সৈকতে ভেসে এলো বিপন্নপ্রায় প্রজাতির ডলফিন ইরাবতী

পৃথিবীজুড়ে বিপন্নপ্রায় প্রজাতির ডলফিন ইরাবতী। দেশের উপকূলীয় সমুদ্রসীমার নোনা পানিতে এদের আবাসস্থল ও বিচরণ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাহাজমারা সমুদ্র সৈকতের তীরের বালুচরে ভেসে এসেছে এমন প্রজাতির একটি ডলফিন।

শুক্রবার দেখা গেছে. জাহাজমারা সৈকতের বালুচরের সৈকতে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন পড়ে আছে।

স্থানীয় জেলেরা বলছেন, বৃহস্পতিবার বিকেলে জোয়ারে ভেসে এসে বালুচরে আটকা পড়েছে মৃত ডলফিনটি।

জেলেদের জালে আটকা পড়ে তিন থেকে চার দিন আগে ডলফিনটি মারা যেতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

জাহাজমারা সংলগ্ন ভূইয়াকান্দা গ্রামের বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে এটা (ডলফিন) জাহাজমারা পড়ে থাকতে দেখেছি। রাতে শিয়াল-কুকুরে হানাও দিয়েছে মনে হয়।

বিশেষজ্ঞদের মতে, ডলফিনের সব প্রজাতির মধ্যে ইরাবতী গুরুত্বপূর্ণ। প্রজাতিগতভাবে স্তন্যপায়ী হলেও এই প্রজাতির ডলফিনের সাথে মানুষের মিল খুঁজে পাওয়া যায়। এরা নদ-নদী ও সাগরে দল বেঁধে বিচরণ করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখবো।

আমিনুল ইসলাম জাকিরের ৯ম মৃত্যুবার্ষিকীতে বানারীপাড়া ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক।। আজ ১৮ই সেপ্টেম্বর বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকির স্যার ৯ম মৃত্যু বার্ষিকীতে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ১০ ঘটিকায় বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা ছাত্রলীগের কার্যকরী সভাপতি মমিনুল কবির মিথুনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রয়াত জাকির স্যারের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করেন। পরে প্রয়াত জাকির স্যারের বাড়িতে কার্যকরী সভাপতি মমিনুল কবির মিথুনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করেন। এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি মমিনুল কবির মিথুন সহ উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব ইসলাম মহসিন,ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি,পৌর ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী,ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী,মনিরুল ইসলাম মনির,চাখার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আকন মাসুম বিল্লাহ,সহসভাপতি তানভীর আহমেদ রনি,সাধারণ সম্পাদক তৌসিফ আহমেদ,যুগ্ম সম্পাদক মো.শাহিন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,চাখার কলেজ ছাত্রলীগ নেতা কাজী ফাহাদ,এইচ এম সজল সহ অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ।।

চিরনিদ্রায় শায়িত ছাত্রলীগ নেতা সাদ্দাম

বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম সাদ্দামের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।

এর আগে সকাল ১০টায় সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতাকর্মী, বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনরা অংশগ্রহণ করেন।

সাদ্দামের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ।

সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি শামিল শাহরোখ তমাল বলেন, কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা সাদ্দামের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক বিরাজ করছে। সাদ্দাম অত্যান্ত স্বচ্ছ একজন ছাত্রনেতা ছিলেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, ছাত্রলীগ তার লড়াই-সংগ্রামের এক আদর্শিক নেতাকে হারিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন শহীদুল ইসলাম সাদ্দাম।সর্বশেষ হৃদযন্ত্রে রিং পড়ানোর জন্য রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন। সেখানে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রিং পড়ানোর সময়ে মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই ছাত্রনেতা।

করোনায় আক্রান্ত এমপি পঙ্কজ নাথ

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে এমপি পঙ্কজ নাথ নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি তার ঢাকার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।

সংসদ সদস্য পঙ্কজ নাথ জানিয়েছেন, ‘শরীরে জ্বর দেখা দিলে গত বৃহস্পতিবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলের পিসআর ল্যাব থেকে দেয়া তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তার আগে থেকেই এমপি পঙ্কজ নাথ ঢাকায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বর্তমানে তার শরীরের জ্বর রয়েছে। এছাড়া বড় কোন সমস্যা নেই বলে জানিয়েছেন এমপি পঙ্কজ নাথ। এসময় তিনি তার নির্বাচনী এলাকা হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।