কোর্টে প্রেরণ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত পোনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: রাসেলুর রহমানের নেতৃত্বে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম.এনামুল হক, এস.আই মোহাইমিনুল ইসলাম, এস.আই মো: হেমায়েত উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে টবগী ইউনিয়নের চকঢোষ গ্রামের মাদক বিরুদ্ধে অভিযান চালায়। ওই সময় ওই এলাকার মোকাম্মেল ভুঁইয়ার পরিত্যক্ত করতে থেকে ৯ মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে ৩১৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২৫ গ্রাম গাঁজা, ৯টি মোবাইল সেট, মাদক ক্রয়বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসময় আটকৃতরা হলেন, উপজেলার কাচিয়া এলাকার আবু তাহের ভুইয়ার ছেলে মোকাম্মেল ভুঁইয়া (৩৬), বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল খান (৪৮), তজুমদ্দিনের আ: রব তালুকদারের ছেলে মো: সবুজ তালুকদার (৩৫), একই উপজেলার কেয়ামুল্লা গ্রামের সেরাজল হকের ছেলে মো: সাহাবুদ্দিন (৩৫), চরফ্যাশনের শষীভুষন থানার চর মঙ্গল গ্রামের ছিদ্দিক ব্যাপারির ছেলে মো: কবির ব্যাপারী (২৫), একই উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইনউদ্দিনের ছেলে মোশারফ হোসেন মঞ্জ (৩৫),

বোরহানউদ্দিন পৌরসভার ৫নংওয়ার্ডের ইউনুছ মিয়ার ছেলে মামুন (৩৬), একই উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামের মো: মজিল হক মৃধার ছেলে মো: মাকসুদুর রহমান (৩৫), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো:ছিদ্দিকের ছেলে মো: সাদ্দাম (৩২)। এদের মধ্যে মাকসুদুর রহমান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাদ্দাম হোসেন প্রচার সম্পাদক পদে রয়েছেন। এদিকে বৃহস্পতিবার মাদক মামলায় তাদের ৯ জন কে জেল হাজতে প্রেরণ করা হয়। বোরহানউদ্দিন থানায় মাদক মামলা নং ১১ তারিখ: ০৯-০১-২০২০।

এব্যাাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভোলায় গ্রাহকের দশ লাখ টাকা নিয়ে উধাও এনজিও

নিউজ ডেস্ক:

ভোলায় গ্রাহকদের আনুমানিক ১০ লক্ষ টাকা নিয়ে সকস বাংলাদেশ নামের একটি ভূয়া এনজিও উধাও হয়েছে বলে জানা যায়।

উধাও হওয়ার সংবাদ পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা ঐ অফিসের সামনে টাকার দাবীতে সকাল থেকে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলার পরানগঞ্জ বাজার সংলগ্ন ভোলা-বরিশাল সড়কের পাশের মীর টাওয়ারের সামনে গ্রাকরা অবস্থান নেন।

গ্রাহকরা জানান, সকস বাংলাদেশ নামের একটি এনজিও এই মীর টাওয়ারের একটি ফ্লোর ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এবং পূর্ব ইলিশা বাপ্তা ও পশ্চিম ইলিশার বিভিন্ন গ্রামে গিয়ে লোন/ঋণ দিবে বলে জনপ্রতি ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্তু সঞ্চয়ের টাকা নিয়েছেন।

একাধিক ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সকালে তাদেরকে লোন/ঋণ দেওয়ার কথা ছিলো। কিন্তু গ্রাহকরা লোন/ঋণ নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং দেওয়ালে ঝুলানো সাইনবোর্ডটিও নেই।

জানা যায়, এখান থেকে এই পর্যন্তু প্রায় দুইশো গ্রাহক লোনের আশায় অগ্রিম সঞ্চয়ের টাকা দিয়েছেন এই ভূয়া এনজিওকে।

তবে বাড়ীর মালিক মীর মোঃ আনোয়ার হোসেন জানান, তাদের সাথে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছেন।

এদিকে খবর পেয়ে ভোলা সদর মডেল থানার এস আই মোঃ রফিকুল ইসলাম ফিরোজ সরেজমিন ঘুরে দেখে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এবং ভূয়া ঐ এনজিও খোঁজ করে গ্রাহকদের টাকা ফিরিয়ে পাওয়ার আশ্বাস দেন তিনি।

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর নারীরা সম্মানীত হয়েছেন-এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর নারীরা সম্মানীত হয়েছেন। নারীদের কর্ম ক্ষমতা বেড়েছে। রাষ্ট্রীয়ভাবেও নারীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। দেশের বিশাল জনগোষ্ঠিকে মানব সম্পদে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। নারীরা এখন ঋণ নিয়ে উদ্যোক্তা হচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে অর্ধ শতাধিক নারী উদ্যোক্তাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী প্রমুখ।

ভোলায় মাদকসহ আটক ২

ভোলা:
ভোলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বুধবার (১লা জানুয়ারি) সদর উপজেলার পূর্ব ইলিশা ও ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুই মাদক ব্যবসায়ি হলেন, মোঃ ইউনুস (৩০) ও মোসাঃ মিনারা বেগম (২৭)।

জেলা গোয়েন্দা (ওসি ডিবি) মোঃ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুসকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মিনারা বেগমকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে- এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। যার ফলে শিক্ষা থেকে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সকল অসম্ভবকে সম্ভব করেছেন।
বুধবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে ৮ লক্ষ নতুন বই বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরৗ শাওন এসব কথা বলেন। পরে লালমোহন উপজেলার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোন করেন তিনি।
এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আইয়ুব আলীসহ সরকারী কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চরফ্যাশনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

ভোলার চরফ্যাশনে ৫ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চরফ্যাশন থানাপুলিশ।

আব্দুর রহিম শশিভূষণ থানার ৩নং ওয়ার্ডের রাজ্জাক ব্যাপারীর ছেলে। গতকাল (২৭ডিসেম্বর) শুক্রবার রাতে চরফ্যাশন থানার এসআই পনির আহমেদ,এসআই আজিজুর রহমান ও মোঃ মশিউর রহমান মাদকসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন,

আমরা গোপন সংবাদ পেয়ে চরফ্যাশন পশু হাসপাতাল সংলগ্ন গরুর হাট সড়ক থেকে মাদক বিক্রি করার সময় তাকে আটক করা হয় এসময় মাদক ক্রয়কারি পালিয়ে যায় এ বিষয়ে থানায় মামলা হয়েছে মামলা নং ২৩। আজ শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও থানা সূত্রে যানা যায়।

ভোলায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ

জেলা সদরের মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৩৪৫ বস্তায় ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করেছে কোস্টগার্ড সদস্যারা।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৫ কোটি টাকা । আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন লে. ওয়াসিম আকিল জাকি।

তিনি আরো জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশনের চর মানিকা মেঘনা নদীতে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস বোঝাই একটি ট্রলার ধরার জন্য চেষ্টা করা হলে ওই ট্রলারটিতে থাকা জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটিকে দ্রুত চালিয়ে যায়।

পরে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলারটিকে রেখে তারা পালিয়ে যায়।
তিনি জানান, ওই সময় ট্রলার থেকে ৩৪৫টি বোস্তা ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আইনগত প্রক্রিয়া শেষে ওই শাড়ি বৃহস্পতিবার সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলায় ফুফাতো ভাইকে গলাকেটে হত্যা: আটক ১

ভোলায় বোরহানউদ্দিন উপজেলায় অন্যকে ফাঁসাতে মানসিক ভারসাম্যহীন ফুফাতো ভাইকে গলাকেটে হত্যা করে মামাতো ভাই মো. বিল্লাল।

শনিবার সকালে পুলিশ উপজেলার সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি কাঁচা রাস্তার ওপর থেকে মো. নাছির উদ্দিন ওরফে নসু মিয়ার লাশ উদ্ধার করে।

পরে বিকালে তার মামাতো ভাই মো. বিল্লাল মোকাম্মেল নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার ফুফাতো ভাই নসুকে গলাকেটে হত্যা করেছে মর্মে বোরহানউদ্দিন থানায় মামলা করতে আসে। পরে পুলিশ তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিল্লাল নিজে নসুকে হত্যা করেছে বলে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন নাছির উদ্দিন ওরফে নসু লালামোহন উপজেলার মহেশখালী গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার কোনো স্থায়ী বসবাস নেই।

গত কয়েকদিন ধরে নসু তার নানা বাড়ি বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউলা শিবপুর গ্রামে আসে।

এ দিকে এ সুযোগটি কাজে লাগাতে তার মামাতো ভাই বিল্লাল শুক্রবার সন্ধ্যার পর মোকাম্মেল নামের এক ব্যক্তির নামে তাকে হত্যার হুমকি দেয় বলে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় আসেন। কিন্তু থানায় ওসি না থাকায় ডিউটি অফিসার তাকে পরে আসতে বলেন।

এ দিকে ওই রাতে বিল্লাল বাড়ি গিয়ে তার ভারসাম্যহীন ফুফাতো ভাই নাছির উদ্দিন ওরফে নসুকে গ্যাস্ট্রিকের ওষুধের নাম করে ৪-৫টি ঘুমের ওষুধ খাওয়ায়। কিছু সময় পরে তাকে ডেকে নিয়ে যায় বাড়ির পাশে একটি বিলের মধ্যে।

সেখানে নিয়ে নসুকে প্রথমে পিছন দিক থেকে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে সে অজ্ঞান হয়ে পড়লে ছুরি দিয়ে তার গলাকেটে হত্যা করে বাড়ি চলে আসে। পরে সকাল বেলা লোকজন রাস্তার ওপর গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

বিল্লাল নিজে হত্যা করেছে বলে আদালতে ১৬৪-এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা।

তিনি জানান, বিল্লালের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক বলেন, নাছির উদ্দিন নসু হত্যার ঘটনায় তার মামা জিয়াউল হক বাদী হয়ে বিল্লাল ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি বিল্লালকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।