ভোলায় জনপ্রিয়তা বাড়ছে ওয়াটার বাসের

ভোলা-ঢাকা রুটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ওয়াটার বাসের দিবা সার্ভিস। আগে যেখানে রাতের আঁধারে লঞ্চে করে ৮ থেকে ১০ ঘন্টায় যাতায়াত করতে হতো, এখন মাত্র ৪ থেকে ৫ ঘন্টায় দিনের আলোতে ওয়াটার বাসে যাতায়াতের সুযোগ থাকায়, যাত্রীদের চলাচল অনেক সহজ, আরামদায়ক এবং নিরাপদ হয়ে উঠেছে।

দ্রুত গতির ওয়াটার বাসে চলাচলে নৌ-বিহারের আনন্দ পাচ্ছেন যাত্রীরা। মূমুর্ষূ রোগীদের চিকিৎসা এবং মরদেহ পরিবহনেও এসেছে বিশেষ সুযোগ।

 

দ্বীপজেলা ভোলা থেকে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌ-যান। আর বছরের পর বছর এখানকার মানুষ এই নৌ-যানের উপরই নির্ভরশীল।

 

এতদিন তারা দিনের প্রথম ভাগ অর্থাৎ দুপুর ২ টার আগে কিংবা সন্ধ্যা সাড়ে ৭ টার পর ঢাকা যেতে পারতেন না। রাতে কুয়াশায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো। গত মাসে দ্রুত গতির ওয়াটার বাসে গ্রীণ লাইন এবং এ মাসে এডভেঞ্চার চালু হওয়ায় এখন ভোলার মানুষ দিনের বেলায়ও ঢাকায় যেতে পারছেন।

 

আগে যেখানে রাতের অন্ধকারে শহরের খেয়াঘাট থেকে ১ শত ৫ নটিকেল মাইল নৌ-পথ পাড়ি দিয়ে ৮ থেকে ১০ ঘন্টায় ঢাকায় যেতেন, এখন দিনের আলোতে ইলিশা ঘাট থেকে ৮৪ নটিকেল মাইল পথের দূরত্বের ঢাকায় যেতে পারছেন মাত্র ৪ থেকে ৫ ঘন্টায়। আসতেও পারছেন। এতে নৌ-পথের প্রাকৃতিক দৃশ্য উপভোগের মাধ্যমে নৌ-বিহারের বাড়তি সুবিধা থাকায় ভোলায় পর্যটকের সংখ্যা বাড়ছে।

 

মূমুর্ষূ রোগীর জরুরী চিকিৎসার জন্য বিনা ভাড়ায় ঢাকা নেয়া এবং ঢাকা থেকে বিনা ভাড়ায় মরদেহ ভোলায় আনারও সুযোগ রয়েছে গ্রীন লাইন ওয়াটার বাসে। এখন জরুরী প্রয়োজনে যাত্রীরা ঢাকায় গিয়ে আবার দিনের মধ্যেই ভোলায় ফিরে আসতে পারছেন। যে কারণে খুব অল্প সময়ে ওয়াটার বাস গ্রীন লাইন এবং এডভেঞ্চার জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু ভাড়া কমানোর দাবিও রয়েছে যাত্রীদের।

 

সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমানের স্ত্রী শেখ রেবা রহমান এর সঙ্গে দেখা হয় গ্রীন লাইনে। সার্ভিস প্রসঙ্গে তিনি এ প্রতিনিধিকে বলেন, আগে যেরকম মানুষ রাতে উঠতো, ৮/১০ ঘন্টা সময় লাগতো, খুব কষ্ট হতো। এটা যেহেতু ৫ ঘন্টায় যায় সেহেতু মানুষের জন্য অনেক সুবিধা। সরকারি চাকুরিজীবিরা সময় মতো গিয়ে অফিস করতে পারে।

 

চাকুরি পরীক্ষার্থী মাইনুল বলেন, আগে যখন আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে হতো, তখন আমরা ঠিক মতো যেতে পারতাম না। এই সার্ভিস চালু হওয়াতে আমরা দিনাদিন ঢাকায় যেতে পারছি আগে লঞ্চে আসলে বেশি টাইম লাগতো, সে জন্য দেখা যাইতো আব্বু আম্মু ভোলাতে ঘুরতে আনতে চাইতো না।

 

এখন সময় কম লাগছে তাই আসতে পারছি। চিকিৎসা প্রত্যাশি মোঃ মোস্তাফিজ বলেন, এখন ঠিক মতো ঢাকায় গিয়ে ডাক্তার দেখাতে পারছি।

 

গৃহীনি রোকসনা বলেন, এখন আত্মীয় স্বজনের অসুস্থতার খবর পেলে সময় মতো ভোলায় আসতে পারি।
ভোলা পর্যটনের জন্য প্রচার অভিযানের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল হক অনু বলেন, গ্রীন লাইন-এডভেঞ্চার চালু হওয়াতে ভোলায় পর্যটনের সংখ্যা বাড়ছে। এধরনের লঞ্চ আরো দরকার।

 

গ্রীন লাইন ভোলা অফিসের কর্মকর্তা তরিকুল ইসলাম রনি বলেন, গ্রীন লাইনে মূমুর্ষূ রোগীদের ভাড়া নেয়া হয় না, ঢাকা থেকে যে কোন মৃতদেহ দুইজন স্বজনসহ বিনা ভাড়ায় ভোলায় আনি, প্রয়োজনে কিছুক্ষণ অপেক্ষা করি।

 

তবে কোন প্রকার পরিকল্পনা ছাড়া তরিঘড়ি করে ইলিশা ঘাট থেকে দিনের বেলায় অত্যাধুনিক ওয়াটার বাস চালু হলেও এসব বাসকেন্দ্রিক প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা না থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ইলিশা ঘাটে মান সম্মত পন্টুন নেই। নেই গ্যাংওয়ে, জেটি, যাত্রি ছাউনি ও টয়লেট ব্যবস্থা। নদী তীরে ব্লক থাকায় পন্টুনে ঠিকমত ওয়াটার বাস ভীড়তে পারছেনা।

 

এছাড়া গাড়ি পার্কিংয়ের সুবিধাও নেই ইলিশা ঘাটে। তবে ভোলা নদী বন্দর এর সহকারি পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনা করে বি.আই.ডব্লিও.টিএ একটি প্রকল্প গ্রহণ করেছে। এতে যাত্রী ছাউনি বিশ্রামাগার এবং টয়লেট ব্যবস্থাসহ যাত্রীদের প্রয়োজনীয় সকল সুবিধা থাকবে। প্রকল্পটি অতি সত্বর বাস্তবায়িত হবে।

 

ভোলা জেলার ৭ উপজেলার ২১টি লঞ্চ ঘাট থেকে প্রতিদিন ২৮টি লঞ্চে করে ৩০ থেকে ৪০ হাজার যাত্রী ঢাকা-ভোলা রুটে চলাচল করে।

তীব্র শীতে নাকাল ভোলাবাসী

ভোলা প্রতিনিধি:

দিনের তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি হলেও শীতে কাঁপছে ভোলার মানুষ। ঘন কুয়াশার কারণে কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সুর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে মোড়ানো যেন পুরো জেলা। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শীত থেকে রক্ষা পেতে গায়ে গরম কাপড় জড়িয়েছেন কেউবা আগুন পোহাচ্ছেন। তারপরেও যেন শীতে কাঁপছে মানুষ।

এদিকে শীতের কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন উপকূলের ছিন্নমূল মানুষ। দিনমজুরদের অনেকেই ক্ষেত-খামারে কাজে বের হতে পারেননি।

এদিকে নিউমোনিয়া ও শ্বাসজনিত সমস্যাসহ শীত জনিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। জেলা সদর হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু রোগীদের ভিড়।

ভোলা আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার মো. মাহাবুব রহমান জানান, কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কমে গেছে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শীতের তীব্রতা বাড়ছে, এ অবস্থা আরও তিন দিন থাকতে পারে বলে জানান তিনি।

ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ১২ ঘন্টা পর উদ্ধার

ভোলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের ১২ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করেন।

অপহ্নিত শিক্ষার্থীর নাম শান্তা আক্তার (১৫)। সে রাজাপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের শাহেজল বেপারি বাড়ির মোঃ শাহেজল বেপারির প্রথম মেয়ে বলে জানা গেছে। ওই শিক্ষার্থী এবার শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।

অপহরণকারির নাম মোঃ মামুন (২২)। সে একই ওয়ার্ডের আহাম্মদ মুন্সির ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও অপহ্নিত শিক্ষার্থীর পরিবারের ভাষ্য মতে, ২৭ জানুয়ারি সোমবার রাত সাড়ে আটটার দিকে ওই শিক্ষার্থীকে মামুন নামে স্থানীয় এক বখাটে যুবক অপহরণ করেন। রাত সাড়ে দশটার দিকে ওই শিক্ষার্থীর পরিবার মামুনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সারারাত স্বজনরা খোঁজার পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন স্বজনরা।

সরেজমিন ওই অপহরণকারির বাসায় সাংবাদিক আসার খবর পেয়ে দেড়মাস আগে ওই অপহরণকারি একই এলাকার আরেক শিক্ষার্থীকে ইভটিজিং করেছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীর পরিবার জেলা ও উপজেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ প্রেরণ করেন। তবে স্থানীয় ইউপি সদস্যদের দৌরাত্ম্য কারণে ওই শিক্ষার্থীর পরিবার উপযুক্ত বিচার পায়নি বলে আপেক্ষ শিক্ষার্থীর পরিবারের। শিক্ষার্থী জানান, এখনো সে অনেক ভয়ের মধ্যে বিদ্যালয়ে ক্লাস করতে আসে। প্রেমে রাজি না হইলে ওই শিক্ষার্থীকে এসিড নিক্ষেপ করে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছে ওই বখাটে।

এবিষয়ে অভিযুক্ত ওই অপহরণকারির বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে অভিযুক্তের বাড়িতে গিয়ে ইউপি চেয়ারম্যান তাদেরকে ঘর বন্ধ করে অন্য কারো বাড়িতে চলে যেতে বলেছেন।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ জানান, অভিযুক্ত অপহরণকারির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্ত অপহরণকারির সন্ধান এখন পর্যন্তু পাওয়া যায়নি।

ভোলায় অ্যাডভেঞ্চার-৫ লঞ্চেই জম্ম নিলো শিশু

ভোলা-ঢাকা নৌ রুটে দ্রুত চলাচলগামী যাত্রীবাহী অ্যাডভেঞ্চার-৫ নামে একটি ওয়াটার ওয়েজে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাভিল নামে এক শিশু জন্মগ্রহণ করে। ওই ওয়াটার ওয়েজে সন্তান জন্ম দেয়া শিশুটির বাবা-মাকে সুখবর দিয়েছে অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ।

শিশুটি জন্মের পরপরই অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এই শিশুর বাবা-মাসহ পুরো পরিবার ঢাকা-ভোলা রুটে যতদিন যাতায়াত করবেন ততদিন তাদেরকে কোনো ভাড়া দিতে হবে না। শুধু তাই নয়, তাদের জন্য ভিআইপি সিট ফ্রি দেয়া হবে। অ্যাডভেঞ্চার-৫ এর ভোলার ম্যানেজার মো. এনামুল হক সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিশুর মামা মো. আক্তার হোসেন জানান, তার বোন আসমার স্বামীর বাড়ি বরগুনা জেলায়। তার দুলাভাই মো. মোশারফ হোসেন ঢাকার মিরপুর-১২ নম্বরে রাজমিস্ত্রির কাজ করেন। এ জন্য স্ত্রী ও এক সন্তান নিয়ে সেখানে থাকেন তিনি। কিছুদিন আগে ঢাকায় তার বোনকে ডাক্তার দেখান।

পরীক্ষা করে আগামী ২ ফেব্রুয়ারি সন্তান প্রসবের সম্ভাব্য দিন ধার্য করেন ডাক্তার। কিন্তু ঢাকায় তার বোন আসমাকে দেখাশোনা করার কেউ নেই বলে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাচড়া গ্রামের বাবার বাড়ির উদ্দেশ্যে রোববার অ্যাডভেঞ্চার-৫ এ করে রওনা হয়।

তিনি আরও জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে যাত্রা শুরু করে অ্যাডভেঞ্চার-৫। পরে বিকেল ৪টার দিকে তার বোনের প্রসব ব্যাথা শুরু হয়। এ সময় অ্যাডভেঞ্চার-৫ এ চলাচলকারী সাধারণ যাত্রীদের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার ইলিশা ঘাটে আসলেই শিশুটি ভূমিষ্ঠ হয়।

আক্তার হোসেন জানান, অ্যাডভেঞ্চারের কর্মকর্তা ও যাত্রীদের অনেক সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এ কারণে অ্যাডভেঞ্চারের সবাইকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে অ্যাডভেঞ্চার-৫ কর্তৃপক্ষ যে ঘোষণা দিয়েছে তার জন্যও ধন্যবাদ জানান আক্তার।

চরফ্যাশনে শুটকি প্রস্তুতে ব্যস্ত সাগর পাড়ের জেলেরা

চরফ্যাশন উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন সাগর উপকূলের মৎস্য অবতরন কেন্দ্র ঢালচর,চরপাতিলা,কুকরী-মুকরী। এসব এলাকার ৩০ হাজার বসাবাসকারী মানুষের মধ্যে যাদের প্রধান পেশাই মাছ ধরা। ছোট মাছ ধরে রোদে শুকিয়ে আহরন করতে ব্যাস্ত সময় পাড় করেছেন শুটকি পল্লীর জেলেরা। নদী ও সাগরে মাছ ধরে যুগের পর যুগ পার করছেন এসব মানুষ। ইলিশ মাছ আহররনের পাশাপাশি ৬মাস শুটকি ব্যবসা করে থাকেন অনেকেই। এ পেশার সাথে জড়িত সবাই এখন সাবলম্বী।

জানাযায়,সাগর উপকূলের ঢালচর, চরপাতিলা, চরকচুয়াই, কুকরী-মুকরীসহ এসব উপকুল এলাকার সাগর পাড়ে গড়ে উঠেছে ছোট বড় ১০টি শুটকী পল্লী। সেখানে খোলা আকাশের নিচে ছোট ছোট মাছ রোদে শুকিয়ে প্রস্তুত করা হচ্ছে শুটকি। শুটকী প্রস্তুত করতে পুরুষদের সহযোগীতা করছেন নারীরা। এখানে ২শতাধিক জেলে ছোট ছোট নদী ও খালের পাড়ে চেউয়া, অলুফা, চিংড়ি, লেইট্রা ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ শিকার করে রোদে শুকিয়ে শুটকি প্রস্তুত করেন।

শুটকী পল্লীর জেলে আলমগীর জানান,আশ্বিন থেকে চৈত্র ৬ মাস মূলতঃ শুটকীর মৌসুম। নদীতে ইলিশ মাছ না থাকার কারন বেকার অনেক জেলে নদী থেকে ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ ধরে এনে রোদে শুকিয়ে পাইকারদের কাছে বিক্রি করে। সেখান থেকে আবার পাইকাররা বিভিন্ন জেলায় চড়াও মূল্যে রপ্তানি করেন। নদী ও খাল থেকে চেউয়া, অলুফা, চিংড়ি, লেইট্রা ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আহরন করা হয়। সেগুলোকে ৩/৭দিন রোদে শুকানো হয়। তরতাজা হলে বিক্রির উপযোগী হয়। প্রতি মণ ২হাজার টাকা দরে বিক্রি করা হয় আড়ৎদারের কাছে।স্থানীয় আড়ৎদাররা এসব শুটকি দেশের বিভিন্ন জেলায় রপ্তানী করে থাকেন। বছরের ৬মাসে প্রায় ৩কোটি টাকার শুটকী রপ্তানি হয় শুধু মাত্র চরফ্যাসন উপজেলার ঢালচর, ও চরপাতিলা,কুকরী-মুকরী থেকেই।

ঢালচর শুটকী পল্লীর জেলে রফিক বলেন, ঢালচর ও চরপতিলা, কুকরী-মুকরীতে ২শতাধিকের বেশী জেলে এ পেশার সাথে জড়িত। যাদের সবাই এখন সাবলম্বী।তারা সরকারীভাবে যদি কোন সহযোগীতা পেত তাহলে আরো অনেক সম্প্রসারিত হতো এ পেশা। তিনি আরো বলেন, ১২বছর ধরে এ পেশায় আছি। শুটকী প্রস্তুত করতে তেমন পুঁজির প্রয়োজন হয়না। শ্রমিক মজুরী খুবই কম। পরিবারের সবাই সহযোগীতা করলে অল্প পুঁজিতে বেশী লাভবান হওয়া যায়। আমাদের এ প্রাচীন ঢালচর দ্বীপের বহু জেলে এ পেশার সাথে জড়িত। তাদের মধ্যে অধিকাংশই সাবলম্বী হয়েছে। সরকার যদি এ বিষয়ে নজরদারী রাখতো’ তাহলে শুটকীর মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হতো।

দুলারহাট বাজারের শুটকি আড়ৎদার মোশারেফ হোসেন জানান,এখানকার শুটকি পল্লী থেকে প্রস্তুতকৃত শুটকী প্রতি কেজি ৫০শ’ টাকা খুচরা দরে খরিদ করে স্থানীয় বাজারসহ ভোলা,বরিশাল, চট্রগ্রাম, ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন পাইকারী বাজারে রপ্তানি করা হয়। আহরনকৃত শুটকী এখন ভোলার বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। ছয় মাসে আয় কোটি টাকার উপরে। শুটকি আহরণ, প্রস্তুতকরন, বাজারজাত করন ও রপ্তানি কিছুটা কষ্টকর হলেও লোকসানের মুখে পড়তে হয়না জেলেদেরকে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন,কিছু কিছু জেলে আবার সচেতন না থাকায় শুটকী তৈরীর নামে নির্বিচারে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ নদী থেকে ধরে হত্যা করে। এতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তির পথে।

চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, সেখানে গত কয়েক বছর থেকে শুটকী ব্যবসা করে অনেকে সামলম্বী হয়েছেন। আমরা সরকারের কাছে এসব জেলেদের সহযেগিতার জন্য প্রস্তাব উপস্থান করবো।

ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় শাখা পোস্ট অফিসে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের প্রতিবাদ এবং আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ইলিশা বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে ধর্ষণের ঘটনার ৪ দিন পরও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষিপ্ত হয়ে জনতা ইলিশা পোস্ট অফিসটি ভাঙচুর করেছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্ত শের আলীকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া শিক্ষার্থীদের যৌন হয়রানির ও ইভটিজিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ভোলা সদর উপজেলার ইলিশা শাখা পোস্ট অফিসের কর্মচারী শের আলী গত ২০ জানুয়ারি শিশুটিকে নতুন জামা দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুলের সামনে থেকে ডেকে নিয়ে পোস্ট অফিসের একটি কক্ষে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভোলা সদর থানার একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শের আলী পলাতক রয়েছে।

ভোলায় নদী থেকে জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশনে নিখোঁজের চার দিনপর জাহাজ শ্রমিক বিল্লাল হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর শারেখখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন চরকুকরি মুকরী ইউনিয়নের হাকিমুদ্দিনের ছেলে।

এরআগে, গত ১৮ জানুয়ারি বিকেলে চরফ্যাশনের তেঁতুলিয়া ও মায়ানদীর সংযোগস্থলে বালুবাহী জাহাজ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন বিল্লাল।

ঘটনার একদিন পর নিহতের ভাই বাদী হয়ে শশীভূষণ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ জাহাজের চার স্টাফকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তেঁতুলিয়া নদীর শারেখ খালি পয়েন্টে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে।

চরফ্যাশনে ২২ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে চরফ্যাশন বাজারের শরীফ পাড়া ব্রিজ সংলগ্ন থানা রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চরদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরপর লালমোহন, বোরহানউদ্দিনসহ চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ২০-২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ২০-২২টি দোকান পুড়ে গেছে। বাজার ব্যবসায়ী সমিতির নেতারা প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদের জানিয়েছে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান তৈহিদ জানান, আগুনে ১৬টি দোকান পুড়ে যাওয়ার তালিকা তৈরি করা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তালিকার কাজ চলছে।

লালমোহনে আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালমোহন ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের লালমোহন ইউনিটের ষ্টেশন অফিসার মিজানুর রহমান। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে ব্যবসায়ীদের দাবী ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষ টাকার মত। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো: ৩ টি মুদি দোকান, কসমেটিক্সের দোকান ১ টি, পার্টস স্টোর ১ টি, গ্যারেজ ১ টি, ফার্ণিচারের দোকান ১ টি, চায়ের দোকান ১ টি, ক্লাব ১ টি ও ওর্য়াকশপের দোকান ১ টি।
এদিকে সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউএনও হাবিবুল হাসান রুমি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।
পরিদর্শন শেষে ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। আশা করছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে শিগগিরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতা পাওয়া যাবে।

ভোলার মেয়ে আইনের ছাত্রী রাবেয়া বাঁচতে চায়

এম.ইউ.মাহিম:
রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন ওয়ার্ডের ৫নং বেডে ভর্তি রয়েছে রাবেয়া বেগম।তিনি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মৃত জেবল হকের কন্যা। G.B.S রোগে আক্রান্ত হয়ে
প্রাণচঞ্চল রাবেয়া শারীরিকভাবে নিস্তেজ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেমন কথা বলতে পারে না। হাত-পা অবশ হয়ে আসে। ২০১৭ সালের মার্চ মাসে আকস্মিকভাবে এ রোগে আক্রান্ত হয় রাবেয়া।
এ দীর্ঘ সময় ধরে ভোলা হাসপাতাল,বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ, ঢাকার নিউরো সাইন্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। অদম্য মেধাবী রাবেয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেমোথেরাপি নিয়ে সুস্থতার জন্য জীবনের সাথে লড়াই করে গেছেন। এ অসুস্থতার মধ্যও লেখাপড়া বন্ধ করেননি। বর্তমানে বরিশাল ল’ কলেজে অধ্যয়নরত রয়েছেন।
তাঁর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বর্তমানে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছেনা। চিকিৎসায়  একটি ইঞ্জেকশনের দাম প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়। এ পর্যন্ত চারটি ইঞ্জেকশন নিয়েছেন। আরও আটটি ইঞ্জেকশন নেয়া লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। তিনি সবার সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখেন। পিতৃহীন  রাবেয়া মানবিক দৃষ্টিতে এগিয়ে এসে সাহায্যের আবেদন করার জন্য দেশবাসীর সহায়তা কামনা করেছেন।
যোগাযোগ: ০১৭২৬৫৬৮৩৯৮(বিকাশ পারসোনাল)
একাউন্ট নম্বর:  রাবেয়া বেগম সঞ্চয় হিসাব নং-এস.বি-১৪১৮১
কৃষি ব্যাংক ভোলা শাখা।