বরিশালে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা পৌঁনে ১২টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে বরিশালে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান ও সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন পাওয়া যাবে। পাশাপাশি বিআরটিএ’র অন্যান্য কার্যক্রম এই সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন উপ-পরিচালক মো. জিয়াউর রহমান।

রবিবার সকাল থেকে শুরু হওয়া বিশেষ সেবা সপ্তাহ আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বরিশালে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী হাসান সরদারকে (৪০) গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান ও মিনাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর চাঁদশী গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা মোঃ জলিল সরদারের পুত্র হাসান সরদারের ঘরে তল্লাশী চালিয়ে ৭০গ্রাম গাঁজাসহ হাসান সরদারকে গ্রেফতার করে।

এ ঘটনায় এসআই মিনাজ উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

রোববার দুপুরে গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

রাজাপুরে মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠির রাজাপুরে চলতি অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি প্রতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

অনলাইনের মাধ্যমে পোনা মাছ অবমুক্ত করণ উদ্বোধন করেন ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনের সাংসদ আলহাজ¦ বজলুল হক হারুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ইউএনও সোহাগ হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, সাবেক সহকারী কমিশনার (ভূমি) ইমরান শাহরিয়ার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন প্রমুখ।

হিজলায় এমপি পংকজ নাথের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সাংসদ পংকজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর বাদ আসর গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর কার্যালয় অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রজন্ম লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন সরদার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুন্সী মোহাম্মদ ইসহাক আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোসাম্মৎ অফেনুর বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ঢালী,গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ওয়াহিদ,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন সরদার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কাদের সরদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন সরদার, যুবলীগ নেতা কাজী সুফিয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী কাসেম বিন টেনু, মোঃ হুমায়ুন নদী গুয়াবাড়িয়া ইউনিয়ন পূর্ব ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল সাদ্দাম, সাধারণ সম্পাদক কাজী হানিফ, গুয়াবাড়িয়া ইউনিয়ন পশ্চিম এর মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হামিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন পত্তনী ভাঙ্গা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমিন।