দুলারহাটে করোনা প্রতিরোধে অটোরিক্সা মালিক সমিতির উদ্যোগে জীবানুনাশক স্প্রে

দুলার হাট প্রতিনিধি:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে করোনা প্রতিরোধে মিসুক ও অটোরিক্সা মালিক সমিতির উদ্দ্যেগে জীবানুনাশক পানি স্প্রে করা হয়। আজ (২৯ মার্চ) রবিবার সকাল ৯ টার দিকে দুলারহাট থানা মিসুক ও অটোরিক্সা মালিক সমিতির সভাপতি এস.এম.সাইফুল ইসলাম এর উদ্যোগে দুলারহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় জীবাণুনাশক পানি স্প্রে করেন।

এসময় দুলারহাট বাজারে বিভিন্ন রোডে চলাচলরত সাধারণ মানুষের হাতে স্প্রে করা হয় এবং সব ধরনের যানবাহনে স্প্রে করা হয়। পাশাপাশি সকল জনসাধারণের কাছে করোনা ভাইরাসের কারন ও লক্ষ্মণ সহ সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। এ সময় স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলী, মোঃ মাহাবুব ও সাংবাদিক বৃন্দ।

ভোলায় একদিনে ঝুঁকি নিয়ে ঘরে ফিরেছে কয়েক হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি নিষেধাজ্ঞা ও ভয়ভীতি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ফেরি, নৌকা ও ট্রলারে হাজার হাজার মানুষ বুধবার দ্বীপ জেলা ভোলায় প্রবেশ করেছে। গণপরিবহন বন্ধ ঘোষণার পরও সকালে কনকচাঁপা ফেরি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে অন্তত সাত হাজার মানুষকে ভোলার ইলিশা ঘাটে নিয়ে যায়। এর পর দিনভর ছোট-বড় ২০টি নৌকা-ট্রলারে আরও প্রায় ১০ হাজার যাত্রী ভোলায় ফেরে। এতে ভোলা-ইলিশা সড়কে মানুষের ঢল নামে।

দূর-দূরান্ত থেকে ঘরেফেরা এসব মানুষের ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা ছিল না। এমনকি অধিকাংশকেই দেখা গেছে মাস্কবিহীন। হাতে ছিল না গ্লাভসও। সামাজিক দূরত্ব বজায় রেখে একা চলার পরিবর্তে এদের উৎসব আমেজে গন্তব্যে ছুটতে দেখা গেছে। এমন অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।

গণপরিবহন ও দোকানপাট বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরেফেরা এসব মানুষকে। ২০ টাকার পথ পাড়ি দিতে ২০০ টাকা খরচ করেও পাওয়া যায়নি প্রয়োজনীয় যানবাহন। অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের নিয়ন্ত্রণে ঘাটগুলোয় কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। সরকারি ছুটি ঘোষণায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নানা ভোগান্তির কারণে তারা স্বজনের কাছে ফিরছেন বলে ক’জন যাত্রী জানন।

কনকচাঁপার মাস্টার আজিজুর রহমান জানান, রাত ৩টায় তার ফেরিটি মজু চৌধুরীর ঘাটে ভিড়তে না ভিড়তেই হাজার হাজার যাত্রী উঠে পড়েন। নিরুপায় হয়ে বাস-ট্রাকের পরিবর্তে ওই যাত্রীদের ইলিশা ঘাটে নিয়ে যাওয়া হয়। তখন মজু চৌধুরীর ঘাটে আরও ১০ হাজার যাত্রী ভোলায় ফেরার অপেক্ষায় ছিল।

কয়েক যাত্রী জানান, তারা ঢাকায় মেসে থাকেন। ওইখানে হোম কোয়ারেন্টাইনের সুযোগ-সুবিধা নেই। তাই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। তারা বলেন, এ পরিস্থিতির সুযোগ নিয়েছেন দুই পাড়ের ঘাটের লোকজন। তারা সিন্ডিকেট করে ১০০ টাকার ভাড়া আদায় করেছেন তিন থেকে ৫০০ টাকা করে।

দুপুরে ইলিশা ঘাট পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। তার উপস্থিতিতেই যাত্রীবোঝাই একাধিক ট্রলার ইলিশা ঘাটে ভেড়ে। পরিস্থিতি দেখার পর তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোলায় করোনা প্রতিরোধে পুলিশ সুপারের লিফলেট বিতরণ

ভোলা প্রতিনিধি:
দ্বীপ জেলা ভোলায় করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারনের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরন করা হয়। রবিার দুপুরে ভোলার পৌরশহরের চকবাজার, নতুন বাজার ও সদর রোড সহ বিভিন্ন পয়েন্ট ও শপিংমলে লিফলেট বিতরন করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার।

 

এসময় ভোলা পুলিশ সুপার সরকার মো: কায়সার জানান করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সেলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি ও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া আমাদের প্রচারপত্রে করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় ও হাতধোয়াসহ নানা বিষয় উল্লেখ রয়েছে এবং ভোলা জেলা পুলিশ লাইন্স সহ ভোলা জেলার সকল থানার প্রবেশমুখে সাবান /হ্যান্ডওয়াশ দিয়ে হাত মুখ পরিষ্কার করে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। লিফলেট বিতরনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক সহ জেলা পুলিশে কর্মরতরা উপস্থিত ছিলেন।

হা-মিম স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে ভিপি রাসেলের পুকুরের মাছ মারার অভিযোগ

হা-মিম স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে ভিপি রাসেলের পুকুরের মাছ মারার অভিযোগ

বিশেষ প্রতিনিধি: লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে পুকুরে ময়লা আবর্জনা ফেলে মাছ মারার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী লালমোহন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ভি.পি রাসেল এ বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস ও সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমোহন পৌরসভার ৮ নং ওয়ার্ড হাওলাদার সড়কে অবস্থিত হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পাশে তাঁদের বেশকিছু জমি ও পুকুর রয়েছে। বর্তমানে সেখানে তার বড় বোন বাসা করে কয়েক বছর যাবৎ বসবাস করছেন।
বিগত দু’বছর যাবৎ কলেজের পরিচালক রুহুল আমিন উক্ত জমি কেনার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে ব্যর্থ হয়ে তাদের হয়রানি করা শুরু করেন। তাতেও আশানুরূপ ফল না পেয়ে তিনি তাঁর প্রতিষ্ঠান হা-মিম স্কুল এন্ড কলেজের সকল ময়লা আবর্জনা,গাড়ির মবিল ও বিষ মিশিয়ে তাদের পুকুরে ফেলে প্রায় দু’লক্ষ টাকার মাছ মেরে ফেলেন।
পরিচালক রুহুল আমিনকে ভুক্তভোগী একজন ভূমিদস্যু  হিসেবে লিখিত অভিযোগে  উল্লেখ করে বলেন, তিনি তার প্রতিষ্ঠানের আশে পাশে অবস্থিত জমির মালিকদের বিভিন্নভাবে হয়রানি করে জমি বিক্রি করতে বাধ্য করছেন। সালমা নামের এক প্রতিবেশীর ৪৮ শতাংশ জমি তিনি প্রতিষ্ঠানের ছাত্রদের দিয়ে বাড়িতে ইট,পাটকেল নিক্ষেপ করে হয়রানি করে বিক্রি করতে বাধ্য করেন। তাঁর স্বামী প্রবাসী হওয়ায় সে হয়রানি সহ্য করতে না পেরে জমি বিক্রি করে অন্যত্র চলে যান
পরিচালক রুহুল আমিনকে ফোন করে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

চরফ্যাশনে ৯০ হাজার মিটার জাল জব্দ

জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে উপজেলার মৎস্য অফিসার মারুফ হোসেন মিনালের নিদেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এর নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনী ( ১৩ মার্চ ) শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পযন্ত বুড়াগৌরাঙ্গ নদীর পাতার চর , চর বিশ্বাস, মেম্বারের চর ,চর ইসলাম, চরমানিকা,চরকচ্ছিফাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল ৮টি বিন্দি জাল ও ১০ হাজার মিটার মসারী জাল আটক করেছেন।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ১ লাখ মিটার কারেন্ট জাল, ৮টি বিন্দি জাল ও ১০ হাজার মিটার মসারী জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন( সিপিও) জানান বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান পরিচালনাকালে নদী থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ৮টি বিন্দি জাল ও ১০ হাজার মিটার মসারী জাল আটক করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) এ তথ্য নিশ্চিত করেন।

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

ভোলা:
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ দুলাল হোসেন (৩৪)। তিনি ওই ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হন। তাৎক্ষণিক স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন।

চরফ্যাশনে কোস্টগার্ডের অভিযানে ৩ লাখ ২ হাজার মিটার অবৈধ জাল আটক

ভোলার চরফ্যাসন উপজেলার   মেঘনা  নদীর সামরাজ এলাকা ( ১৪ ফেব্রুয়ারি ) শুক্রবার ভোর ৪ টা থেকে (১৫ ফেব্রুয়ারি ) শনিবার সকল ৯ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ লাখ মিটার  অবৈধ  কারেন্ট জাল ও ২ হাজার মিটার  চর ঘেরা জাল  আটক করেছেন বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন  কন্টিনজেন্ট কমান্ডার ।
এসময় জালে আটকে থাকা ৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে চর কচ্ছপিয়া ২ টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন জানান মেঘন নদীর সামরাজ এলাকায় অভিযান পরিচালনাকালে নদী থেকে চর ঘেরা ২ হাজার  মিটার ও ৩ লাখ  মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

সকালে উপজেলা মৎস্য কর্মকতার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

ভোলায় আপত্তিকর অবস্থায় কিশোর কিশোরীকে আটক করে থানায় সোপর্দ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আপত্তিকর অবস্থায় এক কিশোর কিশোরীকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের ০৫নং ওয়ার্ড রৌদ্রেগো বাড়িতে এই ঘটনা ঘটে। আটককৃত কিশোরীর নাম খাদিজা আক্তার (১৩)। সে শান্তির হাট ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। তার পিতার নাম মোঃ সেলিম মাঝি।

কিশোরের নাম মোঃ সোহাগ (২০)। সে পশ্চিম ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের ইসমাঈল মাঝির ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে সোহাগ ওই কিশোরীর বাড়িতে আসেন। নির্জন বাগানে দুজনকে তখন এলাকাবাসী আপত্তিকর অবস্থায় ধরেন। চারদিকে হৈ চৈ শুরু হলে ছেলের চাচা পন্ডিত ছেলেকে ছাড়িয়ে নিতে আসে। এসময় পারভেজ নামে স্থানীয় এক সেনাসদস্য দাপট দেখিয়ে অপ্রাপ্ত ওই কিশোরীকে বিয়ে দিতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

এক পর্যায়ে এলাকাবাসী ওই সেনাসদস্যকে পেটাতে উদ্ধৃত হন। এলাকাবাসী জানান, একজন সেনাসদস্য হওয়ায় পারভেজ প্রায়ই ছুটিতে বাড়িতে এসে বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে এবং কোন মুরুব্বিকে সে সম্মান করে না। সে একজন বখাটে ছেলে। খবর পেয়ে পুলিশ এসে কিশোর কিশোরীকে থানায় নিয়ে যান। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বয়স অপ্রাপ্ত হওয়ায় উভয় পক্ষের অভিবাবকদের এনে তাদের হাতে ছেলে মেয়ে হস্তান্তর করা হয়ে হয়েছে।

শাকিব মৌসুমী ও পপির ঝলক দেখলেন চরফ্যাশনবাসী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ চরফ্যাশনবাসী। একমঞ্চে মৌসুমী, পপি, শাকিব খান ও রিয়াজের মতো তারকা পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা।

শনিবার বিকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছরপূর্তিতে এ আয়োজন করা হয়।

তারকারা এদিন হেলিকপ্টারে চরফ্যাশন যান। তাদের আসা উপলক্ষে চরফ্যাশনবাসী ছিলেন দিনভর রোমাঞ্চিত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করতে মঞ্চে আসেন নায়ক রিয়াজ। এর পর আসেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি মঞ্চে উঠেই ‘চারদিকে শুধু তুমি’ ও মৌসুমী শিরোনামের গানের সঙ্গে কোমর দোলান।

এর পর মঞ্চে আসেন চিত্রনায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।

শাকিব খান, রিয়াজ, মৌসুমী ও পপির পরিবেশনায় মেতে ওঠেন দর্শক, কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা। এ ছাড়া তারকাদের দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা উৎসুক জনতাও তৃপ্ত হন নজরকাড়া এই পারফরম্যান্সে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কয়ছার আহম্মেদ দুলাল।

আগামীকাল ভোলার চরফ্যাশন মাতাবেন শাকিব-পপি

দুজন দুজনার, হীরা চুনি পান্না, বস্তির রানী সুরিয়াসহ বেশ কিছু ছবিতে জুটি হয়েছেন জনপ্রিয় নায়িকা পপি ও শাকিব খান। আবারও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে।

আসছে ১ ফেব্রুয়ারি বরিশালের ভোলার চরফ্যাশনে একটি প্রোগ্রামে দুজন পারফর্ম করবেন বলে জানালেন পপি।
এ ব্যাপারে পপি বলেন, আমাদের অভিনীত সিনেমা থেকে কিছু গান বাছাই করা হয়েছে। সেগুলোর সঙ্গে পারফর্ম করবো। অনেকদিন পর একসঙ্গে কোনও কাজে অংশ নিচ্ছি। আশা করি অভিজ্ঞতা ভালো হবে।

চরফ্যাশনের একটি ঐতিহ্যবাহী স্কুলের অনুষ্ঠান এটি। এখানে তার সঙ্গে শাকিবকে নাচতে দেখা যাবে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে।

এদিকে শাকিব ও পপি জুটিকে বড় পর্দায় দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। পপির ভাষ্য, কাজের ব্যাপারে কথা চলছে। তবে এখনও চূড়ান্ত নয়। আমার ও শাকিব জুটির সব ছবিই হিট। সেদিক থেকে আবারও ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করি।