বরিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

শামীম আহমেদ ॥ বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় টলি চালক আজিজুর রহমান সরদার (২২) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত আজিজুর উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকার সিরাজুল ইসলামের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম জানান, শনিবার বেলা এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে বরিশালগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-৪৫৩৯) বেপরোয়া গতিতে সামনে থেকে নম্বরবিহীন টলিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই টলির চালক আজিজুল সরদার মারা যায়। এসময় টলির হেলপাড় রবিউল ফকির ও পিছনে থাকা মোটরসাইকেলের দুইজন আরোহি গুরতর আহত হয়। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত গাড়ী তিনটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

৩ শর্তে অবরোধ তুলে নিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

টানা ৭ ঘণ্টা অবরোধের পর ৩ শর্তে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। একুশে ফেব্রুয়ারির জন্য আগামীকাল রবিবার কোনো কর্মসূচি রাখেনি তারা। তবে ৩ শর্ত পূরণ না হলে আবারও মহাসড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সব দাবি পূরণ হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। অপরদিকে শিক্ষার্থীদের নির্যাতনের মামলায় ইতোমধ্যে দুই জন আসামি গ্রেফতার করা হয়েছে। এই মামলার অভিযোগ তদন্ত চলছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
শিক্ষার্থীদের নির্যাতনকারীদের গ্রেফতার, চিহ্নিত অভিযুক্তদের মামলায় আসামি করা এবং শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা প্রদানের আল্টিমেটাম শেষ হয়ে যাওয়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় এই মহাসড়কে জরুরি ব্যতিত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তারা মহাসড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিগেট সৃষ্টি করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বিকেল পৌঁনে ৩টার দিকে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ক্যাম্পাসে এসে শিক্ষাথীদের প্রতিনিধিদের সাথে রুদ্ধদ্বার আলোচনায় বসেন। বিকেল ৫টা পর্যন্ত দীর্ঘ আলোচনায় শিক্ষার্থীরা তাদের পূর্বের দেয়া ৩ শর্তে অটল থাকেন। এই দাবি আদায় না হলে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন শিক্ষার্থীদের প্রতিনিধি আইন বিভাগের ছাত্র অমিত হাসান রক্তিম।

সভা শেষে শিক্ষার্থী আলিম সালেহী বলেন, তারা অভিযুক্ত হামলাকারীদের নামের তালিকা দিয়েছেন। শিক্ষার্থীদের উপর হামলার মামলায় দু’জন শ্রমিক গ্রেফতার করা হলেও প্রকৃত অপরাধীদের আড়াল করার অবিযোগ করেন তারা। ওই হামলাকারীদের গ্রেফতার, মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা এবং শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আজকের মতো বিকেল সাড়ে ৫টায় তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন। একুশে ফেব্রুয়ারির কারণে আগামীকাল রবিবার কোনো কর্মসূচি রাখা হয়নি।

শিক্ষার্থীদের সাথে আলোচনার বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা ৩টি দাবি তুলেছিল। তাদের ৩ দাবি মেনে নেয়া হয়েছে। তাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার দুই আসামি গ্রেফতার করা হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসনও নিশ্চয়তা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানোয় তারা বিকেলে অবরোধ তুলে নিয়েছে।

সভা শেষে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন বলেন, শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কর্তৃপক্ষ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ওই মামলার তদন্ত চলছে। পুলিশের তদন্তে অভিযুক্ত হওয়ায় দুই শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

গত মঙ্গলবার সকাল ১১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বিআরটিসি শ্রমিকদের হাতে লাঞ্ছিত হয়। এ ঘটনার প্রতিবাদে ওইদিন দুপুর ১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে অবরোধ এবং বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে বিআরটিসি’র অভিযুক্ত কর্মচারী মো. রফিককে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের পরপরই বিকেল ৪টায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে অন্তত ২০ জন শিক্ষার্থীকে নির্যাতন করে দুর্বৃত্তরা। পুলিশের ছত্রছায়ায় ক্ষমতাসীন দলের লোকজন মেসে ঢুকে শিক্ষার্থীদের নির্যাতন করেছে বলে অভিযোগ তাদের।

বরিশালে পরিবহন শ্রমিকদের অবরোধ, ২১ রুটে বাস বন্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলায় দুই পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

শনিবার বেলা ১১টার দিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি রুটের জন্য চলাচলরত রূপাতলী বাস টার্মিনাল চত্বরে এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এসময় শ্রমিকরা সামনের সড়ক অবরোধ করে রাখায় ২১টি রুটের পাশাপাশি সেখান থেকে বরিশাল নগরীতেও কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রূপাতলী বাস টার্মিনালের কেউ জড়িত নয়। কারা এসব কাজ করেছে তাও আমরা জানিনা। আমরা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছি। তবে ষড়যন্ত্রমূলক রূপাতলী বাস টার্মিনালের দুই শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছে বিআরটিসির স্টাফদের। তারা গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির দাবি করেন। মুক্তি না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, একদিকে শ্রমিকরা বিক্ষোভ করছে অপরদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে। উভয়পক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

গত মঙ্গলবার গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ের মেসে ঢুকে বিশ্ববিদ্যায়ের অন্তত ২০জন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করলে শুক্রবার রাতে পুলিশ রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ মুন্সী ও এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনিকে গ্রেফতার করে। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শনিবার বেলা ১১টার পর থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা।

ব‌রিশাল থে‌কে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১ রু‌টে বাস চলাচল বন্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় দুই প‌রিবহন শ্রমিক গ্রেফতা‌রের প্রতিবা‌দে এবং তাদের মুক্তির দাবিতে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১ রু‌টে বাস চলাচল বন্ধের ডাক দেওয়া হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২০ ফেব্রুয়া‌রি) বেলা ১১টার দি‌কে ব‌রিশাল নগ‌রের রুপাতলী বাস টা‌র্মিনা‌লের সাম‌নে সুরভী চত্বরে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ শুরু ক‌রে প‌রিবহন শ্রমিকরা।

এসময় তাদের সড়‌কে প্রতিব‌ন্ধকতা সৃ‌ষ্টি এবং টায়ার জ্বা‌লাতে দেখা যায়।

ব‌রিশাল থে‌কে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১‌ রু‌টে যাত্রী প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়েছেন রুপাতলী মি‌নিবাস শ্রমিক ইউনিয়‌নের নেতা র‌ফিকুল ইসলাম মা‌নিক।

ব‌রিশাল পটুয়াখালী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন জানান, বিশ্ববিদ‌্যাল‌য়ের মামলায় আমা‌দের দুই শ্রমিক‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। যা‌দের ষড়যন্ত্রমূলক গ্রেফতার করা হ‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের কোনো লোক ছাত্রদের ওপর হামলা চালায়‌নি। আমরাও ছাত্রদের ওপর হামলার ঘটনার নিন্দা জা‌নিয়ে‌ছি।
এক শ্রমিক জানান, তা‌দের কেউই কিছু ক‌রেনি। শিক্ষার্থী‌দের ঝা‌মেলা হ‌য়ে‌ছে বিআর‌টি‌সির স্টাফ‌দের সঙ্গে। আমা‌দের শ্রমিক‌দের য‌দি না ছাড়া হয় তাহ‌লে অনির্দিষ্টকা‌লের জন‌্য ধর্মঘ‌ট চল‌বে। ইতিম‌ধ্যে ব‌রিশালের রুপাতলী থে‌কে সব রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শ্রমিকরা বি‌ক্ষোভ কর‌ছে। ওদি‌কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন কর‌ছে। আমরা উভয়প‌ক্ষের সঙ্গে কথা ব‌লে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি।

মঙ্গলবার দুপুরে ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের অর্থ‌নী‌তি বিভাগের শিক্ষার্থী তৌ‌ফিকুল সজল ও ফারজানা আক্তার মে‌মি নিজ বা‌ড়ি খুলনায় যাওয়ার জন্য রুপাতলীস্থ বিআর‌টি‌সি কাউন্টারে যায়। সেখানে কাউন্টার স্টাফ র‌ফিক তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকা‌টির জের ধরে সজলকে মারধর ও মে‌মিকে লা‌ঞ্চিত করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং র‌ফিককে গ্রেফতা‌রের দা‌বি জানায়। পু‌লিশ ১ ঘণ্টার মধ্যে র‌ফিককে গ্রেফতার করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। পরে মঙ্গলবার রাতে রুপাতলী এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন মেসে গিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।

বরিশালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

জেলা প্রশাসন পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় দোয়া-মোনাজাত এবং পাইলিং কাজ শুরুর মধ্য দিয়ে ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়। নগরীর বান্দ রোড সংলগ্ন অডিটরিয়ামের (সাউথ কিং) পাশের জমিতে ভবন নির্মান কাজের ভিত্তি উদ্বোধন করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার রায়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়াও, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এসএম ইকবাল ও কাজল ঘোষ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও উন্নয়ন সংগঠক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ‘বান্দ রোডের পাশে প্রায় ১০০ শতাংশ সরকারী জমিতে ৬তলা ভীত বিশিস্ট একতলা ভবন নির্মানে প্রাথমিকভাবে দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। পরবর্তীতে বহুতল করার জন্য আরও ৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। ৬ তলা ভবনের প্রতি তলায় ৩ হাজার ৫শ’ স্কয়ার ফিট ব্যবহারযোগ্য স্পেস (জায়গা) থাকবে। মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মানের দায়িত্ব পেয়েছে।’ নতুন স্কুল ভবন নির্মানে সকলের সহযোগীতা চেয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ২০১৭ সালে নগরীর জিলা স্কুলের অব্যবহৃত কলেজ ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু হয়।

বরিশালে বিএনপির সমাবেশে দুই গ্রুপের হাতাহাতি,চেয়ার ভাংচুর

শামীম আহমেদ ॥

সর্বশেষ ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল চলছে বিএনপির সমাবেশ। সমাবেশ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য চলাকালে দলটির দুই গ্রুপের হাতাহাতি ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপই চেয়ার ভাংচুর করে মঞ্চের দিকে এগিয়ে যায়। চেয়ার ভাংচুর ও হট্টগোলে মুহূর্তের মধ্যে সমাবেশ ঘিরে আতঙ্ক বিরাজ করে। কর্মীরা চারিদিকে ছোটাছুটি করে চেয়ার। মঞ্চ থেকে বারবার শান্ত হতে বলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ইশরাক হোসেন। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। দৌঁড়ে পালানো বিএনপি সমর্থকরা আবারও সমাবেশস্থলে আসেন। পরক্ষণেই সমাবেশ স্বাভাবিকভাবে চলতে থাকে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্ব আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ। সমাবেশের ১৮ ঘণ্টা আগে অনুমতি পেয়েছে বরিশাল বিএনপি। তবে তাদের দাবিকৃত স্থানে নয়। ঈদগাহ ময়দান বা সিটি করপোরেশেনের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু গতকাল রাতে তাদের শর্তসাপেক্ষে জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ,জল কামান মোতায়েন করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সমাবেশের কথা থাকলেও সেদিন ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থাকায় চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের মধ্যে দিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের ডাকা সমাবেশ শুরু হয়েছে। তাছাড়াও খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা দক্ষিণে ৪ মার্চ ও উত্তরে ১৩ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শামীম আহমেদ, ॥

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একদফা আন্দোলনে যেতে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে। এজন্য বিএনপিকে একদফার আন্দোলন নিয়ে রাজপথে নামতে হবে। আজ বৃহস্পতিবার বরিশাল জিলা স্কুলমাঠে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এই আহ্বান জানান। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত সিটি কর্পোরেশন ভোটে দলের মনোনীত মেয়রপ্রার্থীদের নেতৃত্বে বরিশাল মহানগর বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে বরিশাল মহানগরের প্রতিটি মোড়ে মোড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা সমাবেশে দিকে যাওয়া প্রতিটি গাড়িও তল্লাশি করে। সমাবেশের শুরুতে দুপুর ২টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যেদিয়ে বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশে তরুণ ছাত্রদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্লোগান দেয়ার জন্য এখানে আসবেন না। স্লোগান দেয়ার জন্য রাজপথ। স্লোগান দিয়ে আমাদের মিটিং নষ্ট করবেন না। আর যদি প্রতিরোধ করতে হয় তাহলে রাজপথে গিয়ে সন্ত্রাসী বাহিনীকে প্রতিরোধ করুন। আগুন জ্বালাতে হলে শেখ হাসিনার গদিতে আগুন জ্বালান। আমাদের মঞ্চে আগুন জ্বালাবেন না। মঞ্চে আগুন জ্বালানোর কোনো প্রয়োজন নাই। মুক্তিযুদ্ধের প্রেক্ষপট তুলে ধরে তিনি বলেন, ভারতীয় বাহিনী না আসলেও আমরা এই দেশকে স্বাধীন করতে পারতাম। প্রতিবেশী রাষ্ট্র যখন দেখেছে বিজয় নিশ্চিত, মুক্তিবাহিনী বিজয়ের দারপ্রান্তে নিয়ে গেছে- তখন তারা কৃতিত্ব নেয়ার জন্য শেষ দিকে এসে যোগদান করেছে। তাদেরকে ছাড়াও আমরা এই দেশকে স্বাধীন করতে পারতাম।
তিনি আরো ২৫ই মার্চ কালো রাতে পাকিস্তানি বর্বর বাহিনীর হামলার পরের দিন যারা দুইদিন আগেও পল্টন থেকে শুরু করে বিভিন্নস্থানে বড় বড় গলাবাজি করেছেন তাদের আর দেখা যায়নি।

জাতী যখন হতাশ তখনই জিয়াউর রহমান কালোরঘাট স্টেশন থেকে স্বাধীনতা ঘোষনা দিয়ে এদেশের ছাত্র-জনতাকে মুক্তিযুদ্ধের এক কাতারে নিয়ে এসেছিলেন।

আর যারা ষড়নার্থী হয়ে খেয়ে ধেয়ে এদেশে ফিরে এসে হয়ে গেলেন বড় বড় মুক্তিযোদ্ধ্ াসেদিন কারা মুক্তিযোদ্ধা কারা করেছিলেন আমরা সেনা বাহিনী সদস্যরা জানি।

মেজর জিয়া ভারতে পালিয়ে থেকে মুক্তিযুদ্ধ করেনি তিনি সরাসরি এদেশের রনাঙ্গনে পাক বাহিনীর সাথে যুদ্ধ পরিচালনা করা সহ তিনি নিজেও যুদ্ধ করেছিলেন।

মেজর হাফিজ উদ্দিন আরো বলেন, শেখ হাসিনার শাষন সামরিক বাহিনীর চেয়েও খারাপ। তাই এই সরকার দেওলিয়ার কাছে এসে দাড়িয়েছে।

শেখ হাসিনার সরকার পৃথিবীর একটি নিঃকৃষ্ট সরকার। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমি প্রার্থী আমাকে ভোটের দিন পুলিশ ধরতে আসে যা পরবর্তীতে জেলা প্রশাসক স্প্রীড বোর্ড দিয়ে সরিয়ে দেয়।

এই হল একটি স্বাধীন বাংলাদেশের শেখ হাসিনা ভোট। তাই আমাদের অনির্বাচিত ভোট ডাকাত সরকারের কাছ থেকে আমাদের অবসান হওয়ার জন্য সকলকে মাঠে নামার আহবান জানান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেন, আজকে আমরা সমাবেশ করছি, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। এই সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাই। এই সরকারের অধিনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। আজ বরিশাল থেকেই আমরা এই আন্দোলন শুরু করলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, আন্দোলনের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আর জনগণের দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। সভাপতির বক্তব্যে মুজিবর রহমান সরোয়ার বলেন, পুলিশ আমাদের সমাবেশের অনুমতি দিয়েছে। অনুমতি দিয়েই গতকাল রাত থেকে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে। তাই গণতন্ত্র না থাকলে কোনো কিছুই হয় না। আর দেশে গণতন্ত্র নেই বলেই শেখ হাসিনা দুর্নীতিমুক্ত করতে পারছেন না। বিক্ষোভ সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে। এজন্য বিএনপিকে এক দফার আন্দোলন নিয়ে রাজপথে নামতে হবে। সরেজমিনে দেখা গেছে, সমাবেশের স্থান বরিশাল জিলা স্কুলে প্রবেশের পথ দুটি। এই দুই স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা গড়ে তোলেন। স্কুলমাঠে প্রবেশের সময় সবাইকে তল্লাশিও করে তারা। রাখেন কঠোর নজরদারিতে। এদিকে দুপুর ১টা থেকে বরিশাল মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ঢাকা এবং আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। তারা হাতে দলীয় পতাকা, মাথায় ব্যাজ এবং ব্যানার নিয়ে সমাবেশে যোগ দেন। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মো. মুজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, খুলনা মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, চট্রগ্রাম মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহী মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি নেতা আবুল হোসেন খান, ওবায়দুল আকরাম, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্যে রাখেন।

অপরদিকে দলীয় ভাবে অভিযোগ করেন বলেন, তাদের সমাবেশে আসার নগরীর বিভিন্নস্থানে সরকার দলীয় নেতা কর্মীরা আইন শৃ্খংলা বাহিনী সহায়তা তাদের মারধর ও ব্যানার কেড়ে নিয়ে যায়

 

বিসিসি মেয়রের শোক প্রকাশ

সাবেক এমএলএ এ্যাডঃ গোলাম আহাত চৌধুরী এর স্ত্রী এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ
গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর মাতা মোসাম্মত রোকেয়া বেগম আজ রাতে শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন।

বরিশালে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার কর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখা।

আজ বৃহস্পতিবার (১৮) ফেব্রয়ারী সকাল সাড়ে ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররেডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাখার সভাপতি সাগর দাশের সভাপতিতে এখানে বক্তব্য রাখেন, বরিশাল সমাজতাত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী। এছাড়া আরো বক্তব্য রাখেন সিফাত,মিল্লাত,অদিতি,লামিয়া সাইমুন, সাইফুল ইসলাম,সুজন সিকদার,প্রতিভা রায়,মোজাম্মেল হক সাগর ও শন্তু মিত্র প্রমুখ।

পরে তারা নগরীতে এক বিক্ষোভ মিছিল বেড় করে মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফকির বাড়ি দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য রাতের আধারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এক যুক্ত বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার আহবায়ক সাগর দাস আকাশ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার আহবায়ক প্রতিভা রায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের সাথে তুচ্ছ কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রূপাতলী বাসস্ট্যান্ডের প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ছাত্রদের বাসায় বাসায় গিয়ে তাদের উপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

বর্তমানে প্রায় ১৫ জন ছাত্র শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। একটি স্বাধীন দেশে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এহেন সন্ত্রাসী কায়দায় হামলা জাতির জন্য লজ্জার।

নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান এবং আন্দোলনরত ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করেন।

অপর এক যুক্ত বিবৃতিতে বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এছাড়া বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক নবীন আহমেদ ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন এক যৌথ বিবৃতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

নেতৃবৃন্দ বলেন, গত ১৬ ফেব্রয়ারী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সাথে বিআরটিসি বাস কন্টাক্টটারের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ও অন্যজনকে লাঞ্চিত করেন।

এই ঘটনার রেশ ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই ঘন্টা রাস্তা অবরোধ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে সকলে নিজ বাসস্থান ফিরে যায়।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শেষে বাসস্থানে ফিরে গেলে ১৭ ফেব্রয়ারী গভীর রাতে রুপাতলী বাসস্টান্ড সংলগ্ন সকল শিক্ষার্থীদের মেসে সংগঠিত অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে পরিবহন শ্রমিকরা অতর্কিত হামলা চালায়।

নেতৃবৃন্দ আরো বলেন, রাতে বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকার সব মোড়ে মোড়ে সন্ত্রাসী বাহিনি টহল দিতে থাকেন৷

যার ফলে আহতদের তৎক্ষনাৎ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়াও সম্ভব হয়নি এবং আহতদের উদ্ধার করাও সম্ভব হয়নি। রাতে ভিসি ও প্রক্টরের সাথে একাধিক বার শিক্ষার্থীরা যোগাযোগ করতে চেয়েও ব্যার্থ হয়েছে।

হামলা চলাকালীন সময়ে পুলিশ নিরব দর্শকের ভুমিকায় অবতীর্ণ ছিলেন। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্লিপ্ততা সন্ত্রাসীদের পরোক্ষ মদদের সামিল। দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

সুষ্ঠ তদন্তও বিচার নিশ্চিতে ব্যর্থ হলে ছাত্র ফেডারেশন সহ অপরাপর সকল শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠনকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুশিয়ার দেন।

এদিকে মধ্যরাতে ববি শিক্ষার্থীদের উপর হামলাকারী উগ্র সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

উ‌ল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থ‌নী‌তি বিভাগের শিক্ষার্থী তৌ‌ফিকুল সজল ও ফারজানা আক্তার মে‌মি নিজ বা‌ড়ি খুলনায় যাওয়ার জন্য রুপাতলীস্থ বিআর‌টি‌সি কাউন্টারে যায়।

সেখানে কাউন্টার স্টাফ র‌ফিক তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকা‌টির জ্বের ধরে সজলকে মারধর ও মে‌মিকে লা‌ঞ্চিত করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং র‌ফিককে গ্রেফতা‌রের দা‌বি জানায়।

পু‌লিশ ১ ঘন্টার মধ্যে র‌ফিককে গ্রেফতার করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। পরে মঙ্গলবার দিবাগত গভীররাতে রুপাতলী এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন মেসে গিয়ে হামলা চালায় দৃর্বৃত্তরা।

এতে ১৫ জন শিক্ষার্থী আহত হলে ১১ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতের এ হামলার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের সাথে দুইদফার বেঠক শেষে ১০ ঘন্টা পরে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধে কর্মসূচি স্থগিত করে বুধবার বিকেল ৫ টায়।

বরিশালে বিএনপির সমাবেশস্থল ঘিরে জলকামান-সাঁজোয়া যান

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বৃহস্পতিবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে সমাবেশস্থলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে এ সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে। এরইমধ্যে জিলা স্কুল মোড়ে অতিরিক্ত পুলিশ, জলকামানসহ পুলিশের সাঁজোয়া যান দেখা গেছে।

তবে এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে বলে দাবি করেছে বরিশাল মহানগর বিএনপি।

বুধবার এক মতবিনিময় সভায় বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সাংবাদিকদের জানান, মঙ্গলবার গভীর রাত থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মীদের বাসা বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আশা করি সরকার আমাদের অনুমতি দিয়ে সমাবেশ সফল করার কাজে সহযোগিতা করবে।