গৌরনদীতে ২০ কেজি কারেন্ট জালসহ এক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল র‌্যাব-০৮এর একটি টীম গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে গৌরনদী উপজেলার সরিকল এলাকা থেকে ২০ কেজী ২০০ গ্রাম কারেন্ট জালসহ বি.এম গিয়াস উদ্দিন (৬১) নামের এক কারেন্ট জাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই অমিতাভ বিশ্বাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে বরিশাল র‌্যাব-০৮এর ডিএডি মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি টীম মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার সরিকল গ্রামের কারেন্ট জাল ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিন এর বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা তার পাঁকা বাসভবনের দোতলার একটি কক্ষ থেকে ২০ কেজী ২০০ গ্রাম কারেন্ট জাল জব্দ করে এবং কারেন্টজাল রাখা ও বিক্রির অভিযোগে ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিন গ্রেফতার করে। পরে র‌্যাব সদস্যরা ওইদিন রাত সাড়ে ১১টার দিকে তাকে গৌরনদী মডেল থানায় সোপর্দ করে। গ্রেফতার হওয়া কারেন্ট জাল ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিন উপজেলার সরিকল গ্রামের মৃত আরোব আলী বেপারীর ছেলে।
কারেন্ট জালসহ র‌্যাবের হাতে ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় র‌্যাব-০৮এর ডিএডি মোঃ নুরুল ইসলাম বাদি হয়ে কারেন্ট জাল ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিনকে আসামী করে তার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তভার দেয়া হয়েছে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অমিতাভ বিশ্বাসকে। তিনি আরো জানান, গ্রেফতার হওয়া কারেন্ট জাল ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিনকে গতকাল বুধবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজাপুরে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, আ.লীগ নেতা গ্রেফতার

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভুক্তভোগী গৃহবধূ রাজাপুর থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সিদ্দিককে রাতেই গ্রেফতার করে। অভিযুক্ত সিদ্দিক শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে। অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদরাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ভুক্তভোগী ওই নারী। এ সময় অভিযুক্ত সিদ্দিক তাকে কাজ শেষে কথা শুনতে বলেন। সিদ্দিকের স্ত্রী তার সাথে কথা বলবেন বলে কৌশলে নিজের বাড়িতে ওই নারীকে নিয়ে যায় সিদ্দিক। এ সময় ওই ঘরে কেউ ছিল না। পরে ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করেন সিদ্দিক। এ সময় পানি খাওয়ার কথা বলে কৌশলে সিদ্দিকের ঘর থেকে বেরিয়ে আসেন ওই নারী। পরে ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা এই ঘটনার বিচার করতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরুপায় হয়ে ওই নারী রাতে থানায় এসে মামলা করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

রাজাপুরে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি, টাকা ও সোনার গহনা লুট

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ পূর্ব পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম খন্দকারের বাড়িতে মঙ্গলবার দিবাগত গভীর রাত ১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। শিক্ষক ফরিদুল ইসলাম খন্দকারের ছেলে সবুজ খন্দকার জানান, ১০/১২ জনের মুখোশধারী ডাকাত দল ঘরের পেছনের জানালার গ্রীল কেটে প্রবেশ করে ঘরে তার পিতা ফরিদুল ইসলাম খন্দকার ও তার মা শাহিনা বেগম এবং সবুজ খন্দকারের ছেলে অন্তুকে অস্ত্রের মুকে জিম্মি করে বেধে ৯৭ হাজার টাকা ও ১০/১২ ভরি সোনার অলঙ্কারসহ মালামাল লুটে নেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

মহান শিক্ষা দিবস উপলক্ষে অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

আজ ১৫ সেপ্টেম্বর, ২০২১ সোমবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসকে সামনে রেখে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী,বরিশাল মহানগর ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,বরিশাল সরকারি মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম, ১৭ নং ওয়ার্ডের আহবায়ক লামিয়া সাইমুন, ৯ নং ওয়ার্ডের সভাপতি শ্রাবন্তি দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ৬২’তে স্বৈরাচারী আইয়ুব সরকারের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে তখনকার ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছিল। আর এখন এই স্বৈরাচারী সরকারের চরম নির্যাতনে বিপর্যস্ত হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। করোনাকালে সরকার প্রায় দেড় লক্ষ কোটি টাকা প্রণোদনা প্রকল্প হাতে নিলেও শিক্ষার্থীদের জন্য ছিল না কোনো রকম বরাদ্দ। করোনার অজুহাত দিয়ে সরকার গত দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। হাট-বাজার, অফিস-আদালত, ব্যাংক, পরিবহন, শপিং মল, শিল্প কারখানা সকল প্রতিষ্ঠান খুলে দিলেও এক নাগাড়ে নজিরবিহীনভাবে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। আবার দেখা যাচ্ছে এখানে এসাইনমেন্ট, ফর্ম পূরণের ভাঁওতাবাজি দিয়ে নামে বেনামে শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
 বক্তারা অবিলম্বে করোনাকালের বন্ধকালীন বেতন-ফি মওকুফ,শিক্ষার্থীদের টিকাদান ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। অন্যথায় শিক্ষানিয়ে এই বাণিজ্যিক নীতির বিরুদ্ধে ৬২’তে যেমন শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল তেমন আজও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই শিক্ষা দিবসের চেতনাকে ধারণ করে  সামনে থেকে প্রতিবাদ গড়ে তুলবে।