ভেলায় করোনা জয় করে বাড়ি ফেরার ৫ দিন পর মারা গেল তরুণী

ভোলার তজুমদ্দিন উপজেলায় করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরার পাঁচ দিন পর মারা গেলেন এক তরুণী। তার নাম শিরিনা আক্তার।

রোববার সন্ধ্যায় তজুমদ্দিনের কাজিকান্দি নিজ বাড়িতে হৃদরোগে তার মৃত্যু হয়।

শিরিনা আক্তার একই গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।

জানা গেছে, শিরিনা আক্তারের করোনা পজিটিভ ধরা পড়লে বাবা-ভাইসহ স্বজনরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। খবর পেয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগতভাবে ওই মেয়েটির সব ব্যয়ভার বহন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কবীর সোহেল জানান, গত ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত দীর্ঘ ১০ দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে মঙ্গলবার বাড়ি ফিরে যান করোনাজয়ী শিরিনা।

এর পর বাড়িতে ৫ দিনের মাথায় রোববার সন্ধ্যায় হৃদরোগে মৃত্যুবরণ করেন শিরিনা।

লালমোহনে নতুন তিনজনসহ মোট ১২ জন করোনা আক্রান্ত

লালমোহনে নতুন করে আরো ৩জন করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে। এরা হলো পৌরসভার পানি শাখার কর্মকর্তা নজরুল, মক্তব বাজারের মালেক মেম্বার বাড়ির আশিক ও তার চাচী হাবিবা।

এনিয়ে লালমোহনে ১২ জন করোনা আক্রান্ত। সুস্থ হয়েছে ২ জন। তবে করোনা প্রতিরোধে স্থানীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহন করায় করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পায়নি বলে অভিমত সাধারণ জনতার।

ভোলায় স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত

ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার বাড়ি সদর উপজেলার ভেদুরীয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায়।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৫ জনে। আজ বুধবার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, আক্রান্ত ওই ব্যক্তি হোম আইসোলেশনে রয়েছে। পাশাপাশি তার বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন।

সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে সুস্থ ৮ জন। দৌলতখানে আক্রান্ত ৩ জনের মধ্যে সুস্থ ১ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৫ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ১ জন। চরফ্যাশনে আক্রান্ত ১৩ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ৬ এবং তজুমদ্দিন উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১৩ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৫১৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ১ হাজার ৮২১ জনের। এর মধ্যে ১ হাজার ৭৪৬ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৭৫ জনের পজেটিভ আসে।

ভোলায় এসটি খিজিরকে ১০ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি মেনে শর্ত স্বাপেক্ষে লঞ্চ চলাচলের কথা থাকলেও ভোলা থেকে বিভিন্ন নৌ রুটে চলাচল করা লঞ্চগুলোতে তা মানা হচ্ছে না। লঞ্চ চালুর পর থেকে প্রতিদিনই অসংখ্য যাত্রী নিয়ে হুড়োহুড়ি গাদাগাদি করে লঞ্চে তোলা হচ্ছে যাত্রী। এতে করে করোনা ভাইরাসের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে।

সবশেষ বুধবার সকালে ভোলার ইলিশা ঘাট থেকে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে লক্ষ্মীপুর মজুচৌধুরির ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এস’টি খিজির-৫ নামে একটি সি ট্রাককে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. দিদারুল ইসলাম।

সাগর ও নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকা চট্টগ্রামসহ অন্য জেলায় যাতায়াতের প্রধান অন্যতম মাধ্যম হচ্ছে নৌযান। করোনা ভাইরাস প্রতিরোধে গত ২ মাসের বেশী সময় ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ৩১ মে থেকে ফের চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিএর মতে, প্রতিদিন ভোলা থেকে ঢাকা,বরিশাল, লক্ষ্মীপুরসহ বিভিন্ন নৌ রুটে প্রায় অর্ধশত ছোট বড় লঞ্চ ও সি-ট্রাক চলাচল করে।

কিন্তু হঠাৎ ১৫ জুন পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা ও লকডাউন শীতিল করায় অধিকাংশ রুটেই স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। বিশেষ করে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। মঙ্গলবার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাটে দেখা গেছে, এমভি পারিজাত লঞ্চ ও এসটি খিজির-৫ নামক সি-ট্রাক ঘাটে আসা মাত্রই হুড়োহুড়ি করে গা ঘেঁষেই লঞ্চে উঠেন যাত্রীরা। কে কার আগে লঞ্চে উঠবে তার প্রতিযোগীতা নিয়ে লঞ্চে উঠছে যাত্রীরা। পরিস্থিতি এমন যে পিপীলিকার মতো লঞ্চে উঠছে যাত্রীরা।

অতিরিক্ত যাত্রী নিয়ে ছাদে পর্যন্ত যাত্রী বোঝাই করে পারাপার করা হয়। অনেকে সিট না পেয়ে লঞ্চের বারান্দায় দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছে। আবার অনেকে লঞ্চে যেতে না পেরে চরম ঝুঁকি নিয়ে ট্রলার দিয়ে উতলা মেঘনা পাড়ি দিচ্ছেন। যাত্রীদের অভিযোগ,লঞ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মানছেনা।

এমন চিত্র ভোলা ইলিশা লঞ্চ ঘাটসহ বিভিন্ন ঘাটে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে, তারা স্বাস্থ্যবিধি না মানলেও লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোলায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এমনকি সরকারি নৌ যান সি-ট্রাকে পর্যন্ত অতিরিক্ত যাত্রী পরিবহন করছে।

যাত্রীরা বলেন,ভোলার ইলিশা থেকে ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাওয়া-আসা করে। কিন্তু মানুষের তুলনায় লঞ্চ সি-ট্রাক কম। তাই বাধ্য হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে।

তবে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, লঞ্চগুলোকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। কেউ তা না মানলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,যাত্রীদের চাপের কারণে ভোলা খেয়াঘাট থেকে যে লঞ্চ সন্ধ্যা ৭টায় ছেড়ে যাওয়ার কথা সেই লঞ্চ বেলা ১২টায় ছেড়ে দেয়া হয়।

ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরির ঘাটের উদ্দেশ্যে রওনা দিলে বুধবার সকালে এসটি খিজির-৫ নামে একটি সি ট্রাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

ভোলায় আরও ৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৬

ভোলায় আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুমের এক স্টাফ ও ২ জন লালমোহন উপজেলার বাসিন্দা রয়েছে।

এ নিয়ে ভোলা জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮ জন।

ভোলা সির্ভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নং ওয়ার্ডে শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে জহরলাল (৬০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক জানান, করোনা সন্ধেহে জহরলালের তিনদিন আগে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি। রিপোর্ট এলে জানাযাবে করোনায় আক্রান্ত ছিলো কিনা।

এদিকে করোনা সন্ধেহে শনিবার চরফ্যাশন হাসপাতাল ৪৬ জনের নমুনা সংগ্রহ করেছেন। এপর্যন্ত ১৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভোলায় ঘূর্ণিঝড়ে দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

ভোলায় লালমোহন ও চরফ্যাশন উপজেলার ৫টি ইউনিয়নের আকস্মিক ঘূর্ণিঝড়ের আঘাতে দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকের ঘরের ছাউনি উড়ে গেছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি।

বুধবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে, লালমোহনের গজারিয়া, লর্ডহার্ডিঞ্জ ও চরউমেদ ইউনিয়ন এবং চরফ্যাশনের নূরাবাদ, নীলকমল ও ওসমানগঞ্জ ইউনিয়ন। এছাড়া লালমোহনে একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভবন বিধ্বস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন এমপি শাওন।

ভোলায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ, নতুন আক্রান্ত ৯

ভোলার লালমোহন উপজেলায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বৃহস্পতিবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া ব্যক্তির নাম আলমগীর হোসেন (৫০)। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জের বাসিন্দা।

ডা. মিজানুর রহমান জানান, আলমগীর হোসেন গত শুক্রবার করোনা উপসর্গ নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে রবিবার তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকায় পাঠানো হলে বুধবার রাতে রিপোর্ট পজেটিভ আসে। মৃত ওই ব্যক্তির সংস্পর্শে এসে চিকিৎসা দেওয়ায় লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে তিন চিকিৎসকসহ বেশ কয়েকজন নার্স ও স্টাফকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, জেলার বোরহানউদ্দিনে এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আরও নয় জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলায় পাঁচ জন, বোরহানউদ্দিনে দুজন ও লালমোহনে দুজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখার পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ি লকডাউন করা হবে।

ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে এ পর্যন্ত ভোলা থেকে এক হাজার ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে এক হাজার ১০১ জনের। এর মধ্যে নেগেটিভ এক হাজার ৬৮ এবং পজিটিভ ৩৩ জন।

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ করা হল সব মার্কেট

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে স্বাস্থ্যবিধি না মানায় ভোলার সব বিপনী কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

সোমবার সকালে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের শর্তে সীমিত পরিসরে জেলার মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্ত গত সাতদিনের পর্যবেক্ষণে দেখা গেছে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ ক্রেতা-বিক্রেতা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানছেন না।

“তাই করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ ও জনস্বার্থ বিবেচনায় সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।”

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি পরিসেবা প্রতিষ্ঠান পূর্বের নির্দেশ অনুযায়ী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভোলায় মহানবী (সাঃ) কে কটুক্তি, পুলিশের বাঁধায় মুসলিম ঐক্যপরিষদের মানববন্ধন পণ্ড

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আম্ফান সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন একজন আবহাওয়াবিদ।

শনিবার (১৬ মে) রাতে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছিলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব বাংলাদেশে পড়তে তিন (মঙ্গলবার, ১৯ মে) থেকে চারদিন (বুধবার, ২০ মে) সময় লাগবে।’

বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত করবে কিনা, সে বিষয়েও সুনির্দিষ্টভাবেও কিছু বলছে না আবহাওয়া অধিদফতর। এ বিষয়ে জানতে চাইলে আজ রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশে সরাসরি আঘাত হানবে, আমাদের বুলেটিনে ওইভাবে বলি নাই। এখনও ওইভাবে বলার সময় আসে নাই। অনেক দূরে আছে।’

যদিও ইতোমধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এর অর্থ হলো সমুদ্রবন্দর ঘূর্ণিঝড়কবলিত। সেই সঙ্গে বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি।

অন্যদিকে সকালে আবহাওয়া অধিদফতর তাদের বিশেষ বুলেটিনে জানিয়েছে, দেশের চারটি সমুদ্রবন্দরের মধ্যে ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি পটুয়াখালী জেলায় অবস্থিত পায়রা সমুদ্রবন্দরের কাছাকাছি অবস্থান করছে। তারপর ঘূর্ণিঝড়ের কাছাকাছি অবস্থান করা সমুদ্রবন্দর হচ্ছে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর। অর্থাৎ বাংলাদেশে ঘূর্ণিঝড়টি আঘাত করলে দেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চল দিয়ে প্রবেশ করার সম্ভাবনা বেশি।

আবহাওয়া অফিস বলেছে, আম্পান আজ সকাল ৬টায় (১৭ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সেই সাথে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সকালের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।