নলছিটিতে আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মিলন কান্তি দাস ।। ঝালকাঠির নলছিটিতে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।

এসময় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার নলছিটি প্রতিনিধ মো. এনায়েত করিমের সভাপতিত্বে নলছিটির পৌর মেয়র মো. আবদুল ওয়াহেদ কবির খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নলছিটি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবদুল হালিম তালুকদার,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক সংবাদ এর নলছিটি প্রতিনিধি মিলন কান্তি দাস,জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় মুখার্জি, নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, আমার সংবাদ পত্রিকার নলছিটি প্রতিনিধি আরিফুর রহমান আরিফ বক্তব্য রাখেন।

শিক্ষক সাংবাদিক আমির হোসেনের সঞ্চালনায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, দৈনিক শাহানামার পত্রিকা নলছিটি প্রতিনিধি এইচ এম সিজার, দৈনিক জাগরন পত্রিকার বরিশাল প্রতিনিধি গোলাম মাওলা শান্ত, দৈনিক দক্ষিণের খবর এর নলছিটি প্রতিনিধি মো.শরিফুল ইসলাম পলাশ, দৈনিক যায়যায় দিন পত্রিকার নলছিটি প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক খোলাকাগজ পত্রিকার নলছিটি প্রতিনিধি বশির হাওলাদার,দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার নলছিটি প্রতিনিধি এস আর সোহেল, দৈনিক দখিনের মুখ পত্রিকার জেলা প্রতিনিধি গাজী আরিফুর রহমান উপস্থিত ছিলেন

এসময় বক্তারা আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ ১৪জন বহিঃস্কার

শামীম আহমেদ:

দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান এবং বিদ্রোহী মেয়র প্রার্থী হয়ে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করায় জেলার মুলাদী ও বানারীপাড়া পৌরসভার দুই বিদ্রোহী মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের ১৪ নেতাকে বহিঃস্কার করা হয়েছে।

কহিঃস্কৃৃতদের মধ্যে ১০ জন মুলাদীতে ও চারজন বানারীপাড়া উপজেলা এবং পৌর আওয়ামী লীগের নেতা। বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

বহিঃস্কৃৃতরা হলেন-আসন্ন মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সফিকুজ্জামান রুবেলের নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে মেয়র নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগ নেতা ও শ্রমিক লীগের আহবায়ক দিদারুল ইসলাম খান। একইসাথে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন জানানোর ঘটনায় মুলাদী উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান টিপু, মিজানুর রহমান হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন হাওলাদার, এমএ আজিজ ও আনোয়ার হোসেন তালুকদার।

অপরদিকে আগামী ১৪ ফেব্রুয়ারীর বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের নৌকা মার্কায় সহযোগিতা না করে নারিকেল গাছ প্রতীক নিয়ে বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুকে বহিঃস্কার করা হয়েছে। একইসাথে তাকে সমর্থন ও সহযোগিতা করায় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান ছাইয়েদকে আওয়ামী লীগের সকল পথ থেকে বহিঃস্কার করা হয়েছে।

সমাজে অপরাধ দানা বাঁধার আগেই তা প্রতিহত করতে হবে: বিএমপি কমিশনার

শামীম আহমেদ :

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,সমাজে অপরাধ দানা বাঁধার আগেই তা প্রতিহত করতে হবে। অপরাধের ক্ষেত্র যাতে তৈরী হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।ওপেন হাউজ ডে,বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সাথে সাধারন জনগনের সম্পৃক্ততা আরো বাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।জমি নিয়ে দিন দিন সমস্যা বৃদ্ধি পাচ্ছে।এ সমস্যা দুর করতে একটি ওয়ার্কিং প্লাটান তৈরী করে সামনে আগাতে হবে।অন্যর জমি দখল করে জোর পূর্বক কাউকে তার জমি থেকে বিতারিত করার সংস্কৃতি দুর করতে হবে।সামাজিক সমস্যা সমাধানের একটি অন্যতম পথ হতে পারে বিট পুলিশিং।সুতরাং বিট পুলিশিং কার্যক্রমকে আরো জোরদার করতে হবে।

আজ বুধবার(১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বরিশাল এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন,কিভাবে সমাজের সমস্যাগুলো সমাধান করা যায় এ বিষয়ে পুলিশকে আরো তৎপর হতে হবে।একটি সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে সাধারন জনগনের সমস্যা সমাধানের জোর প্রচেষ্টা চালাতে হবে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান উপস্থিত ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন,আইন কেউ নিজের হাতে তুলে নিবেননা।কোন প্রকার দাবী নিয়ে জোর জবরদস্তি করে আইন শৃংখলা বিঘিœত কোন কাজ করে কেউ রেহাই পাবেননা।বরং সমস্যা সমাধানের আইন সংগত পথে আগালে আপনার সমস্যা শান্তিপূর্ন ভাবে সমাধান হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,ওপেন হাউজ ডের কারনে পুলিশের সাথে জনগনের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় এলাকার অনেক সমস্যা স্থানীয় ভাবে সমাধান হয়ে যাচ্ছে।বিট পুলিশিং,কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে আমরা সমাজ থেকে সকল প্রকার অপরাধ দুর করতে চাই।এ জন্য জনসাধারনকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে।সব সময় সকল তথ্য পুলিশের কাছে থাকেনা।তাই অপরাধ মুক্ত সমাজ গড়তে পুলিশকে সহযোগিতা করুন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা বলেছেন,এলাকার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করতে হবে।সবার সহযোগিতার মাধ্যমে নিজেরা সচেতন হতে পারলে আমরা নিজেরা শান্তিতে থাকতে পারবো এবং একটি নিরাপদ সমাজ উপহার দিতে পারবো।

এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান বলেছেন,ওপেন হাউজ ডে এমন একটি অনুষ্ঠান যেখানে ভুক্তভোগীদের কথা শুনে তাৎক্ষনিক সমস্যার সমাধান দেয়া হয়।এখানে ভুক্তভোগীদের কথা গুরুত্বের সাথে শুনে সমস্যার সমাধানে ব্যবস্থা নেয়া হয়।আপনাদের এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার ব্যাবস্থা করার চেষ্টা করবেন।কারন বর্তমানে সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধী সনাক্ত করা সহ অনেক গুরুত্বপূর্ন তথ্য উদঘাটন করা যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুৎ চন্দ্র পুলিশ পরিদর্শক অপারেশন বিপ্লব মিস্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বরিশালে চেয়ারম্যান-মেম্বাররা টাকার বিনিময়ে ঘর দিয়েছে: বাংলাদেশ কৃষক ফেডারেশন

মুজিববর্ষ উপলক্ষে বরিশালের ১০ উপজেলায় জমিসহ বরাদ্দ দেয়া ১ হাজার ৯টি ঘর টাকার বিনিময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা স্বচ্ছল ব্যক্তিদের মাঝে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।

ওই জমি ও ঘর প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণের দাবি জানানো হয়। অন্যথায় হতিদরিদ্রদের নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয়া হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর টাউন হলের সামনে হতদরিদ্ররা মুজিববর্ষ উপলক্ষে সরকার থেকে বরাদ্দ দেয়া ঘর হতদরিদ্রদের মাঝে বরাদ্দ দেয়ার দাবিতে বিক্ষোভ করে।

এ সময় তারা অভিযোগ করেন, ইতিমধ্যে বরিশালে ১ হাজার ৯টি ঘর দেয়া হয়েছে। সেখানে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বররা ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে স্বচ্ছল ব্যক্তিদের নিকট ওই ঘর বিক্রি করেন। এমনকি একই পরিবারের একাধিক ব্যক্তির ঘর পাওয়ারও প্রমাণ পেয়েছেন তারা। এটাকে লুটতরাজ বলে আখ্যায়িত করেন বক্তারা।

কৃষক ফেডারেশনের জেলা সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে বক্তৃতা করেন কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক হালিম মুহুরী ও কিষাণী সভার জেলা সভানেত্রী রেহানা বেগম মিতু এবং সাধারণ সম্পাদক রেনু বেগমসহ অন্যান্যরা।

বক্তারা অবিলম্বে টাকার বিনিময়ে স্বচ্ছল পরিবারের মাঝে বরাদ্দ দেয়া খাস জমি ও ঘর প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেয়ার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।

বরিশালের মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুব উদ্দিন আর নেই

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল জেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন(ইন্না ইল্লাহি ওয়া ইন্নালিহির রাজেউন)।

রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থা আজ মঙ্গলবার (০৯ ফেব্রয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কুতুব উদ্দিন আহম্মেদ ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এম,পি।

এক শোক বার্তায় মুক্তিযোদ্ধা কমান্ডারম বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার শেখ সাইদ আহম্মেদ মান্নার পিতা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার এ সদস্য।

সরকারী হাতেম আলি কলেজ প্রাঙ্গনে তার জানাযার নামাজ আদায় করা হবে।

প্রথম দিন বরিশালে টিকা নিয়েছেন ১ হাজার ৪১২ জন

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের ১১ মাস পর গতকাল দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের সচিবসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিন টিকা নিয়েছেন। প্রথম দিন টিকা পেয়েছেন ৩১ হাজার ১৬০ জন। চলতি মাসে ৩৫ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রোববার ঢাকা মহানগরে ৫ হাজার ৭১ জনকে কভিড-১৯ প্রতিরোধের টিকা দেয়া হয়। রাজধানী বাদে ঢাকা বিভাগে ৪ হাজার ২৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৬৯৩, চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৪৪৩, রাজশাহী বিভাগে ৩ হাজার ৭৫৭, রংপুর বিভাগে ২ হাজার ৯১২, খুলনা বিভাগে ৩ হাজার ২৩৩, বরিশাল বিভাগে ১ হাজার ৪১২ ও সিলেট বিভাগে ২ হাজার ৩৯৬ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ২১ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে অধিদপ্তর।

গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিভিন্ন শ্রেণী-পেশার ২৬ জন নাগরিকের ওপর টিকা প্রয়োগ করা হয়। পরদিন রাজধানীর পাঁচ হাসপাতালে আরো ৫৪১ জনের ওপর পরীক্ষামূলকভাবে এ টিকা প্রয়োগ করা হয়। এদের মধ্যে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেয়ায় গণটিকা কর্মসূচিতে যায় সরকার। সারা দেশে ১ হাজার ৫টি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলছে। টিকা প্রয়োগে ২ হাজার ৪০০টি দল কাজ করছে। প্রতিটি দল দিনে দেড়শ মানুষকে টিকা দিতে পারে।

প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা কেন্দ্রগুলোয় টিকা দেয়া হবে। গতকাল টিকা নেয়া ব্যক্তিদের আগেই অনলাইনে নিবন্ধন করতে হয়েছিল। এছাড়া টিকাকেন্দ্রেও নিবন্ধনের সুযোগ রয়েছে। প্রথম ডোজের টিকা দেয়ার সময় গ্রহীতাকে দ্বিতীয় ডোজের তারিখ বলে দেয়া হয়। টিকা নেয়ার আগে নিবন্ধিত ব্যক্তিদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হয়। প্রথম পর্যায়ের টিকাদান কতদিন চলতে থাকবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না খোদ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতি মাসে সরকারি ছুটি বাদে দুই সপ্তাহ ধরে টিকা দেয়া হবে বলে জানিয়েছিলেন কেউ কেউ।

এদিকে টিকাকেন্দ্রে নিবন্ধনের সুযোগ থাকলেও সেদিনই টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলছেন, টিকাকেন্দ্রে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা যাবে। এ সময় টিকা দেয়ার দিনক্ষণ জানিয়ে দেয়া হবে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’-এর তিন কোটি ডোজ কিনেছে সরকার। এর মধ্যে গত ২৫ জানুয়ারি ৫০ লাখ ডোজ বাংলাদেশে পৌঁছে। এর আগে ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ কোভিশিল্ড বাংলাদেশকে উপহার পাঠায় ভারত সরকার। এর বাইরে কোভ্যাক্স থেকে মোট ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। আগামী জুনের মধ্যে আসবে কোভ্যাক্সের সোয়া এক কোটি ডোজ টিকা।

উজিরপুরে আজ শুভ সূচনা হলো করোনা টিকাদান কার্যক্রম

আজ ৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে করোনা ভেক্সিন কেভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ শাহে আলম।

উজিরপুরে প্রথম সারির করোনাযোদ্ধা হিসেবে টিকা গ্রহন করেন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ শওকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আঃ মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার জননন্দিত মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউল আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার রন্টু বাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

৩ দফা দাবিতে বরিশালে সম্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সম্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদ। সরকারি-বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আজ সোমবার সকাল ১০টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
তাদের ৩টি দাবির অন্য দুটি হলো এফডব্লিউভি (ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর) ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান দেওয়ার প্রতিবাদ এবং ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা পুনরায় গ্রহণ।

মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা বলেন, ৩ দফা দাবি না মানা হলে আগামীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) জেলা সভাপতি ও নার্সিং সুপারিন্টেনডেন্ট সেলিনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বানাপ শেবাচিম শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান, নার্সিং কলেজের ইন্সট্রাক্টর সাইফ হোসেন রনি ও আলী আজগর, জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স শাহাবুদ্দিন খান, নার্সিং কলেজের শিক্ষার্থী তপু রায়হান সহ অন্যান্যরা।

এদিকে মানববন্ধনের একপর্যায়ে আন্দোলনকারী বান্দ রোডের একাংশ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে যান এবং রোগী চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। তবে পুলিশ তাদের কিছুক্ষণের মধ্যে সড়ক থেকে সরিয়ে দেয় বলে জানান মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক মো. আবদুর রহিম।

বরিশালে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করলেন মেয়র

শামীম আহমেদ ॥ সারাদেশের ন্যায় বরিশালেও টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজ সকাল ১০ টায় বরিশালে করোনা ভ্যাকসিন গ্রহনের প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

করোনা ভ্যাকসিন গ্রহনের বরিশালের মানুষকে উদ্বুদ্ধ করতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন সর্ব প্রথম নিজ শরীরে ভ্যাকসিন পুশ করান।

 

ফ্রন্ট লাইনার হিসেবে যারা করোনা ভ্যাকসিন প্রয়োগ করেন তারা হলেন, শেবাচিম কলেজ’র অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহীন, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, শেবাচিম’র উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দীন (৫৮), স্বাস্থ্যবিভাগের সহকারী পরিচালক সন্ধা রানী (৫৬) সেবা তত্তাবধায়ক (নার্স) সেলিনা আক্তার (৫৭), সিনিয়র নার্স সাইফুল ইসলাম (৩০) সহ সেবিকা ও সাধারন জনগন।

 

ভ্যাক্সিন গ্রহনের পর অনুভূতি জানতে চাইলে শেবাচিমের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, করোনাকালীন সময়ে প্রধান মন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় বরিশাল শেবাচিমের ডাক্তার, নার্স নিজ জীবনের ঝুকি নিয়ে করোনা আক্রান্ত

 

রোগীদের প্রায় ১ বছর ধরে সেবা করে যাচ্ছে। তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাক্সিন দেশে আমদানি করার পরে চিকিৎসক ও সেবিকাদের অগ্রাধিকার দেওয়ায় তাকে ধন্যবাদ জানান। শেবাচিমের সকল চিকিৎসক ও নার্স সহ- সাধারন মানুষকে উৎসাহ প্রদান করতে তিনি প্রথমে নিজ শরীরে এই ভ্যাক্সিন পুশ করিয়েছেন। ভ্যক্সিন নেওয়ার পরে তার কোন

 

পার্শ প্রতিক্রিয়া দেখা দেয়নি।

ভ্যাক্সিন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবিত সাদিক আব্দুল্লাহ বিভাগীয় শহর বরিশাল সিটি কর্পোরেশনে করোনা ভ্যাক্সিন অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর জন্য প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। ভ্যাক্সিন নিতে আগ্রহীদের মেয়র বিসিসির অতিসত্তর নিবন্ধন করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।

 

 

শেবাচিমের সেবা তত্তাবধায়ক (নার্স) সেলিনা আক্তার (৫৭) ভ্যাক্সিন নেয়ার পরে বলেন, ভ্যাক্সিন নেয়ার পরে তার কোন তাৎক্ষনিক পার্সপতিক্রিয়া দেখা দেয়নি। তিনি জানান করোনাকালীন সময়ে জীবন ঝুকিনিয়ে শেবাচিমের ১ হাজার নার্স রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। অনেকে আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে তারা স্বুস্থ্য হয়েছেন ১ জন নার্সও মারা যায়নি। তিনি সকল নার্সদের উদ্বুদ্ধ করতে নিজ শরীরে ভ্যাক্সিন প্রয়োগ করেন।

 

আজ শেবাচিম হাসপাতাল, সদর হাসপাতাল, পুলিশ লাইন্সে ফ্রন্টলাইনার হিসেবে প্রথম ধাপে বরিশালের ৮ টি পয়েন্টে নিবন্ধিত ৪২৭ জনের শরীরে করোনা ভ্যাক্সিন প্রয়োগ করা হবে বলে জানান বিসিসির প্রধান স্বাস্থ কর্মকর্তা ডাঃ মতিয়ার রহমান। যার মধ্যে শেবাচিমে ১৮১ জন, সদরে ১২১ জন, পুলিশ ১২৫ জন।

বরিশালে চলমান খাদ্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ ও বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় জেলা খাদ্য বিভাগ বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ ও বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব খাদ্য মন্ত্রণালয় ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল বিভাগ মোহাম্মদ ফারুক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ভোলাসহ বরিশাল বিভাগের সকল খাদ্য নিয়ন্ত্রক এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগে চলমান আমন সংগ্রহ ও বিদ্যমান খাদ্য পরিস্থিতি নিয়ে অতিথিরা আলোচনা করেন।