তুরস্কে ভূমিকম্পে ধসে পড়া হোটেলের নিচে পুরো ভলিবল দল

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের ফামাগুস্তা তার্কিশ মারিফ স্কুল ভলিবল দলের সদস্য (বালক ও বালিকা আলাদা দল) এবং শিক্ষকসহ সেখানে মোট ৩৯ জন ছিলেন; যারা ভূমিকম্পের সময় আদিয়ামান নগরীর ইসিয়াস হোটেলে অবস্থান করছিলেন। খবর দ্য সানের।

গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সাততলা ওই হোটেল ধসে পড়লে তাদের সবাই চাপা পড়েন। এরই মধ্যে সেখান থেকে দুই শিক্ষক এবং অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো চারজন ধ্বংসস্তূপের নিচ থেকে নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানায় বিবিসি।

গত বুধবার প্রথমে দুই শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়। তারপর এক শিক্ষার্থীর লাশ মেলে। বিবিসি তুর্কি থেকে তিনটি মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। বাকিদের সন্ধানে উদ্ধার ‍অভিযান চলছে।

আরেক নারী জানান, তার ভাতিজি ১২ বছরের নেহির তারসঙ্গে তার আদিয়ামানের বাড়িতেই থাকছিলেন। কিন্তু ভূমিকম্পের আগের রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সে হোটেলে গিয়েছিল।

বালিকাদের ভলিবল দলের সবথেকে কনিষ্ঠ সদস্য নেহির। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

বেঁচে যাওয়া একজন শিক্ষক বলেন, যখন ভূমিকম্প শুরু হয় তারা জেগেই ছিলেন। তার মেয়েও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানান তিনি।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২১ হাজার হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২১ হাজার হয়েছে, তবে জাতিসংঘ বলেছে এই বিপর্যয়ে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। খবর বিবিসি ও আল-জাজিরার।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছেন তবে ভূমিকম্পের আঘাত হানার পর ১০০ ঘণ্টা পার হয়ে যাওয়ায় মানুষের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে।

আশ্রয়, পানি ও খাবার ছাড়া হাজার হাজার বেঁচে যাওয়া মানুষের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ভূমিকম্পকে শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা ধীরে ধীরে গতি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংক তুরস্কের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে তাৎক্ষণিক অর্থসহায়তা হিসেবে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার সাহয্যের অঙ্গীকার করেছে।

অন্যদিকে, যন্ত্রপাতির অভাব, পরিবহণ সঙ্কট ও ভেঙে যাওয়া রাস্তার কারণে প্রায় এক লাখ উদ্ধারকর্মী তাদের উদ্ধার কাজ করতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দুর্যোগের পুরো চিত্র এখনও চোখে দেখা যাচ্ছে না। বিশেষ করে গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও ধারনা পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মানবিক সহায়তার প্রথম চালানটি ইদলিবের বাব আল-হাওয়া ক্রসিং দিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে। এই ক্রসিংটি দিয়ে সিরিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকায় প্রবেশ করা যায়।

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ায় মাঝারি আকারের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার পাপুয়া প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন মারা যাওয়ার পাশাপাশি ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে।

ভূমিকম্প আঘাতে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতরে আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

গত সোমবার আঘাত হানা সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। বহু লোক প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এতে শেষ পর্যন্ত নিহতের সংখ্যা অনেক বাড়তে পারে

আবারও কেঁপে উঠল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের মধ্যাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তুরস্কের গোলবাসি শহরের কাছে মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৩টা ১৩ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। নতুন এই ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ বা তার ওপরে।

তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহর গোলবাসি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, তুরস্কের গোলবাসি শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। যদিও ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের দাবি, ভূপৃষ্ঠের ২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল এবং ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক ৬।

এর আগে সোমবার সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার পক্ষ থেকে আজ মঙ্গলবার জানানো হয়, দেশটিতে নিহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে দুই হাজার ৯২১ জন। আহত ১৫ হাজার ৮৩৪ জন।

অন্যদিকে, সিরিয়ায় এখন পর্যন্ত এক হাজার ৪৪৪ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত তিন হাজার ৪১১ জন।

সে হিসেবে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩৬৫ জনে

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৩০০

আন্তর্জাতিক ডেস্ক :

দুই দফায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা জানা নেই। ইতোমধ্যে তুরস্কে এক হাজার ৪৯৮ মৃত্যুর তথ্য জানা গেছে। অন্যদিকে, সিরিয়ায় এখন পর্যন্ত ৮১০ জন নিহতের খবর এসেছে। খবর আল-জাজিরার।

সোমবার ভোর ও দুপুরে ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। রিক্টার স্কেলে এর পরিমাণ ছিল যথাক্রমে সাত দশমিক ৮ ও সাত দশমিক পাঁচ। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ওরান তাতার বলেছেন, ‘তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৯৮। ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের টিম পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে।’

ওরান তাতার আরও বলেন, ‘ভূমিকম্পে এখন পর্যন্ত আহত হয়েছেন আট হাজার ৫৩৩ জন। শুধুমাত্র দক্ষিণ-পূর্বাঞ্চলে দুই হাজার ৮৩৪টি ভবন ধ্বংস হয়ে গেছে।’

ভূমিকম্পের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, সিরিয়ার আসাদ সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে ৪৩০ জন মারা গেছেন। আহত হয়েছে এক হাজার ৩১৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলে ৩৮০ জনের মৃত্যুর খবর জানা গেছে। এক হাজারেরও বেশি আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা দ্য হোয়াইট হেলমেটস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য মতে, বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলের ১৩৩টি ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্তের শিকার ২৭২ ভবন।

ক্ষতিগ্রস্ত ভবনের শতাধিক পরিবার আটকে রয়েছে বলেও জানিয়েছে দ্য হোয়াইট হেলমেটস।

আল-জাজিরা বলছে, তুরস্কে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো—কাহরামানমারাস, গাজিয়ানতেপ, সানলিউরফা, দিয়ারবাকির, আদানা, আদিয়ামান, মালত্য, ওসমানিয়ে, হাতায় ও  কিলিস। আর সিরিয়ার আলেপ্পো, ইদলিব, হামা ও লাতাকিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক ৮। তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশটির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। পরে স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে কাহরামানমারাস প্রদেশের এলবিস্তানে সাত দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

তুরস্কে জরুরি সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ১০টি টিম পাঠিয়েছে। বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, গ্রিস ও নেদারল্যান্ডস, পোল্যান্ড ও রোমানিয়া থেকে প্রাথমিক উদ্ধারকাজে এই দলগুলোকে পাঠানো হয়। ইতালি ও হাঙ্গেরিও সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া রাশিয়া, কাতার, ইউক্রেন, ভারত, চীনও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আর ভয়াবহ ভূমিকম্পের জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগে নীরবতা পালন করা হয়।

ইইউ ১০টি উদ্ধারকারী দল পাঠাচ্ছে তুরস্কে

আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কে জরুরি পরিস্থিতি সামাল দিতে ১০টি উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের কমিশনার জোসেপ বোরে ও জেনেজ লিনার্কিক জানিয়েছেন, ‘শহর অঞ্চলে আটকে পড়াদের খোঁজ ও উদ্ধারকাজে দ্রুত যোগ দিতে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক, ফ্রান্স, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও রোমানিয়া থেকে বিশেষ দল পাঠানো হয়েছে।’

ইতালি ও হাঙ্গেরিও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

৭.৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৯১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তুরস্ক। আহতের সংখ্যাও রাষ্ট্রীয় ঘোষণা মতে, ছয় হাজার প্রায়। এরইমধ্যে তুরস্কে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর দিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা। প্রতিষ্ঠানটির জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৭.৫।

৯ ঘণ্টার ব্যবধানে তুরস্কে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :

সাত দশমিক ৮ মাত্রার রেশ না কাটতেই তুরস্কে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ। দেশটির স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ২৪ মিনিটে কাহরামানমারাস প্রদেশের এলবিস্তানে এই ভয়াবহ ভূমিকম্প হয়। খবর বিবিসির।

এর আগে সোমবার ভোরে উত্তরের শহর গাজিয়ানটেপে সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গাজিয়ানটেপ থেকে এলবিস্তানের দূরত্ব ৮০ মাইল।

এদিকে, ভূমিকেম্প তুরস্কে এ পর্যন্ত ৯১২ এর বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, প্রতিবেশী দেশ সিরিয়ায় ৪৭০ জন নিহতের তথ্য জানিয়েছে বিবিসি।

তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের মধ্যাঞ্চলে ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর রাতে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে পাচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া তুষারাবৃত এলাকায় ভবন ধসে বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। সাইপ্রাস ও লেবাননেও এই শক্তিশালী ভূকম্পন অনূভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের গাজিয়ান্তেপ শহরের বাসিন্দা এরদেম পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি আমার ৪০ বছরের জীবনে এ রকম ভয়াবহ ভূমিকম্প দেখিনি।’
এরদেম বলেন, ‘তিনটি প্রচণ্ড ঝাঁকুনিতে আমরা দোলনায় রাখা শিশুদের মতো দুলতে থাকি।’

এদিকে, তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে ভূমিকম্পে ২৮৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৪০ জন। কর্তৃপক্ষ আন্তর্জাতিক সহায়তা চেয়ে দেশে চার মাত্রার সতর্কতা জারি করেছে। উদ্ধারকর্মী ও সরবরাহ বিমান পাঠানো হচ্ছে উপদ্রুত এলাকায়।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে দেশটির হামা, আলেপ্পো ও লাতাকিয়া প্রদেশে নিহতের সংখ্যা ২৩৪ ছাড়িয়েছে আর আহত হয়েছে অনেক লোক।এসব এলাকায় অসংখ্য ভবন ভেঙে পড়েছে।

তুরস্ক সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরের সালকিন শহর থেকে হোয়াইট হেলমেট উদ্ধার সংস্থার একজন সদস্য জানান, শহরের পরিস্থিতি খুবই ভয়াবহ, সেখানে ১০টিরও বেশি ভবন ভেঙে পড়েছে। বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার এই এলাকার বেশিরভাগ ঘরবাড়ি ১২ বছরের গৃহযুদ্ধে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ভূমিকম্পের সময় সিরিয়ার রাজধানী দামেস্ক, লেবাননের রাজধানী বৈরুতও কেঁপে ওঠে। এ সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক টুইট বার্তায় জানান তার দেশ বিষয়টি নিয়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

হজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : 

বাংলাদেশ থেকে এ বছর পবিত্র হজ পালনে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার)। এ কার্যক্রম শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক ৪২ হাজার ২৯৩ পর্যন্ত এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক ৭ লাখ ৮ হাজার ৩৬৪ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নিবন্ধনের পর হজে যেতে না পারলে ইতোমধ্যে ব্যয় হওয়া অর্থ ছাড়া বাকি অর্থ ফেরত পাবেন। হজের খরচ বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। কোন অর্থ উদ্বৃত্ত থাকলে তা হজযাত্রীকে ফেরত দেওয়া হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ভিসার জন্য নিবন্ধনের ৩ দিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে ঢাকার আশকোনার হজ অফিসে জমা দিতে হবে।

হজ ফ্লাইট ঢাকা-জেদ্দা, ঢাকা-মদিনা, জেদ্দা-ঢাকা ও মদিনা-ঢাকা রুটের জন্য নির্ধারিত ফ্লাইটে হজে গমন ও প্রত্যাগমন করতে হবে। তবে চট্টগ্রাম ও সিলেট হতেও গমনাগমন করা যাবে। শূন্য কোটা পূরণের জন্য প্রাক-নিবন্ধিতদের মধ্য হতে প্রাক-নিবন্ধনের ক্রমানুসারে নিবন্ধনের আহ্বান করা হবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ৩০ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা প্রসেস ফি কর্তনের পর অবশিষ্ট ২৯ হাজার টাকা সমন্বয় করে হজযাত্রীকে অবশিষ্ট ৬ লাখ ৫৪ হাজার ১৫ টাকা সোনালী ব্যাংক লিমিটেডর মতিঝিলে স্থানীয় কার্যালয় শাখায় হিসাব নং- 00026330000 (Sale Proceeds of Hajj Deposit) এ নিবন্ধন ভাউচারের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিয়ে হজযাত্রী নিবন্ধন সনদ গ্রহণ করবেন।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ এর বিধি ১১ (২) অনুযায়ী এজেন্সিকে হজযাত্রীর সাথে চুক্তি সম্পাদন এবং ব্যাংকের মাধ্যমে সব লেনদেন করতে হবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ৩০ হাজার ৭৫২ টাকা থেকে মোট ৪ হাজার ৭৫০ টাকা কর্তনের পর অবশিষ্ট ২৬ হাজার ২ টাকা সমন্বয়যোগ্য। জেদ্দা-মক্কা-মদিনা ও মাশায়ের আল-হারামের পরিবহণ ফি ৩৫ হাজার ১৬২ টাকা এবং বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকাসহ মোট ২ লাখ ৩২ হাজার ৯৫৯ টাকা। এর মধ্যে সমন্বয়যোগ্য ২৬ হাজার ২ টাকা বাদে অবশিষ্ট ২ লাখ ৬ হাজার ৯৫৮ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে আগামী ২৮ মার্চের মধ্যে জমা দিতে হবে।

হজের ৫ দিন মিনা-আরাফাহ ও মুজদালিফায় মোয়াল্লেমের দেওয়া সেবার ভিত্তিতে চার ক্যাটাগরির তাবু থাকবে (ক্যাটাগরি এ, বি, সি ও ডি)। এজেন্সি যে ক্যাটাগরির তাবু গ্রহণ করবে অর্থাৎ ডি-ক্যাটাগরির জন্য ১ লাখ ৩৬ হাজার ১৩০ টাকা, সি-ক্যাটাগরির জন্য ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা, বি-ক্যাটাগরির জন্য ২ রাখ ২৪ হাজার ৬২১ টাকা এবং এ-ক্যাটাগরির জন্য ২ লাখ ৯০ হাজার ৯৩০ টাকা সার্ভিস চার্জ হজযাত্রীর কাছ থেকে আদায় করতে পারবে।

হজযাত্রীর কাছ থেকে প্যাকেজে ঘোষিত অর্থ প্রাপ্তির পরে সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রীকে পিলগ্রিম আইডি (পিআইডি) প্রদান করবেন। হজ এজেন্সির কমপক্ষে ৯৭ জন নিবন্ধিত হজযাত্রী না থাকলে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুসারে লিড এজেন্সি নির্ধারণ করতে হবে। এরপর সমঝোতাকারী এজেন্সিকে নিবন্ধিত হজযাত্রীদের অনলাইনে লিড এজেন্সির অনুকূলে স্থানান্তরসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। স্থানান্তরিত হজযাত্রীদের সব দায়-দায়িত্ব লিড এজেন্সি (নিবন্ধনকারী) গ্রহণ করবে। মোনাজ্জেম লিড এজেন্সি হতে নিয়োগ হবে।

হজযাত্রী হজে যাওয়ার সময় কোন পচনশীল খাদ্যদ্রব্য, তামাক পান-সুপারি/জর্দা অর্থাৎ নেশাজাতীয় দ্রব্য বহন করতে পারবেন না। নিয়মিত সেবন করতে হয় এমন ওষুধ ও চিকিৎসা সামগ্রী (ব্লাড সুগার টেস্টের স্ট্রিপ, নিডিল, ইনসুলিন, ডায়াবেটিস ও উচ্চ এরূপ ওষুধ ও রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ) অবশ্যই (কমপক্ষে ৪৫ দিনের জন্য) সঙ্গে নিতে হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সামগ্রী বহন করতে হবে।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল  (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল  (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম আজ রোববার (৫ ফেব্রুয়ারি) পারভেজ মোশাররফের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। খবর রয়টার্সের।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পারভেজ মোশাররফ গত কয়েক সপ্তাহ আরব আমিরাতের ‘আমেরিকান হাসপাতালে’ ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। রোববার সেখানেই তাঁর মৃত্যু হয়।

পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন।