কলাপাড়ায় তরমুজের বাম্পার ফলন

আগাম তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে। চড়া দামে বিক্রি করতে পারায় বেশ ফুরফুরা মেজাজে রয়েছেন কৃষকরা। ইতোমধ্যে ক্ষেত থেকে তরমুজ তুলে পাইকারী ও খুচরা বিক্রি শুরু করেছেন তারা। মহিপুর, কলাপাড়া, কুয়াকাটাসহ স্থানীয় বাজারে যাচ্ছে এসব রসালো তরমুজ। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসা শুরু করেছে এলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়ার এলাকায় বিশাল এলাকা জুড়ে তরমুজের ক্ষেত। কেউ তরমুজ কাটছে, কেউ বা আবার ড্রামে করে তরমুজ স্তুপ করে রাখছে। এরপর পাইকাররা দেশের বিভিন্নপ্রান্তে নিয়ে যাচ্ছে এসব তরমুজ।

নয়াপাড়ার চাষি মো. মনির হাওলাদার বলেন, প্রায় ৪ মাস আগে ১৫ একর জমিতে তরমুজ চাষ শুরু করি। কঠোর পরিশ্রম করার পরে ক্ষেতে বাম্পার পলন হয়েছে। তিনি আরও বলেন, নিয়মিত সার দেওয়া, নিড়নী দিয়ে ক্ষেত পরিষ্কার করার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আমার পুরো ক্ষেতের তরমুজ ১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।

তুলাতলী গ্রামের আরেক চাষি মো. রাজ্জাক মুসল্লী বলেন, গত বছর করোনায় আমার অনেক টাকা ক্ষতি হয়েছে। এবারে অগ্রিম তরমুজ বিক্রি করতে পেরে ক্ষতি পুষিয়ে আও ৩ লাখ টাকা লাভ হয়েছে। চাষিরা জানান, প্রতি হেক্টর (২ দশমিক ৫ একর) জমিতে তরমুজ চাষে খরচ পড়ে প্রায় ২ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টর থেকে ১.৫ লাখ টাকা লাভ হয়।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মন্নান বলেন, লতাচাপলি, মহিপুর, নীলগঞ্জ ইউনিয়নসহ এ উপজেলায় ৩ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে। আমরা সার্বক্ষণিক চাষিদের পরামর্শ দিয়ে থাকি। এবারে বাম্পার ফলন তার উদাহরণ।

বরিশালে জাতীয় ভোটার দিবস উদযাপন

‘বয়স যদি আঠারো হয় – ভোটার হতে দেরি নয়’ এই স্লোগানে বরিশালে আলোচনা সভার ও নতুন ভোটারদের মধ্যে স্মাট কার্ড বিতরবণের মধ্য দিয়ে জাতীয় ভোট দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) সকাল ১০ টায় আঞ্চলিক, জেলা ও উপজেল নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় নির্বাচন দিবস উপলক্ষে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বরিশালের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম।
পরে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ ও জালাল উদ্দিনসহ অন্যরা।

সভা শেষে ৬০ জন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয় এবং ৫০ জন নতুন ভোটারের নাম নিবন্ধন করা হয়েছে।

হাসপাতালে সাবেক মেয়র কামাল

শামীম আহমেদ ॥ দুনীতির মামলায় দন্ডপ্রাপ্ত হওয়া বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র কেন্দ্রীয় বিএনপি মৎস্য বিষয়ক সম্পাতক আহসান হাবিব কামাল বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার তিনি অসুস্থ্য হলে তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন হাসপাতালের বহিঃবিভাগের আবাসিক মেডিকেল অফিসার (আরপি-মেডিসিন) ডাঃ মানবেন্দ্র সরকার।

এরআগে বেশ কয়েকদিন ধরে তিনি কিছুটা অসুস্থ থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারে প্রবেশের আগ থেকেই বহু রোগে আক্রান্ত রয়েছেন সাবেক এই মেয়র।

ডাঃ মানবেন্দ্র সরকার বলেন, তিনি আহসান হাবিব কামালকে দেখে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাসহ বেশকিছু পরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর তার শারিরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত যানাযাবে বলে তিনি মন্তব্য করেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য মঙ্গলবার (০২ মার্চ) সকালে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় গত বছরের ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদ- দেয় বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমান করে।

বর্তমানে আহসান হাবীব কামাল সশ্রম সাজাপ্রাপ্ত দন্ডিত হওয়ার কারনে সেখানে তার ফুল বাগানের মালির দায়ীত্ব পালন করতে হচ্ছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শিক্ষাবিদ মোঃ হানিফ স্যারের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ ও বরিশাল সরকারি বি.এম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃহানিফ এর কফিনে শ্রদ্ধা জ্ঞাপন জানান দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল-জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার

উজিরপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন হায়দার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল তৈরী করেছেন। তিনি আরো বলেন, সকলের সমন্বিত সহযোগিতায় উন্নতশীল বাংলাদেশ গঠনে উজিরপুর অগ্রণী ভূমিকা পালন করবে।

২ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহকারী পুলিশ সুপার(উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমতউল্লাহ, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্র্তী,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার,

ওসি জিয়াউল আহসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন প্রমূখ। নবাগত জেলা প্রশাসকের আগমনকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। ফুলে ফুলে শোভিত করা হয় তাকে।

এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, গ্রাম পুলিশ সমিতি, ইউনিয়ন চেয়ারম্যান, প্রেসক্লাব, বামরাইল ইউনিয়ন পরিষদ, পৌর কাউন্সিলরদের পক্ষ থেকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত হতদরিদ্রদের ঘর ও তারাবাড়ির উগ্র তারা মন্দির পরিদর্শন করেন।

গলাচিপায় জাতীয় ভোটার দিবস পালিত

“বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপাতেও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২ মার্চ) বিকাল ৫টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন,

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আ. মন্নান, নির্বাচন অফিসের অফিস সহকারী মো. আবু জাফর, অফিস সহায়ক মো. আব্দুস ছোবাহান ও ডাটা এন্ট্রি অপারেটর মো. আরিফুল হক।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কর্মকর্তা নির্বাচন অফিসের সকল কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসির প্রতিনিধি দল

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. নাছিমা রহমান।

আজ মঙ্গলবার সকালে প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. নাছিমা রহমান বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসলে তাদের স্বাগত জানান উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. নাছিমা রহমানকে নিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন তার লিখিত “অদম্য বাংলাদেশ” শিরোনামের একটি বই উপাচার্যকে উপহার দেন। উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার জন্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং তার সফর সঙ্গীকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি

ভোলায় অভিযানের প্রথমে দিনে ২২ জেলের জেল, সাড়ে ১৫ হাজার মিটার জাল জব্দ

ভোলায় দুই মাসের ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ অভিযানের প্রথম দিনে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২২ জেলেকে আটক করেছে মোবাইল কোর্ট।

অভিযানে ১ হাজার ২৮৫ কেজি জাটকা ইলিশ, ২২ জন জেলে, ২০টি বেহুন্দি জাল, ১৫ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল, ২ টি মশারি জাল, ১টি চরঘেরা জাল আটক করা হয়।

নৌ-পুলিশ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত-৩

বরিশাল নগরীতে মোটর সাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

সোমবার রাত সোয়া ১০ টার দিকে বিএমপি উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে বরিশাল কমার্শিয়াল কলেজের সামনে দিয়ে যাচ্ছিল।

হঠাৎ করেই সড়কের পাশ দিয়ে যাওয়া একটি ভ্যানগাড়িতে ধাক্কা দিলে ভ্যান চালক ও মোটর সাইকেলের আরোহী দুই যুবক সড়কে ছিটকে পড়ে।

এতে ওই দুই যুবক মারাত্মক আহত হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এছাড়া ভ্যান চালক পলিটেকনিক এলাকার জনৈক বাসিন্দা (৫০) আহত হয়। স্থানীয়রা এবং সিটিএসবি’র এএসআই মাসুম তাৎক্ষণিক আহতদের দ্রুত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।

সিটিএসবি’র এএসআই মাসুম জানান, সংগীয় মোটরসাইকেল দুটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যাওয়ায় আহতদের কারো পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক, ব্যবহারিক ও মাস্টার্সসহ চলমান সকল পরিক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে সকল পরীক্ষা নেয়ার দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোববার (১ মার্চ) ভোলা প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান। সমাবেশে আইন বিভাগের এর শিক্ষার্থী মো. ইয়ামিন হাওলাদার, ভোলা সরকারি কলেজ অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী এইচ এ সরিফ, ইউছুপ (তূনির),ইকবাল হাসান রাফি, ইয়াছিন, আরাফাত,আছমাউল হুসনা হ্যাপি, আজিজ রায়হান সহ বিভিন্ন কলেজ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার জোর দাবি জানান। তারা বলেন, ‘চলমান পরীক্ষাগুলো ঠিকঠাকই চলছিল। হুট করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দিয়ে আমাদের সেশনজটে ফেলা কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব কোনও সিদ্ধান্ত নয়।’ আমাদের স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল। আমাদের অনেক শিক্ষার্থী পরীক্ষার জন্য মেসে উঠেছে। পরীক্ষা স্থগিত হওয়ায় তারা বিপাকে আছেন। মানববন্ধনে বলা হয় ২০২০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়োর ৩ থেকে ৪টি পরীক্ষা বাকি ছিল। আর স্নাতকোত্তর পর্বের পরীক্ষা ২০১৯ সালে নেওয়ার কথা ছিল। করোনার কারণে তা বন্ধ হয়। পরে আবার এ বছরের শুরুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষা ঠিকভাবে চলছিল। এর মধ্যে পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছে।