কলাপাড়ায় স্বাস্থ্যসেবা বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের পক্ষ থেকে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউকে এইডের অর্থায়নে, কনসার্নওয়ার্ল্ড ওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পার্টনারস ইনহেলথ এন্ড ডেভেলপমেন্ট (চঐউ)-এর ব্যবস্থাপনায় ২৪ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা প্রশাসন দরবার হলে এ অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক। সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেসি সম্বন্বয়কারী ইএইচডি প্রকল্প’র আব্দুল মান্নান, বিভাগীয় সম্বন্বয়কারী মোমেন খান, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ-বরিশাল মোঃ শহিদুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এছাড়া কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, স্বাস্থ্য সমন্বয়কারী-নূর মোহাম্মদ ইএইচডি প্রকল্প-কলাপাড়া, আরাএইচেস্টেপ প্রতিনিধি ডাঃ রেজওনা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আবু হাসনাত মোঃ শহিদুল হক ইএইচডি প্রকল্পের জন্য শুভ কামনা এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি করোনাকালিন সময়ে ইএইচডি প্রক্লপের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন।

বরিশাল হোক সকল অসামাজিক কার্যকলাপ ও মাদক মুক্ত শহর-বিএমপি কমিশনার

বরিশাল মেট্টোপলিটন পুলিশের ক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ২৪ সেপ্টেম্বর বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনারের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
অপরাধ পর্যালোচনা সভার একপর্যায়ে তিনি বলেন, বরিশালের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমরা যে জিরো ট্রলারেন্স নীতি নিয়ে কাজ করছি তা ধরে রাখতে হবে, পুরোনো ইতিহাস ভুলে যেতে হবে।মাদক নির্মূল করা পুলিশের কাজ, কোন পুলিশের বিরুদ্ধে মাদক সেবন বা মাদক ব্যবসায় জড়িত থাকার প্রমান পেলে তাকে পুলিশের চাকুরি করতে দেয়া হবে না ।

সেবা প্রদানে আরও দক্ষতা, পারদর্শিতা বাড়াতে হবে । সাজা ও ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে, মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাষ্ট্রের কর্মচারী হিসেবে সকলের আন্তরিক অংশগ্রহণে একটি নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ আকরামুল হাসানের সঞ্চালনা করেন।
এ-সময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্,

উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম,

উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ও উক্ত সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর থেকে আসা প্রতিনিধিবৃন্দ।

ববি শিক্ষার্থীর উপর হামলার বিচার দাবিতে বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমির হামজা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ‌আখতারুজ্জামান সিয়াম,‌ আল আমিন হোসেন, ‌রাজু গাজী,‌ আলমগীর হোসেন,‌ আলিসা মুনতাজ, সুজয় শুভ,‌ খাজা আহমেদসহ প্রমুখ। এসময় তাঁরা আমির হামজা ও তাঁর পরিবারের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, যশোরের পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে শাস্তি নিশ্চিত কর‍তে হবে। আমির হামজার পরিবারের প্রত্যেক আহত সদস্যদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিচার কার্যক্রম শুরু না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মাদক ব্যবসার বিরোধিতা করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আমির হামজা ও তার পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা করা হয়।

এতে তার পরিবারের প্রত্যেক সদস্য শারীরিকভাবে আহত হয় এবং উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে এই ঘটনার দাবিতে মামলা করা হলেও দৃশ্যত আইনি কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো মামলা প্রত্যাহার না করায় অভিযুক্তরা পুনরায় তার ভাইয়ের উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়।

বরিশালের মানুষ মাটির মানুষ, বরিশালের এসে আমি গর্বিত-বিভাগীয় কমিশনার

বরিশালের মানুষ মাটির মানুষ। আমি পটুয়াখালীতে চাকুরী করেছি। বরিশালে বদলি হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। কারন বরিশালের মানুষ মাটির মানুষ।

 

তাদের আন্তরিকতা ও সহমর্মিতা আমার হৃদয়কে নাড়া দিয়েছে। আমি যত দিন এখানে থাকবো আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

 

 

তিনি সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক একটি সম্মানজনক পেশা, এ পেশার মান বৃদ্ধিতে তিনি তার প্রচেষ্টা অব্যহত রাখবেন বলে দৃঢ়তা প্রকাশ করেন।

 

সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা তিনি মনোযোগ সহকারে শুনেন এবং উত্তোরনের দিকনির্দেশনা প্রদান করেন। হৃদ্রতাপূর্ণ পরিবেশে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বিভিন্ন প্রসঙ্গে কথা বলে সাংবাদিকদের উজ্জিবিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুর রাজ্জাক, সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন,

 

সিনিয়র সহ সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সহ-সভাপতি অ্যাড. এস এম রফিকুল ইসলাম, সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ,

 

সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি শারমিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম, সহ-সাধারন সম্পাদক কে এম তারেকুল আলম অপু,

 

সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক আবরার হাসনাইন,

 

সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক নাছির আহম্মেদ রনি, নির্বাহী সদস্য কাজী আল মামুন, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, সদস্য ডাঃ মোঃ নজরুল ইসলাম, সদস্য তাওহিদুল ইসলাম জামাল,

 

 

উপদেষ্টা ডাঃ এস এম জাকির হোসেন, উপদেষ্টা অর্পণা খান। আলোচনা সভার শুরুতে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুর রাজ্জাক ফুল দিয়ে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দকে স্বাগত জানান। পরে সম্পাদক পরিষদ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে এক বর্ণাঢ্য ফটো সেশনে অংশ নেন।