প্রশাসনের আশ্বাসে ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

গভীর রাতে ববি’র ঘুমন্ত ছাত্রদের বাসায় বাসায় নির্মমভাবে বর্বর হামলা
উদ্বেগ-উৎকণ্ঠায় এলাকাবাসী, চারদিকে নিন্দার ঝড়,
ডেস্ক রিপোর্ট ॥
গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত বর্বর হামলা চালিয়েছে রুপাতলী বাসস্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা।
তাদের এ সন্ত্রাসি হামলায় কমপক্ষে বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টার দিকে নগরীর রুপাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ছাত্ররা অভিযোগ করে জানিয়েছে, দীর্ঘ সময় ধরে ববি প্রশাসন ও শৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চেয়েও তা পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে পুলিশ গেলেও তাদের উপস্থিতিতেই ঘটে এসব ঘটনা। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগসহ নিন্দা জানিয়েছেন আপামর জনসাধারণ।
আহত শিক্ষার্থীরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে গভীর রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক কিছুক্ষণ অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের পর বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় ঢাকা টু কুয়াকাটাগামী একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করেন বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের দায়িত্বরত স্টাফ রফিক।
এ সময় সহপাঠীর ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ওই কাউন্টারে ভাঙচুর চালান এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রফিককে গ্রেফতার করা হলে শিক্ষার্থীরা ২ ঘণ্টা পরে সড়ক অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীদের দাবি, এর জের ধরে মঙ্গলবার (১৭ ফেব্রয়ারী) দিনগত রাত দেড়টার দিকে রুপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অবরোধের নেতৃত্ব দেয়া মাহমুদুল হাসান তমালের মেসে আক্রমণ করেন কতিপয় পরিবহন শ্রমিকরা। এ সময় দুইজন শিক্ষার্থীকে মারধর করে ডোবায় ফেলে দেন হামলাকারীরা।
সে সময় ঘটনা জানিয়ে ফেইসবুকে ভিডিও বার্তার মাধ্যমে মাহমুদুল হাসান তমাল সাহায্যের আহ্বান জানান। তাতে তিনি বলেন, শিপন মিয়ার নেতৃত্বে একদল লোক লাঠিসোটা নিয়ে তার ছোট ভাইদের ওপর হামলা চালাচ্ছেন। আর এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তমালকে উদ্ধারে এগিয়ে আসেন পার্শ্ববর্তী বিভিন্ন মেসের শিক্ষার্থীরা। তখন ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আগত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
আহত শিক্ষার্থীরা হলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এস এম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব,সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সাইন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান,মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ। যারা বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গভীর রাত থেকে বিপুল সংখ্যক পুলিশ বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন থাকলেও ক্রমশই যেন পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে এ ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে রাতেই আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বুধবার (১৭ ফেব্রয়ারী) সকালেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষাভ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, দিনভর বিক্ষোভ ও সড়ক আটকের রাখার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকুল আরেফিন জানান, ছাত্রদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের আবাসন নিরাপাত্তা নিশ্চিত করাসহ তাদের তিন দফা দাবি ছিল। তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসে তারা ঘরে ফিরে গেছেন।
রাতের আঁধারে ছাত্রদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বানও জানিয়েছেন উপাচার্য।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোক্তার হোসেন বলেন, “আমরা আশ্বাস দিয়েছি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এর প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা সড়ক ছেড়ে দিয়েছে। বিকেল থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।”
তিনি জানান, ছাত্ররা সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে বারবার তাদেরকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিকে, শিক্ষার্থীদের হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে ঝামেলা হয়েছে বিআরটিসির স্টাফদের সাথে। বিআরটিসি সরকারি প্রতিষ্ঠান। এখানে মিনিবাস মালিক, শ্রমিকদের কোনো বিষয় নেই। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
তবে বৈঠক শেষেও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের বিচারের দাবীতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মিছিল করছেন। শিক্ষার্থীরা জানান, তারা বৈঠকে তিন দফা দাবীর কথা তুলে ধরেছেন। যা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবীগুলো হলো, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা, এমন ঘটনার পুরনাবৃত্তি না হয় তার নিশ্চয়তা দেওয়া এবং হলের বাইরের অনাবাসিক শিক্ষাথীদের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে আহত সকল শিক্ষার্থীর চিকিৎসা ব্যবস্থা করা হয়।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও ২৫ লাখ টিকা আসছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শুরুতেই দেশে ৭০ লাখ টিকা আনা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আরও ২৫ লাখ টিকা আনা হচ্ছে। এভাবে প্রতি মাসেই নিয়মিতভাবে টিকা আনা হবে। ফলে টিকার অভাব হবে না।

মন্ত্রী বলেন, দেশের সবাই টিকা পাবেন। পৃথিবীর অনেক দেশ এখনো জাতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরুই করতে পারেনি। অথচ আমরা ইতোমধ্যেই ১৩ লাখ মানুষ টিকা নিয়েছেন। আরও প্রায় ২৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

তিনি বলেন, প্রতিটি টিকা কেন্দ্রের স্থানীয় লোকের হার ও চাহিদা অনুযায়ী প্রথম ডোজ সরবরাহ করা হয়েছে। কিছু কেন্দ্রে এই চাহিদা ও নিবন্ধনের হার তুলনামূলক বেশি হয়েছে। তাই সেখানে টিকার স্বল্পতা দেখা দিলেও সময় মতো চাহিদা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। সবাই নিশ্চিন্তে টিকা নিন। দেশে টিকার কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না।

বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নার উদ্বোধন এবং মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে ইচ্ছুক যে কোনো ব্যক্তি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করলে দু’দিন আগে বা পরে টিকা অবশ্যই পাবেন। কোনো কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে টিকা নেওয়ার তারিখ কিছুটা পেছাতে পারে। তবে টিকা পেতে কোনো সমস্যা হবে না।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচনসহ মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মুজিব কর্নার উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

কাউখালীতে চরমোনাই পীরের ৯ম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীর দক্ষিণ পারসাতুরিয়া রহমানিয়া ইসলামিয়া আশ্রাফুল উলূম মাদ্রাসার উদ্যোগে ৯ম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মঙ্গলবার রাতে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন হযরত মাওলানা শাহ মুহাম্মাদ হাসান ফেরদাউস পীর সাহেব মোকামিয়া, হাফেজ মাওলানা মোস্তাক আহমেদ সাহেব মুহতামিম দারুল উলূম মাদরাসা খুলনা।

বিশেষ আকর্ষণ ছিলো আন্তর্জাতিক ক্বারীরা ক্বিরাত পাঠ করেন। ব্যবস্থাপনায় মাওলানা মুহা রেজাউল করীম মাদ্রাসার পরিচালক। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বরিশালে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার মনিটরিং এর অংশ হিসবে মোবাইল কোর্ট অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে বরিশাল মহানগরীর বাজার রোড ও কাকলির মোড় এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

বাজার রোড এলাকায় অভিযানকালে বিশ্বনাথ সাহা স্টোর্স নামক দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় মেসার্স পাক স্টোর্স, মোহনাতীর্থ ভান্ডার, মাতৃভান্ডার এবং সকাল সন্ধ্যা স্টোর্স নামক দোকানে বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন,

পরিমাণ, ব্যবহার- বিধি, সর্বোচ্চ বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ০৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অফিসার মোঃ শাহ শোয়াইব মিয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু দেখতে পারতাম না-আনোয়ার হোসেন মঞ্জু এমপি

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি জেপি’র উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার বিকালে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হেসেন মঞ্জু এমপি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে আমরা পদ্মা সেতু দেখতে পারতাম না।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিঞা,

সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম নসু। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও স্থানীয়গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপত্বি করেন কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মোঃ মফিদুল ইসলাম।

বরিশালে বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনার এর উদ্বোধন

বরিশাল নগরীর মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নব-নির্মিত শহীদ মিনার এর উদ্বোধন করা হয়। আজ ১৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় মোফাজ্জল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার, বাংলাদেশ আওয়ামীলীগের বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম তালুকদার,

সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসিমা বেগম, বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম বাদশা, আশ্রাফউজ্জামান খান রনি সভাপতি ম্যানেজিং কমিটি মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এসময় তিনি সহ সকল অতিথি বৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাসে অগ্নিসংযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলা চালিয়ে ১১ জনকে আহত করার ঘটনায় যাত্রীবিহীন বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নি সংযোগ করা হয়। এর আগে সকালে বাসটি যাত্রী নিয়ে বরিশাল থেকে ছেড়ে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে শিক্ষার্থীরা বাসে ভাঙচুর করে। এসময় বাসে থাকা যাত্রীরা যার যার মতো করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রুপাতলি বাস স্টেশনে খুলনাগামী বিআরটিসি বাসের টিকিট কেনা নিয়ে স্টাফদের সাথে দুই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও অপর শিক্ষার্থীকে লাঞ্ছিত করে পরিবহন শ্রমিকরা।

এঘটনার পর শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে। এরপর জড়িত বাস স্টাফ রফিককে আটক করে পুলিশ । এরই জের ধরে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকার ২৩নং রোডের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি মেসে হামলা চালায় রুপাতলীর স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা।

এতে আহত হয়েছে অন্তত ১১ জন শিক্ষার্থী । পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এস এম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সাইন্সের আলী হাসান, বাংলা বিভাগের মোঃ রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ।

মায়ের জন্য দোয়া করলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা, বরিশাল জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মরহুম সাহান আরা বেগম এর জম্মবার্ষিকী উপলক্ষে বাদ যোহর বরিশাল নগরীর গোরস্থান রোড মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসার ড. মোঃ ছাদেকুল আরেফিন,

বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুসসহ আরও অনেকে।

এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার মায়ের জন্য দোয়া করেন এবং সবার কাছে দোয়া চান।

বরিশালে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে নগরীর নথুল্লাবাদ-রূপাতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা ওই সড়ক অবরোধ করলে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা যাওয়ার উদ্দেশে রূপাতলীস্থ বিআরটিসি বাস কাউন্টারে আসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজল হাওলাদার।

পেছনে সিট দেওয়া নিয়ে কাউন্টারের ম্যানেজার মো. রফিকের সঙ্গে বাকবিতণ্ডা হয় ওই শিক্ষার্থীর।

একপর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধর করেন রফিক। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ওই ম্যানেজার রফিকের বিচারের দাবিতে বিক্ষোভ সহকারে বিআরটিসি কাউন্টারের সামনে নথুল্লাবাদ-রূপাতলী সড়ক অবরোধ করেন। এ সময় বিআরটিসি কাউন্টার ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ও মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে।

তবে ছাত্ররা অবরোধ প্রত্যাহার না করে তাদের দাবিতে অনঢ় থেকে বিক্ষোভ করতে থাকেন। পরে দুপুর সাড়ে তিনটার দিকে অভিযুক্ত ম্যানেজার রফিককে পুলিশ আটক করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

বরিশালে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বরিশাল থেকেই নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন শুরু করতে চাচ্ছে দলটি। এই লক্ষ্যে সারা দেশে বিএনপির মেয়র প্রার্থীদের অংশগ্রহণে আগামী ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের আয়োজন করেছে তারা। সমাবেশ করতে সম্ভাব্য ৩টি স্থানের জন্য আবেদন করা হলেও মঙ্গলবার পর্যন্ত প্রশাসনের কোনো সবুজ সংকেত পাননি তারা। যদিও সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপি। সমাবেশ আয়োজনের মূল দায়িত্ব পড়েছে বরিশাল মহানগর বিএনপির উপর।

সমাবেশের বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর বিএনপি।
ওইদিন সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণে বিএনপি’র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, চট্টগ্রামের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহীর মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

সংবাদ সম্মেলন শেষে আগামী ১৮ ফেব্রুয়ারীর বিক্ষোভ সমাবেশ সফল করতে নগরীর সদর রোড সহ বিভিন্ন এলাকায় লিফলেটসহ গণসংযোগ করেন মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া এবং উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।