সমন্বিত প্রচেষ্টা কোভিড বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত ও সময়োপযোগী প্রচেষ্টা কোভিড-১৯ মহামারি থেকে বহু জীবন বাঁচিয়ে সম্ভাব্য বিপর্যয় এড়াতে পারে। বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে এবং অনেক জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে, অনেকেই আশঙ্কা করেছিলেন যে, মহামারির কারণে বিপুল সংখ্যক মানুষ মারা যাবে।’

রাজধানীতে আজ বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস আয়োজিত ‘ব্যথা সম্পর্কিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন-২০২২ এবং ব্যথা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি বিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলন-২০২২’-এ সম্প্রচারিত প্রাক-রেকর্ডকৃত ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএসএ-সিসিপিপি ‘সঙ্কটজনকভাবে অসুস্থ কোভিড-১৯ রোগীদের জাতীয় নির্দেশিকা’ এবং একই সাথে ‘অক্সিজেনের যৌক্তিক ব্যবহারের নির্দেশিকা’ দেওয়ার জন্য প্রশংসার দাবিদার। কোভিড-১৯ মহামারি চলাকালীন ‘আমরা পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে অ্যানেস্থেশিয়াতে ৪০৯ জন জুনিয়র পরামর্শদাতা, ২,০০০ ডাক্তার এবং ৫,০০০ নার্স বিশেষ নিয়োগ দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন এই সম্মেলন সর্বশেষ গবেষণার তথ্য ও কৌশল শেয়ার করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে এবং ব্যথা, ব্যথার ওষুধ, মূল্যায়নের সরঞ্জাম এবং ব্যথা ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্র থেকে আন্তর্জাতিক গবেষকদের জন্য একটি ফোরাম গঠনে সহায়তা করবে।

শেখ হাসিনা এই গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস-বিএসএ-সিসিপিপিকে অভিনন্দন জানান এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

মানুষ বিভিন্ন কারণে ব্যথায় ভোগে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যথা তীব্র বা দীর্ঘস্থায়ী যা-ই হোক না কেন, আমরা তাৎক্ষণিক উপশম চাই। ব্যথার ওষুধ উন্নত বিশ্বে অ্যানেস্থেসিওলজির একটি অত্যন্ত  গুরুত্বপূর্ণ সাব-স্পেশালিটি হয়ে উঠেছে। বিএসএ-সিসিপিপি বাংলাদেশে অ্যানেস্থেশিয়া বিভাগের অধীনে এই সাব-স্পেশালিটি তৈরি করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘ব্যথার সফল নিয়ন্ত্রণ চিকিৎসার প্রধান দিক। সাম্প্রতিক বছরগুলোতে ব্যথা ব্যবস্থাপনায় ন্যানো প্রযুক্তির অগ্রগতি উল্লেখযোগ্য। কখনও কখনও হস্তক্ষেপমূলক ব্যথা ব্যবস্থাপনার এ নতুন কৌশল প্রয়োগকারী রোগীদের জন্য অস্ত্রোপচার এড়ানো যায়।

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে তার সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বর্তমানে দেশে ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ১১৬টি মেডিকেল কলেজ রয়েছে। গত এক দশকে সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ হয়েছে। বেসরকারি খাতে, দেশে প্রচুর সুপার-স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে প্রায় ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। দরিদ্র মানুষকে বিনামূল্যে ৩০টি বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হচ্ছে।

বরিশালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

শামীম আহমেদ ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নগরীতে আনন্দ মিছিল বের করা হয় ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান আউয়াল,সিনিয়র সহ-সভাপতি,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ ইকবাল হোসেন শামীম,সহ-সভাপতি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ নিজামুর রহমান নিজাম,যুগ্ম সাধারণ সম্পাদক বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল,বিপ্লব হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ আক্তারুজ্জামান সাব্বির,যুগ্ম সাধারণ সম্পাদক,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল,খান মোহাম্মদ সুমন,সহ সাধারণ সম্পাদক,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল,আবুল কালাম আজাদ,আহবায়ক,বাবুগঞ্জ উপজেলা,আসাদুজ্জামান খান সজল,আহবায়ক হিজলা উপজেলা,কামরুল হাসান সোহাগ,সদস্য সচিব,বাবুগঞ্জ উপজেলা,খান মোঃ জসিম,সিনিয়র যুগ্ম আহবায়ক,বাবুগঞ্জ উপজেলা,মোঃআলআমিন হাওলাদার,সদস্য সচিব,বাকেরগঞ্জ উপজেলা।

এর পূর্বে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা নগরীতে বেপু বাজিয়ে একটি আনন্দ র‌্যালি বেড় করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে ফিরে এসে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরন করা হয়।

 

তিস্তা পানি বণ্টন চুক্তি ভারতের ওপর নির্ভর করছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তির অনেকটাই মূলত ভারতের ওপর নির্ভর করছে।’ ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের আগে ভারতভিত্তিক সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটি (তিস্তা) একটি দীর্ঘস্থায়ী সমস্যা। তাই এর সমাধান করা উচিত। তবে এটা মূলত ভারতের ওপর নির্ভর করে।’

শনিবার এএনআই’র টুইটার অ্যাকাউন্টে ৩৭ সেকেন্ডে একটি ভিডিওতে প্রধানমন্ত্রীকে এ কথা বলতে দেখা যায়। আজ রোববার সকালে পুরো সাক্ষাৎকারটি লিখিত সংস্করণ এএনআই’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি একদম পরিস্কার, সকলের জন্য বন্ধুত্ব, কারও জন্য বৈরিতা নয়। কোনো সমস্য যদি থেকে থাকে সেটি চীন ও ভারতের মধ্যে। আমি এতে নাক গলাতে চাই না। আমি আমার দেশের উন্নয়ন চাই।’

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় বোঝা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এমন কিছু ঘটনা ঘটে থাকে। তবে সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পূর্বের আলোচনার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সময় তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত অন্তর্বর্তী চুক্তি শেষ করার জন্য বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত অনুরোধ পুনর্ব্যক্ত করেছিলেন।

তিনি তিস্তা নদীর অববাহিকায় নির্ভরশীল লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব এবং জীবিকা বাঁচাতে জোর দিয়েছিলেন, ২০১১ সালের যৌথ বিবৃতি অনুযায়ী, তিস্তার পানির ন্যায্য অংশ বাংলাদেশ পেতে পারে, ২০২১ যার খসড়া চুক্তিটি ইতোমধ্যে উভয় সরকার সম্মত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৫-৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৯ সালে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী।

বরিশালে বিএনপির আয়োজনে গায়েবানা যানাজা অনুষ্ঠিত হয়

শামীম আহমেদ ॥

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বন্দর নগরী নারায়নগঞ্জে পুলিশ বিনা উসকানিতে গুলি চালিয়ে যুবদল কর্মী শাওন ও ছাত্রদল নেতার মৃত্যুতে গায়েবানা যানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২) সেপ্টেম্বর মহানগর ও জেলা বিএনপির অয়োজনে যোহরবাদ বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদররোডে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

গায়েবানা যানাজার পূর্বে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিএনপি নেতা কর্মীদের রুহের মাগ-ফেরাত কামনা করা সহ তাদের স্মরন করে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল জেলা (দক্ষিন) আহবায়ক সাবেক ছাত্র নেতা এ্যাড, মুজিবুর রহমান নান্টু, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ।

এখানে আরো এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন.এ্যাড, নাজিম ্ ুদ্দিন আহমেদ পান্ন, মহানগর সদস্য এ্যাড, হুমাউন কবির মাসুদ, এ্যাড, সরোয়া হোসেন,ইয়াসিন আরাফাত মিন্টু,জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সহ মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপি নেতা-কর্মীরা অংশ গ্রহন করে।

এদিকে বিএনপির পক্ষ থেকে সদররোডে গায়েবানা যানাজার আয়োজন করায় শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে বিপুল পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় : পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। সরকার এ লক্ষ্যে জাতীয়ভাবে নির্ধারিত অবদান জমা দিয়েছে, জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১ খসড়া চূড়ান্ত করেছে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি আয়োজিত টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নেওয়া সব কার্যক্রম জোরদার করা হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ পর্যন্ত তিন হাজার ৩৬২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৭৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘পরিবেশ সুরক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ থাকার পরও বর্তমান সরকার দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাসযোগ্য টেকসই পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করছে এবং মানবসৃষ্ট পরিবেশদূষণ মোকাবিলায় দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, তরল বর্জ্য নির্গত শিল্প প্রতিষ্ঠানগুলোকে তরল বর্জ্য শোধন ব্যবস্থা স্থাপন করতে এবং শূন্য নিষ্কাশন পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য করছে।’

মো. শাহাব উদ্দিন বলেন, ‘বনায়ন ও বন সংরক্ষণ, অবক্ষয়িত বন পুনরুদ্ধার এবং টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের গাছপালা ঢাকা ভূমির  আয়তন ২২ দশমিক ৩৭ থেকে ২৫ শতাংশে এবং বনভূমির আয়তন ১৪ দশমিক শূন্য এক শতাংশ থেকে ১৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কার্যক্রম  অব্যাহত রয়েছে।  সরকার গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং গাছের চারা বিতরণ করা হচ্ছে।’

শাহাব উদ্দিন আরও বলেন, ‘আমাদের দেশকে সবুজ রাখতে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশকে সমৃদ্ধ করতে এবং  দেশে সবুজ প্রবৃদ্ধিকে জনপ্রিয় করার পক্ষে জনমত তৈরি করতে হবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শরিয়ার আলম এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন।

হাসপাতাল থেকে বাসার পথে খালেদা

ডেস্ক রিপোর্ট : 
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 

ইউরোপ আমেরিকার অর্থনীতির অবস্থা ভয়াবহ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সামনে আরও ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না। তাই খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হতে হবে।’

শোকের মাস আগস্টের শেষ দিন আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেকে নিজের গ্রামের বাড়ি এবং যে যেখানে বসবাস করে এবং হোস্টেল বা শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে ব্যাপক হারে গাছ লাগাতে ও ফসল উৎপাদন করতে হবে। কারণ বিশ্বে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা হবে। কোনো পয়সা দিয়েও খাবার কেনা যাবে না। সেক্ষেত্রে আমাদের নিজেদের খাবার নিজেদেরই উৎপাদন করতে হবে। আমাদের ছাত্রলীগ যেমন ধান কাটায় সাহায্য করেছে, দরকার হলে তা রোপণেও সাহায্য করবে। জমিতে কোনো একটা ফলের গাছও লাগাতে হবে। কাজেই এভাবে সবাইকে চলতে হবে। আমরা নিজেরা যদি করতে পারি, তাহলে আমাদের- যেটা জাতির পিতা বলেছেন আমার মাটি আছে মানুষ আছে, কাজেই সেটা আমরা করতে পারবো। সে বিশ্বাস আমার আছে।’

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি, পানিসহ প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া দরকার।’

শেখ হাসিনা আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। কোনো মেজরের বাঁশি বাজানোর মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়নি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস।’ বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য ছাত্রলীগের প্রতি আহ্বানও জানান তিনি।

এ সময় শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ প্রকাশিত একটি ম্যাগাজিন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বরিশালে বেগম খালেদা জিয়া ও মোনায়েম মুন্ন্নার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত ও এতিমদের মধ্যে খাবার বিতরন

শামীম আহমেদ ॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া ও কেন্দ্রীয় যুবদল সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি আশু সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত ও এতিমদের জন্য খাবারের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (৩০) আগস্ট যোহরবাদ নগরীর লাকুটিয়া সড়কস্থ বাঘিয়া দারুল হুদা কওমী মাদ্রাসা ও এতিমখানায় বরিশাল মহানগর যুবদল সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল হাসান আনিচ,সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদুল ইসলাম হিমেল ও যুবদল সদস্য সুজন হাওলাদার বাবুর আয়োজনে অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ,ঢাকা দক্ষিনের টিম লিডার কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন নান্নু,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার,যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ.যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু,যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য জাহিদুর রহমান রিপন,মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু,মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান, জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড,এইচ. এম তছলিম উদ্দিন,যুবদল নেতা খন্দকার আবুল হোসেন লিমন,স্বেচ্ছাসেবক দল নেতা আরমান সিকদার নুন্না,দ্বীন ইসলাম ইকু সহ বিভিন্ন দলীয় অঙ্গ-সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করে।

দোয়া-মোনাজাত শেষে উপস্থিত নেতৃবৃন্দ মাদ্রাসার শতাধিক এতিম ছাত্রদের সাথে একত্রে বসে দুপুরের খাবার গ্রহন করে।

 

বরিশাল জেলা বিএনপি আহবায়ক নান্টুর ৬৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া-মোনাজাত

শামীম আহমেদ ॥

বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড, মুজিবুর রহমান নান্টু ৬৮তম জন্মদিন পালন করেছে বরিশাল জেলা বিএনপি আহবায়ক কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

রবিবার রাতে সদররোডস্থ জেলা বিএনপি দলীয় ৩য় তালার কার্যলয়ে এ জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নুরুল আমিনের সঞ্চলনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরে এসে দেশ ও মানুষের কল্যানে পাশে দাঁড়াবার কামনা করা সহ আগামী অবৈধ সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে জেলা আহবায়ক এ্যাড,মুজিবুর রহমান নান্ট দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজপথে থাকা সহ তার দীর্ঘায়ূ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল,জেলা বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান গোলাপ,জেলা বিএনপি সদস্য ও সদর উপজেলা বিএনপি টিম লিডার এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না,উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি অঃ মন্নান মাস্টার,সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন প্রমুখ।

 

বরিশালে বিএনপি চেয়ারপার্সন ও যুবদল সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

শামীম আহমেদ ॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি ও সুস্থ কামনায় দোয়া-মোনাজাত ও অঅলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার রাতে সদররোডস্থ মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের ২য় তলায় বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে দোয়া-মোনাজাত উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ।

এখানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য আল-আমিন,বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি সজিব কাজী,সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, সহ-সভাপতি নয়ন চৌধুরী,সহ-সভাপতি দিপু,সহ-সাধারন সম্পাদক সাইদুল ইসলাম রাজিব,জলবায়ূ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ,বিএম কলেজ সভাপতি মাজহারুল ইসলাম বাবু,সরকারী হাতেম আলি কলেজ ছাত্রদল সদস্য সচিবআবির হোসেন ছাত্র নেতা মোঃ সুমন প্রমুখ। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মহানগর ছাত্রদল সদস্য হাফেজ মোঃ নাঈম হোসেন।