গত ২৪ ঘন্টায় দেশে ৩৬ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট:

২৪ ঘণ্টায় সারা দেশে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।
এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল।

বুধবার (৬ই এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮৫ জন। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ।

এর আগের দিনও (৫ই এপ্রিল) ৩৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদপ্তর। আর সেটা ছিল মহামারি শুরুর পর দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্তের সংখ্যা। ২০২০ সালের ৬ই এপ্রিল সর্বনিম্ন ৩৫ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ।

ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।

মেডিক্যালে ভর্তি পরিক্ষার ফল প্রকাশ, পাশ ৭৯ হাজার ৩৩৭ জন

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশ করেছে ৭৯ হাজার ৩৩৭ জন।
আজ মঙ্গলবার (৫ই এপ্রিল) দুপুর ১টায় এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে’।

এর আগে, সোমবার (৪ঠা এপ্রিল) ফল প্রকাশের কথা থাকলেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকতে পারবেন না বলে একদিন পেছানো হয়।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে ফল প্রকাশনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকেন।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১লা এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিক্যাল ও একটি ছিল ডেন্টাল কলেজ।

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর রেকর্ডসংখ্যক এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। দেশে সরকারি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন।

দেশব্যাপী সরকারি মেডিক্যাল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি। শুক্রবারের ভর্তি পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশ নেন। অর্থাৎ, এ বছর ঢাকায় আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন চার হাজার ১৭৫ জন।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

আবারও বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের মাসে কমার পর আবারও বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

চলতি (জুলাই-মার্চ) অর্থবছরের নয় মাসে ১৫ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এবং রেমিট্যান্স প্রবাহ এক মাস আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় ৩ এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ দশমিক ৩০ বিলিয়ন হয়েছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ২ দশমিক ১৬ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করার পরে গেল ৬ মার্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ৮৯ বিলিয়নে নেমে আসে। এটি গত এক বছরের মধ্যে দেশে সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল।

 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রিজার্ভ দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। অথচ ছয় মাস আগেও ১০ মাসের আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ ছিল।

তবে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্সের প্রবাহ এখনও নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে। এই নয় মাসে প্রবাসীরা ১৫ দশমিক ৩০ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ১৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

তবে ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ২৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেলেও নয় মাসে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ১৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, নগদ প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পর ধীরে ধীরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

রমজানে স্কুল-কলেজ খোলা রাখার সময় কমল

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাউশি) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে সিদ্ধান্ত হয়েছিল, তা পাল্টানো হয়েছে। এখন স্কুল-কলেজ ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখা হবে।তবে রোজায় সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন (শুক্র ও শনিবার)

আজ সোমবার এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হলো।

 

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।

আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়।

এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট:

এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। এ দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

এতে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ টাকা থেকে বেড়ে ১৪৩৯ টাকা দাঁড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি। নতুন এ দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপি গ্যাসে কেজিপ্রতি ৪ টাকা বেড়েছে। বেসরকারি পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৪৩৯ টাকা। ফলে মার্চে তুলনায় এপ্রিলে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের এলপিজিতে ৪৮ টাকা বেশি দিতে হবে।

এর আগে গত ২রা মার্চ এলপিজির দমা বাড়িয়েছিলো বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩শ ৯১ টাকা নির্ধারণ করা হয়।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এই সংস্থা। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬৪ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ০২ টাকা করা হয়েছে।

দেশে সাহরী আজ, রমজান শুরু

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। কাল থেকে রোজা শুরু। শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানানো হয়।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার থেকে রোজা শুরু হয়েছে।

এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইয়ে কাল রবিবার প্রথম রোজা শুরু হবে। সৌদি আরবের প্রতিবেশী দেশ ওমানেও রবিবার থেকে রোজা শুরু হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে।

তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে চাঁদপুরের ৪০টি গ্রামের মুসলমানেরা রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। শুক্রবার এ সব এলাকার মুসল্লিরা তারাবির নামাজ পড়েছেন। শনিবার ভোর রাতে সেহরি খেয়ে রোজা পালনের পর ইফতারি করেছেন।

আরও মজবুত হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি, পাচ্ছে ৬৫ হাজার পরিবার

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কর্মসূচি ‘আশ্রয়ণ প্রকল্প-২’ এর আওতায় তৃতীয় ধাপে আরও ৬৫ হাজার পরিবার বাড়ি পাচ্ছে। এই ধাপের ঘরগুলো আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করে নির্মাণ করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপের অভিজ্ঞতার আলোকে এবার অবকাঠামো নির্মাণে আনা হয়েছে বেশকিছু পরিবর্তন। বাড়ানো হয়েছে নির্মাণ ব্যয়। আগে ইটের ভিত ও কলাম ছিল। এবার আরসিসি ঢালাইয়ের ওপর গ্রেট বিম ও কলাম দেওয়া হয়েছে। আগে শুধু জানালা ও দরজায় লিংটেল ছিল। এখন পুরো ঘরে দেওয়া হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, প্রথম ও দ্বিতীয় ধাপে নির্মিত ঘরে কিছু ত্রুটি পেয়েছেন তারা। কোথাও দেওয়াল ফেটে যাওয়া, ধস বা মাটি দেবে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব ত্রুটি চিহ্নিত করে তৃতীয় ধাপে তা সমাধান করেই নির্মাণ হচ্ছে বাড়ি। যার কারণে আগের তুলনায় ব্যয়ও বেড়েছে। প্রথম ধাপে ঘর নির্মাণের বরাদ্দ ছিল এক লাখ ৭১ হাজার টাকা। দ্বিতীয় ধাপে এর পরিমাণ ছিল এক লাখ ৯৫ হাজার। আর প্রথম ধাপের চেয়ে ৮৮ হাজার ৫০০ এবং দ্বিতীয় ধাপের চেয়ে ৬৪ হাজার ৫০০ টাকা বেড়ে তৃতীয় ধাপে বাড়িপ্রতি বরাদ্দ ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে দিতে আশ্রয়ণের বিষয়টিকে আমরা বলছি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল। চলতি অর্থবছরে এ কার্যক্রমের আওতায় আসবে ১ লাখ ৮২ হাজার ৮০৩ পরিবার। এতে ৩৯৭১ কোটি ৬ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয় ধাপের কাজ চলছে। এতে ৬৫ হাজার ৪৭৪ পরিবার পাবে বাড়ি। তিনি বলেন, এটি পৃথিবীর সর্ববৃহৎ ও একমাত্র প্রকল্প; যাতে একসঙ্গে এত পরিবারের জীবনমান উন্নয়ন করা হয়েছে। ভিটেমাটির পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান। সমাজের মূলস্রোতের সঙ্গে চলে আসছে, পিছিয়ে পড়া বড় এ জনগোষ্ঠী।

আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের কাজের অভিজ্ঞতার আলোকে তৃৃৃতীয় ধাপে কিছু পরিবর্তন আনা হয়েছে। দুর্যোগ সহনীয় মাত্রায় বাড়ি নির্মাণ করা হয়েছে। বাড়ির ভিতে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। দেওয়ালের নিচে এবং উপরের চারপাশে লিন্টার টেনে দেওয়া হয়েছে। বাইরে যে তিনটি পিলার আছে সেটি আগে ইটের ছিল এবার আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। সবমিলে এবার যে ঘর নির্মাণ করা হচ্ছে, তা অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী।

প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ জাকিউর রহমান জানান, তৃতীয় পর্যায়ের নির্মিত ঘরগুলোতে তিনটি কলামের পরিবর্তে তিনটি আরসিসি পিলার সংযোজন করা হয়েছে। অবকাঠামো অধিকতর টেকসই করার জন্য গ্রেট বিম সংযোজন করা হয়েছে। টানা লিংটেল সংযোজন করা হয়েছে। এতে ঘর আরও টেকসই হবে। চালের টিনের ফ্রেম অধিকতর টেকসই করার জন্য অ্যাংকর রড যুক্ত করা হয়েছে। ওয়ালের নিচেও সিসি সংযোজন করা হয়েছে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ম ও ২য় ধাপে ১ লাখ ১৭ হাজার ৩২৯টি বাড়ি দেওয়া হয়েছে ভূমিহীন ও গৃহহীনদের। এতে ২ শতক জমির মালিকানাসহ সেমিপাকা দুই রুমের ঘর করে দেওয়া হয়েছে। সঙ্গে রান্নাঘর, টয়লেট, সুপেয় পানি, বিদ্যুৎ সংযোগ, আঙ্গিনায় হাস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় ধাপে ৬৫ হাজার ৪৭৪ পরিবার পাবে বাড়ি। চরাঞ্চলের জন্য করা হয়েছে ভূমিকম্প সহনীয় বিশেষ ডিজাইন। তৃতীয় ধাপে চরে ১ হাজার ৪২টি বাড়ি নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ঈদুল ফিতরের পর এসব বাড়ি হস্তান্তর করা হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সাভারের শিমুলিয়া ইউনিয়নের গৌহাইলবাড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্প-২ এর দ্বিতীয় ধাপের বাড়ি প্রস্তুত করা হয়েছে। বাকি আছে ভূমিহীনদের কাছে বাড়ি বুঝিয়ে দেওয়ার কাজ। আর তৃতীয় ধাপের কাজও প্রায় শেষের দিকে। তৃতীয় ধাপের বাড়ি নির্মাণরত রাজমিস্ত্রি নকুল কুমার জানান, বর্তমানে যে কাজ হচ্ছে এটি আগের চেয়ে অনেক উন্নত।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। সাভারে মোট আট একর জমি আমরা উদ্ধার করেছি। এরমধ্যে শিমুলিয়া ইউনিয়নে এক দশমিক ৪১ একর জমি উদ্ধার করা হয়েছে। এ জমি এক বিএনপি নেতার দখলে ছিল জানিয়ে তিনি বলেন, এ জায়গা দখলমুক্ত করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় সব বাধা অতিক্রম করা হয়েছে।

রাশিয়ার দুঃসময়ে পাশে থাকবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

মহান মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। কাজেই দুঃসময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের বন্ধুপ্রতীম দেশ। মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যখন সপ্তম নৌবহর পাঠিয়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়, রাশিয়া তখন আমাদের পক্ষে দাঁড়ায়। কাজেই দুঃসময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব। কিন্তু তারা যদি কোনো অন্যায় করে, নিশ্চয়ই সেটা আমরা মানব না। আমরা যুদ্ধ চাই না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে বাংলাদেশের ভোট দেয়ার বিষয়ে সরকার প্রধান বলেন, জাতিসংঘে যখন প্রথম প্রস্তাবটি (রাশিয়ার বিরুদ্ধে) এল, আমরা দেখলাম সেই প্রস্তাবে মানবাধিকারের কোনো কথা নেই। যুদ্ধ বন্ধের চেষ্টা নেই। একটা দেশের বিরুদ্ধে ভোট, সেটা হলো রাশিয়া। তখন আমি বললাম না, এখানে তো আমরা ভোট দেব না। কারণ যুদ্ধ তো একা একা বাঁধে না। উসকানি তো কেউ না কেউ দিচ্ছে। উসকানি দিয়ে তো বাঁধাল যুদ্ধটা। তাহলে নির্দিষ্ট একটা দেশকে নিন্দা করা হবে কেন? সেজন্য আমরা ভোটদানে বিরত ছিলাম।

এরপর দ্বিতীয় প্রস্তাবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের ফলে ইউক্রেনের মানুষের কষ্ট হচ্ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কষ্ট পাচ্ছে। দ্বিতীয় প্রস্তাবে যেহেতু মানবাধিকারের বিষয়টি রয়েছে, সেজন্য আমরা ভোট দিয়েছি। মানবতার বিষয়টি সামনে আসায় আমরা ভোট দিয়েছি। আমার মনে হয় এটি একেবারে স্পষ্ট। এ নিয়ে আর কারো কোনো দ্বিধা থাকা উচিত নয়।

সড়ক পথের দ্বার খুলল ভারতের

ডেস্ক রিপোর্ট:

আগামীকাল থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না।
ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু আকাশপথে ভ্রমণের অনুমোদন ছিল, তারা চাইলে সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।

এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে। তবে, এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

উল্লেখ্য, করোনাকালে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়। তবে, সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য। এখন থেকে স্থলপথেও ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিরা যেতে পারবেন।

রমজানে অফিস চলবে ৯টা থেকে ৩টা

ডেস্ক রিপোর্ট:

রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংক কার্যক্রম চলবে সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এবং রোজাদারদের অফিসে আসার সুবিধার্থে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ঠা এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।