বরিশালে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগান নিয়ে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সহ অন্যান্যরা।

পরে পুলিশ লাইনসের ড্রিল সেড মিলনায়তন এ উপলক্ষ্যে এক আলোচনা সভা এবং সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
অনুষ্ঠানে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কর্তব্যরত অবস্থায় বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় মৃতবরণকারী ৩৭ জন পুলিশ সদস্য পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন অতিথিরা।

বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বরিশালে ইলিশ শিকার রোধে অভিযান, প্রথম দিনে আটক ৭

দেশের অন্যান্য স্থানের মতো ব‌রিশা‌লেও ইলি‌শের অভয়াশ্রমে মাছ শিকার রোধে অভিযান শুরু করেছে মৎস‌্য অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বা‌হিনী। গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ব‌রিশা‌লে ৭ জন‌কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বা‌হিনী।

জেলা মৎস‌্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সরকারের নি‌র্দেশনা অনুসা‌রে দে‌শের ৬‌টি অভয়াশ্রমের ৫‌টি‌তে মৎস‌্য সম্পদ রক্ষায় পহেলা মার্চ থেকে ২ মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। ব‌রিশা‌লের মেঘনা, কালাবদর ও গজা‌রিয়া নদীর ৮২ কি‌লো‌মিটার এলাকায় অভয়াশ্রম রয়েছে। এছাড়া ৬ জেলা ভোলা, ব‌রিশাল, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার বি‌ভিন্ন নদীর ৪৩২ কি‌লো‌মিটার এলাকায় মোট ৬‌টি অভয়াশ্রমের ম‌ধ্যে ৫টিতে পহেলা মার্চ থেকে ২ মাস ইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরা রোধে অভিযান চলবে বলে তিনি জানান।
নিষেধাজ্ঞা শুরুর পর রবিবার মধ‌্যরাতে ব‌রিশাল নগরীর রূপাতলী দপদ‌পিয়া এলাকা থে‌কে জাঁটকা প‌রিবহন ধরার অপরা‌ধে ৩ জন‌কে গ্রেফতার করে নৌ পু‌লিশ। এই ৩ জ‌নের ম‌ধ্যে ২ জন‌কে ২০ দি‌ন করে কারাদণ্ড এবং একজন‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করে ভ্রাম‌্যমাণ আদাল‌ত। অপরদিকে, সোমবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে মেহে‌ন্দিগঞ্জ উপ‌জেলার বাগরজা নদী থে‌কে অভয়াশ্রমে মাছ ধরার অপরা‌ধে ৪ জন‌কে গ্রেফতার ক‌রে কোস্টগার্ড। এ সময় প্রচুর প‌রিমা‌ন অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তারা।

ইলিশ সম্পদ রক্ষায় এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

বরিশালে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা

‘মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ শ্লোগান দিয়ে বরিশালে জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশনের সহকারী মহা-ব্যবস্থাপক মো. মাসুদ মিয়ার এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. এর ঊর্ধ্বতন মহা-ব্যবস্থাপক সোয়েব আহম্মেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভার শেষ পর্যায়ে বীমা দিবস উপলক্ষে বরিশাল জেলায় কলেজ পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শুরু হলো অগ্নিঝরা মার্চ

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। বাংলার আন্দোলন সংগ্রামের ঘটনাবহুল ও বেদনাবিধুর স্মৃতি বিজড়িত ১৯৭১-এর এই মার্চ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্বে এসে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল একাত্তরের ১ মার্চ থেকেই।

বছর ঘুরে এক অন্যরকম পরিবেশে এবার বাঙালির জীবনে এসেছে মার্চ। এবারের মার্চটি ভিন্ন আঙ্গিকে পালিত হবে। এবার দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সরকারিভাবে মার্চসহ গোটা বছরই নানা কর্মসূচির মাধ্যমে জাঁকজমকভাবে উদযাপন করা হবে।

বিভিন্ন রাজনৈতিক দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো ভিন্ন কর্মসূচি পালন করবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব শেষ হবে বিজয় দিবস ১৬ ডিসেম্বর। একই দিনে শেষ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত মুজিববর্ষের অনুষ্ঠানও।

১৯৭১ সালের ১ মার্চ, সারা দেশই তখন অগ্নিগর্ভ। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে ৩ মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। তিনি বলেন, পাকিস্তানের একটি প্রধান দল পিপলস পার্টি এবং অন্য কয়েকটি দল ৩ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান না করার ইচ্ছা প্রকাশ করায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বেতারে এ ঘোষণা প্রচারের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে।

এ সময় তৎকালীন ঢাকা স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়াম) পাকিস্তান বনাম বিশ্ব একাদশের ক্রিকেট খেলা চলছিল। ইয়াহিয়া খানের ওই ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শক খেলা ছেড়ে বেরিয়ে আসে। ততক্ষণে হাজারো মানুষ পল্টন-গুলিস্তানে বিক্ষোভ শুরু করে দিয়েছে। সেই আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়।

সেদিন মতিঝিল-দিলকুশা এলাকার পূর্বাণী হোটেলে আওয়ামী লীগের সংসদীয় দলের পূর্বনির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল। ক্ষুব্ধ ছাত্ররা সেখানে গিয়ে প্রথমবারের মতো স্লোগান দেয়, ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’। ছাত্ররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কর্মসূচি ঘোষণার দাবি জানায়। বিক্ষোভ-স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকাসহ গোটা দেশ।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে পূর্বাণী হোটেলেই বঙ্গবন্ধু আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাইরে চলছে বিক্ষুব্ধ বাঙালির কঠোর কর্মসূচির দাবিতে মুহুর্মুহু স্লোগান। বৈঠক শেষে বঙ্গবন্ধু ২ ও ৩ মার্চ তৎকালীন পাকিস্তানে সর্বাত্মক হরতালের ডাক এবং ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসভার ঘোষণা দেন।

সেই শুরু। এরপর ১ মার্চ পেরিয়ে ২ মার্চ। একে একে পার হয় ঝঞ্ঝাবিক্ষুব্ধ ২৫টি দিন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায়, শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই পথ ধরে বাঙালি দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনেন একটি স্বাধীন দেশ—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

বরিশালে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শিশুর প্রারম্ভিক শৈশব, বিকাশ ও যত্ন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

মোঃ শাহাজাদা হিরা
গর্ভ থেকে পাঁচ বুদ্ধি বলে বাঁচতে আমায় যত্ন করো আজ এই স্লোগান নিয়ে আজ ২৮ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫ টায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে বিভাগীয় কমিশনার বরিশাল এর কার্যালয় এবং ইউনিসেফ বরিশাল এর সহযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে শিশুর প্রারম্ভিক শৈশব, বিকাশ ও যত্ন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাহবুবা হোসেন, ইউনিসেফ চীফ বরিশাল এএইচ তৌফিক আহমেদসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা শিশুর প্রারম্ভিক শৈশব, বিকাশ ও যত্ন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

মাদারীপুর পৌরসভা নির্বাচনে আ‘লীগ প্রার্থী মো. খালিদ হোসেন ইয়াদ ৩ বারের মত মেয়র পদে নির্বাচিত

মুমতাজুল কবীর, মাদারীপুর
মাদারীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২২ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো: জাহান্দার আলী মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৫৬ ভোট।
পঞ্চম ধাপে মাদারীপুর (সদর) পৌরসভা ও শিবচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের উপস্থিতি ছিলো সন্তোষজনক। নারী ভোটারের অংশ গ্রহণ ছিলো চোখে পড়ার মতো। এবার প্রথম পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতি ভোট গ্রহণ হয়েছে। এতে ইভিএম পদ্ধতির প্রতি আস্থা ফিরেছে সাধারণ ভোটারদের। সিংহভাগ ভোটার ইভিএম পদ্ধতিকে সহজ ও শতভাগ স্বচ্ছতার সাথে ভোট প্রদান করা সম্ভব হয়েছে বলে জানান। পৌর নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। সকাল থেকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছেন। উল্লেখ্য, শিবচর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান রাত পৌনে আটটার দিকে মাদারীপুর সরকারি কলেজ মিলনায়তনে বসে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খালিদ হোসেন ইয়াদকে বেসরকারীভবে নির্বাচিত ঘোষণা করেন।